24/07/2025
রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত হয়েছে ১৭ জনের। বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। পূর্ব বর্ধমানে মৃত ৫ জন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মৃত্যু হয়েছে ১ জনের। বাঁকুড়ার ওন্দায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, কোতুলপুর, ইন্দাস, জয়পুর, পাত্রসায়র ও বিষ্ণুুপুরে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও খবর পাওয়া যাচ্ছে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি, মঙ্গলকোট ও রায়নায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরেও একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে।
বাজ পড়ে মৃত্যু হয়েছে বাঁকুড়ার পাত্রসায়রের জীবন ঘোষের। বয়স ৫০ বছর। বাজ পড়ে মৃত বাঁকুড়ার ইন্দাসের ইসমাইল মণ্ডল। বয়স ৫৫ বছর। এছাড়াও বিষ্ণুপুর এলাকার মদন বাগদির মৃত্যু হয়েছে বাজ পড়ে। বয়স হয়েছিল ৭০ বছর। অন্যদিকে কোতুলপুরের জিয়াউল হক মোল্লা মারা গিয়েছেন বাজ পড়ে। বয়স ৪০ বছর। মৃত জিয়াউল হক মোল্লার এক আত্মীয় জানিয়েছেন কাজ করতে গিয়েছিলেন জিয়াউল। বাজ পড়ে তাঁর মৃত্যু হয়েছে খবর পাওয়ার পর ওই আত্মীয়ই উদ্ধার করে নিয়ে আসেন দেহ। বাঁকুড়াতেই বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন জয়পুরের উত্তম ভুঁইয়া (৩৮), ওন্দার তিলকা মাল (৪৯), জবা বাউড়ি (৩৮), নারায়ণ সোয়ার (৪৮), প্রতিমা রায় (৪১)।
পূর্ব বর্ধমানের মাধবডিহির সনাতন পাত্র (৬১), তেণ্ডুুলের অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪), খণ্ডঘোষের পরিমল দাস (৩৫), আউশগ্রামের রবিন টুডু (২৫)। এর পাশপাশি, মৃত্য়ু হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার লক্ষ্ণীকান্ত পান (৪২), পুরুলিয়ার গুড়িডির সুমিত্রা মাহাতো (৪৫) এবং দক্ষিণ দিনাজপুরের ভগবতীপুরের কমল সরকারের (৫৬)।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গে কাল অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে এখন কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। আর তার ফলে নিরাপত্তার জন্য সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।