04/01/2025
অঙ্কুর সাহিত্য পত্রিকা
বইমেলা সংখ্যা ২০২৫
প্রচ্ছদ শিল্পী: বৃষ্টি
সম্পাদক: অয়ন তালধী
(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকারে প্রকাশিত)
-----
প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত "অঙ্কুর" বইমেলা সংখ্যার প্রচ্ছদ!
অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে রহস্যের আলো, যেখানে থমকে দাঁড়ায় শ্বাসপ্রশ্বাস।
রহস্য, থ্রিলার, এবং ভয়—এই তিনটি শব্দই যখন একত্রে জুড়ে যায়, তখন জন্ম নেয় এমন এক সাহিত্যভুবন যা পাঠকদের মনে স্থায়ী প্রতিধ্বনি তৈরি করে। অঙ্কুর সাহিত্য পত্রিকা এবার নিয়ে আসছে তার বইমেলা সংখ্যা, যেখানে স্থান পেয়েছে ভৌতিক, অলৌকিক, গোয়েন্দা, এবং প্যারানরমাল কাহিনির উত্তেজনাপূর্ণ জগৎ।
আমাদের বইমেলা সংখ্যা এমন কিছু নিয়ে আসছে, যা পাঠক মনে এক অনন্য দাগ কাটবে।
আমরা অত্যন্ত আনন্দিত এই মাইলফলক মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে পেরে। আশা করি, প্রচ্ছদটি আপনাদের মুগ্ধ করবে এবং বইমেলা সংখ্যার অপেক্ষাকে আরও মধুর করে তুলবে।
একটি বিশেষ বার্তা:
আপনারা যাঁরা লেখা পাঠিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমরা আপনাদের সৃষ্টিকে যথাযথ সম্মান দিয়ে নির্বাচন প্রক্রিয়ার কাজ করছি।
আর কয়েকটা দিন অপেক্ষা করুন, খুব শিগগিরই চূড়ান্ত তালিকা আপনাদের সামনে নিয়ে আসছি।নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।
আপনারা সবাই খুব ভালো থাকুন ☺️❤️🙏
---
অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬
বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/হোয়াটসঅ্যাপ)