খবর শেষ কথা /Debasish Mukherjee

খবর শেষ কথা /Debasish Mukherjee Debasish Mukherjee
"খবর শেষকথা" পেজে লাইক,কমেন্ট শেয়ার ও ফলো দিন প্রতিদিন টাটকা খবরের জন‍্য।
(3)

শুভ সকাল,সময়ের কাঁটা প্রত‍্যেকের জীবনে কমতে শুরু করেছে স্মরন রাখবেন।   #খবরশেষকথা
03/12/2025

শুভ সকাল,সময়ের কাঁটা প্রত‍্যেকের জীবনে কমতে শুরু করেছে স্মরন রাখবেন।
#খবরশেষকথা

02/12/2025

সভাপতি হয়ে কর্মীদের কি বার্তা দেবেন নবনিযুক্ত সভাপতি সেটাই আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলাম।
#খবরশেষকথা

02/12/2025

গাংনাপুর রেলস্টেশন সংলগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ঘিরে সম্প্রতি একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রেলের পক্ষ থেকে স্টেশন এলাকায় মাপঝোক চললেও এখনো কোনো নোটিশ জারি করা হয়নি। বাসিন্দা ও দোকানদারদের ধারণা, রেল আধুনিকীকরণের কাজের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন হতে পারে। ফলে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই ও জীবিকাই অনিশ্চয়তার মুখে পড়বে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, রেলের উন্নতি তারা স্বাগত জানালেও পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া জায়গা ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবিতে সম্মিলিতভাবে আওয়াজ তুলতেই এই কমিটি কাজ করবে।
#খবরশেষকথা

02/12/2025

টোটো গাড়িতে ন্যায্য মূল্যের দোকান।
#খবরশেষকথা

02/12/2025

মীনাক্ষী মুখার্জী আগামী প্রয়োজনীয় এর প্রতীক।
#মীনাক্ষীমুখার্জী #খবরশেষকথা

02/12/2025

বিবেক উৎসব 2026 নতুন বছরে 4ঠা জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে 13ই জানুয়ারি। সোমবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন বিবেক উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী। সোমবার রাতে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রমাপ্রসাদ রায়, সম্পাদক রাকেশ আলী সহ বিশিষ্ঠ জন । এই বিবেক উৎসব শুধু রানাঘাট নয় জেলা ছড়িয়ে রাজ্যে একটা আলদা মাত্রা অনুভুতি হয়। বিভিন্ন নামী সঙ্গীত শিল্পী সহ নানা প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান একটা আলাদা মাত্রা যোগ হয়।
#খবরশেষকথা

কুয়াশাছন্ন আবহওয়ায় কৃষকেরা মাঠের পানে চলেছে।ফসল ফলাতে।   #খবরশেষকথা
02/12/2025

কুয়াশাছন্ন আবহওয়ায় কৃষকেরা মাঠের পানে চলেছে।
ফসল ফলাতে।
#খবরশেষকথা

01/12/2025

কল্যাণীতে অনুষ্ঠিত হলো একত্রিশতম সমবর্তন উৎসব।

৩১ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বেনুগোপাল রাও। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা।
কলা ও বাণিজ্য বিভাগে ডি'লিট উপাধি দেওয়া হয় অধ্যাপক আদিত্য কুমার লালাকে।
৪৬ জন ছাত্র ছাত্রীকে সোনার পদক রুপোর পদক দেওয়া হয় ১ জন ও ব্রোঞ্জ পদক দেওয়া হয় ১৮ জনকে। এছাড়া ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় ৩৬ জন ছাত্র ছাত্রীকে।
সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে সেজে ওঠে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর।
#খবরশেষকথা #সমাবর্তন #উৎসব

01/12/2025

এবার শিমুরালি স্টেশন,জেলা রাজ‍্য পেরিয়ে উড়ে যাবেন সামাজিক মাধ‍্যমের ভাইরাল শিমুরালীর "রমেন হালদার"ত্রিপুরা পানিসাগরে আকাশ পথে। অপেক্ষা সুরের রাজ‍্যে।ধন‍্যবাদ রবি ও সাগর সহ যন্ত্র সংগীতের কলাকৌশলীদের।আমরা গর্বিত।❤❤❤
#খবরশেষকথা

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
01/12/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers! আমার বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় আমার পাশে আছে এবং পাশে থাকে।

Address

Chakdaha

Telephone

+9564259363

Website

Alerts

Be the first to know and let us send you an email when খবর শেষ কথা /Debasish Mukherjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share