জনতার কথা - Janatar Kotha

জনতার কথা - Janatar Kotha Media

09/09/2025

আল্লাহ্ কি ভয়ঙ্কর সিসি ক্যামেরার ফুটেজ,কি ভয়ঙ্কর ভাবে একজন মানুষকে হাতুড়ি দিয়ে মেরে ফেলেছে, এই দুনিয়ায় মানুষ মারা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে💔

27/08/2025

ছিঃ! ডাক্তার নিত্যানন্দ গায়েন – সমাজের কলঙ্ক!
তারই আপ্ত সহযোগী ডাক্তার রাজেশ কবিরাজ, বাড়ি খরগ্রাম বাজারপাড়া। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতারণা চলছে দিব্যি!

আমরা কেউ কিছু যাচাই না করেই সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলি, অথচ আসল দোষী এরা! এই ভিডিও দেখলেই বোঝা যাবে ডাক্তার নিত্যানন্দ গায়েন কেমন কুলাঙ্গারকে বুকে আগলাচ্ছে। এদের মতো প্রতারকদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক – এই দাবি আমাদের।

প্রশাসনের কাছে অনুরোধ – এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
Khargram PS দৃষ্টি আকর্ষণ করছি – যাতে আর কেউ তাদের ফাঁদে না প’ড়ে।

সবাইকে সাবধান ও সতর্ক থাকার অনুরোধ করছি। সমাজ থেকে এইসব দানবদের উৎখাত করা জরুরি।

26/08/2025

খড়গ্রাম ব্লকের ঝিল্লি অঞ্চলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার নামে সাধারণ মানুষকে ২০০ টাকা করে নেওয়ার অন্যায়ের প্রতিবাদে যখন কিছু সচেতন নাগরিক আওয়াজ তুললেন, তখনই দুর্বৃত্ত বাহিনী নেমে এলো তাদের ওপর নৃশংস হামলা চালাতে!
সেই প্রতিবাদী ছেলেদের জানাই কুর্নিশ ,অন্যায়ের বিরুদ্ধে তোমাদের সাহসী লড়াই আমাদের গর্ব।

বাঁধ ভেঙে জলমগ্ন কেশবপুর ষষ্ঠী তলা — মানুষের পাশে  ওসি সুরজিৎ হালদার স্যার। ❤আজ সকালে হঠাৎ বাঁধ ভেঙে প্লাবিত কেশবপুর ষষ্...
13/08/2025

বাঁধ ভেঙে জলমগ্ন কেশবপুর ষষ্ঠী তলা — মানুষের পাশে ওসি সুরজিৎ হালদার স্যার। ❤

আজ সকালে হঠাৎ বাঁধ ভেঙে প্লাবিত কেশবপুর ষষ্ঠী তলা ও আশপাশের চাষের জমি। আতঙ্কিত গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনিক সহায়তার প্রতিশ্রুতি দেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার।

প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে স্থানীয়দের সঙ্গে খালি পায়ে নেমে বাঁধ মেরামতের কাজও পরিদর্শন করেন তিনি।
🙏 ধন্যবাদ ওসি সুরজিৎ হালদার—এমন পুলিশই মানুষের প্রকৃত ভরসা।

 #সন্ধান_চাই😢🤲 #সন্ধান_চাই😢🤲
18/10/2024

#সন্ধান_চাই😢🤲
#সন্ধান_চাই😢🤲

10/07/2024

👍🔥

দায়িত্ব যখন বয়সের কাছে হার মানে😔 ❤তুমি অনেক বড়ো হও বাবু 💝
30/12/2023

দায়িত্ব যখন বয়সের কাছে হার মানে😔 ❤
তুমি অনেক বড়ো হও বাবু 💝

মহাকাশে ইতিহাস, চাঁদে ভারতের 'বিক্রম'। প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত ....অভিনন্দন 🇮🇳🇮🇳
23/08/2023

মহাকাশে ইতিহাস, চাঁদে ভারতের 'বিক্রম'।
প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত ....
অভিনন্দন 🇮🇳🇮🇳

19/07/2023

সুইডেনে পুলিশের কাছ থেকে বাইবেল পোড়ানোর অনুমতি পেয়েও পোড়ালেন না মুসলিম যুবক, কারণ ইসলাম কখনো এই শিক্ষা দেয় না❣

25/05/2023

চাকরি পরীক্ষা ও বোর্ড পরীক্ষার খাতায় নাম উল্লেখ এর পরিবর্তে কেবল রোল এবং রেজিঃ নং উল্লেখ করা উচিত, অনেক পরীক্ষক বা খাতা দেখার সময় শিক্ষকরা চাড্ডি মাইন্ডের পক্ষপাত হচ্ছে।

06/05/2023
05/05/2023

কংগ্রেসের আমলে সিনেমার মাধ্যমে দেশপ্রেম শেখানো হতো,

আর এখন বিজেপি আরএসএস এর আমলে ঘৃণার জন্ম দেওয়া হচ্ছে!
পার্থক্য ছিল, আছে,থাকবে

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনতার কথা - Janatar Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share