Travel With SoMi

Travel With SoMi Two travelers who want to visit entire India. Find all our stories with

🌿 𝐉𝐚𝐠𝐝𝐚𝐥𝐩𝐮𝐫 - 𝐊𝐨𝐫𝐚𝐩𝐮𝐭 - 𝐃𝐞𝐨𝐦𝐚𝐥𝐢 𝐓𝐨𝐮𝐫 𝐏𝐥𝐚𝐧 (𝟓𝐍/𝟔𝐃) | এক নজরে ছত্তিশগড় ও ওড়িশার অফবিট হিমেল সফর! 🏞️🚂জঙ্গল, ঝর্ণা আর পাহা...
03/08/2025

🌿 𝐉𝐚𝐠𝐝𝐚𝐥𝐩𝐮𝐫 - 𝐊𝐨𝐫𝐚𝐩𝐮𝐭 - 𝐃𝐞𝐨𝐦𝐚𝐥𝐢 𝐓𝐨𝐮𝐫 𝐏𝐥𝐚𝐧 (𝟓𝐍/𝟔𝐃) | এক নজরে ছত্তিশগড় ও ওড়িশার অফবিট হিমেল সফর! 🏞️🚂
জঙ্গল, ঝর্ণা আর পাহাড়ের ভালোবাসায় যদি ডুবে থাকতে চাও – তাহলে তোমার জন্য আদর্শ গন্তব্য হতে পারে ছত্তিশগড়ের জগদলপুর, ওড়িশার কোরাপুট ও দেওমালি। 🌿⛰️
চলো, প্ল্যান করে ফেলি একদম ডিটেলসে! 🎒

🔰 শুরু করার আগে একটা কথা বলতেই হবে...
এই জায়গার সৌন্দর্য শুধু ভাষায় বোঝানো সম্ভব নয়। এখানে প্রকৃতি নিজেই যেন রঙতুলির আঁচড়ে তৈরি করেছে এক স্বপ্নলোক। 🌿🌄
আমি নিজে এই জায়গার প্রেমে পড়ে গেছি – আর সেই ভালোবাসা থেকেই বানিয়েছি একাধিক Vlog, যেগুলোর মধ্যে আছে চমৎকার drone shots, চোখ জুড়োনো প্রকৃতি, আর কিছু বাস্তব অভিজ্ঞতা 🎬💚
🎥 এই প্লেলিস্টটা একবার দেখে ফেলো – আমি গ্যারান্টি দিতে পারি, তুমি নিজেও এই জায়গার প্রেমে পড়ে যাবে! 👇👇👇
https://youtube.com/playlist?list=PLaAfklFsUTHfs8ECM4QVRraabhB9dy7Rt&si=nacqJ8g4O2_XkUQV

🛤️ পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার আগে একটু চোখে দেখে নাও – কে জানে, পরের গন্তব্যটা হয়তো এখানেই ঠিক করে ফেলবে! 💚✨

চলো, শুরু করি এই অফবিট স্বর্গের ট্যুর প্ল্যান... 🎒🗺️

📍 যাত্রা শুরু কোথা থেকে? কিভাবে যাবে?
হাওড়া থেকে ধরো সাম্বলেশ্বরী এক্সপ্রেস (18005) – এক দারুন Scenic ট্রেন রুট Eastern Ghats ধরে। এই ট্রেনে চড়লেই পাহাড়, নদী, ঝর্ণা চোখের সামনে।

⏳ মোট লাগবে – ৫ রাত ৬ দিন (যাওয়া-আসা বাদে)

📅 Tour Plan: দিনভিত্তিক Itinerary

⭐ দিন ১:
হাওড়া → জগদলপুর (ট্রেন যাত্রা)
ট্রেন থেকে দেখতে পাবে সুন্দর সব দৃশ্য। রাতের মধ্যে পৌঁছে যাবে জগদলপুর।

⭐ দিন ২:
🔹 জগদলপুর Sightseeing (ছত্তিশগড়):
✅ Chitrakote Falls – “ভারতের নাইয়াগ্রা” 🌊
✅ Tirathgarh Waterfalls
✅ Tamda Ghumar & Mendri Ghumar – দুটি অপরূপ ঝর্ণা 💦
✅ Chitradhara Falls
✅ Dalpat Sagar Lake – বিশাল লেকের শান্ত পরিবেশে সূর্যাস্ত 🌅
✅ Bastar Palace, Balaji Mandir, Danteshwari Temple – ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া 🏛️🙏
📍 রাত্রিবাস: জগদলপুর

⭐ দিন ৩:
🔹 কোরাপুট Sightseeing (ওড়িশা):
✅ Sabar Srikhetra Temple – জগন্নাথধামের মতোই এক পবিত্র স্থান
✅ Gupteshwar Mahadev Cave – পাহাড়ের গুহায় শিবের আরাধনা 🙏
✅ Duduma Waterfall – হিমালয় না হয়েও পাহাড়ি ঝর্ণা!
✅ Kolab Dam – নীল জলের রাজ্য 💧
📍 রাত্রিবাস: কোরাপুট

⭐ দিন ৪:
🔹 Deomali Day Trip – ওড়িশার ছুঁয়ে থাকা স্বর্গ 🏔️
✅ Rani Duduma Falls – Hidden Gem!
✅ Deomali Peak – ওড়িশার সবচেয়ে উঁচু শৃঙ্গ (1672 মিটার)
✅ Deomali Coffee Garden – এক কাপ কফি আর পাহাড় 🌄☕
✅ Putshil View Point – 360 ডিগ্রি ভিউ!
✅ Damanjodi Hanuman Vatika, Sai Mandir, Konta Basuni Temple
📍 রাত্রিবাস: কোরাপুট বা দেওমালি Nature Camp

⭐ দিন ৫:
🔚 ফিরতি যাত্রা কোরাপুট থেকে – ট্রেন বা গাড়ি করে 🚆

🏨 কোথায় থাকবে?

📍 জগদলপুর Budget Stay (₹1000–₹1500):
Hotel Ham Residency – 📞 7619567619 (যদিও এটার ভাড়া ২০০০ টাকা)
Hotel Laxmi Palace – 📞 8959095000
Hotel Atithi – 📞 7782225275
Hotel Pankaj Palace – 📞 7782222441

📍 Luxury Stay (₹3000–₹5000):
Dandami Luxury Resort – 📞 9993854165
The Nature View – 📞 9425290090 / 9407799000

📍 কোরাপুট Budget Stay:
Shri Krishna Lodge – 📞 7022732315
Hotel Anand Bhawan – 📞 6852250610

📍 Koraput Luxury Stay:
Eco Tourism Pine Forest, Koraput
🌐 বুকিং: https://www.ecotourodisha.com

📍 Deomali Luxury Stay:
Deomali Nature Camp
🌐 বুকিং: https://www.ecotourodisha.com

🚖 Cab Booking & Local Transport:
💼 পুরো ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা করে নিতে পারো
📞 Sujan Sarkar – 9424298373 / 8878675131
Daily cab rate: ₹3500–₹4500 approx. গাড়ির সাইজ ও সময় অনুযায়ী।

💸 এক নজরে খরচের হিসাব (Ex-Kolkata):
যদি ৬ জনে মিলে এই ট্যুরটা করো তাহলে ধরে নাও per head ৭০০০ টাকা করে লাগবে। কিভাবে সেটা ভিডিওতে খুব ভালো ভাবে বুঝিয়েছি।

📝 ঘুরতে আসার আদর্শ সময়:
🔸 জুলাই – সেপ্টেম্বর: সবুজ আর জলের রমরমা
🔸 অক্টোবর – ফেব্রুয়ারি: নীল আকাশ, চমৎকার আবহাওয়া, তবে ঝর্ণায় জল কম

🔚 এই জায়গাগুলো এখনো অনেকটাই unexplored! তাই যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চাও – তাঁদের জন্য Jagdalpur – Koraput – Deomali Circuit একটা hidden gem! 💎

আর watermark দিয়ে ছবি গুলো দিতে বাধ্য হলাম কারন নাহলে খুব চুরি হয় এই ছবিগুলো। Watermark ছাড়া ভালোভাবে দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে দেখতে পারেন - https://www.instagram.com/travel_with_somi/

📌 Post টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর জানাও কেমন লাগলো! 😊
পরের পোস্টে নিয়ে আসছি ছত্তিশগড়ের Bastar বা যাকে আমরা জগদলপুরের গল্প। থাকো সাথে! ❤️

Hidden deep in the forest along the Odisha-Andhra border lies the breathtaking Rani Duduma Falls 🌿💧Offbeat, untouched, a...
02/08/2025

Hidden deep in the forest along the Odisha-Andhra border lies the breathtaking Rani Duduma Falls 🌿💧
Offbeat, untouched, and absolutely surreal — this is nature at its rawest form! 🏞️✨

🚗 How to reach?
🏕️ Where to stay nearby?
📍 What else to explore?

Watch our latest vlog for the complete travel guide on our YouTube channel - Travel With SoMi

🌄 Koraput Deomali Tour Plan🏞️ ওড়িশার দক্ষিণ-পশ্চিম কোণে লুকিয়ে থাকা এই স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যকে ঘুরে দেখার একদম ...
01/08/2025

🌄 Koraput Deomali Tour Plan
🏞️ ওড়িশার দক্ষিণ-পশ্চিম কোণে লুকিয়ে থাকা এই স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যকে ঘুরে দেখার একদম খুঁটিনাটি গাইড থাকছে আজকের ভিডিওতে!

🎥 আজকের ভিডিওতে থাকছে —
🚉 কীভাবে পৌঁছাবে দেওমালিতে?
📆 কতদিন সময় লাগবে পুরোটা ঘুরতে?
📍 প্রতিদিন কোন কোন জায়গা ঘুরবে?
🏕️ কোথায় থাকবে রাতে?
🚕 ঘোরার জন্য গাড়ি কোথা থেকে নেবে?
💸 আর সব মিলিয়ে কত খরচ পড়বে?

🔥 এক ভিডিওতেই পুরো ট্যুর প্ল্যান!
এবার আর প্ল্যান করতে গিয়ে মাথা ঘোরাবে না 😉

এক্ষুনি দেখে নাও ভিডিওটা - https://youtu.be/7WL5wY6Evgo

Koraput Deomali Tour Plan | Deomali Koraput Tour Plan | Bengali Travel Guide | Weekend Destination Near Kolkata | Offbeat Odisha | Part 7 | Travel With SoMi?...

🌿 Putsil – The Hidden Gem of Deomali! ⛰️✨Nestled in the lap of Deomali hills, Putsil is a tiny scenic village wrapped in...
31/07/2025

🌿 Putsil – The Hidden Gem of Deomali! ⛰️✨
Nestled in the lap of Deomali hills, Putsil is a tiny scenic village wrapped in clouds, green valleys, and peace.
It’s one of those untouched spots where nature whispers in every breeze! 💚🌥️

🎥 We explored the entire Deomali region, and Putsil’s beauty is a must-watch in our full vlog – with breathtaking drone views!
👉 Watch the complete Deomali Vlog now on Travel With SoMi!

☁️ The aroma of coffee amidst the clouds…This hidden Coffee Garden in Deomali, Odisha, is straight out of a dream! 🍃☕Per...
30/07/2025

☁️ The aroma of coffee amidst the clouds…
This hidden Coffee Garden in Deomali, Odisha, is straight out of a dream! 🍃☕
Perfect for a peaceful escape into nature.

📍 Deomali, Odisha
🎥 Watch the full travel vlog now on YouTube – Travel With SoMi

👻

⛰️ দেওমালি – ওড়িশার লুকোনো স্বর্গ? নাকি শুধুই একট স্রেফ hype?👉 দেওমালি কি এতটাই সুন্দর?👉 এখানে ঘুরে দেখার মতো কী কী আছে...
23/07/2025

⛰️ দেওমালি – ওড়িশার লুকোনো স্বর্গ? নাকি শুধুই একট স্রেফ hype?

👉 দেওমালি কি এতটাই সুন্দর?
👉 এখানে ঘুরে দেখার মতো কী কী আছে?
👉 কোথায় থাকবো? খরচ কেমন হবে?
👉 আদৌ এখানে আসা উচিত নাকি মিস করলেও চলবে?

📌 সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভ্লগে - https://youtu.be/HtMw5FjqB80

Deomali Odisha | Deomali Nature Camp | Deomali Tour Plan | Bengali Travel Vlog | Travel With SoMiWelcome to the highest peak of Odisha – Deomali Hills, a hid...

⛩️ Sabar Srikhetra, Koraput – a beautiful Jagannath Temple nestled in the lap of nature! 🛕A perfect blend of faith, cult...
22/07/2025

⛩️ Sabar Srikhetra, Koraput – a beautiful Jagannath Temple nestled in the lap of nature! 🛕

A perfect blend of faith, culture, and scenic beauty... 🌿

🎥 Watch the full vlog now on YouTube, just search "Travel With SoMi Koraput" in UTube

🌿 Raw Koraput is this beautiful!It’s not a famous tourist spot — just one of those places where the road made us stop, s...
22/07/2025

🌿 Raw Koraput is this beautiful!
It’s not a famous tourist spot — just one of those places where the road made us stop, simply because it felt magical 🌥️✨

We’ve captured many such hidden and unexplored gems of Koraput in our latest vlog 🎥
👉 Link in Bio
(or search Travel With SoMi Koraput on YouTube)

📸 Misty hills, lush green valleys, waterfalls & untouched nature — all waiting to be discovered!
Watch now and fall in love with Koraput all over again ❤️

Where travel tales, comics, and calm mornings meet 🌄📕❤️           👻
19/07/2025

Where travel tales, comics, and calm mornings meet 🌄📕❤️

👻

১৫ আগস্টের লং উইকএন্ডে কোথায় যাবে?তার একটা প্ল্যান বলে দিচ্ছি। পকেটে ৭০০০ থেকে ৮০০০ মত টাকা নিয়ে বেড়িয়ে এসো ঘরের কাছ...
19/07/2025

১৫ আগস্টের লং উইকএন্ডে কোথায় যাবে?
তার একটা প্ল্যান বলে দিচ্ছি। পকেটে ৭০০০ থেকে ৮০০০ মত টাকা নিয়ে বেড়িয়ে এসো ঘরের কাছেই রাঁচি নেতারহাট। এই প্ল্যানে ৪ রাত ৫ দিন লাগবে।
২ দিন থাকবে রাঁচিতে আর ২ দিন নেতারহাটে। তাহলে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি কি ঘুরবে সেটা decide করবে কি করে। চিন্তা নেই দেখে নাও এই ভিডিওটা - https://youtu.be/rwAzPWoA7Ao

আর এই সব জায়গায় ঘোড়ার অভিজ্ঞতা কেমন সেটা জানতে দেখে নাও Ranchi Netarhat Betla playlist: https://www.youtube.com/playlist?list=PLaAfklFsUTHeiN1O8TB0xG8MqGe4EglSe

গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কিছু দেখার দরকার হবে না।
কালকে আবার আর একটা অন্য জায়গার প্ল্যান বলে দেবো!!

📍 কোরাপুট!!ওড়িশার দক্ষিণ-পশ্চিম কোণে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ রত্ন! 🌄👣 ছোটবেলার সেই গল্প – "ডুডুমার ডাকে" পড...
18/07/2025

📍 কোরাপুট!!
ওড়িশার দক্ষিণ-পশ্চিম কোণে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ রত্ন! 🌄

👣 ছোটবেলার সেই গল্প – "ডুডুমার ডাকে" পড়েছেন তো? আশুতোষ ভট্টাচার্যের সেই গল্পে যেমন কোরাপুটকে দেখেছিলাম, বাস্তবেও ঠিক তেমনই মুগ্ধতা জাগায় এই জায়গাটা।

📹 এই ভ্লগে থাকছে –
🚆 কিভাবে যাবেন কোরাপুট
🌿 কী কী দর্শনীয় স্থান ঘুরবেন
🏕️ কোথায় থাকবেন
💸 খরচের পুরো হিসেব
👨‍🌾 আর এখানকার লোকজন ও সংস্কৃতির এক ঝলক!

একদম ভ্রমণপিপাসুদের জন্য পারফেক্ট গাইড 🎒
👇 দেখে ফেলুন এখনই এই অসাধারণ ভিডিওটা –
🎥 https://youtu.be/ELdeZD1r4oo

গ্যারান্টি দিয়ে বলতে পারি – মন ভরে যাবে! ❤️

Koraput Tourist Places | Gupteswar Temple | Duduma Waterfalls | Koraput Tour Guide | Balda Cave | Bengali Travel Vlog | Part 5 | Travel With SoMiIn this 5th ...

Address

Emon, A. C. Chatterjee Lane, Gondalpara
Chandannagar
712137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With SoMi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share