
24/05/2025
সুদূরে একটা ভঙ্গুর বাড়ি দেখে সিদ্ধার্থর মনে পড়ে তার অতীতের এক স্নিগ্ধ বিকেলের স্মৃতি। যে বিকেল অধিকার করে থাকতো তার তমালিকা। আর তমালিকার মন জুড়ে থাকতো এই বিলাস পুরের এক নিরিবিলি লেক।
এই লেকটাই তাদের সুখ,দুঃখের,বিরহ,বন্ধুত্বের কেন্দ্রবিন্দু। তাদের বিকেলের সেই একান্ত মুহুর্ত গুলোর একমাত্র সাক্ষী। লেকটার speciality কিছুই নেই। নির্জন মফস্বল এলাকায় পাড় ভাঙা এক বড়ো লেক। আছে নিরিবিলি কিছু ভগ্ন স্তূপ। special হলো এই লেকে কাটানো মুহুর্ত গুলো।
আসছে...
#প্রেমেরগল্প