KolkataCity.in

KolkataCity.in An intellectual & cultural hub, Kolkata stands tall with its tranquil pace of life & old-world charm

অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী ভারতের ইতিহাসের একটি  উল্লেখযোগ্য সময়। এই সময়ে, ভারত জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন আদর্শ, নত...
29/07/2025

অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী ভারতের ইতিহাসের একটি উল্লেখযোগ্য সময়। এই সময়ে, ভারত জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন আদর্শ, নতুন চিন্তাভাবনা এবং নতুন আকাঙ্ক্ষার সামগ্রিক পুনর্জাগরণ প্রত্যক্ষ করেছিল। ভারতের শিক্ষা-সংস্কৃতিতে পুনর্জন্ম বাংলায় প্রকাশিত হয়েছিল তাই এই পুনরুত্থানকে বঙ্গীয় নবজাগরণ আন্দোলন বলা হয়। আর এই নবজাগরণে যাঁরা প্রতিভূ ছিলেন তাঁদের মধ্যে অবশ্যই একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর প্রখর বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা বাংলাকে তথা সমগ্র ভারতকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিলো। তিনি ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রবক্তা ছিলেন। তিনি নারীদের অধিকার ও সম্মান লড়াইয়ের একজন দৃঢ় যোদ্ধা ছিলেন। তিনি বুঝেছিলেন যে সময়ের সাথে সাথে চেতনার উপর একটি পরিবর্তন এসেছে এবং এটি বাংলার সামগ্রিক পরিবর্তনের ইতিহাসে একটি নতুন যুগ হিসাবে বিবেচিত হতে পারে। বিদ্যাসাগর সমাজে গোঁড়ামির বন্ধন থেকে নারীদের মুক্তির জন্য সচেষ্ট ছিলেন। নারীর ক্ষমতায়নের মাধ্যম হিসেবে শিক্ষা ইতিবাচক মনোভাব পরিবর্তন আনতে পারে, এটাই ছিল তাঁর বিশ্বাস। এছাড়া সমাজের দরিদ্র বঞ্চিত মানুষের জন্য তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন, তাই তাঁর দুর্বার প্রতিভার সাথে সাথে তাঁর গভীর মনুষ্যত্ব তাঁর চরিত্রের ব্যাপকতাকে প্রকাশ করে
মহান সমাজ সংস্কারককে আমাদের শ্রদ্ধাঞ্জলি 🙏

It’s the unwavering courage of our soldiers that paved the way for our safety and confidence. 💪Hail the indomitable spir...
26/07/2025

It’s the unwavering courage of our soldiers that paved the way for our safety and confidence. 💪
Hail the indomitable spirit of our brave jawans…they will always remain in our memories. 🫡
Salute to the sons of soil….Jai Hind! 🇮🇳


Not many filmmakers enhance their craft with an empathetic approach. Award-winning director Goutam Ghose is one such cre...
24/07/2025

Not many filmmakers enhance their craft with an empathetic approach. Award-winning director Goutam Ghose is one such creator who since his first film Maa Bhoomi has been consciously making films about human life without any superficial gloss. He powerfully blends the creative pursuit with sensitivities and social responsibility. With the intense politics in the core, he expresses stories in beautiful utterance that evokes a sense of reachability and association in our mind. His films are statements, not just expressions!
Our best wishes to the creative master 🎥

ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে লেবু, লঙ্কা আর রুইয়ের ঝোল না হয় পার্শের ঝাল, ব্যস, আর কি চাই, শুধুই পরিতৃপ্তি !! 😇 কি বোলো তোমর...
23/07/2025

ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে লেবু, লঙ্কা আর রুইয়ের ঝোল না হয় পার্শের ঝাল, ব্যস, আর কি চাই, শুধুই পরিতৃপ্তি !! 😇
কি বোলো তোমরা ? 🫶

এক নতুন ভারত তৈরীর স্বপ্ন, পূর্ণ স্বরাজের প্রতি তাঁর বিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তি শুধু যে ব্রিটিশ সরকারের বুনিয়াদকে নাড়...
23/07/2025

এক নতুন ভারত তৈরীর স্বপ্ন, পূর্ণ স্বরাজের প্রতি তাঁর বিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তি শুধু যে ব্রিটিশ সরকারের বুনিয়াদকে নাড়িয়ে দিয়েছিলো তাই নয়, এক নতুন যুগের সূচনা করেছিল ।
মহান নেতার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি 🙏

🇮🇳

ডাক্তার এবং লেখক একইসাথে ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্দনামে বনফুল। শুরুতে নেহাত টুকটাক লেখালেখি যা প্রায় তাঁর ৪০-এর কোঠ...
19/07/2025

ডাক্তার এবং লেখক একইসাথে ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্দনামে বনফুল। শুরুতে নেহাত টুকটাক লেখালেখি যা প্রায় তাঁর ৪০-এর কোঠায় গিয়ে খ্যাতির শীর্ষে চলে যায়। লেখালেখির পাশাপাশি রান্না করতে ও খেতেও ভালোবাসতেন। রবীন্দ্রনাথ তাঁকে বিশেষ স্নেহ করতেন, উপহার হিসাবে তাঁর কাছ থেকে একটি জোব্বা পেয়েছিলেন বনফুল। লেখালেখি নিয়ে কবির সঙ্গে মতবিরোধের অনেক খবর শোনা যায়। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। লেখক বলাইচাঁদের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘ভুবন সোম’, ‘অগ্নিশ্বর’, ‘বৈতরণীর তীরে,’ ‘হরিশচন্দ্র’, ‘গন্ধরাজ’, ‘উদয় অস্ত’, ‘তীর্থের কাক’, ‘জলতরঙ্গ’, ‘রাত্রি’ প্রভৃতি। তাঁর অনেক গল্প নিয়ে ছায়াছবিও তৈরী হয়।
আজ বনফুলের জন্মবার্ষিকীতে রইলো শ্রদ্ধাঞ্জলি ✍️

দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রাপ্ত কানন দেবীকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে স্মরণ করা হয়। ...
17/07/2025

দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রাপ্ত কানন দেবীকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিকের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে স্মরণ করা হয়। ১৯৩০ এবং ৪০-এর দশকের সুপারস্টার কানন দেবী ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। সৌন্দর্য, গ্ল্যামার এবং মর্যাদাপূর্ণ এক অনন্য শিল্পী। তিনি কণ্ঠ এবং অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন, এমন এক সময়ে যখন ভারতীয় সিনেমা নীরব যুগ থেকে 'টকিজ'-এ রূপান্তরিত হচ্ছিল, তিনি চলচ্চিত্র জগতের একজন পথিকৃৎ ছিলেন। সেটা ছিল এমন এক সময় যখন মহিলারা চলচ্চিত্রে কাজ করায় সীমাবদ্ধতা ছিল, সেদিক থেকে কানন ট্যাবুকে চ্যালেঞ্জ করেছিলেন। কাননের জীবন একজন অশিক্ষিত সাধারণ মেয়ে থেকে বহুল প্রশংসিত টিনসেল টাউন সেলিব্রিটিতে রূপান্তরের একটি আকর্ষণীয় বিবরণ। তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে আশ্চর্যজনক দিক ছিল তার দৃঢ়তা, অনড় সংকল্প এবং সাহস যা তাঁকে খ্যাতি এবং গৌরবের শিখরে পৌঁছে দিয়েছিলো এবং এইভাবে তাঁর জীবদ্দশায় একজন কিংবদন্তি এবং একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি 🌸

শরতের হিমেল স্পর্শ, আকাশে পশম তুলোর মতো মেঘের খেলা ⛅️, শিউলির মনমাতানো গন্ধ 🌸, ঢাকের তাল, আন্দোলিত কাশ ফুল, ধূপের গভীর স...
15/07/2025

শরতের হিমেল স্পর্শ, আকাশে পশম তুলোর মতো মেঘের খেলা ⛅️, শিউলির মনমাতানো গন্ধ 🌸, ঢাকের তাল, আন্দোলিত কাশ ফুল, ধূপের গভীর সুগন্ধি - মহীয়ান উৎসবের এক আগমনী বার্তা!
মা আসছেন, তৈরী থাকো ! 🤘✨

আশাপূর্ণা দেবী, একজন ঔপন্যাসিক, যাঁর চিন্তাভাবনা, ছোটগল্প এবং উপন্যাস আধুনিক বাংলা সাহিত্যে এক অন্যতম গুরুত্ব রাখে। ওঁর ...
13/07/2025

আশাপূর্ণা দেবী, একজন ঔপন্যাসিক, যাঁর চিন্তাভাবনা, ছোটগল্প এবং উপন্যাস আধুনিক বাংলা সাহিত্যে এক অন্যতম গুরুত্ব রাখে। ওঁর সাহিত্যকর্ম আলোকিত ও দৃঢ়চিন্তায় পরিপূর্ণ। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশেষ করে বাঙালি রক্ষণশীল সমাজের, পূর্ববর্তী সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ও রীতিনীতির গভীরে না গেলে, তাঁর সাহিত্য গভীরভাবে বোঝা যাবে না। তাঁর লেখায় ছিল দুঃসাহসিক বিদ্রোহ, এটি উন্নয়ন এবং জ্ঞানার্জন উভয়ের দলিল। নিতান্ত ছাপোষা পরিবেশে তাঁর লেখা শুরু, খুব অল্প বয়সে বিয়ে, ঘরের কাজের মাঝেই লিখতে থাকতেন, জীবন তো আটকে থাকে না, তাই বহমান জীবন থেকেই এসেছে তাঁর লেখার প্রেরণা। তাঁর লেখাতে আঞ্চলিক এবং ঘরোয়া অভিজ্ঞতা কীভাবে তার বিশ্বদৃষ্টির মূল বিষয়বস্তুকে তৈরি করেছে তারই প্রতিফলন ঘটেছে। তাঁর আত্মমর্যাদার এক জোরালো অনুভূতির চিত্র ফুঠে ওঠে তাঁর রচনায়। তিনি মনে করতেন নারীদের এক বিশেষ ধরণের স্বনির্ভরতার প্রয়োজন, যা কেবলমাত্র নারী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই সম্ভব।
কিংবদন্তি লেখিকাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি ✍

There are few Bengali writers who have successfully created a ripple across global literary platform, Jhumpa Lahiri is c...
11/07/2025

There are few Bengali writers who have successfully created a ripple across global literary platform, Jhumpa Lahiri is certainly one of them. Bagging the prestigious Pulitzer prize for her collection of short-stories, Interpreter Of Maladies, Lahiri has been favourite to the booklovers for her unique way to share the immigrant experience, where she mingled two different cultures Indian and American. The topics she particularly stressed upon are alienation, dislocation, difficulty to adapt, loss of heartfelt connection, search for personal identity, absorption into a different culture - readers love her way of storytelling. Her books, personal depiction through creative expression, act as an awareness of South-Asian culture and its psychic conflicts. Currently the writer is busy translating Ovid’s The Metamorphoses, which she claims the most demanding literary endeavour she has ever worked on. Well as fellow Bengalis, we are hopeful that this bangali meye will prove her mettle once again !!
Our best wishes ☺✍️
Jhumpa Lahiri

গুরু আমাদের নতুন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে একটি নতুন যাত্রা শুরু করার জন্য পুনরুজ্জীবিত করেন। এর ফলে দক্ষতা, আত্মবিশ্বাস...
10/07/2025

গুরু আমাদের নতুন স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে একটি নতুন যাত্রা শুরু করার জন্য পুনরুজ্জীবিত করেন। এর ফলে দক্ষতা, আত্মবিশ্বাস এবং ক্যারিয়ারের অগ্রগতি হয়। এই ভাবেই সভ্যতার প্রতিটি জেনেরেশনকে জীবনের প্রতিটি স্তরে সঠিক দিক নির্বাচন করতে গুরু সহায়তা করে চলেছেন।
আজ এই বিশেষ দিনে ভবিষ্যত তৈরির কাজে সদা ব্যস্ত গুরুকে জানাই শ্রদ্ধাঞ্জলি 🙏


Address

Calcutta

Alerts

Be the first to know and let us send you an email when KolkataCity.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share