
08/08/2025
কাণ্ডারী
শারদ বন্দনা সংখ্যা ১৪৩২
দ্বিতীয় বর্ষ • দ্বিতীয় সংখ্যা
বিষয় : শারদ
• কবিতা : অনধিক ১৬লাইন
• অনুগল্প : অনধিক ৮০শব্দ
• ছোটগল্প : অনধিক ২৫০শব্দ
• প্রবন্ধ : অনধিক ৫০০শব্দ
• হাতে আঁকা ছবি : পেন্সিল স্কেচ
লেখা পাঠানোর নিয়ম:
• ইমেইল ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেখা বা ড্রয়িং গ্রহণ করা হবে না। লেখা বা ড্রয়িং পাঠানোর পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বাধ্যতামূলক।
• অপ্রকাশিত লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাতে হবে। লেখা হতে হবে শারদ বিষয়ক। লেখার শেষে লেখক-লেখিকার নাম, ফোন নম্বর, ঠিকানা থাকা আবশ্যক।
• অপ্রকাশিত ড্রয়িং মেইলে ডকুমেন্ট ফাইলে পাঠাতে হবে। ড্রয়িং হতে হবে শারদ বিষয়ক। ড্রয়িংয়ের মধ্যে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক এবং সাথে ড্রয়িংয়ের নাম অথবা ক্যাপশন(দিলে ভালো হয়), শিল্পীর নাম, ফোন নম্বর, ঠিকানা থাকা আবশ্যক।
• প্রত্যেক শিল্পী যেকোনো একটি বিভাগের ওপর নিজ শিল্পকর্ম প্রেরণ করতে পারেন।
• কোন বিভাগের ওপর লেখা প্রেরণ করছেন সেটি সাবজেক্ট বডিতে উল্লেখ করতে হবে। নয়তো তা বাতিল বলে গণ্য হবে।
• লেখা পাঠানোর শেষ দিন ২৫শে আগস্ট।
• লেখা পাঠানোর পর অটোমেটিক প্রাপ্তি স্বীকার মেইল পাবেন।
• ৫ই সেপ্টেম্বরের পর থেকে মনোনয়ন শুরু হবে।
• আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। পত্রিকা সংগ্রহ করতে চাইলে ক্রয় করে নিতে হবে(বাধ্যতামূলক নয়)। বাড়িতে সংগ্রহ করলে কুরিয়ার চার্জ নিজেকেই বহন করতে হবে।
• পত্রিকা প্রকাশের সম্ভাব্য কাল অক্টোবর মাস।
[বি.দ্র. : কান্ডারী সাহিত্য পত্রিকার পাশাপাশি একটি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। পত্রিকা থেকে আগত লভ্যাংশ সমাজসেবার কাজে নিয়োজিত হবে।]
লেখা পাঠানোর ঠিকানা : [email protected]
দপ্তর : দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬
চলভাষ : ৮০১৭৪৭১৫৯৬
কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন
#কাণ্ডারী_সাহিত্য_পত্রিকা
#কাণ্ডারী_শারদ_বন্দনা_সংখ্যা_১৪৩২