The Rang Guy

The Rang Guy সাথে থাকুন,দুনিয়া ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ-
(Stay tuned, I'll show you around the world Insha allah)

17/04/2025

তিস্তা মহাপরিকল্পনায় কার লাভ কার ক্ষতি?

কাল ঢাকায় আসুন, জাতীয় প্রেসক্লাবের সামনে, সকাল ১০ টায়।

ও সিমলা রে...
11/11/2024

ও সিমলা রে...

02/11/2024

হিমাচলের পাহাড়ি গান, সিমলায় যাই বারংবার 🌺

আফা'র সাথে আজ ভিডিও কলে কথা বললাম গাইজ, আফার নির্দেশনায় খুব শিঘ্রই 7UP ও সিঙ্গারা নিয়ে দেশে আসছি আমি ও ফেলিক্স🥴
14/10/2024

আফা'র সাথে আজ ভিডিও কলে কথা বললাম গাইজ, আফার নির্দেশনায় খুব শিঘ্রই 7UP ও সিঙ্গারা নিয়ে দেশে আসছি আমি ও ফেলিক্স🥴

এভাবে হলেও অগণিত বার আমেরিকায় যেতে চাই😌
14/10/2024

এভাবে হলেও অগণিত বার আমেরিকায় যেতে চাই😌

23/09/2024

দেশের নামকরা এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সেন্টমার্টিন ট্যুরে গিয়েছিলাম। যেই বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ।

সেন্টমার্টিন পাওয়ার আগেই আমি পাচজনকে শিবিরের বড় কোনো নেতা বলে ডিটেক করে ফেললাম। মাদরাসায় পড়ার ফলে তাদের চেনার প্রসেসটা আমার জন্য সহজ ছিল।

সেন্টমার্টিন যাওয়ার পর প্রথম রাত ছিল রামপার্টি। কটেজের সামনে বসে সবাই রাম নাম জপতেছে। আমার ডিটেক করা মানুষগুলোও দেখি একটু পর পর ওয়ানটাইম গ্লাসে রাম নিতেছে। হাতে নিয়া গল্প করতেছে। গল্পের রেশ ধরে পেছনে চলে যাইতেছে। খুব খেয়াল কইরা বালিতে রাম ঢাইলা দিতেছে। একটু পর আবার নিতেছে।

আমি ছিলাম টিচারের গেস্ট। ফলে ওসব খাইতে পারি না বলার পর কেউ জোর জবরদস্তি করে নাই।

রামের আসরে আমি আরও দশজনরে আলাদা করি। বুঝতে পারি এরা শিবিরের বড় কোনো দায়িত্বে আছে।

একশ বিশ জনের ওই ট্যুরে প্রায় বিশ বাইশজনরে পাই যারা উচ্চমানের শিবির।

ট্যুর থেকে ফেরার পথে জাহাজের ডেকে একা একা বসে ছিলাম। এক বড় ভাই পাশে এসে বসল। এই গল্প সেই গল্প করতে করতে মুখ ফস্কে একটা শব্দ বের করে ফেলল।

আমি স্বভাবশুলভ হাসি আনন্দের কথা বলতেছি। একের পর এক ঘটনার সাথে মিলায়া জোকস বলতেছি। উনি চট করে বলে ফেললেন, আপনে তো মিয়া “হাসির বাক্স”।

আমি হাসি থামায়া উনার চোখের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়া থাকলাম কিছুক্ষণ। উনিও থতমত খেয়ে গল্প ঘুরাইতে চাইল। আমি চাইপা ধরলাম। এমন ধরা ধরলাম, স্বীকার করতে বাধ্য হলো যে সে সাথী। অভয় দিয়ে বললাম, এগ্লা আপনাদের ব্যাপার। আমি কাউরে কিছু বলব না।

তারসাথে দীর্ঘসময় গল্প করলাম। জানলাম ট্যুরের বাকি সদস্যদের ব্যাপারে সে কিছুই জানে না। তিন চারজনকে কেবল চেনে যার সাথে তার সরাসরি দলীয় কারণে যোগাযোগ হয়।

আমার অবজার্ভেশন থেকে কয়েকটা নাম বললাম। সে অবাক হয়ে গেল।

গল্প দীর্ঘায়িত করতে পারলাম না। কারণ ততক্ষণে জাহাজের ছাদে গানের আসর বসছে। ছাত্রলীগের এক নেতা এসে আমাদের নিয়ে গেল। বসলাম সেই নেতারও নেতার পাশে। যেই নেতা আসলে ছাত্রলীগ না কিন্তু ছাত্রলীগের বড় পদ বাগায়া রাখছে। নেতার হাতে ব্যানসন। ধরাইতেছে না। আঙ্গুলে ব্যানসন নিয়া গান গাইতেছে। অন্যদের গানে তাল দিতেছে। আর কিসের যেন অপেক্ষা করতেছে।

একটু পর টিচার আসা দেখে সিগারেট সমুদ্রে ফেলে দিল। আমি ডেকে বসে গল্প বলা লোকটাকে বিষয়টা খেয়াল করার জন্য ইশারা দিলাম। সে হেসে ফেলল।

অবজার্ভেশন সত্য প্রমাণিত হওয়ায় আমিও হাসলাম।

ফিরতে ফিরতে আরও কয়েকজনকে পাইলাম। বাম, লীগ, সাংবাদিক সমিতি, কালচারাল সংগঠন, সন্ধানীসহ, ডিবেট কমিটিতে তাদের মিশে যাওয়ার এবং নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দেখে বিস্মিত হলাম।

এইসব ভার্সিটিতে টিচার জানে না স্টুডেন্ট শিবির, স্টুডেন্টও জানে না টিচার এক্স শিবির।

©

19/09/2024

ছাত্রলীগ হাসিনার নাম শুনেই ঘেউ ঘেউ শুরু করলো।
আমি খুব টেনশনে পরে গেলাম দেশে কি হাসিনা নামে আর কেউ তাদের বাচ্চার নাম রাখবে না?
এই নামটাও কি মীর জাফরের মতো ঘৃণিত নাম হয়ে গেলো?
আর ছাত্রলীগ কি তাদের পুরোনো অভ্যেস কখোনো ছাড়বেনা?

16/09/2024

আজ বাকের ভাইয়ের পাশে "কোথাও কেউ নেই"
জীবনের একটা সিদ্ধান্তই তার অবস্থান ধ্বংস করলো।

অভিনন্দন স্যার তুহিন ওয়াদুদ, সরকারের সরাসরি অংশ হিসেবে আপনি এখন একজন দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি।রাজারহাটের গর্ব আপনি, না...
15/09/2024

অভিনন্দন স্যার তুহিন ওয়াদুদ, সরকারের সরাসরি অংশ হিসেবে আপনি এখন একজন দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি।
রাজারহাটের গর্ব আপনি, নাহিদ ভাই ও আপনার পদচারণায় বাংলার সংস্কৃতি অঙ্গনে রাজবংশীয় ছোঁয়া বাড়ুক, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কাওয়ালী কিংবা রংপুরিয়া গীতের সমৃদ্ধি বাড়ুক।
তবে ইসলামের সাথে সাংঘর্ষিক ব্যাপার গুলাও খেয়াল রাখবেন আশা করছি।
এই জেনারেশনের ছেলে-মেয়েরা ম্যাক্সিমাম আধুনিক মুসলিম, তারা ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখে, তাদের পালস বুঝুন এবং সংস্কার করুন বাংলার প্রতিটি অঙ্গন।
তিস্তা পাড়ের মানুষের পক্ষ থেকে ভালোবাসা শুভকামনা রইলো স্যার❤️

12/09/2024

মুহাম্মদ আলি জিন্নাহ। মারা যাওয়ার সালটা দেখেন। ১১ সেপ্টেম্বর ১৯৪৮।

উনি যে পাকিস্তানের গণপরিষদের জন্য ৫ সদস্যের যে কমিটি করেছিলেন, তাতে আইনমন্ত্রী ছিলেন যোগেন মণ্ডল। পূর্বপাকিস্তানের আরও কয়েকজন।

মারা গেলে ৪৮ সালে। ভাষা আন্দোলনের দায় চাপানো হয় তাঁর কাঁধে। আইয়ুব বিরোধী নির্বাচনে তাঁর বোন ফাতেমা জিন্নাহকে নিয়ে সারা পূর্ববাংলা চষে বেড়িয়েছেন শেখ সাব।

১৯৭১ সালের ২৫ মার্চের আগের দিনও শেখ সাব জিন্নাহর লোক ছিলেন। কিন্তু ভারতীয় প্রগতিশীলতার ঠেলায় ও সম্ভবত নতুন রাষ্ট্র নির্মাণ প্রকল্পের কারণে পাকিস্তানি প্রতীককে ফেলে দেওয়ার সঙ্গত কারণেই জিন্নাহকে বাদ দিয়েছিলেন। হয়তো সময়ের প্রয়োজনে ঠিকই ছিল।

কিন্তু অর্ধ শতাব্দী পরে দেশবন্ধু চিত্তরঞ্জন, গান্ধী, শেরেবাংলা, জিন্নাহ, মওলানা ভাসানি শেখ মুজিবকে নিয়ে পৃথিবীর যেকোনও প্রান্তে আলোচনা হতে পারে।

সবাইকে নিয়ে যে সমাজ ও রাষ্ট্র আমরা বানাতে চাই, সেখানে জ্ঞানের সকল দরোজা খোলা রাখতে হবে। সবাইকে মিলেই আমরা পৃথিবীতে দাঁড়াব আমরা।

নাহিদ হাসান নলেজ ভাইয়ের ওয়াল থেকে।

09/09/2024

আন্দোলন-সংগ্রামের দিনগুলো ভালো ছিল
রাজপথে প্রকৃত যোদ্ধাদের সাথে দেখা হতো,
এখন সুবিধাবাদীদের সাথে দেখা হয়।

05/09/2024

৫ আগস্টে হাসিনা পালিয়ে না গেলে আজ আমার পালানোর ১ মাস পূর্ণ হতো🙂

Address

NH 95
Chandigarh
140413

Alerts

Be the first to know and let us send you an email when The Rang Guy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Rang Guy:

Share