ইসলামিক গজল

ইসলামিক গজল islamic gojol

29/05/2025
19/12/2024

নাটোরে বগি ফেলে চলে গেলো ট্রেন

14/12/2024
14/12/2024

ছোট্ট জীবনের দর্শন থাক সরলতা আর খুশি,
যা পেয়েছি তাই যে অনেক, চাইনা আর বেশি।
আলহামদুলিল্লাহ 🥰

08/12/2024

আলহামদুলিল্লাহ! সিরিয়া মুক্ত!
ইসলামী ইতিহাসে মহান সেনাপতি এবং রাসূলুল্লাহ (সা.)-এর সাহাবি, আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর পবিত্র ভূমি স্বাধীন হয়েছে! প্রেসিডেন্ট বাশার চলে গেছেন, এবং নির্যাতনমূলক শাসনের অবসান ঘটেছে! এটি আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতার একটি মুহূর্ত!

সিরিয়া, যা বিলাদ আল-শাম নামে পরিচিত, ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনন্য স্থান দখল করে আছে। এই পবিত্র ভূমি অনেক নবীর পদধূলিতে ধন্য, যাঁদের মধ্যে রয়েছেন হযরত ইবরাহিম (আ.), তাওহীদের জনক; হযরত হুদ (আ.); হযরত ইয়াহিয়া (আ.) (এবং আরও অনেক নবী, যাঁরা আল্লাহর বার্তা নিয়ে মানবজাতির কাছে এসেছেন।

এই পবিত্র ভূমি ন্যায় ও ইনসাফের সঙ্গে শাসিত হয়েছিল মহান খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর নেতৃত্বে। তাঁর শাসনে ইসলামের আলো দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। এছাড়া, ইসলামের এক মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ (রা.), যিনি সিরিয়ার মুক্তির জন্য অসীম সাহসিকতা ও ঈমানের শক্তি দিয়ে লড়াই করেছিলেন, তিনি এই ভূমিকে ইসলামের গৌরবের অংশে পরিণত করেছিলেন।

রাসূলুল্লাহ (সা.) সিরিয়ার প্রশংসা করে বলেছেন:
“আশ-শামের জন্য বরকত রয়েছে, কারণ আল্লাহর ফেরেশতারা তাঁদের ডানা এই ভূমির উপর প্রসারিত করেছে।” (তিরমিজি)

সিরিয়া শুধু একটি দেশ নয়; এটি ইসলামের একটি ঐতিহ্য, যেখানে রয়েছে পবিত্র স্থান, সাহাবিদের কবর এবং অসংখ্য ইসলামি বিদ্বান ও নেতার স্মৃতি। সিরিয়ার মুক্তি আল্লাহর অসীম রহমত এবং ঈমানদারদের ঐক্যের শক্তির একটি চমৎকার উদাহরণ।

আল্লাহ যেন এই পবিত্র ভূমিকে রক্ষা করেন, এর জনগণকে নিরাপদ রাখেন এবং এটিকে আবারও ইসলাম ও ন্যায়ের বাতিঘর হিসেবে গড়ে তোলেন। যারা এর স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ তাদের অসীম পুরস্কার দিন। আমিন।

10/04/2024

█▓▒F░O░L░L░O░W▒▓█ Follow me 💚
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃⠀┃
┈┃⠀╰█▓▒░M░E░▒▓█

Address

Chakdaha

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক গজল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক গজল:

Share