
24/07/2025
একটু মন দিয়ে পড়বেন!
আগের পলিটিকাল এক্সপোজ সিরিজের ছটা পর্ব ভালই হিট করেছে। অনেক মানুষ কিনেছেন। প্রতি পর্বের দাম রেখেছিলাম ২০ টাকা, ছয় পর্বের পুরো সিরিজ তার দাম ১২০ টাকা। ভালো ফিডব্যাক পেয়েছি। তার মধ্যে কয়েকটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার সৌভাগ্য যে আপনাদের পাশে পেয়েছি। যারা পোস্ট পড়েন,পড়ে চলে যান, কোনো উচ্চবাচ্য করার প্রয়োজন বোধ করেন না, তাদের কথা বলছি না কিন্তু। যারা আমাদের অবস্থা ভালো করে বুঝতে পারেন, আমাদের পরিশ্রমের মান রাখতে জানেন, আমাদের সাহস জোগাতে জানেন, তাদের বলছি।
আমাদের আরো কয়েকটা pdf বার করার পরিকল্পনা আছে।
১) শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে বামেদের মিথ্যাচার - ৫ পর্ব - ২০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ১০০ টাকা
২) ভারত এবং বাংলার বামপন্থী এক্সপোজ সিরিজ - ১২ পর্ব - ৩০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ৩৬০ টাকা
৩) ভারতের ইতিহাসের কিছু লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ তথ্য - ১০ পর্ব - ৩০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ৩০০ টাকা
৪) ব্যবসাহেব আম্বেদকর মুসলমানদের নিয়ে কি বলেছিলেন (সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ বিশ্লেষণ) - ১২ টি অধ্যায় - চার পর্ব (৪x ৩) - ৫০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ২০০ টাকা
কোনটা আগে বানানো উচিত বলে আপনাদের মনে হয়, সেটাও জানাবেন!
এর থেকে অনেক অনেক বেশী আপনারা বাইরে খাওয়া দাওয়া, ঘোরা ফেরাতে খরচা করেন। যদি বইও কেনেন, তাতেও এর থেকে বেশী খরচা। যদিও আমার নিজের লজ্জা হচ্ছে যে আপনাদের এটা বোঝাতে হচ্ছে! তাও বলছি, যদি নিজেদের শিকড়, নিজেদের পরিচয়, নিজেদের সংস্কৃতি, আর নিজেদের নায়কদের সম্পর্কে সেই ভাবে না জানলেন, সেটা আপনাদের গর্বের ব্যাপার না অবশ্যই। ভেবে দেখবেন। না নিতে হলে না নেবেন। কোনো সমস্যা নেই। আগের সিরিজের একটি পর্বের দাম রেখেছিলাম ২০ টাকা মাত্র। একজন তো আবার whatsapp এ এসে আমাকে বলেছে, ৪ টি পর্ব ৪০ টাকায় ছাড়ুন। মানে ৪টে পর্ব, ৮০ টাকাও দিতে পারবে না। ৫০% ডিসকাউন্ট চায়। এই তো বাঙালি হিন্দু। সবকিছু প্লেটে সাজিয়ে খাইয়ে দেবো আমরা। সেটা তো আমাদের কর্তব্য!! আর ওনারা শুধু খাবেন।
যাই হোক, বেশি আর কিছু বলতে চাই না। কারোর কোনো জিজ্ঞাস্য থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। যদি ভালো রেসপন্স দেখি, তাহলেই বানাবো pdf গুলো, না হলে এখানেই শেষ। বেকার পরিশ্রম তো করবো না। আপনাদের জন্য, দিনের রাতের অনেকটা সময় The Bengal Owl আপনাদের জন্য দেয়, অনেক পড়াশোনা করি আমরা, অনেক রিসার্চ করি, অনেক ইনভেস্টিগেশন করতে হয়। কি স্বার্থ আছে আমাদের? তার ওপর আবার pdf বানাচ্ছি আপনাদের জন্য। এই সবকিছুর দাম দিতে হলে দেবেন, না হলে না দেবেন। বাধ্যবাধকতা কিছু নেই।