Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা

  • Home
  • India
  • Calcutta
  • Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা

Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা Digital Creator , Motivation and Recitation

Good morning everyone
16/09/2025

Good morning everyone

Good night
15/09/2025

Good night

ঘড়িতে তখন ভোরের আলো ছুঁই ছুঁই আমাদের এলাকায় তখন সবার চোখেমুখে এক আনন্দের ছোঁয়া, সবার হাতে সাদা আলো করা এই ছাতুর ঝলকান...
15/09/2025

ঘড়িতে তখন ভোরের আলো ছুঁই ছুঁই
আমাদের এলাকায় তখন সবার চোখেমুখে এক আনন্দের ছোঁয়া, সবার হাতে সাদা আলো করা এই ছাতুর ঝলকানি!!এই উৎসবের ভাগীদার আমি হব না,তা কী করে হয়??
জঙ্গলমহলের অতি পরিচিত ও সুস্বাদু মাশরুম হল দুর্গা ছাতু ,বা অষ্টমী ছাতু!!
হাল্কা বৃষ্টির পর যখন শরতের আকাশে ঝলমলে রোদ দেখা যায় ঠিক তখন শক্ত মাটি ফুঁড়ে উঁকি দেয় এই শ্বেতশুভ্র দুর্গা ছাতু!!কৃষ্ণ জন্মাষ্টমী থেকে দুর্গা অষ্টমী অব্দি এই ছাতু পাওয়া যায় বলে দুর্গা ছাতু বা অষ্টমী ছাতু নাম প্রসিদ্ধ!!
এই ছাতু চাষ করা যায় না!!নিজে থেকে হয় এবং যেখানে হয় সেখানে বারবার হয়!!চাহিদার সাথে যোগান কম হওয়ায় বেশীরভাগ সময় এর বাজার দর থাকে চড়া!!
এর স্বাদ এতটাই সুন্দর হয় যে একবার খেলে অন্য মাশরুম খেতে ভালো লাগে না!!তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে এর স্বাদ মাংস কেও হার মানায়!!এই ছাতুর আমাদের এখানে স্থানীয় নাম
শিক্ ছাতু বা কাড়ান্ ছাতু!!
বিশেষত বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামের ঘন জঙ্গলে এই ছাতু বা প্রাকৃতিক মাশরুম খুব বেশী পাওয়া যায়
#দুর্গাছাতু #অষ্টমীছাতু #শিকছাতু #কাড়ানছাতু
#জঙ্গলমহল
Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা

সন্তানকে অভাব নয়, চিন্তা বড় করার সাহস দিনসন্তানকে আপনি কী শেখাচ্ছেন—সেটাই ঠিক করে দেবে তার ভবিষ্যৎ।অভাবের গল্প প্রতিদিন ...
14/09/2025

সন্তানকে অভাব নয়, চিন্তা বড় করার সাহস দিন

সন্তানকে আপনি কী শেখাচ্ছেন—সেটাই ঠিক করে দেবে তার ভবিষ্যৎ।
অভাবের গল্প প্রতিদিন শুনতে শুনতে যে শিশু বড় হয়, তার মন নিজেকে ছোট ভাবতেই শেখে। সে শেখে,
🔒 "আমার স্বপ্ন দেখার অধিকার নেই"
🔒 "আমার চাহিদা অযৌক্তিক"
🔒 "আমরা গরিব, তাই আমার স্বপ্নও গরিব হতে হবে"

এভাবেই সে নিজের ভাবনার ভেতরে তৈরি করে দেয় একটা অদৃশ্য পাঁচিল। আর এই পাঁচিলই তাকে আটকে রাখে।

🗣️ আপনার শব্দেই গড়ে ওঠে তার মানসিকতা
আপনি যদি প্রতিদিন বলেন—
“আমাদের সামর্থ্য নেই”,
“এত দামী জিনিস কেনার ক্ষমতা আমাদের নেই”,
“তুই বেশি চাস না”—
তবে সে মনে মনে মানিয়ে নেয় যে
তার স্বপ্নগুলো শুধু দেওয়ালে টাঙানোই থাকবে, বাস্তব হবে না কখনও।

🧭 তাকে শেখান, মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়
শুধু পড়াশোনা আর চাকরির নাম নয়—জীবনের আসল শিক্ষা হল
✅ চিন্তা করার স্বাধীনতা
✅ নিজের বিবেকের কাছে সৎ থাকা
✅ “আমি পারি” বলার সাহস রাখা

তাকে বলুন, “চেয়ারে বসাই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়।”
চাকরি জীবনের উপায় হতে পারে, উদ্দেশ্য নয়।

🎁 বই দিন, কিন্তু শুধু গল্প নয়—ভাবনা দিন
জন্মদিনে তাকে দিন—
📚 আইজ্যাক বশেভিস সিঙ্গার, এডগার এলেন পো বা এরদোয়ানের আত্মজীবনী
📚 বিশ্বদর্শনের গল্প, মহাকাশ ভ্রমণের বই
📚 কাশ্মীর বা সুইজারল্যান্ড ঘুরে আসার স্বপ্ন

সন্তান যেন ছোটবেলা থেকেই জানে—
পৃথিবী বিশাল, সম্ভাবনা সীমাহীন।

🌍 এই দেশই পৃথিবীর শেষ নয়, বরং তার শুরু হোক এখান থেকে
একটা মানচিত্র হাতে দিন তাকে, আর বলুন—
“তুই এখানে যেতে পারিস, চাইলে শিখতে পারিস, চাইলে গড়তেও পারিস।”

তাকে জানাতে হবে,
🌏 ভারত মহান, কিন্তু এই দুনিয়া আরও বিশাল।
তাতে থাকবে না দেশদ্রোহ, থাকবে বিশ্বচেতনা।

❌ অভাব শেখানো মানেই স্বপ্ন কেটে দেওয়া
অভাবী মানসিকতা মানুষকে শুধু নিজেকে আটকে রাখতেই শেখায়।
টাকা না থাকা দোষ নয়,
❌ দোষ হল—নিজের ভাবনাকে দরিদ্র করে রাখা।

একজন “অভাবী চিন্তাশীল” মানুষ শুধু নিজের জীবন নয়, পরবর্তী প্রজন্মকেও আটকে দেয়।

🚷 হতাশ মানুষের মন্তব্য যেন না পৌঁছায় আপনার সন্তানের কানে
যারা বলে—
“এই স্বপ্ন আমাদের জন্য না”,
“আমরা অত বড় কিছু হতে পারব না”,
তারা নিজেরাই ভেতর থেকে ভেঙে পড়া।
এই ধরনের মানুষদের থেকে আপনার সন্তানকে দূরে রাখুন।

💡 সাধ্যের মধ্যে থেকেও স্বপ্নের আলো দিন
দামী গ্যাজেট না হোক,
📌 একটা পুরনো টেলিস্কোপ
📌 একটা ভূগোলের ম্যাপ
📌 একটা কফি-টেবিল বই
এই ছোট ছোট জিনিসগুলোই একটা বড়ো ভবিষ্যতের বীজ হয়ে দাঁড়াতে পারে।

🕊️ শেষ কথা
আপনার সন্তান যেন জানে—
✨ “তুই আলাদা”
✨ “তুই পারবি”
✨ “তুই ছোট ঘরের নয়, বড়ো স্বপ্নের জন্য জন্মেছিস”

কারণ আপনি যদি তার মনে আলোকিত চিন্তা বপন করেন,
তাহলে সে একদিন গোটা দুনিয়াকে আলোকিত করে তুলবে।

📢 আপনি যদি চান আপনার সন্তান একদিন আলাদা কিছু করুক,
তাহলে আজই তাকে শুধু একবেলা খাইয়ে নয়—ভবিষ্যতের #আলো_জাগুক_চিন্তায়

শুভ সকাল
14/09/2025

শুভ সকাল

সারাদিনের পরে এবার শান্তির ঘুম!!শুভ রাত্রি!!
13/09/2025

সারাদিনের পরে এবার শান্তির ঘুম!!
শুভ রাত্রি!!

Good afternoon everyone
13/09/2025

Good afternoon everyone

“যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না...”এই জীবনে যত ঝড় গেছে মাথার ওপর দিয়ে,যত রিস্ক নিয়েছি,যতবার ভেঙেছি,যতটা একলা লড়েছিআজ কেউ স...
13/09/2025

“যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না...”
এই জীবনে যত ঝড় গেছে মাথার ওপর দিয়ে,
যত রিস্ক নিয়েছি,
যতবার ভেঙেছি,
যতটা একলা লড়েছি
আজ কেউ সামনে দাঁড়িয়ে ভাঙার ভয় দেখালে
আমি শুধু হেসে ফেলি।

কারণ আমি জানি
ভাঙা মানুষ ভয় পায় না,
সে তৈরি হয় নতুন করে গড়া মানুষের চেয়েও শক্ত হয়ে।

মানুষ ভেবেছে “এবার বুঝি ও শেষ!”
বন্ধুর মুখে ছুরি দেখে আমি মুচকি হেসেছি।
যার জন্য চোখ ভিজিয়েছি, সে-ই পেছনে ঘুরে উপহাস করেছে।
যে হাত ধরে উঠিয়েছে, সেই হাত একদিন ঠেলে ফেলে দিয়েছে।

তবুও আমি হাল ছাড়িনি।
কারণ আমি শিখে গেছি
যতবার পড়বো, ততবার আমাকেই উঠতে হবে।
কেউ হাতে ধরে তুলবে না।

আজ আমি হয়তো কষ্টে আছি,
কিন্তু ভয়ে না।
আজ আমি হয়তো একা লড়ছি,
তবুও ভেঙে না।
কারণ আমার মনটা, আমার সত্তাটা এখন পাথর
আগুনে পোড়া ইস্পাত যেমন আরও শক্ত হয়,
আমিও তেমনি হয়ে উঠেছি অটল।

হিজামা–এর মতোই জীবনও…
কিছু বিষাক্ত রক্ত, কিছু ব্যথা, কিছু ক্ষত
বের না করলে শরীর যেমন সারে না,
তেমনি ক্ষমা না করলে মনও শান্ত হয় না।

আমি শিখেছি
বিষ জমে থাকলে শরীর ভাঙে,
আর ঘৃণা জমে থাকলে আত্মা ভেঙে পড়ে।

তাই আজ আমার শক্তি হলো অভিজ্ঞতা,
অস্ত্র হলো ধৈর্য,
আর ঢাল হলো ক্ষমা।
কারণ আমি জানি
যে ভাঙা, তাকে আর ভাঙা যায় না।।
সংগৃহীত

Good night everyone
12/09/2025

Good night everyone

Address

Ramkrishnapally
Calcutta
721305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Debasri's Kotha O Kobita - দেবশ্রী'স কথা ও কবিতা:

Share