26/07/2025
এটা না লিখে থাকতে পারলাম না---
সবুজ চুড়ি বনাম বাঙালী মেয়েদের সংস্কৃতি--
----
বাঙালী হিসেবেই আমার খুব পরিচিত কিছু বিশিষ্টদের শ্রাবনমাসে সবুজ চুড়ি পরা নিয়ে সমালোচনায় মুখর হতে দেখলাম!!একজন লিখলেন,চুড়ি পরায় তাঁকে নোড়া দিয়ে ভেঙে ফেলারও পরামর্শ দেওয়া হয় ও মনে করিয়ে দেওয়া হয় তিনি একজন বাঙালী মেয়ে!!!
কারণ হিসেবে বলা হয়, আমাদের মা কাকীমাদের হাতে আমরা কখনোই স্বামীর মঙ্গল কামনায় সবুজ চুড়ি পরতে দেখিনি!!খুব সত্যি কথা!!আমিও দেখিনি!তাহলে বাঙালী মেয়ে হিসেবে আমি কী সবুজ চুড়ি ,লাল চুড়ি কিংবা যেকোন চুড়ি কী পরতে পারি??এবার বলি, আমাদের মা কাকীমাদের আটপৌরে শাড়ী, মাথাভর্তি সিঁদুর,মাথায় ঘোমটা,হাতে জ্বলজ্বল করা শাঁখা ,পলা ও নোয়া দেখেছি!পুজো দিতে যাওয়ার সময় লালপাড় শাড়ী পরতে দেখেছি,জন্মদিনে পুজো দিয়ে পায়েস রান্না করে তা প্রসাদ হিসেবে খাইয়েই জন্মদিন পালন করতে দেখেছি!!বাঙালী মেয়ে হিসেবে আমরা এগুলো মেনে চললেও সময়ে সময়ে স্থানও সুবিধেমত আবার কখনো শুধু ভালোলাগা ও আরামের জন্য জিন্স ,টপ ,হ্যাট ,কোট আবার ফ্রক পরেছি !আবার জন্মদিনে শুধু কেক কেটেই সেলিব্রেট করতে দেখেছি!তখন কী আমাদের কোনো ভাবে মনে হয়েছে আমরা বাঙালীয়ানা ক্ষুন্ন করেছি??
পাশ্চাত্যের বেশ কিছু সংস্কৃতি সঙ্গে অপসংস্কৃতি মেনে নিয়ে মানিয়ে নিয়ে নিজেকে গর্বিত বাঙালী বলে পরিচিতি পেয়েছি!!অথচ ভারতীয় হিসেবে মেয়েরা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পরিহিত,মেয়েদের সুখ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিহিত সবুজ চুড়ি !!যা আমাদের নিজেদের দেশেরই সংস্কৃতি!!এই নিয়ম যদি বাঙালী মেয়েদের মনেও ভরসা বিশ্বাস কিংবা আনণ্দ এনে দেয় তাহলে অপরাধ কোথায়??
তাছাড়া,স্কন্দপুরান ও শিবপুরানে শ্রাবনমাসের সবুজ শৃঙ্গারের যথেষ্ট মহত্ব বর্ণিত আছে!!শুধু শাস্ত্রমতে কেন,এই চুড়ির রিনি রিনি শব্দে আমাদের মনে এক ইতিবাচক শক্তি জাগ্রত হয়!এই মানসিক শক্তি ও আধ্মাতিকতার পবিত্রতায় জীবনের নানা প্রতিকূল অবস্থায় তাকে দৃঢ় রাখে!!মনে করা হয় শিব পার্বতীর আশীর্বাদে দাম্পত্য জীবন সুখের হয়!!বাঙালী মেয়েদের যদি এই আচার ভালো লাগে, মন থেকে বিশ্বাস করে তবে তা মেনে চলায় কোন গর্হিত অপরাধ নেই বা তাতে বাঙালীর গরিমা বিন্দুমাত্র ও ক্ষুন্ন হয়না!!আবার কোন বাধ্যবাধকতাও নেই!!চিরকাল সবুজ রঙ উর্বরতা,নতুন জীবন ও সৌন্দর্যের প্রতীক!!
কলম---দেবশ্রী মুখার্জী।
#সবুজচুড়ি #বাঙালীমেয়ে