আপনি কি জানেন?

আপনি কি জানেন? বিভিন্ন আশ্চর্যজনক তথ্য, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ও আরও অন্যান্য অজানা তথ্য জানার জন্য আমাদের পেজটি ফলো করুন।
(2)

😔😔💔💔
03/07/2025

😔😔💔💔

⭕কলকাতায়  শুধু  না গোটা বাংলায় বর্তমানে অনেক শিক্ষিত এবং যোগ্য মানুষ প্রকৃত মূল্য পায় না। অন্যদিকে, কিছু মানুষ শুধুমাত...
03/07/2025

⭕কলকাতায় শুধু না গোটা বাংলায় বর্তমানে অনেক শিক্ষিত এবং যোগ্য মানুষ প্রকৃত মূল্য পায় না। অন্যদিকে, কিছু মানুষ শুধুমাত্র আত্মীয়স্বজন, কাকু-জেঠু বা নেতা এবং টাকার প্রভাবের জোরে শীর্ষস্থানে পৌঁছে যান✅

তাই শুধু পড়াশোনার উপর ভরসা করলে হবে না। একটা যেকোনো নতুন দক্ষতা শিখো। একটা বিকল্প পরিকল্পনা রাখো..
আজকের দুনিয়ায় শুধু ডিগ্রি দিয়ে হবে না, নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে।💔

দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টি! দূষণ কমাতে ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি করানোর চেষ্টা করা...
02/07/2025

দিল্লিতে প্রথমবার কৃত্রিম বৃষ্টি!

দূষণ কমাতে ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি করানোর চেষ্টা করা হবে।

এই প্রক্রিয়ায় বিমান থেকে মেঘের ভেতর সিলভার আয়োডাইড ছড়িয়ে বৃষ্টি নামানো হবে।

এই উদ্যোগটি নিচ্ছে আইআইটি কানপুর ও আইএমডি পুনে। পুরো প্রকল্পটি ১০০ বর্গ কিলোমিটার এলাকায় চালানো হবে।

এই পদক্ষেপটি দিল্লির আকাশকে পরিষ্কার করার দিকে একটি ঐতিহাসিক চেষ্টা।

দূষণের বিরুদ্ধে সাহসী এক প্রচেষ্টা!

🐖
02/07/2025

🐖

01/07/2025
Normal day in the office for Waste Bengal 💚
30/06/2025

Normal day in the office for Waste Bengal 💚

রাজ্যে আর কিছুই বাকি থাকলো না, শিক্ষা ধ্বংস করে  সমাজের মেরুদন্ড ভেঙে দিয়েছে, জীবিকা হনন  করে ভাতাতে নিয়ে এসে দাঁড় কর...
30/06/2025

রাজ্যে আর কিছুই বাকি থাকলো না, শিক্ষা ধ্বংস করে সমাজের মেরুদন্ড ভেঙে দিয়েছে, জীবিকা হনন করে ভাতাতে নিয়ে এসে দাঁড় করিয়েছে, বয়স্ক -বাচ্চা- অবলা কারোরই সম্মান নেই। নারীর সম্ভ্রম নষ্ট করছে দিনের পর দিন এই শাসকদলেরই ছত্রছায়ায়।ভাতাতেই সন্তুষ্ট যদি রাজ্যবাসী তাহলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।

ছবিতে যে মহিলাকে দেখছেন উনি সাহিবা বানু। তিনি সোশ্যাল মিডিয়াতে অনিরুদ্ধ আচার্য যাকে পুকি বাবাজী নামে আমরা চিনি তাঁর একটা...
30/06/2025

ছবিতে যে মহিলাকে দেখছেন উনি সাহিবা বানু। তিনি সোশ্যাল মিডিয়াতে অনিরুদ্ধ আচার্য যাকে পুকি বাবাজী নামে আমরা চিনি তাঁর একটা ভিডিও দেখেছিলেন, যেখানে ইন্দ্র তিওয়ারি নামক (বাঁদিকে) এক ব্যক্তি বাবাজীকে বলেন যে, তিনি প্রচুর জমি ও সম্পত্তির মালিক কিন্তু তিনি অবিবাহিত।

সাহিবা বানু তাঁর পরিচয় বদলে খুশী তিওয়ারি হিসাবে নিজেকে পরিচয় দেন। সাহিবা, ইন্দ্র তিওয়ারিকে প্রেমের জালে ফাঁসান ও বিয়ে করেন।

কিছুদিন পরে সাহিবা বানু, ইন্দ্র তিওয়ারিকে খু'ন করে, তার মৃতদেহ ড্রেনে ফেলে দেন। এরপর নিজেকে ভিক্টিম ও অসহায় দেখিয়ে তাদের বিয়ের ফটো দেখিয়ে সম্পত্তির মালিকানার অংশ চায়। আপাতত সাহিবা বানুকে UP পুলিশ গ্রেফতার করেছে।

বিয়ে করার আগে ভেবেচিন্তে করবেন 🙂 সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে কি বলছেন বা করছেন সেটাও ভেবেচিন্তে করবেন 🙂👍

দিঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত - ভোঁদাংশুচটি ভট্টাচার্য 💚
30/06/2025

দিঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত - ভোঁদাংশুচটি ভট্টাচার্য 💚

💟
29/06/2025

💟

আমাদের রামেশ্বরপুর রথের প্রণামী বাক্স থেকে পাওয়া,কোনো এক ছোট্ট ভক্তের আকুল আর্তি আর ত্রিমূর্তি অঙ্কন। প্রভূ শ্রী জগন্নাথ...
28/06/2025

আমাদের রামেশ্বরপুর রথের প্রণামী বাক্স থেকে পাওয়া,
কোনো এক ছোট্ট ভক্তের আকুল আর্তি আর ত্রিমূর্তি অঙ্কন। প্রভূ শ্রী জগন্নাথ দেব নিশ্চ্য় এই নিষ্পাপ শিশুটির প্রার্থনা শুনবেন।

শৈশবটা কত সরল থাকে আমাদের। কিন্তু বাস্তব বড়ো করে দিয়ে আমাদের মধ্যে হিংসা আর লোভের অমোঘ বীজ বপন করে।

©Debjyoti Ghosh

Address

Calcutta

Alerts

Be the first to know and let us send you an email when আপনি কি জানেন? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category