
28/01/2025
কাল নৈহাটি থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরে চলে এসেছি নিউ জলপাইগুড়ি ,সেখান থেকে বাই কার আমরা যাচ্ছি অফবিট location অহল ধারা।
অহল ধারা যাওয়ার পথে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছিলাম, আর সেখানের এই অসাধারণ প্রকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না।
গাছ ভরা কমলালেবু, কি অসাধারণ দৃশ্য।
বি দ্রঃ
অহল ধারা সম্পর্কে সমস্ত আপডেট আমি তোমাদের দেব সেজন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখো।। তোমাদের কিছু জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট করে রাখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো।।