
09/05/2025
গত রাতে যেটা আমরা দেখলাম, সেটা ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক ঐতিহাসিক মুহূর্ত! গতকাল রাতে আমরা যখন নিশ্চিন্ত নিদ্রায় তখন পাকিস্তান ভারতের বেশ কিছু শহর কে লক্ষ করে নিক্ষেপ করেছিলো ১৫ টা চিনা গাইডেড মিসাইল। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অ্যান্টি মিসাইল সিস্টেম S-400 "সুদর্শন চক্র" প্রথমবারের মতো অভিযান চালিয়েই ভারতের দিকে আসা ১৫ টা সম্ভাব্য শত্রু টার্গেটগুলোকে সফলভাবে ধ্বংস করেছে।
বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ANI-কে জানিয়েছেন, এই অপারেশন পুরোপুরি সফল হয়েছে। ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত আকাশপথে যেকোনও হুমকির মোকাবিলায়। আমাদের সবারই কষ্ট হয় ৮৬২টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার কিনতে ,আমাদের কষ্ট হয় ১০৫টাকা দিয়ে পেট্রোল কিনতে , ৯২ টাকা দিয়ে ডিজেল কিনতে। কষ্ট হয় ওষুধের মূল্য বৃদ্ধিতে।আমরা নিজেদের মতন করে অনেক সমালোচনাও করি। কিন্তু সেই টাকা যে বৃথা যায় না, দেখিয়ে দিল সুদর্শন চক্র S400 এয়ার ডিফেন্স সিস্টেম।
"সুদর্শন চক্র" এখন শুধু একটি নাম নয়, এটি এখন ভারতের আকাশের অদৃশ্য ঢাল।
সুদর্শন চক্র কি জিনিস শিশুপাল জেনেছিল আর এখন পাকপাল জানছে
জয় হিন্দ
জয় ভবানি💪🏻💪🏻💪🏻🇮🇳🇮🇳🇮🇳জয় শ্রী রাম🏹🚩🚩🚩🙏🏻🙏🏻