খবর শেষ কথা /Debasish Mukherjee

খবর শেষ কথা /Debasish Mukherjee Debasish Mukherjee
"খবর শেষকথা" পেজে লাইক,কমেন্ট শেয়ার ও ফলো দিন প্রতিদিন টাটকা খবরের জন‍্য।
(4)

16/07/2025

*বাঙালিদের উপর আক্রমনের প্রতিবাদে নদীয়ার কল্যানীতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।*
নদীয়ার রানাঘাট সাংগঠনিক জেলার ডাকে এদিন কল্যানী মেইন স্টেশন এলাকা থেকে পৌরসভা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
মিছিলে কর্মী সমর্থকদের পাশাপাশি বিধায়ক, জেলা সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা অংশগ্রহন করেন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Bappa Das, Durgapada Chakraborty, Nihar Ranjan Das, Sen S...
16/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Bappa Das, Durgapada Chakraborty, Nihar Ranjan Das, Sen Sujit, Nakul Roy, Mana Roy, Dilip Majumdar, Saheb Molla, Mou Saha, Riya Chakraborty, Anu Roy, Akash Dey, Mɗ Nɩsʜʌt Moŋɗoɭ, শীপুর শুভ স্টুডিও ফটোগ্রাফী, Naseebool Haha, Safa Rani Bilkis, Gazi MdYounus Ali, Dipa Mishra, Bristi Sutradhar

16/07/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

16/07/2025
16/07/2025

শান্তিপুরে বিরল কচ্ছপের খোঁজ, বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।শান্তিপুর পৌরসভার স্টিমারঘাট এলাকায় এক চাষের জমিতে বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেছে। উজ্জ্বল প্রামাণিক চাষের সময় কচ্ছপটি দেখতে পান। তিনি বুঝতে পারেন এটি সাধারণ প্রজাতির নয় এবং সঙ্গে সঙ্গে বনদপ্তরের বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে খবর দেন। বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করেন।
চাষী বলেন, “সচেতন না হলে প্রাণীটির ক্ষতি হতে পারত। আমরা সবাই যদি এভাবে সচেতন হই, তাহলে পরিবেশ রক্ষা সম্ভব।” বনদপ্তর সূত্রে জানা গেছে, কচ্ছপটি বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে এবং এটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চারদিকে জল থৈ থৈ জলাশয় ভেসে বাড়ির উঠানে জল।শুভ সকাল সকলে ভালো থাকুন। ゚
16/07/2025

চারদিকে জল থৈ থৈ জলাশয় ভেসে বাড়ির উঠানে জল।
শুভ সকাল সকলে ভালো থাকুন।

15/07/2025

গৃহবধূর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ শাসক দলের দুই নেতার বিরুদ্ধে। গ্রেফতার ২ তৃণমূল নেতা

নদিয়া জেলার চাকদা থানার মদনপুর এলাকায় এক গৃহবধূর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শাসকদলের এক নেতা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে। অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুভাষ দাস ও তার সহযোগী সরজিত দাস। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকেই গ্রেফতার করে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাতে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী, পেশায় একজন ফুচকা বিক্রেতা, সেই সময় বাইরে ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে পড়ে সরজিত ও সুভাষ। এরপর তাঁরা গৃহবধূর উপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতনের পর তাঁকে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। গৃহবধুর আরও অভিযোগ এ ঘটনা আজ নতুন নয়। দীর্ঘদিন যাবত এই একইভাবে তার ওপর শারীরিক অর্থাৎ তার চালানোর চেষ্টা চালাতো প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুভাষ ও তার সহযোগী। তার ছোট্ট ছেলের সামনে ও এরকম ঘটনা একবার ঘটেছে বলে অভিযোগ।

১৩ জুলাই ভুক্তভোগীর পরিবার চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে শাসকদলের যোগাযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, “এরা মদ খেয়ে রোজ গোলমাল করে, কিন্তু কেউ কিছু বললে হুমকি দেয়। এবার তেমনই একটা বড় ঘটনা ঘটল। প্রশাসনের উচিত কড়া ব্যবস্থা নেওয়া।”

এই বিষয়ে এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে রেয়াত করা হবে না।”

গোটা ঘটনায় মদনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুধু গ্রেফতার নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়।

Big shout out to my newest top fans! 💎 Sanatan Das, Sushmita Biswas, Saroj Das, Biplab Lahiri, Humaira RahmanDrop a comm...
15/07/2025

Big shout out to my newest top fans! 💎 Sanatan Das, Sushmita Biswas, Saroj Das, Biplab Lahiri, Humaira Rahman

Drop a comment to welcome them to our community, fans

15/07/2025

নদিয়া

*কৃষ্ণনগরে পুলিশ সুপার দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুম ধুমার পরিস্থিতি, পুলিশ ও ডি ওয়াই এফ আই এর কর্মী সমর্থকদের মধ্যে বচসা, আক্রান্ত দুপক্ষের একাধিক*

তামান্নার খুনিদের গ্রেপ্তারের দাবিতে নদিয়ার কৃষ্ণনগর পুলিশ সুপারের দপ্তর ঘেরাও অভিযান ডিওয়াইএফআই এর। যাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশ ও কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, আক্রান্ত পুলিশ কর্মী ও কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কর্মীরা, সেখানেই পুলিশের বাধার মুখে পড়লে শুরু হয় ধুমধুমার পরিস্থিতি। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। উল্লেখ্য নদিয়ার কালীগঞ্জ বিধানসভার মোলান্দী গ্রামে গত মাসে ২৩ শে জুন বোমা বিস্ফোরণের মৃত্যু হয়, তামান্না খাতুনের, এখনো পর্যন্ত ১০ জন গ্রেফতার হলেও অধরা প্রায় ১৪ জন। নিহত তামান্নার খুনিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার ঘেরাও অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। মঙ্গলবার যাকে কেন্দ্র করে আবারো ধুমধুমার পরিস্থিতি। পুলিশের সাথে কর্মী সমর্থকদের বচসায় আক্রান্ত পুলিশকর্মী ও ডিওয়াইএফ আই এর কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, এফআইআর এ নাম থাকা সকল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, দুষ্কৃতি রাজ বন্ধ করতে হবে। এই সকল দাবি নিয়ে মঙ্গলবার ডিঅয়াইএফআই ও এসএফআই এর এসপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল আর সেখানে ধুমধুমার পরিস্থিতি।
゚ #ঘেরাও #অভিযান #তামান্না #সুবিচার

15/07/2025

বাঁধের জল ও আকাশের বৃষ্টি, দুইটি যাঁতাকলে চাষী বা কৃষকরা।বিপর্যয়ের মুখে ভেন্ডি পটল বরবটি যে সমস্ত সবজি লাগিয়েছিল আজ জলের তলায় পাট কেটে নিতে হচ্ছে তৈরি হওয়ার মুখেই। হতাশায় ভুগতে হচ্ছে চাষি বা কৃষক। যারা এক বছরের জন্য জমি লিজ নিয়ে চ্যাট করেছে তাদের কি অবস্থা-------?
゚ #কৃষক

15/07/2025

আবার গঙ্গার ভাঙ্গন শুরু হয়েছে গতকাল দুপুর একটা থেকে। একদিকে প্রচন্ড বৃষ্টি তারপর বাঁধের জল ঢুকে শিবতলা ঘাট সহ সাহাপাড়া ভাঙ্গন ঘটনা কল্যাণী বিধানসভার চাঁদুরিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন। এই ভাঙ্গনের ফলে দুটি দোকানকে সরাতে হয়েছে একটি ফেরিঘাট চলাচলের দীপক শিকদারের অপরটি জীবন বিশ্বাসের দোকান আতঙ্কে সান্যাল চর এলাকার বাসিন্দারা। ফেরিঘাট টি বিপর্যয়ের মুখে বিপদে ছুঁকি নিয়ে ফেরিঘাট চালাতে হচ্ছে।
゚ #গঙ্গার #ভাঙন

Address

Chakdaha

Alerts

Be the first to know and let us send you an email when খবর শেষ কথা /Debasish Mukherjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share