
03/08/2025
🌿 𝐉𝐚𝐠𝐝𝐚𝐥𝐩𝐮𝐫 - 𝐊𝐨𝐫𝐚𝐩𝐮𝐭 - 𝐃𝐞𝐨𝐦𝐚𝐥𝐢 𝐓𝐨𝐮𝐫 𝐏𝐥𝐚𝐧 (𝟓𝐍/𝟔𝐃) | এক নজরে ছত্তিশগড় ও ওড়িশার অফবিট হিমেল সফর! 🏞️🚂
জঙ্গল, ঝর্ণা আর পাহাড়ের ভালোবাসায় যদি ডুবে থাকতে চাও – তাহলে তোমার জন্য আদর্শ গন্তব্য হতে পারে ছত্তিশগড়ের জগদলপুর, ওড়িশার কোরাপুট ও দেওমালি। 🌿⛰️
চলো, প্ল্যান করে ফেলি একদম ডিটেলসে! 🎒
🔰 শুরু করার আগে একটা কথা বলতেই হবে...
এই জায়গার সৌন্দর্য শুধু ভাষায় বোঝানো সম্ভব নয়। এখানে প্রকৃতি নিজেই যেন রঙতুলির আঁচড়ে তৈরি করেছে এক স্বপ্নলোক। 🌿🌄
আমি নিজে এই জায়গার প্রেমে পড়ে গেছি – আর সেই ভালোবাসা থেকেই বানিয়েছি একাধিক Vlog, যেগুলোর মধ্যে আছে চমৎকার drone shots, চোখ জুড়োনো প্রকৃতি, আর কিছু বাস্তব অভিজ্ঞতা 🎬💚
🎥 এই প্লেলিস্টটা একবার দেখে ফেলো – আমি গ্যারান্টি দিতে পারি, তুমি নিজেও এই জায়গার প্রেমে পড়ে যাবে! 👇👇👇
https://youtube.com/playlist?list=PLaAfklFsUTHfs8ECM4QVRraabhB9dy7Rt&si=nacqJ8g4O2_XkUQV
🛤️ পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার আগে একটু চোখে দেখে নাও – কে জানে, পরের গন্তব্যটা হয়তো এখানেই ঠিক করে ফেলবে! 💚✨
চলো, শুরু করি এই অফবিট স্বর্গের ট্যুর প্ল্যান... 🎒🗺️
📍 যাত্রা শুরু কোথা থেকে? কিভাবে যাবে?
হাওড়া থেকে ধরো সাম্বলেশ্বরী এক্সপ্রেস (18005) – এক দারুন Scenic ট্রেন রুট Eastern Ghats ধরে। এই ট্রেনে চড়লেই পাহাড়, নদী, ঝর্ণা চোখের সামনে।
⏳ মোট লাগবে – ৫ রাত ৬ দিন (যাওয়া-আসা বাদে)
📅 Tour Plan: দিনভিত্তিক Itinerary
⭐ দিন ১:
হাওড়া → জগদলপুর (ট্রেন যাত্রা)
ট্রেন থেকে দেখতে পাবে সুন্দর সব দৃশ্য। রাতের মধ্যে পৌঁছে যাবে জগদলপুর।
⭐ দিন ২:
🔹 জগদলপুর Sightseeing (ছত্তিশগড়):
✅ Chitrakote Falls – “ভারতের নাইয়াগ্রা” 🌊
✅ Tirathgarh Waterfalls
✅ Tamda Ghumar & Mendri Ghumar – দুটি অপরূপ ঝর্ণা 💦
✅ Chitradhara Falls
✅ Dalpat Sagar Lake – বিশাল লেকের শান্ত পরিবেশে সূর্যাস্ত 🌅
✅ Bastar Palace, Balaji Mandir, Danteshwari Temple – ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া 🏛️🙏
📍 রাত্রিবাস: জগদলপুর
⭐ দিন ৩:
🔹 কোরাপুট Sightseeing (ওড়িশা):
✅ Sabar Srikhetra Temple – জগন্নাথধামের মতোই এক পবিত্র স্থান
✅ Gupteshwar Mahadev Cave – পাহাড়ের গুহায় শিবের আরাধনা 🙏
✅ Duduma Waterfall – হিমালয় না হয়েও পাহাড়ি ঝর্ণা!
✅ Kolab Dam – নীল জলের রাজ্য 💧
📍 রাত্রিবাস: কোরাপুট
⭐ দিন ৪:
🔹 Deomali Day Trip – ওড়িশার ছুঁয়ে থাকা স্বর্গ 🏔️
✅ Rani Duduma Falls – Hidden Gem!
✅ Deomali Peak – ওড়িশার সবচেয়ে উঁচু শৃঙ্গ (1672 মিটার)
✅ Deomali Coffee Garden – এক কাপ কফি আর পাহাড় 🌄☕
✅ Putshil View Point – 360 ডিগ্রি ভিউ!
✅ Damanjodi Hanuman Vatika, Sai Mandir, Konta Basuni Temple
📍 রাত্রিবাস: কোরাপুট বা দেওমালি Nature Camp
⭐ দিন ৫:
🔚 ফিরতি যাত্রা কোরাপুট থেকে – ট্রেন বা গাড়ি করে 🚆
🏨 কোথায় থাকবে?
📍 জগদলপুর Budget Stay (₹1000–₹1500):
Hotel Ham Residency – 📞 7619567619 (যদিও এটার ভাড়া ২০০০ টাকা)
Hotel Laxmi Palace – 📞 8959095000
Hotel Atithi – 📞 7782225275
Hotel Pankaj Palace – 📞 7782222441
📍 Luxury Stay (₹3000–₹5000):
Dandami Luxury Resort – 📞 9993854165
The Nature View – 📞 9425290090 / 9407799000
📍 কোরাপুট Budget Stay:
Shri Krishna Lodge – 📞 7022732315
Hotel Anand Bhawan – 📞 6852250610
📍 Koraput Luxury Stay:
Eco Tourism Pine Forest, Koraput
🌐 বুকিং: https://www.ecotourodisha.com
📍 Deomali Luxury Stay:
Deomali Nature Camp
🌐 বুকিং: https://www.ecotourodisha.com
🚖 Cab Booking & Local Transport:
💼 পুরো ট্যুরের জন্য গাড়ির ব্যবস্থা করে নিতে পারো
📞 Sujan Sarkar – 9424298373 / 8878675131
Daily cab rate: ₹3500–₹4500 approx. গাড়ির সাইজ ও সময় অনুযায়ী।
💸 এক নজরে খরচের হিসাব (Ex-Kolkata):
যদি ৬ জনে মিলে এই ট্যুরটা করো তাহলে ধরে নাও per head ৭০০০ টাকা করে লাগবে। কিভাবে সেটা ভিডিওতে খুব ভালো ভাবে বুঝিয়েছি।
📝 ঘুরতে আসার আদর্শ সময়:
🔸 জুলাই – সেপ্টেম্বর: সবুজ আর জলের রমরমা
🔸 অক্টোবর – ফেব্রুয়ারি: নীল আকাশ, চমৎকার আবহাওয়া, তবে ঝর্ণায় জল কম
🔚 এই জায়গাগুলো এখনো অনেকটাই unexplored! তাই যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্তিতে কয়েকটা দিন কাটাতে চাও – তাঁদের জন্য Jagdalpur – Koraput – Deomali Circuit একটা hidden gem! 💎
আর watermark দিয়ে ছবি গুলো দিতে বাধ্য হলাম কারন নাহলে খুব চুরি হয় এই ছবিগুলো। Watermark ছাড়া ভালোভাবে দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে দেখতে পারেন - https://www.instagram.com/travel_with_somi/
📌 Post টি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর জানাও কেমন লাগলো! 😊
পরের পোস্টে নিয়ে আসছি ছত্তিশগড়ের Bastar বা যাকে আমরা জগদলপুরের গল্প। থাকো সাথে! ❤️