এkhon গolpo-Akhon Golpo

এkhon গolpo-Akhon Golpo নিৰ্ভেজাল আড্ডা, সাথে একটু গল্প ... ব্যা

প্রত্যেকের জীবনের কিছু টুকরো টুকরো কথা থেকে উঠে আসে অনেক গল্প। আর ক'জন বন্ধু মিলে সেই গল্পগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে বলতে ভালবাসি অনেক মানুষের মাঝে। এই আমাদের গল্প - এখন গল্প।

আমাদের এই উদ্যোগ যদি আপানদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের ভালবাসা ও সহযোগিতাই আমাদের নতুনভাবে ভাবতে, আরও সুন্দরভাবে কাজ করতে প্রেরনা জোগায়।

আমাদের চ্যানেল লিঙ্ক - www.youtube.com/akhongolpo

সুদূরে একটা ভঙ্গুর বাড়ি দেখে সিদ্ধার্থর মনে পড়ে তার অতীতের এক স্নিগ্ধ বিকেলের স্মৃতি। যে বিকেল অধিকার করে থাকতো তার তমা...
24/05/2025

সুদূরে একটা ভঙ্গুর বাড়ি দেখে সিদ্ধার্থর মনে পড়ে তার অতীতের এক স্নিগ্ধ বিকেলের স্মৃতি। যে বিকেল অধিকার করে থাকতো তার তমালিকা। আর তমালিকার মন জুড়ে থাকতো এই বিলাস পুরের এক নিরিবিলি লেক।

এই লেকটাই তাদের সুখ,দুঃখের,বিরহ,বন্ধুত্বের কেন্দ্রবিন্দু। তাদের বিকেলের সেই একান্ত মুহুর্ত গুলোর একমাত্র সাক্ষী। লেকটার speciality কিছুই নেই। নির্জন মফস্বল এলাকায় পাড় ভাঙা এক বড়ো লেক। আছে নিরিবিলি কিছু ভগ্ন স্তূপ। special হলো এই লেকে কাটানো মুহুর্ত গুলো।

আসছে...

#প্রেমেরগল্প


‪‬

তুহিন ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখনও হয়ে চলেছে। তার সাথে এটা কি হল ভাবতে পারছে না! হঠাৎ লম্বা ব্যালকনির ডানদিক...
07/05/2025

তুহিন ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখনও হয়ে চলেছে। তার সাথে এটা কি হল ভাবতে পারছে না! হঠাৎ লম্বা ব্যালকনির ডানদিকে একটা শব্দ হল। ঘাড় ঘুড়িয়ে দেখে কোনের আলোটা নিবছে আর জ্বলছে। আর একটা অদ্ভুত শব্দ আসছে যেন। কিরকরম একটা হিস হিস মত দূর থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে...

না বলছে না তাকে ডাকছে! তুহিন তাড়াতাড়ি তার মোবাইল বের করে পিয়ালকে ফোন করতে যায় আর ঠিক তখনই তার ঠিক পিছন থেকে একরকম গা গুলিয়ে ওঠা পচা দুর্গন্ধ নাকে এসে লাগে! তার পিছনে কেউ যেন উপস্থিত হয়েছে। কিন্তু এটা..এটা কি ভাবে সম্ভব! তার পিছনে তো ব্যলকনির রেলিং এর পর তো ফাঁকা.. শূন্য!
হঠাৎ তুহিনকে দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরল! সারা শরীর জলে ভিজে যাচ্ছে, ও আপ্রাণ নিজেকে ছাড়াবার চেষ্টা করতেই ওর হাতে পিউয়ের দুহাত থেকে খসে যাওয়া পোকা ভর্তি মাংস উঠে এল। তুহিন চিৎকার করতে গেল, কিন্তু সেই মুহূর্তেই পিউ ওর মুখ চেপে ধরে তুহিনের কানের কাছে মুখটা নিয়ে এসে গুনগুন করে গাইতে লাগল,

"আয় আরেকটি বার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়....

সৌমী সেনগুপ্ত এর কলমে হাড়হিম করা এক ভয়ের গল্প নিয়ে এখন গল্প এর আজকের নিবেদন "প্রাণের মাঝে আয়"। গল্পটি শুনতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন।

#ভয়েরগল্প

‪‬

সুখের মাঝেও অসুখ খেলেকখনো বসন্তেও ওড়ে ঝরা পাতাসপ্তসুরের হারানো স্বরগাইতে থাকে কালরাত্রির কথাভালোবাসার চুপকথারা এভাবেই বো...
07/04/2025

সুখের মাঝেও অসুখ খেলে
কখনো বসন্তেও ওড়ে ঝরা পাতা
সপ্তসুরের হারানো স্বর
গাইতে থাকে কালরাত্রির কথা

ভালোবাসার চুপকথারা এভাবেই বোধহয় রূপকথা হয়ে ওঠে, কীভাবে? আসুন শুনে নিই এখন গল্পের আজকের নিবেদন ৯ নম্বর সাহিত্য পাড়া লেন থেকে প্রকাশিত রণিত ভৌমিকের লেখা 'ঝড়াপাতার ক্যানভাসে' গল্পগ্রন্থের এক অন্যস্বাদের গল্প ''কালরাত্রি'' আজ রাত দশটায় শুধুমাত্র এখন গল্প ইউটিউব চ্যানেলে।

প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে।


#প্রেমেরগল্প
এkhon গolpo-Akhon Golpo

রাতের মাঝে দিনের আলো যেমন,তেমনই মরুর বুকে বিস্তৃত হয় সবুজ দিগন্তচোখের তরে চোখের ভাষারা সব, শুধু;মনের মাঝে ডুকরে কাঁদে কা...
01/04/2025

রাতের মাঝে দিনের আলো যেমন,
তেমনই মরুর বুকে বিস্তৃত হয় সবুজ দিগন্ত
চোখের তরে চোখের ভাষারা সব, শুধু;
মনের মাঝে ডুকরে কাঁদে কালরাত্রি অনন্ত




‪‬

পায়েল কিছু একটা বলতে যাবে এমন সময় ওরা শুনতে পেল পলি খিলখিলিয়ে হাসছে আর আনন্দের সঙ্গে কারুর সঙ্গে কথা বলছে। এই ঘটনা যদ...
16/03/2025

পায়েল কিছু একটা বলতে যাবে এমন সময় ওরা শুনতে পেল পলি খিলখিলিয়ে হাসছে আর আনন্দের সঙ্গে কারুর সঙ্গে কথা বলছে। এই ঘটনা যদিও তাদের কাছে নতুন কিছু নয় তবুও কেমন যেন ভয় পেয়ে যায় তারা।
পলি হাসতে হাসতে পায়েলের কাছে ছুটে এসে জড়িয়ে ধরে সামনের দিকে আঙ্গুল দেখিয়ে বলে

পলি - তোমরা দেখতে পাচ্ছ না মা, দেখ ও চলে এসেছে!”

পায়েল -কে চলে এসেছে পলি?”

পলি -ও বাবার বাড়ি থেকে ফিরে এসেছে

ছন্দা দেবী -এসব কি বলছ মা তুমি? কে ফিরে এসেছে?”

পলি -দেখো ও আমায় এটা দিয়েছে।”

এই বলে পলি ওর হাতের মুঠোটা খুলে দেখালো। ওর হাতের মুঠোয় ছিল ঐশির একটা পেনডেন্ট। সোনার। যেটা ওর শেষ যাত্রায় ওর গলাতেই পরানো ছিল। রাহুল ওকে ওর জন্মদিনে গিফ্ট করেছিল। ছন্দা দেবী ও পায়েল থরথর করে কেঁপে উঠলো এই দেখে। একি? এটা পলি পেল কোথা থেকে? এটা তো ঐশির মৃতদেহের সঙ্গে গিয়েছিল। তবে?

আজ ঠিক রাত দশটায় শুধু মাত্র এখন গল্প ইউ টিউব চ্যানেলে। শুনতে ভুলেবন না যেন।

**গল্পের প্রিমিয়ার লিঙ্ক রইলো কমেন্ট বক্সে।


#ভয়েরগল্প
এkhon গolpo-Akhon Golpo

এক অভিনব এবং রহস্যময় বৈবাহিক সম্পর্কের উন্মোচন হতে চলছে খুব শিগগিরই... জানতে হলে অবশ্যই নোটিফিকেশন অন রাখতে হবে এখন গল্প...
13/03/2025

এক অভিনব এবং রহস্যময় বৈবাহিক সম্পর্কের উন্মোচন হতে চলছে খুব শিগগিরই...

জানতে হলে অবশ্যই নোটিফিকেশন অন রাখতে হবে এখন গল্প-র ইউটিউব চ্যানেলের। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখুনি করে নিন। লিংক ফার্স্ট কমেন্টে।

সেই মুহূর্তের হটাৎ মেঘ বর্ষণ জানান দিয়ে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়।সায়ন একবার আকাশের ...
25/01/2025

সেই মুহূর্তের হটাৎ মেঘ বর্ষণ জানান দিয়ে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়।সায়ন একবার আকাশের দিকে তাকাতেই অনুভব করে সে আকাশ নয়, নিজের কল্পনার আয়নায় যেন নিজেকেই দেখছে! এক আবেগ মাখানো হাসি খেলে যায় তার মুখে, আকাশের দিকে তাকাতেই বৃষ্টির এক ফোটা জল এসে চোখের মধ্যে পরে!
মুহূর্তের মধ্যেই চোখ দুটো বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ করতেই সেই জল বিন্দু সরলরেখায় তার চিবুক বেয়ে নেমে আসে

সায়ন চোখ খুলেই দেখতে পায় হিয়া আর তার সামনে নেই,. বৃষ্টি নেমেছে অঝোরে..

এ শুধুই প্রেমের গল্প নয়!

আজ ঠিক রাত দশটায় শুধুমাত্র এখন গল্প ইউ টিউব চ্যানেলে। গল্পের প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া রইলো।

সেই মুহূর্তের হটাৎ মেঘ বর্ষণ জানান দিয়ে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়।সায়ন একবার আকাশের ...
18/12/2024

সেই মুহূর্তের হটাৎ মেঘ বর্ষণ জানান দিয়ে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে যায়।সায়ন একবার আকাশের দিকে তাকাতেই অনুভব করে সে আকাশ নয়, নিজের কল্পনার আয়নায় যেন নিজেকেই দেখছে! এক আবেগ মাখানো হাসি খেলে যায় তার মুখে, আকাশের দিকে তাকাতেই বৃষ্টির এক ফোটা জল এসে চোখের মধ্যে পরে!
মুহূর্তের মধ্যেই চোখ দুটো বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ করতেই সেই জল বিন্দু সরলরেখায় তার চিবুক বেয়ে নেমে আসে

সায়ন চোখ খুলেই দেখতে পায় হিয়া আর তার সামনে নেই,. বৃষ্টি নেমেছে অঝোরে..

এ শুধুই প্রেমের গল্প নয়!

গল্পটি শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন এখন গল্প ইউ টিউব চ্যানেল। চ্যানেল লিঙ্ক কমেন্ট সেকশনে।



01/12/2024

হঠাৎ দেখা, কাছাকাছি আসা, আর আজীবন একসঙ্গে থাকাই কি আসলে ভালোবাসা? নাকি সমস্ত ভাঙা গড়া, ভালো খারাপ, মিলন আর বিচ্ছেদের পরেও যে অপেক্ষা যে আশা কখনো ফুরোয় না তাই আসলে ভালোবাসা?
আসলে ভালোবাসা কোন অসাধারণ স্বর্গীয় আনন্দ নয়, বরং আমাদের রোজকার জীবনের সবচেয়ে ঘরোয়া, সবচেয়ে সাধারণ মূহুর্তগুলো একসাথে পথ চলতে চলতে একদিন ভালোবাসা হয়ে যায়।
এমনই কিছু সাধারণ মুহূর্ত দিয়ে গড়া অসাধারণ ভালোবাসা গল্প শোনাবে এখন গল্প।

গল্পটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। চ্যানেল লিঙ্ক রইলো কমেন্ট বক্সে। 😁


এএkhon গolpo-Akhon Golpo

অগস্ত্য আসছে .."শুধু এটা মনে রাখবেন শাস্তি শুধু আইন দেয় না"এক দুর্ধর্ষ লোমহর্ষক টান টান ক্রাইম থ্রিলার নিয়ে আজ আমরা এখন ...
16/11/2024

অগস্ত্য আসছে ..

"শুধু এটা মনে রাখবেন শাস্তি শুধু আইন দেয় না"

এক দুর্ধর্ষ লোমহর্ষক টান টান ক্রাইম থ্রিলার নিয়ে আজ আমরা এখন গল্প উপস্থিত হয়েছি আপনাদের কাছে। গল্পটির প্রতিটা স্তরে আপনারা পাবেন এমন কিছু চিত্র যা হয়তো আপনাদের অনেক কিছু মনে করিয়ে দেবে।

তাই আমাদের সকল শ্রোতাবন্ধুদের অনুরোধ করবো গল্পটি শোনার জন্য। আজ ঠিক রাত দশটায় এখন গল্পের নিবেদন সাহেব তালুকদারের লেখা ক্রাইম থ্রিলার বারুদের বাড়ি।

গল্পটি শোনার জন্য রিমাইন্ডার দিয়ে রাখুন।

বারুদের বাড়ি । Goyenda Golpo | Bengali Detective Audio Story | Crime thriller | সাহেব তালুকদার | Suspense , , ...

অশোক- “Shut up! You bloody Petty Officer! অনেকক্ষণ ধরে দেখছি তোমার মুখের চোপা। কি ভেবেছটা কি নিজেকে? হিন্দি সিনেমার অফিস...
24/10/2024

অশোক- “Shut up! You bloody Petty Officer! অনেকক্ষণ ধরে দেখছি তোমার মুখের চোপা। কি ভেবেছটা কি নিজেকে? হিন্দি সিনেমার অফিসার? তোমাদের দুজনকে খুন করে পুঁতে দিলে কে দেখতে আসবে? কে সাজা দেবে শুনি? তোমার আইন?”

এবার প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও রক্তাক্ত অগস্ত্য মুচকি হাসে। তারপর অশোক চৌধুরীর চোখে চোখ রেখে বলে,

অগস্ত্য- “কে বলল আপনাকে যে আইন আপনাকে শাস্তি দেবে? আমি বলেছি আপনি শাস্তি পাবেন তার মানে তো এই নয় যে আইন শাস্তি দেবে।”

আসছে অগস্ত্য এক ভয়ংকর প্রতিশোধের খেলা নিয়ে।

** সমাজের ভয়ংকর সত্যের উপরে নির্মিত গল্পটি শুনতে চোখ রাখুন এখন গল্প চ্যানেলে।




এই শনিবার ৫ই অক্টোবর, দুপুর ২টোয় পার্কস্ট্রিট স্টারবাক্স্-এ Flywords Publications এর আয়োজিত একটি আলোচনা সভায় থাকছে এkhon...
04/10/2024

এই শনিবার ৫ই অক্টোবর, দুপুর ২টোয় পার্কস্ট্রিট স্টারবাক্স্-এ Flywords Publications এর আয়োজিত একটি আলোচনা সভায় থাকছে এkhon গolpo-Akhon Golpo ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের কো-ডিরেক্টর ব র ষা । সাথে থাকছে B**g Bhuture YouTube Channel -এর কর্ণধার Nirmalya Das এবং আরো অনেকে।
চলবে আড্ডা, গল্প, আলোচনা, বই প্রকাশনা, এবং আরও অনেক মজা। আমরা আছি ওইদিন ১২ টা থেকে।

আড্ডায় অংশগ্রহণ করতে এবং আমাদের সঙ্গে দেখা করতে চলে আসুন আপনিও।

Address

Mankundu
Chandannagar

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

8777023065

Alerts

Be the first to know and let us send you an email when এkhon গolpo-Akhon Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এkhon গolpo-Akhon Golpo:

Share

Category

Our Story

আমাদের প্রত্যেকের জীবনের ছোটো ছোটো কিছু গল্প আছে যা শুধুই মনে নয়, নিজের ডাইরির পাতায় থেকে যায়...আমরা কজন বন্ধু মিলে আমাদের জীবনের অনুভুতি গুলো কে গল্পের আকারে তোমাদের কাছে তুলে ধরব আর শুনব তোমাদের জীবনের গল্প।যদি তোমাদের গল্প পছন্ধ হয় আমরা সেই গল্প আমাদের চ্যানেল "এখন গল্প" তে সবার সাথে ভাগ করে নেব। তবে একটা কথা বলা দরকার আমরা কিন্তু কেউ Professional নই শুধু মাত্র আমাদের ভালো লাগা থেকে আমাদের এই চ্যানেল তইরি করা তাই আমাদের এই প্রয়াস যদি তোমাদয়েরর ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল SUBSCRIBE করো । আর হ্যাঁ Like and Share করতে ভুল না।