The Bengal Owl

The Bengal Owl উন্নয়নের বাণে ভাসি
গণতন্ত্র পরলো ফাঁসি

একটু মন দিয়ে পড়বেন! আগের পলিটিকাল এক্সপোজ সিরিজের ছটা পর্ব ভালই হিট করেছে। অনেক মানুষ কিনেছেন। প্রতি পর্বের দাম রেখেছি...
24/07/2025

একটু মন দিয়ে পড়বেন!

আগের পলিটিকাল এক্সপোজ সিরিজের ছটা পর্ব ভালই হিট করেছে। অনেক মানুষ কিনেছেন। প্রতি পর্বের দাম রেখেছিলাম ২০ টাকা, ছয় পর্বের পুরো সিরিজ তার দাম ১২০ টাকা। ভালো ফিডব্যাক পেয়েছি। তার মধ্যে কয়েকটা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার সৌভাগ্য যে আপনাদের পাশে পেয়েছি। যারা পোস্ট পড়েন,পড়ে চলে যান, কোনো উচ্চবাচ্য করার প্রয়োজন বোধ করেন না, তাদের কথা বলছি না কিন্তু। যারা আমাদের অবস্থা ভালো করে বুঝতে পারেন, আমাদের পরিশ্রমের মান রাখতে জানেন, আমাদের সাহস জোগাতে জানেন, তাদের বলছি।

আমাদের আরো কয়েকটা pdf বার করার পরিকল্পনা আছে।

১) শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে বামেদের মিথ্যাচার - ৫ পর্ব - ২০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ১০০ টাকা

২) ভারত এবং বাংলার বামপন্থী এক্সপোজ সিরিজ - ১২ পর্ব - ৩০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ৩৬০ টাকা

৩) ভারতের ইতিহাসের কিছু লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ তথ্য - ১০ পর্ব - ৩০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ৩০০ টাকা

৪) ব্যবসাহেব আম্বেদকর মুসলমানদের নিয়ে কি বলেছিলেন (সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ বিশ্লেষণ) - ১২ টি অধ্যায় - চার পর্ব (৪x ৩) - ৫০ টাকা প্রতি পর্ব। পুরো সিরিজ - ২০০ টাকা

কোনটা আগে বানানো উচিত বলে আপনাদের মনে হয়, সেটাও জানাবেন!

এর থেকে অনেক অনেক বেশী আপনারা বাইরে খাওয়া দাওয়া, ঘোরা ফেরাতে খরচা করেন। যদি বইও কেনেন, তাতেও এর থেকে বেশী খরচা। যদিও আমার নিজের লজ্জা হচ্ছে যে আপনাদের এটা বোঝাতে হচ্ছে! তাও বলছি, যদি নিজেদের শিকড়, নিজেদের পরিচয়, নিজেদের সংস্কৃতি, আর নিজেদের নায়কদের সম্পর্কে সেই ভাবে না জানলেন, সেটা আপনাদের গর্বের ব্যাপার না অবশ্যই। ভেবে দেখবেন। না নিতে হলে না নেবেন। কোনো সমস্যা নেই। আগের সিরিজের একটি পর্বের দাম রেখেছিলাম ২০ টাকা মাত্র। একজন তো আবার whatsapp এ এসে আমাকে বলেছে, ৪ টি পর্ব ৪০ টাকায় ছাড়ুন। মানে ৪টে পর্ব, ৮০ টাকাও দিতে পারবে না। ৫০% ডিসকাউন্ট চায়। এই তো বাঙালি হিন্দু। সবকিছু প্লেটে সাজিয়ে খাইয়ে দেবো আমরা। সেটা তো আমাদের কর্তব্য!! আর ওনারা শুধু খাবেন।

যাই হোক, বেশি আর কিছু বলতে চাই না। কারোর কোনো জিজ্ঞাস্য থাকলে বা কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে। যদি ভালো রেসপন্স দেখি, তাহলেই বানাবো pdf গুলো, না হলে এখানেই শেষ। বেকার পরিশ্রম তো করবো না। আপনাদের জন্য, দিনের রাতের অনেকটা সময় The Bengal Owl আপনাদের জন্য দেয়, অনেক পড়াশোনা করি আমরা, অনেক রিসার্চ করি, অনেক ইনভেস্টিগেশন করতে হয়। কি স্বার্থ আছে আমাদের? তার ওপর আবার pdf বানাচ্ছি আপনাদের জন্য। এই সবকিছুর দাম দিতে হলে দেবেন, না হলে না দেবেন। বাধ্যবাধকতা কিছু নেই।

নীচে দিলাম "ইন্দো-জার্মান ষড়যন্ত্র"-এর দুই মূল কাণ্ডারির ছবি।অদ্ভুত ব্যাপার হলো, ক্লাস ১০ পর্যন্ত ইতিহাস বইতে এই দুইজন স...
24/07/2025

নীচে দিলাম "ইন্দো-জার্মান ষড়যন্ত্র"-এর দুই মূল কাণ্ডারির ছবি।

অদ্ভুত ব্যাপার হলো, ক্লাস ১০ পর্যন্ত ইতিহাস বইতে এই দুইজন সম্পর্কে প্রায় কিছুই দেখতে পাইনি। বাঘাযতীনের সম্পর্কে শুধু এইটুকুই পড়েছিলাম—বুড়িবালামের তীরে ব্রিটিশের গুলিতে সম্মুখ সমরে প্রাণ দিয়েছেন। ব্যস, এটুকুই!

নেতাজি এবং INA-কে নিয়েও ছিল মাত্র দু’পাতা মতো। আর সারা বই জুড়ে শুধু গান্ধীর লবণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, দণ্ডি অভিযান, এই-ওই, কংগ্রেসের ইতিহাস, লেনিন, ডিরোজিও ইত্যাদি। কিন্তু এই দুই বাঙালির নাম কোথাও নেই! অথচ, সেই "অহিংস জাতির জনক" ভারতের মাটিতে পা রাখার আগেই এই দুই বিপ্লবীর জন্য ব্রিটিশ সাম্রাজ্য কাঁপতে শুরু করেছিল। তা ধ্বংস হয়নি—কিছুটা দুর্ভাগ্য, আর কিছুটা হয়েছিল দুজন বিশ্বাসঘাতকের জন্য।

রাসবিহারী বসুকে নিয়ে তো একটা লাইনও দেখিনি স্কুলের বইতে। অথচ শুনেছি, লোকটার মাথার দাম এক লক্ষ টাকা ধার্য করেছিল ব্রিটিশ সরকার, সেটাও ১৯১২ সালে! এবং ব্রিটিশরা কখনও রাসবিহারী বসুকে ধরতে পারেনি।

ছোট থেকে শুনে এসেছিলাম, শরৎচন্দ্রের পথের দাবি বইটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু তখন বুঝতাম না, কারণটা কী। পরে জেনেছি, পথের দাবি-এর নায়ক ছিলেন রাসবিহারী বসু। শরৎচন্দ্র তাঁকে "সব্যসাচী" নামে চিহ্নিত করেছিলেন—যার দুই হাত সমানতালে চলে। বাস্তবেও শুনেছি, তিনি সত্যিই ছিলেন সব্যসাচী—দু’হাতে সমান দক্ষতায় বন্দুক ও বোমা ছুড়তে পারতেন।

24/07/2025

জোর করে জলের ওপর তেল ঢালতেই পারেন, কিন্তু তেল আর জল কোনোদিন মেশে কি?

১০টা নাগাদ সব ফাইল ডিলিট করবো। Whatsapp খোলা আছে। কিনতে চাইলে ম্যসেজ করবেন। পরে কিন্তু চাইলেও পাবেন না। আরো অনেক pdf বান...
23/07/2025

১০টা নাগাদ সব ফাইল ডিলিট করবো। Whatsapp খোলা আছে। কিনতে চাইলে ম্যসেজ করবেন। পরে কিন্তু চাইলেও পাবেন না। আরো অনেক pdf বানাতে হবে। আগের গুলো ডিলিট করে দেওয়া হবে। শেষবারের মত সবাইকে জানিয়ে রাখলাম। 🙏

আমাদের ছয় পর্বের এক্সপোজ সিরিজ পুরোটাই পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনো নেননি, নিতে পারলে নিয়ে নেবেন। কারণ আজকের দিনটাই সময় আছে আমার কাছে। আজ রাতে ফোন থেকে সব ডিলিট করে দেবো। কারণ আরও অনেক কিছু প্ল্যান রয়েছে আমার। যাদের নেওয়ার আজকেই নেবেন। পরে আর পাবেন কি না বলতে পারবো না।

সপ্তম পর্ব লিখবো। আর এরপর ভেবেছি জ্যোতি বসু এক্সপোজ সিরিজ বানাবো। তবে বানাবো তখনই যখন সেইরকম রেসপন্স পাবো। না হলে কোনো প্রশ্নই ওঠে না। জানাবেন।

"স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই!"জন্মবার্ষিকীতে বালগঙ্গাধর তিলক মহাশয় কে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।এক মহান স...
23/07/2025

"স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই!"

জন্মবার্ষিকীতে বালগঙ্গাধর তিলক মহাশয় কে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

এক মহান স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক যিনি তার সহকর্মী ও দেশবাসীর হৃদয়ে জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের বিপ্লব জাগ্রত করেছিলেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের জননেতাদের মধ্যে সর্বাগ্রে থাকায় বাল গঙ্গাধর তিলক ‘স্বরাজের জনক’ হিসাবে পরিচিত ছিলেন। ছাত্র ও যুবকদের গুনগত শিক্ষা দানের জন্য ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা থেকে শুরু করে কেশরী ও মারাঠার মতো জাতীয়তাবাদী সংবাদপত্র প্রকাশনা, তার স্বাধীনতা আন্দোলনের লেখায় ও রেখায় ফুটে উঠেছে জাতীয়তাবাদের চিন্তাধারা।

স্বাধীনতার সংগ্রামের সময় বালগঙ্গাধর তিলকের মত নেতাদের আদর্শ, প্রত্যয় এবং নৈতিক শক্তি আমাদের এই প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

আমাদের ছয় পর্বের এক্সপোজ সিরিজ পুরোটাই পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনো নেননি, নিতে পারলে নিয়ে নেবেন। কারণ আজকের দিনটাই...
23/07/2025

আমাদের ছয় পর্বের এক্সপোজ সিরিজ পুরোটাই পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনো নেননি, নিতে পারলে নিয়ে নেবেন। কারণ আজকের দিনটাই সময় আছে আমার কাছে। আজ রাতে ফোন থেকে সব ডিলিট করে দেবো। কারণ আরও অনেক কিছু প্ল্যান রয়েছে আমার। যাদের নেওয়ার আজকেই নেবেন। পরে আর পাবেন কি না বলতে পারবো না।

সপ্তম পর্ব লিখবো। আর এরপর ভেবেছি জ্যোতি বসু এক্সপোজ সিরিজ বানাবো। তবে বানাবো তখনই যখন সেইরকম রেসপন্স পাবো। না হলে কোনো প্রশ্নই ওঠে না। জানাবেন।

বামপন্থী মানেই দেশদ্রোহী! আমাদের এক্সপোজ সিরিজের ষষ্ঠ পর্বটিও রিলিস গিয়ে গেলো! যারা যারা কিনতে চান, আমাদের আগের পোস্টে ...
22/07/2025

বামপন্থী মানেই দেশদ্রোহী!

আমাদের এক্সপোজ সিরিজের ষষ্ঠ পর্বটিও রিলিস গিয়ে গেলো! যারা যারা কিনতে চান, আমাদের আগের পোস্টে দেওয়া whatsapp নম্বরে যোগাযোগ করে নেবেন। অনেক রিসার্চ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে এগুলো বানানোর জন্য। আমাদের মত এত গভীরে গিয়ে আর কেউ যদি রাত জেগে পড়াশোনা করে এত সবকিছু আপনাদের জন্য বানাতে পারে, আমাদের জানাবেন।

আপনাদের কথা মতই, এই নিয়ে এক্সপোজ সিরিজের ছটি পর্ব রিলিস করে ফেললাম আমরা। যারা নিলেন, নিচ্ছেন, বা নেবেন, তাদের অনেক ধন্যবাদ।

যারা যারা এখনো একটা পর্বও কিনে উঠতে পারেননি, কিন্তু কিনতে আগ্রহী, চলে আসুন whatsapp এ। অপেক্ষা করবো। যাদের যে যে পর্ব এখনো মিসিং, তারাও যোগাযোগ করে নেবেন।

জ্যোতি বসুর কিছু মধুর কীর্তির এক্সপোজ সিরিজ যদি কেউ কিনতে চান, জানাবেন শীঘ্রই। বানাবো তাহলে।

22/07/2025

এক্সপোজ সিরিজের ষষ্ঠ পর্ব রিলিস করতে চলেছি আধ ঘণ্টার মধ্যে। বামপন্থীদের আবার এক্সপোজ করবো এই pdf এ। যারা কিনতে চান, আগের পোস্টে whatsapp নম্বর দেওয়া আছে। কন্ট্যাক্ট করে নেবেন।

পরবর্তী কালে আরও বেশ কয়েকটা সিরিজ বানানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু এবারের ছয় পর্বের এক্সপোজ সিরিজের আশানুরূপ রেসপন্স পাইনি। রেসপন্স পেয়েছি। এবং প্রশংসাও পেয়েছি। কিন্তু রেসপন্স যতটা আমাদের পাঠকরা কথা দিয়েছিলেন, সেই মত একদমই না।

আজ এই নিয়ে চতুর্থ, পঞ্চম, এবং ষষ্ঠ পর্বটি পাবলিশ করলাম। এরপর আর করবো কি না, সেটা ভেবে দেখতে হবে। কারণ ভালো রেসপন্স না পেলে, খাটাখাটনি করে লাভ নেই।

যাই হোক, ষষ্ঠ পর্বটি আসছে কিছুক্ষণের মধ্যেই। 🙏

রাহুল গান্ধী, পাকিস্তানের ISI, এবং খালিস্তান -  কি যোগ রয়েছে?আমাদের এক্সপোজ সিরিজের পঞ্চম পর্ব রিলিস হয়ে গেলো। একটু আগ...
22/07/2025

রাহুল গান্ধী, পাকিস্তানের ISI, এবং খালিস্তান - কি যোগ রয়েছে?

আমাদের এক্সপোজ সিরিজের পঞ্চম পর্ব রিলিস হয়ে গেলো। একটু আগে চতুর্থ পর্বটি রিলিস হয়েছে। আগের পোস্টটা দেখে নিন। যারা যারা কিনতে চান, আগের পোস্টে দেওয়া নম্বরটিতে whatsapp করে দেবেন। ভেবেছি, ষষ্ঠ পর্বটিও আজ রাতেই পাবলিশ করবো। কিন্তু আদৌ করবো কি না, সেটা ডিপেন্ড করছে আপনাদের রেসপন্স এর ওপর।

যারা এখনো চতুর্থ ও পঞ্চম পর্ব কিনে উঠতে পারেননি, whatsapp করবেন। যারা এখনো কোনো পর্বই কিনে উঠতে পারেননি, তারাও জানাবেন। আবারো বলছি, এর পর আর কোনো সিরিজ বা pdf বার করবো কি না, সেটা নির্ভর করবে আজ আপনাদের রেসপন্স এর ওপর। পাবলিশ করবো তাদের জন্যেই, যারা বিশ্বাস করে ছটি পর্বের ফুল পেমেন্ট করে রেখেছেন।

প্রথমবার চেষ্টা করছি, তাই সবার সহযোগিতা চেয়েছিলাম। এবার করবেন কি না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, whatsapp খোলা আছে। চলে আসুন।

"মণিপুরের হিংসার নেপথ্যে আসলে কে?" সত্যি কি বিজেপি? না কি অন্য কেউ? আমাদের এক্সপোজ সিরিজের চতুর্থ পর্ব রিলিস করলাম। যারা...
22/07/2025

"মণিপুরের হিংসার নেপথ্যে আসলে কে?"

সত্যি কি বিজেপি? না কি অন্য কেউ?

আমাদের এক্সপোজ সিরিজের চতুর্থ পর্ব রিলিস করলাম। যারা যারা কিনতে চান, 9874381749 নম্বরে whatsapp করে দেবেন। প্রচুর রিসার্চ আর গভীর ইনভেস্টিগেশন করেছি এটা বানানোর জন্য। প্রতিটা তথ্যের সাথে স্ক্রিনশট দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা এখনো আগের তিনটি পর্ব কেনেননি, তারা এক সাথে চারটি পর্ব কিনে নিতে পারেন। অনেকে আবার আমাদের ছয়টি পর্ব পুরো দাম দিয়ে কিনে রেখে দিয়েছেন, পাবলিশ হওয়ার আগেই। এতটাই আমাদের ওপর বিশ্বাস করেন। তাই আমরাও চেষ্টা করছি সবার বিশ্বাসের দাম রাখার।

আর হ্যাঁ, আমাদের পঞ্চম এবং ষষ্ঠ পর্ব আজ রাতেই পাবলিশ করে দেবো whatsapp এ। আমাদের পেজে কিন্তু ৪০,০০০ এর কাছাকাছি ফলোয়ার বেস। আর ভালো রেসপন্স আশা করছি আপনাদের সবার থেকে। 🙏

22/07/2025

এক্সপোজ সিরিজের চতুর্থ পর্ব - "মণিপুরের হিংসার নেপথ্যে কে? Free Movement Regime কি?"- pdf রিলিজ করছি আজ সন্ধ্যে ছটা নাগাদ। স্টে টিউন্ড। যারা যারা কিনতে চান, আগের পোস্টে whatsapp নম্বর দেওয়া আছে, ম্যসেজ করে দেবেন।

21/07/2025

যেটার আশঙ্কা ছিল, সেটাই হল। এক্সপোজ সিরিজের তিনটে pdf কিনবার জন্য এত ব্যাপক লেভেলে ম্যসেজ ঢুকেছে আমার whatsapp এ, যে whatsapp থেকেই আপাতত ম্যসেজ আসা বন্ধ রেখেছে, কারণ সবই অজানা নম্বর, আমার ফোনে সেভ করা নেই। কি কান্ড! 😞

যারা যারা আমাকে whatsapp এ পাচ্ছেন না, তারা দয়া করে আমাদের পেজের ইনবক্সে একটা ম্যসেজ ছেড়ে দেবেন। আমি কন্ট্যাক্ট করে নেবো। 🙏

ভাবছি, পড়ে যখন আর pdf আসবে তখন কি হবে! 😱

Address

Calcutta

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bengal Owl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bengal Owl:

Share