Village boy

Village boy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Village boy, Digital creator, Canning.

04/04/2025

টুসী কে নিয়ে বিকালে বার হলাম একটু ঘুরতে।

#ভিডিওシ

02/04/2025

আমার বাড়ির পোষ্য গুলো কে নিয়ে ছোট একটা ভিডিও তোমাদের সাথে ভাগ করে নিলাম ।



Ramdev Sardar

Doberman male available Lucky dog kennel 🐶
26/09/2024

Doberman male available

Lucky dog kennel 🐶

Meme.
31/08/2024

Meme.

Emni 🤞🖤🖤🖤😉,,,,,,,,,,,
24/08/2024

Emni 🤞🖤🖤🖤😉
,
,
,
,
,
,
,
,
,
,
,

নেতাজিরজন্ম জয়ন্তী প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে কিছু কথা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু...
23/01/2024

নেতাজিরজন্ম জয়ন্তী প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে কিছু কথা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের আট থেকে আশি তাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপ্রণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি, ওড়িশার কটক শহরে। তাঁর পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ।

সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষ। কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি? গ্রহণ করলেন না তিনি। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যােগ দিলেন।অল্পদিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন‌ সুভাষ। ইংরেজ সরকার তাঁকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিল। তবে ঠিক সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি। তখন ১৯৪১ সাল। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপান চলে যান বঙ্গ বীর।

জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যােগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষ। এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর -পূর্ব ভারতের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন।

কিন্তু আরও এগিয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঝড়-বৃষ্টি নামে। এছাড়াও রসদের অভাবে আজাদ হিন্দ ফৌজকে হার মানতে হয়। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যায়নি।কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ২০০৬ সালে মুখার্জি কমিশন প্রমাণ করে ওই বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। এছাড়াও জাপানের রেনকোজী মন্দিরে রাখা চিতাভষ্ম আসলে নাকি নেতাজির চিতাভস্ম নয়। তিনি অন্তর্হিত হলেও তাঁর দৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব' গোটা দেশের স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দৃপ্ত বাক্য। আজ তাঁর জন্মদিনে তাঁকে অসংখ্য শ্রদ্ধার্ঘ জানাই। তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি

500 বছরের যুদ্ধ শেষ ❤🫶সে তার ঘরে ফিরছে.😌❤ জয় শ্রী রাম 🚩 আজ আমাদের জীবনের একটা সেরা দিন হতে চলেছে আমরা সবাই সাক্ষী হতে চ...
22/01/2024

500 বছরের যুদ্ধ শেষ ❤🫶সে তার ঘরে ফিরছে.😌❤ জয় শ্রী রাম 🚩
আজ আমাদের জীবনের একটা সেরা দিন হতে চলেছে আমরা সবাই সাক্ষী হতে চলেছি আমাদের শ্রী রাম মন্দির এর শুভ উদ্বোধন এর। এটা আমাদের কাছে পড়ম সৌভাগ্য কয়েকশো বছর পর আমাদের শ্রী রাম তার অযোধ্যা ফিরছেন 🚩🚩 জয় শ্রী রাম 🚩🚩🚩🚩

21/01/2024

Ram mandir. Joy shree ram 🚩🚩

Dill ❤️❤️🥰
16/01/2024

Dill ❤️❤️🥰

Runner trophy 🏆
16/01/2024

Runner trophy 🏆

06/09/2023

এদের ভালোবাসা টা একবার আপনি অনুভব করলে একবার বুজলে আপনি এদের কে আর ঘৃণা করবেন না । ভগবান আল্লাহ ঈশ্বর গড আমাদের সাথে এদের কেও এই পৃথিবীতে সমান অধিকারে পাঠিয়েছে আমরা মানুষ বুদ্ধিমান শ্রেষ্ট তাই আমরা এতো এগিয়ে আছি ওদের কে রস্তাই দেখলে ধিল ছুঁড়ে মারা এগুলো করবেন না ওরা আমাদের কাছেই তো ওরা আশ্রয় চায় আমাদের কাছে তো ওরা একটু খাওয়া একটু আশা নিয়ে আসে আমরাই যদি ওদের কে মারি ওরা তো নিজেদের চিকিৎসা নিজেরা করতে পারেনা তাই বলি না খেতে দেন অন্তত ওদের কে মারবেন না। আর হ্যাঁ শুধু কুকুর প্রেমি না প্রাণী পশু প্রেমি হন।

জয় হিন্দ বন্দেমাতরম 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Silent is the best answer ❤️🤞
02/08/2023

Silent is the best answer ❤️🤞

Address

Canning
743329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share