Natun Gati - নতুন গতি

Natun Gati - নতুন গতি Natun Gati Weekly News Paper and Online News Portal,

13/09/2025

রামপুরহাটে বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মীর উপর হামলা, চাঞ্চল্য ছড়াল এলাকায়।

13/09/2025

গত ৩রা সেপ্টেম্বর পর ফের আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঘটনায় তলব করা হলো চিকিৎসকদের।।

13/09/2025

অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই এমপি কাপ শুরু করেছেন ডায়মন্ড হারবারে।তাকে দেখে এখন অনুসরন করছে সবাই।তৃনমূল পথ প্রদর্শক,বললেন রচনা বন্দ্যোপাধ্যায়।

13/09/2025

নতুন স্বাস্থকেন্দ্র থাকলেও
এখনো পুরোনো ভাঙাচোরা ঘরে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে পরিষেবা নিচ্ছেন বাসিন্দারা।
স্বাস্থ কেন্দ্র থাকলেও পুরোনো ঘরে পরিষেবা কেনো প্রশ্ন বাসিন্দাদের।দীর্ঘদিন যাবত এই পুরোনো ভাঙা ঘরে পরিষেবা নিয়ে এসেছেন এলাকার বাসিন্দারা। যে ঘরে রুগীদের জন্য বসার ব্যবস্থাটুকু নেই। করা রোদ্রে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে পরিষেবা নিচ্ছেন এলাকার বাসিন্দারা।

13/09/2025

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একাধিক শ্রমিকের। দুপুর একটা নাগাদ নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে হঠাৎ ধস নামে। ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

13/09/2025

রাত ১০টার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান? মদের আসর বসেছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রীর রহস্যমৃত্যুর পরই উঠছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রীর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাণ রক্ষা করা যায়নি। ছাত্রীর মৃত্যুর পরই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। মৃত ছাত্রীর মা-বাবাও বিশ্ববিদ্যালয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

13/09/2025

উত্তর পাড়ার নেশা মুক্তি কেন্দ্রের কর্নধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পলাতক ২ আবাসিক! চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

13/09/2025

বর্ষার মরসুমে দিকে দিকে বেহাল রাস্তার করুন ছবি দেখা গেছে।আবার কোথাও চলাচলের অযোগ্য রাস্তায় খাটিয়ায় করে রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি আকছার দেখা গেছে।এরকমই একটি বেহাল রাস্তার ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।

13/09/2025

প্রকাশ্য দিবালোকে হাড়হিম করা ঘটনা। জনবহুল মেট্রোস্টেশনে হল রক্তারক্তি। সর্বসমক্ষেই ঝরল রক্ত। একে বারে হাতে অস্ত্র নিয়ে আক্রমণ। এ যেন সিনেমাকেও হার মানায়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি ঘটে গেল।

13/09/2025

বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের লাউডোহা গ্রামে অজয় নদ পার্শ্ববর্তী চর থেকে একটি বিশাল আকারের গোলাকার ধাতব বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বস্তুটি অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো দেখতে বলে জানান স্থানীয়রা।

13/09/2025

হবিবপুরে জনসংযোগে নিতাই মণ্ডল, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু

13/09/2025

সিকিমে আবারো ধস, মৃত্যু অন্ততপক্ষে চারজনের

Address

Calcutta

Alerts

Be the first to know and let us send you an email when Natun Gati - নতুন গতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natun Gati - নতুন গতি:

Share

Category