News 24 LTV Dhalai

  • Home
  • News 24 LTV Dhalai

News 24 LTV Dhalai খবর ও বিনোদনের জন্য চোখ রাখুন নিউজ 24 L.T.V ধলাই এর পর্দায়....

13/07/2025

সাংবাদিকের উপর আক্রমণকারীদের কাউকেই ছাড়া হবে না! আক্রমণকারী যে দলেরই হোক না কেন! সংবাদ মাধ্যমকে জানালেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্যী এবং সেই সাথে তিনি আক্রান্ত সাংবাদিকের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার জন্য জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের সভাপতি থেকে শুরু করে সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানিয়েছেন।

11/07/2025

বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে ভূতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

11/07/2025

রাখাল শীল্ডে জয় দিয়ে শুরু লাল বাহাদুর ক্লাবের

Can any expert from Tsecl Tripura clarify what Fuel Charges (FPPCA) & Sundries in an electric bill stand for !?
11/07/2025

Can any expert from Tsecl Tripura clarify what Fuel Charges (FPPCA) & Sundries in an electric bill stand for !?

বিলোনিয়া থানার এসআই রাহুল জামাতিয়াকে বিলোনিয়া থানার মামলা নং 2025BLN027-তে দৃষ্টান্তমূলক তদন্তের জন্য অভিনন্দন। তার প...
11/07/2025

বিলোনিয়া থানার এসআই রাহুল জামাতিয়াকে বিলোনিয়া থানার মামলা নং 2025BLN027-তে দৃষ্টান্তমূলক তদন্তের জন্য অভিনন্দন। তার প্রচেষ্টার ফলে মাননীয় আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এবং তাদের 3 মাসের কারাদণ্ড দেয়।
Congratulations to SI Rahul Jamatia of Belonia PS for his exemplary investigation in Belonia PS Case No. 2025BLN027. His efforts led to the conviction of the accused by the Hon’ble Court, sentencing them to 3 months’ imprisonment. Tripura Police

11/07/2025

পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন(রাজনৈতিক) দফতরের দায়িত্ব পেলেন রাজ্য সরকারের মন্ত্রীসভার নতুন সদস্য কিশোর বর্মণ

আজ থেকে শুরু হল রাখল মেমোরিয়াল নক আউট টুর্নামেন্ট ২০২৫ ।  উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে আয়োজিত ...
11/07/2025

আজ থেকে শুরু হল রাখল মেমোরিয়াল নক আউট টুর্নামেন্ট ২০২৫ । উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।

ধর্মপথে এক অনন্য যাত্রা — গোমতী জেলার প্রাক্তন জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রব্রজ্যা গ্রহণ করলেন"জগতের সকল প্রাণী সুখী ...
11/07/2025

ধর্মপথে এক অনন্য যাত্রা — গোমতী জেলার প্রাক্তন জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রব্রজ্যা গ্রহণ করলেন

"জগতের সকল প্রাণী সুখী হোক" — ভগবান বুদ্ধের এই শাশ্বত বাণীকে হৃদয়ে ধারণ করে, নিজেকে সম্পূর্ণভাবে এক অন্য উচ্চতায় তুলে ধরলেন গোমতী জেলার প্রাক্তন জেলাশাসক আইএএস তড়িৎ কান্তি চাকমা। কিছু দিনের জন্য অস্থায়ী প্রব্রজ্যা গ্রহণ করে তিনি চলেছেন আত্মশুদ্ধির পথে, যা আমাদের সকলের জন্য এক গভীর বার্তা বহন করে।

একজন উচ্চ শিক্ষিত, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন আধিকারিকের এই আত্মনিবেদন নিঃসন্দেহে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। নিজের স্বধর্মের প্রতি বিশ্বাস ও আস্থাই তাকে এনে দিয়েছে এক ব্যতিক্রমী মর্যাদা।

প্রশাসনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণে গড়ে ওঠা এই মানুষটি এবার নেমেছেন আত্মসাধনার পথে।
তাঁর এই সিদ্ধান্ত প্রমাণ করে, সত্যিকারের শক্তি কেবল দপ্তরের ফাইল বা চেয়ারে নয় — বরং তা নিহিত থাকে আন্তরিকতা, বিশ্বাস ও ধর্মবোধে।

তড়িৎ কান্তি চাকমার এই পদক্ষেপ নিছক এক ধর্মীয় অনুশীলন নয়, বরং তা এক আত্মশুদ্ধির অভিযাত্রা — যেখানে তিনি আবারও প্রমাণ করলেন, মানুষ নিজের আদর্শ ও বিশ্বাসকে কেন্দ্র করেই সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।

ইনি শুধু অসাধারণ নন — সময়ের এক নিঃশব্দ অনুপ্রেরণা।

ধর্মনগরের বাবলা দত্ত নিখোঁজ স্ত্রীর খোঁজে অসহায়বাবলা দত্ত, পেশায় গাড়ি চালক, বিয়ে করেছিলেন শিউলি দাসকে কাঞ্চনপুরের লা...
11/07/2025

ধর্মনগরের বাবলা দত্ত নিখোঁজ স্ত্রীর খোঁজে অসহায়
বাবলা দত্ত, পেশায় গাড়ি চালক, বিয়ে করেছিলেন শিউলি দাসকে কাঞ্চনপুরের লালজুরি এলাকা থেকে। প্রায় দশ বছর সংসার করেছেন। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এক দুর্ঘটনার পর বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রী শিউলি অন্য ছেলেদের সঙ্গে ফোনে মেলামেশা করছে। ফোন ধরেন না, কথা বলেন না।

বাবলার অভিযোগ, শিউলি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন ও তার কাছ থেকে আবাস যোজনার টাকাসহ জীবনের সঞ্চয় আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। সুদের টাকাও শোধ দিতে পারছেন না বাবলা।

বর্তমানে তিনি ধর্মনগরে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রীর সন্ধানে ও আইনের সাহায্য চাইছেন।

10/07/2025

ইনস্টাগামে ব্যাঙ্গালোরের এক বিবাহিত যুবকের ভালোবাসার টানে বাংলাদেশের বগুড়া জেলার যুবতী গুলশানা আক্তার অ বৈ ধ ভাবে ঢুকেছিল ত্রিপুরায়। অবশেষে মেলাঘরের হরিহর দোলা এলাকায় বিএসএফের হাতে আ ট ক দুইজন।

একসাথে ৩ জন শিশু সহ এক মহিলার বিষপান তার মধ্যে ৬ বছরের শিশু রুংনাইতি রিয়াং’র মৃত্যুগুরুতর অসুস্থ হয়ে উত্তর ত্রিপুরা জে...
10/07/2025

একসাথে ৩ জন শিশু সহ এক মহিলার বিষপান
তার মধ্যে ৬ বছরের শিশু রুংনাইতি রিয়াং’র মৃত্যু
গুরুতর অসুস্থ হয়ে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ২ শিশু সহ ৩ জন
মর্মান্তিক এই ঘটনা কাঞ্চনপুর দশদা ব্লকের নাইসিংপাড়া ব্রু পুনর্বাসন গ্রামে

10/07/2025

অঙ্গনওয়াড়িতে ভুয়া উপস্থিতি দেখিয়ে খাবার জালিয়াতি, মন্ত্রী বিকাশ দেববর্মার হঠাৎ পরিদর্শনে চাঞ্চল্য!সুপারভাইজার ফোন না ধরায় ক্ষুব্ধ হন তিনি। দায়িত্বহীনদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন কড়া ব্যবস্থা নেবার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24 LTV Dhalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share