Md Update

Md Update ভাইজানদের নিত্য নতুন ওয়াজ মাহফিল ও অন্যান্য সামাজিক ভিডিও দেখতে পেজটি ফলো করুন।

23/12/2023

আপনার একটা শেয়ারে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। তাই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। কেউ যদি দেখে থাকেন নীচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন👇

13/11/2023

ডায়মন্ডহারবার থানায় 'খেল' দেখালেন নওশাদ সিদ্দিকী ভাইজান 🔥🔥

08/11/2023

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? Naushad Siddiqui Property | ISF

07/11/2023

অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকি, বিস্ফোরক নওশাদ সিদ্দিকি

04/11/2023

১০০ বার জেলে যেতে চাই‼️ তৃনমূলের জন্য একটা ছোট ম্যাসেজ‼️ পীরজাদা নাওসাদ সিদ্দিকী Nawshad Siddique Sena

কোরআন কি পৃথিবীকে চ্যাপ্টা বলেছে?"''""'"''"'"'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""চন্দ্রযানের সফ...
27/08/2023

কোরআন কি পৃথিবীকে চ্যাপ্টা বলেছে?
"''""'"''"'"'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

চন্দ্রযানের সফল অবতরনের পরে কিছু মানুষ উপহাস করে বলছেন কোরআনে জমিকে চ্যাপ্টা বলা হয়েছে। সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কোরআন‌ কোনো বিজ্ঞানের পুস্তক নয়, এটাই সত্য। কিন্তু এমনও নয় যে কোরআন অন্ধবিশ্বাস আর মূর্খামি ছড়ায়।

জমি চ্যাপ্টা আছে এই কথা নিয়ে হাঙ্গামা করা হচ্ছে, কিছু হলেই কোরআনকে টেনে এনে উপহাস করা হচ্ছে। বলা হচ্ছে কোরআনে লেখা আছে জমি চ্যাপ্টা। আর এর প্রভাব এতোই বেড়ে গেছে যে, মুসলিমরা এর পাল্টা জবাব দিলেও বলতে পারছেন না কোরআনে এই কথা লেখা নেই।

কোরআন আল্লাহ প্রদত্ত পবিত্র পুস্তক। এই পুস্তকের আসল উদ্দেশ্য মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করা। তাদের বলা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করো। এই বিষয়টাকে বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে। কখনো আল্লাহ তাঁর দয়া, করুনার কথা বলে, কখনো পুরস্কারের কথা বলে, কখনো মারাত্মক শাস্তির কথা বলে।

কোরআনে যেখানেই জমি সৃষ্টির কথা এসেছে সেটা মানুষের সঙ্গে আল্লাহর ভালোবাসা এবং মানুষের উপরে আল্লাহর দয়া, করুনার কথা জানানোর জন্য বলা হয়েছে।

যেমন আল্লাহ কোরআনে বলছেন - জমিকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার বলা হয়েছে - জমিকে তোমাদের পালন করার জন্য সৃষ্টি করে দেওয়া হয়েছে। এর অর্থ হলো যেমন এক মা তার সন্তানকে পালন করার জন্য বাচ্চাকে সুরক্ষিত রাখেন, যতো তার সন্তানকে ভালোবাসেন তেমনি আল্লাহও তার বান্দাদের ভালোবাসেন। অপর এক স্থানে বলা হয়েছে- আমি তোমাদের জন্য জমিকে বিস্তার করে দিয়েছি। আর এই বিস্তার করে দেওয়ার জন্য "দাহাহা" (دحاها) আরবী শব্দের প্রয়োগ করা হয়েছে। আরবী ভাষায় 'দহা' কাকে বলছে! যখন উটপাখির ডিম পাড়ার সময় হয় তখন সে অনেক দূর পর্যন্ত জমিকে সমতল করে দেয়, সেখান থেকে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলে, যাতে ডিম থেকে বেরোনো বাচ্চার কোনো কষ্ট না হয়। বাচ্চাদের প্রতি ভালোবাসার জন্য সে এরকম করে। তেমনি আল্লাহও তার বান্দাদের ভালোবাসেন বলেই জমিকে সমতল করে দিয়েছেন। অতএব এই প্রেম, ভালোবাসায় বিজ্ঞানকে খোঁজ করা বৃথা।

সুরা 'অল গাশিয়া', আয়াত নং - ২০ তে আল্লাহ রব্বুল আলামিন বলছেন - " وإلى الأرض كيف سطحت " "ওয়া ইলাল আরদে কাইফা সুতিহ্ত"...... আর জমির দিকে দেখো কেমনভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, বা সমতল করে দেওয়া হয়েছে। এর তর্জুমা এমনও হতে পারে, কেমন জমিকে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। এই আয়াতকে কেন্দ্র করে কোরআনের উপরে আক্রমণ করা হচ্ছে। এখানে দু-তিনটি বিষয় লক্ষ্য করার আছে।

প্রথমতঃ জমিকে সমতল করে দেওয়া হয়েছে কিংবা চ্যাপ্টা করে দেওয়া হয়েছে অর্থাৎ জমি আসলে চ্যাপ্টা নিজে নয়। যদি হতো তবে কোরআনে বলা হতো 'আল আরদু মুস্তাহাতুন' الأرض مسطحة জমি চ্যাপ্টা আছে। অতএব এই দুটি কথার অর্থের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

দ্বিতীয়তঃ পৃথিবী ছাড়া যতো যতো গ্রহ রয়েছে সেগুলো সবগুলোতেই রয়েছে বড়ো বড়ো গহ্বর। বিজ্ঞানের ভাষায় একে Crater বলা হয়। কিন্তু পৃথিবীতে এতো নেই, চাঁদে রয়েছে হাজার হাজার বিশাল বিশাল Crater, কিন্তু পৃথিবীতে রয়েছে মাত্র ১৮২ টি গহ্বর। অতএব এটা পরিষ্কার যে জমি সমতল থাকার কারণেই এখানে জীবিত থাকা সম্ভব হয়েছে। কোরআনের ইশারা এটাই, এরসঙ্গে পৃথিবীর গোল হওয়া আর না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তৃতীয়তঃ এই আয়াতে জমির জন্য 'সুতিহত' শব্দের প্রয়োগ করা হয়েছে‌। যার সৃষ্টি 'সতহ' শব্দ থেকে। যার অর্থ জমির উপরের অংশ, Level, Surface

ভূগোলবিদরা সমুদ্রের পৃষ্ঠ সম্পর্কে কথা বলেন, প্লাম্বাররা জলের পৃষ্ঠ সম্পর্কে কথা বলেন, বিজ্ঞানীরা ভূমির ভূত্বক সম্পর্কে কথা বলেন, কৃষি বিজ্ঞানীরা ভূত্বক শব্দটি ব্যবহার করে বর্ণনা করেন যে জমি উর্বর বা উর্বর নয়।

একজন প্লাম্বার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী, একজন কৃষি বিজ্ঞানী, একজন ভূগোলবিদ সবাই জানেন পৃথিবী গোল। তবুও ভূমির জন্য তারা ভূপৃষ্ঠ শব্দটি ব্যবহার করছেন। তবে কোরআন কেন এই শব্দটি ব্যবহার করতে পারে? কোরআনে শব্দ প্রয়োগ দেখেই আপনারা ঠাট্টা করা শুরু করে দিলেন, হাসতে শুরু করে দিলেন!

আরে মূর্খের দল সত্য হল আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, আপনারা কুন্ঠিত বোধ করছেন। এটি কোরআনের ভুল নয়, এটি আপনাদের ভুল, ইসলাম - কোরআন - মুসলমানের আক্রমণ করা আপনাদের স্বভাব।

Taha Ali Khan
Taha Ali Khan

মাশাআল্লাহ কাবা শরীফের সামনে দুই আওলাদে মোজাদ্দেদে‌ জামান পীরজাদা আলহাজ্ব সানাউল্লাহ ভাইজান ও পীর আলহাজ্ব আসিম বিল্লাহ স...
27/08/2023

মাশাআল্লাহ কাবা শরীফের সামনে দুই আওলাদে মোজাদ্দেদে‌ জামান পীরজাদা আলহাজ্ব সানাউল্লাহ ভাইজান ও পীর আলহাজ্ব আসিম বিল্লাহ সিদ্দিকী আলহাসেমী ভাইজান মাশাল্লাহ কাবা শরীফের সামনে দুই আওলাদে মোজাদ্দেদে জামান মাশাআল্লাহ।

রোম সম্রাট হিরাক্লিয়াসেরনিকটে পাঠানোকলিজার টুকরা মুহাম্মদ (সাঃ) এর  সেই চিঠি যেটা আজও জর্ডানের জাদুঘরে সংরক্ষিত আছে! #আল...
26/08/2023

রোম সম্রাট হিরাক্লিয়াসের
নিকটে পাঠানো
কলিজার টুকরা মুহাম্মদ (সাঃ) এর
সেই চিঠি যেটা আজও জর্ডানের
জাদুঘরে সংরক্ষিত আছে!
#আলহামদুলিল্লাহ

25/08/2023

হাজারে আসওয়াদ,এই পাথরের বৈশিষ্ট্য কি, জীবনের সেরা ওয়াজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী, Abbas Siddique

25/08/2023

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ (২৫/০৮/২০২৩) রাজ্যের মাননীয়া স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম উল্লেখ পর্বে ।

ভাঙড় বিধানসভার অন্তর্গত ব্লক হসপিটাল দুটিতে পর্যাপ্ত পরিমাণে ডাঃ, নার্স, সাপোর্টিং স্টাফের অভাবে ভাঙড়ের প্রান্তিক মানুষেরা ব্লক হসপিটাল গুলি থেকে স্বাস্থ্য পরিসেবা পাচ্ছেন না তাদের কলকাতার হসপিটালে রেফার করে দিচ্ছে ফলে কলকাতার হসপিটাল গুলিতে চাপ বাড়ছে রোগীর সংখ্যা ।
প্রত্যন্ত এলাকা থেকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে তাদের ব্যায় হচ্ছে।

মাননীয়া মন্ত্রীর কাছে আবেদন করলাম

ভাঙড় এক নম্বর ও দু নম্বর ব্লক হসপিটাল গুলির চিকিৎসা পরিষেবা উন্নতমানের করার , যাতে সেখানকার প্রান্তিক মানুষেরা তাদের এলাকার ব্লক হসপিটাল থেকেই স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন তার বন্দোবস্ত করতে।

22/08/2023

ফুরফুরায় গভীর রাতে মারুফ সিদ্দিকীর দরবারে পুলিশের হামলা কেন? কার ইশারায় প্রশাসন রেট করলো? গ্রেফতার

Address

Canning Town
743329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share