Ankur অঙ্কুর

Ankur অঙ্কুর অঙ্কুর সাহিত্য পত্রিকা (প্রতিটি শব্দে সাহিত্যের নবজাগরণ)

অঙ্কুর সাহিত্য পত্রিকা নববর্ষ সংখ্যা ১৪৩২সম্পাদক: অয়ন তালধীপ্রচ্ছদ শিল্পী: সন্তু কর্মকার(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকার...
14/06/2025

অঙ্কুর সাহিত্য পত্রিকা নববর্ষ সংখ্যা ১৪৩২
সম্পাদক: অয়ন তালধী
প্রচ্ছদ শিল্পী: সন্তু কর্মকার
(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকারে প্রকাশিত)
-----

প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত "অঙ্কুর" নববর্ষ সংখ্যা ১৪৩২ প্রচ্ছদ!
🙏

বাংলার মাটি ও মানুষের সাংস্কৃতিক ইতিহাসে রাজবাড়ীগুলির স্থান একেবারেই অনন্য। প্রাচীন যুগ থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত, এই রাজবাড়ীগুলি শুধু স্থাপত্যের নিদর্শন নয়—এগুলি এক একটি জীবন্ত ইতিহাস, অতীতের গৌরবময় সময়ের নীরব সাক্ষী।
"অঙ্কুর সাহিত্য পত্রিকার" এই বিশেষ সংখ্যায় আমরা তুলে ধরেছি বাংলার রাজবাড়ীগুলির বহুমাত্রিক ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের জাঁকজমক থেকে শুরু করে কৃষ্ণনগর রাজবাড়ীর শিল্প-সৌন্দর্য—প্রতিটি স্থাপনা বাংলার ঐতিহ্য ও শৌর্যের প্রতিচ্ছবি।
এই সংখ্যায় আমরা রাজবাড়ীগুলির স্থাপত্যশৈলী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক অবদানের নানা দিক বিশ্লেষণ করেছি। রাজা- জমিদারদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সাহিত্য, সংগীত ও শিল্পকলার চর্চা বাংলার সংস্কৃতিকে দিয়েছে এক বিশিষ্ট পরিচয়, যা আজও আমাদের গর্বিত করে।

অঙ্কুর সাহিত্য পত্রিকার এই প্রচেষ্টা রাজবাড়ীগুলির গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের প্রয়াস সফল হবে।

আশা করি, এই বিশেষ সংখ্যার প্রচ্ছদ আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে।
কেমন লাগল, জানাতে ভুলবেন না—আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে অমূল্য।

এই সাহিত্যযাত্রায় লেখক, পাঠক এবং পত্রিকার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শই আমাদের পথচলার প্রেরণা হয়ে উঠেছে।

আপনারা শুরু থেকেই যে ভালোবাসা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।
এই সম্পর্কটুকুই আমাদের সাহস, আমাদের স্বপ্ন।

আপনাদের সঙ্গে নিয়ে আমরা বিশ্বাস করি—বাংলা সাহিত্যজগতে আমরা আরও অনেক মূল্যবান সৃষ্টি উপহার দিতে পারবো।

অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
🙏❤️

---

অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬

বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/হোয়াটসঅ্যাপ)

প্রকাশিত হলো ‘অঙ্কুর সাহিত্য পত্রিকা’র নববর্ষ সংখ্যা ১৪৩২-এর সূচিপত্র।সকল লেখক-লেখিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
10/06/2025

প্রকাশিত হলো ‘অঙ্কুর সাহিত্য পত্রিকা’র নববর্ষ সংখ্যা ১৪৩২-এর সূচিপত্র।

সকল লেখক-লেখিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের সৃষ্টিশীলতা ও প্রতিভা আমাদের এই সংখ্যায় স্থান দিতে পেরে আমরা কৃতজ্ঞ।
আশা রাখি ভবিষ্যতে আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন।
🙏❤️🙏

---

অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬

বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/হোয়াটসঅ্যাপ)

"নতুন বছরে নতুন বই"নববর্ষে আপনার বই পৌঁছে দিন পাঠকের হাতে।কবিতা, গল্প, উপন্যাস, অনুগল্প, প্রবন্ধ কিংবা চিঠির বই—আমরা আছি...
07/04/2025

"নতুন বছরে নতুন বই"
নববর্ষে আপনার বই পৌঁছে দিন পাঠকের হাতে।
কবিতা, গল্প, উপন্যাস, অনুগল্প, প্রবন্ধ কিংবা চিঠির বই—আমরা আছি আপনার পাশে।
---
লেখকদের জন্য বিশেষ সুবিধা:
✅ লেখক কপি প্রদান
✅ ঝকঝকে প্রচ্ছদ ডিজাইন
✅ যোগ্য রয়্যালটি ও সম্মাননা
✅ ISBN ও 80GSM Paper ব্যবহারের নিশ্চয়তা
✅ অনলাইন ও অফলাইন বিক্রির ব্যাবস্থা
✅ বই রিভিউ এবং প্রচার-প্রচারণা
✅ কলকাতা বইমেলা, জেলা বইমেলা এবং বিশ্ব বইমেলায় অংশগ্রহণ
---
যোগাযোগ করুন আজই!
📞 ফোন: ৮৬৫৩০৩৩৭৯৪
📍 ঠিকানা: চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর
"আপনার সৃষ্টিকে বিশ্বমঞ্চে পৌঁছানোর জন্য আমরাই আপনার সঙ্গী!"
যোগাযোগ: 86530 33794

অঙ্কুর নববর্ষ সংখ্যা ১৪৩২প্রথম বর্ষ ।। তৃতীয় সংখ্যা● (লেখা পাঠাবেন অনধিক ১৫০০ শব্দে)বিষয়: বাংলার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ...
16/03/2025

অঙ্কুর নববর্ষ সংখ্যা ১৪৩২
প্রথম বর্ষ ।। তৃতীয় সংখ্যা

● (লেখা পাঠাবেন অনধিক ১৫০০ শব্দে)

বিষয়: বাংলার রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য

লেখা পাঠানোর নিয়ম:

■ হোয়াটসঅ্যাপ ব্যতীত কোনওভাবে লেখা নেওয়া হবে না।

■ অপ্রকাশিত লেখা হোয়াটসঅ্যাপ কিংবা dox. করে করে পাঠাতে হবে।
লেখার শেষে লেখকের নাম ও ফোন নম্বর থাকা আবশ্যিক এবং পূর্বে প্রকাশিত লেখা গৃহীত হবে না। অপ্রকাশিত লেখা দিতে হবে।

■ প্রত্যেক লেখক কেবল একটিমাত্র লেখা পাঠাতে পারবেন। লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার পাবেন। লেখা পাঠানোর পর অপেক্ষা করুন, ১০-ই এপ্রিলের পর মনোনয়ন শুরু হবে।

■ পত্রিকাটি প্রিন্টেড ভার্সানে প্রকাশিত হবে। বৈশাখ ১৪৩২ – এ পত্রিকাটি প্রকাশিত হবে।
লেখকদের জন্য সৌজন্য সংখ্যা রয়েছে।

■ প্রিন্টেড পত্রিকাটি অনলাইন ও কলেজস্ট্রিটে পাওয়া যাবে।

লেখা পাঠানোর শেষ দিন ৫-ই এপ্রিল ২০২৫

লেখা পাঠানোর ঠিকানা ৮৬৫৩০৩৩৭৯৪ (হোয়াটসঅ্যাপ)

সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬
যোগাযোগ : ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/ হোয়াটসঅ্যাপ)

লেখক/লেখিকাদের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেওয়ার মুহূর্ত...!!❤️🌻(আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫)
14/03/2025

লেখক/লেখিকাদের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেওয়ার মুহূর্ত...!!❤️🌻

(আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫)

প্রকাশিত হলো 'অঙ্কুর সাহিত্য পত্রিকা'র বইমেলা সংখ্যা ২০২৫-এর সূচিপত্র।সকল লেখক-লেখিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
14/01/2025

প্রকাশিত হলো 'অঙ্কুর সাহিত্য পত্রিকা'র বইমেলা সংখ্যা ২০২৫-এর সূচিপত্র।
সকল লেখক-লেখিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সৃষ্টিশীলতা ও প্রতিভা আমাদের এই সংখ্যাকে সমৃদ্ধ ও জীবন্ত করে তুলেছে। প্রতিটি লেখা আমাদের সাহিত্যজগতে এক নতুন দিগন্তের পথপ্রদর্শক।

আপনাদের পাশে পেয়ে আমরা সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই সৃজনশীলতার দীপ্তি আমাদের পথচলার আলোকবর্তিকা হয়ে থাকবে—এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।

সকলের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

---

অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬

বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/হোয়াটসঅ্যাপ)

অঙ্কুর সাহিত্য পত্রিকাবইমেলা সংখ্যা ২০২৫প্রচ্ছদ শিল্পী: বৃষ্টিসম্পাদক: অয়ন তালধী(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকারে প্রকাশ...
04/01/2025

অঙ্কুর সাহিত্য পত্রিকা
বইমেলা সংখ্যা ২০২৫
প্রচ্ছদ শিল্পী: বৃষ্টি
সম্পাদক: অয়ন তালধী
(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকারে প্রকাশিত)
-----

প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত "অঙ্কুর" বইমেলা সংখ্যার প্রচ্ছদ!

অন্ধকারের মাঝেও জ্বলে ওঠে রহস্যের আলো, যেখানে থমকে দাঁড়ায় শ্বাসপ্রশ্বাস।
রহস্য, থ্রিলার, এবং ভয়—এই তিনটি শব্দই যখন একত্রে জুড়ে যায়, তখন জন্ম নেয় এমন এক সাহিত্যভুবন যা পাঠকদের মনে স্থায়ী প্রতিধ্বনি তৈরি করে। অঙ্কুর সাহিত্য পত্রিকা এবার নিয়ে আসছে তার বইমেলা সংখ্যা, যেখানে স্থান পেয়েছে ভৌতিক, অলৌকিক, গোয়েন্দা, এবং প্যারানরমাল কাহিনির উত্তেজনাপূর্ণ জগৎ।
আমাদের বইমেলা সংখ্যা এমন কিছু নিয়ে আসছে, যা পাঠক মনে এক অনন্য দাগ কাটবে।
আমরা অত্যন্ত আনন্দিত এই মাইলফলক মুহূর্তে আপনাদের সঙ্গে থাকতে পেরে। আশা করি, প্রচ্ছদটি আপনাদের মুগ্ধ করবে এবং বইমেলা সংখ্যার অপেক্ষাকে আরও মধুর করে তুলবে।

একটি বিশেষ বার্তা:
আপনারা যাঁরা লেখা পাঠিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমরা আপনাদের সৃষ্টিকে যথাযথ সম্মান দিয়ে নির্বাচন প্রক্রিয়ার কাজ করছি।
আর কয়েকটা দিন অপেক্ষা করুন, খুব শিগগিরই চূড়ান্ত তালিকা আপনাদের সামনে নিয়ে আসছি।নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।
আপনারা সবাই খুব ভালো থাকুন ☺️❤️🙏

---

অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬

বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/হোয়াটসঅ্যাপ)

"বইমেলায় আপনার বই প্রকাশের সেরা সুযোগ!"আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আপনার বই পৌঁছে দিন পাঠকের হাতে।কবিতা, গল্প, উপন্যাস,...
15/12/2024

"বইমেলায় আপনার বই প্রকাশের সেরা সুযোগ!"

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আপনার বই পৌঁছে দিন পাঠকের হাতে।
কবিতা, গল্প, উপন্যাস, অনুগল্প, প্রবন্ধ কিংবা চিঠির বই—আমরা আছি আপনার পাশে।

---

লেখকদের জন্য বিশেষ সুবিধা:

✅ লেখক কপি প্রদান
✅ ঝকঝকে প্রচ্ছদ ডিজাইন
✅ যোগ্য রয়্যালটি ও সম্মাননা
✅ ISBN ও 80GSM Paper ব্যবহারের নিশ্চয়তা
✅ অনলাইন ও অফলাইন বিক্রির ব্যাবস্থা
✅ বই রিভিউ এবং প্রচার-প্রচারণা
✅ কলকাতা বইমেলা, জেলা বইমেলা এবং বিশ্ব বইমেলায় অংশগ্রহণ

---

যোগাযোগ করুন আজই!

📞 ফোন: ৮৬৫৩০৩৩৭৯৪
📍 ঠিকানা: চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর

"আপনার সৃষ্টিকে বিশ্বমঞ্চে পৌঁছানোর জন্য আমরাই আপনার সঙ্গী!"

যোগাযোগ: 86530 33794
https://wa.me/message/BRSDJ5N7NLGMI1

অঙ্কুরবইমেলা সংখ্যা ২০২৫●(গল্প পাঠাবেন অনধিক ২০০০শব্দে)বিষয়: ভৌতিক, অলৌকিক, রহস্য, গোয়েন্দা, থ্রিলার, মার্ডার মিস্ট্রি...
30/10/2024

অঙ্কুর
বইমেলা সংখ্যা ২০২৫

●(গল্প পাঠাবেন অনধিক ২০০০শব্দে)

বিষয়: ভৌতিক, অলৌকিক, রহস্য, গোয়েন্দা, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, প্যারানরমাল ইনভেস্টিগেটর

লেখা পাঠানোর নিয়ম:

■ হোয়াটসঅ্যাপ ব্যতীত কোনওভাবে লেখা নেওয়া হবে না।

■ অপ্রকাশিত লেখা হোয়াটসঅ্যাপ কিংবা dox. করে করে পাঠাতে হবে। লেখার শেষে লেখকের নাম ও ফোন নম্বর থাকা আবশ্যিক এবং পূর্বে প্রকাশিত লেখা গৃহীত হবে না। অপ্রকাশিত লেখা দিতে হবে।

■ প্রত্যেক লেখক কেবল একটিমাত্র লেখা পাঠাতে পারবেন। লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার পাবেন। লেখা পাঠানোর পর অপেক্ষা করুন, ১লা জানুয়ারির পর মনোনয়ন শুরু হবে।

■ পত্রিকাটি প্রিন্টেড ভার্সানে প্রকাশিত হবে। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলাতে পত্রিকাটি প্রকাশিত হবে। লেখকদের জন্য সৌজন্য সংখ্যা রয়েছে।

■ প্রিন্টেড পত্রিকাটি অনলাইন ও কলেজস্ট্রিটে পাওয়া যাবে।

লেখা পাঠানোর শেষ দিন ২৫ ডিসেম্বর ২০২৪

লেখা পাঠানোর ঠিকানা ৮৬৫৩০৩৩৭৯৪ (হোয়াটসঅ্যাপ)

সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬
যোগাযোগ : ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/ হোয়াটসঅ্যাপ)

অঙ্কুর শারদ উৎসব সংখ্যা 😌❤️
21/09/2024

অঙ্কুর শারদ উৎসব সংখ্যা 😌❤️

অঙ্কুর সাহিত্য পত্রিকাশারদ উৎসব সংখ্যা ১৪৩১প্রথম বর্ষ ▪️প্রথম সংখ্যাসম্পাদক: অয়ন তালধীআমরা আনন্দের সাথে উপস্থাপন করছি 'অ...
31/08/2024

অঙ্কুর সাহিত্য পত্রিকা
শারদ উৎসব সংখ্যা ১৪৩১
প্রথম বর্ষ ▪️প্রথম সংখ্যা

সম্পাদক: অয়ন তালধী

আমরা আনন্দের সাথে উপস্থাপন করছি 'অঙ্কুর সাহিত্য পত্রিকা' শারদ সংখ্যার লেখক সূচি, যা একটি নতুন সাহিত্য পর্যায়ের সূচনা। এই বিশেষ সংখ্যায় ৯০ জন উজ্জ্বল লেখকের সৃষ্টি প্রকাশিত হচ্ছে, যাদের সৃজনশীলতা আমাদের পত্রিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
আমাদের সমস্ত লেখকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তাঁদের চিন্তাশীলতা ও নিষ্ঠার জন্য আমরা কৃতজ্ঞ। এই সংখ্যার রচনাগুলি আপনাদের নতুন দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতার সুযোগ দেবে।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে চলার প্রেরণা। বৈচিত্র্যময় সাহিত্য রচনাগুলির সাথে আমাদের যাত্রায় যোগ দিন।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠান: ১সেপ্টেম্বর ২০২৪ (রবিবার), দুপুর ১২টা অবনীন্দ্র সভাগৃহ, নন্দন চত্বর

পত্রিকাটি সংগ্রহ করতে যোগাযোগ করুন ৮৬৫৩০৩৩৭৯৪ (Call/ WhatsApp)

অঙ্কুর সাহিত্য পত্রিকাশারদ উৎসব সংখ্যা ১৪৩১প্রথম বর্ষ ■ প্রথম সংখ্যা  প্রচ্ছদ শিল্পী: বৃষ্টিসম্পাদক: অয়ন তালধী(পত্রিকাটি...
22/08/2024

অঙ্কুর সাহিত্য পত্রিকা
শারদ উৎসব সংখ্যা ১৪৩১
প্রথম বর্ষ ■ প্রথম সংখ্যা
প্রচ্ছদ শিল্পী: বৃষ্টি
সম্পাদক: অয়ন তালধী
(পত্রিকাটি প্রিন্টেড ও ইবুক আকারে প্রকাশিত)

---

অঙ্কুর সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যার প্রচ্ছদ উন্মোচন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
শুরু হতে চলেছে এক নতুন সাহিত্য যাত্রা। বাংলার প্রত্যন্ত গ্রাম দিবাকরপুর থেকে উদ্ভাসিত এই পত্রিকা, যেন মাটির গভীর থেকে প্রস্ফুটিত এক নতুন কুঁড়ি, যা বাংলার সাহিত্যের আকাশে ছড়িয়ে দেবে সৃজনশীলতার আলো।

এই প্রথম সংখ্যায়, আমাদের প্রতিভাবান শিল্পী বৃষ্টি দির হাতে গড়া প্রচ্ছদে ধরা পড়েছে বাংলার শারদীয়ার মিষ্টি সুর। কাশবনের মাঝে দাঁড়িয়ে থাকা মমতাময়ী নারীর এই চিত্রটি যেন শারদীয়ার আগমনী বার্তা নিয়ে এসেছে।

আমাদের লক্ষ্য শুধু সাহিত্যের প্রসার নয়, বরং বাংলার প্রত্যন্ত এলাকার প্রতিভাগুলিকে তুলে আনা এবং তাঁদের সৃষ্টিকে সর্বস্তরে পৌঁছে দেওয়া। এই পত্রিকা সেই প্রয়াসেরই প্রতিচ্ছবি।

আমরা বিশ্বাস করি, 'অঙ্কুর'র এই প্রথম স্পন্দন আপনাদের হৃদয়ে সৃজনশীলতার একটি অনুরণন করে তুলবে, এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সাহিত্য পথচলাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই প্রচ্ছদ সম্পর্কে আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না। 'অঙ্কুর'র সাথে সাহিত্যকতার এই নতুন যাত্রায় আপনাদের সকলকে স্বাগত।
____________________

অঙ্কুর সাহিত্য পত্রিকা
সম্পাদক: অয়ন তালধী
সম্পাদকীয় দপ্তর: দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬

বৈদুতিন চিঠি: [email protected]
চলভাষ: ৮৬৫৩০৩৩৭৯৪ (কল/ হোয়াটসঅ্যাপ)

Address

Pubrba Medinipurer
Chandipur
721656

Telephone

+918653033794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ankur অঙ্কুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ankur অঙ্কুর:

Share

Category