আনন্দম্

আনন্দম্ ঠাকুর-মা-স্বামীজির আনন্দধারায়...
(1)

🌼 মঙ্গলময় শুভ দর্শন 🌼রামকৃষ্ণ মঠ কামারপুকুর - ০১/০৭/২০২৫
01/07/2025

🌼 মঙ্গলময় শুভ দর্শন 🌼
রামকৃষ্ণ মঠ কামারপুকুর - ০১/০৭/২০২৫

শ্রীমার কথাকমলাকান্ত চট্টোপাধ্যায়   শ্রীশ্রীমায়ের কাছে দীক্ষা নেওয়ার বাসনায় একদিন আমরা তিন জন — চিন্ময় মুখোপাধ্যায়...
30/06/2025

শ্রীমার কথা

কমলাকান্ত চট্টোপাধ্যায়

শ্রীশ্রীমায়ের কাছে দীক্ষা নেওয়ার বাসনায় একদিন আমরা তিন জন — চিন্ময় মুখোপাধ্যায়, মন্মথ মুখোপাধ্যায় ও আমি জয়রামবাটী অভিমুখে যাত্রা করলাম বিষ্ণুপুর থেকে। সেটা ছিল বর্ষাকাল, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আঘাত এড়িয়ে অবশেষে যখন জয়রামবাটী পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গিয়েছে। আমরা তিন জন ভিজে কাপড়ে কর্দমাক্ত হয়ে মায়ের বাড়িতে পৌঁছালে মা তাঁর এক সেবককে আমাদের খোঁজখবর নিতে পাঠালেন। সেবক আমাদের অবস্থা দেখে মাকে নিবেদন করল যে, তিনটি যুবক বাঁকুড়া থেকে জলে ভিজে ভিজে এসে হাজির হয়েছে। মা তখন খেতে বসতে যাচ্ছিলেন। আমাদের সংবাদ শুনে তিনি আর খেতে বসলেন না। আমাদের দর্শন দিতে বৈঠকখানায় এলেন। এসে আমাদের বললেন, "বাবা, পুকুরে যাও, তাড়াতাড়ি স্নান সেরে মায়ের কাছে হাজির হলে তিনি তাঁর খাওয়ার থালা থেকে দুটি ভাত মুখে দিয়ে সেবককে বললেন, "ওই ছেলেদের প্রসাদ দিয়ে এসো। পরে তাদের মুড়িমুড়কি দেবে, নাহলে ওদের পেট ভরবে না।" সেবক মায়ের নির্দেশমতোই আমাদের আহারের ব্যবস্থা করলেন। সে রাত্রে আমরা মায়ের বাড়িতে থাকলাম। রাত্রে মায়ের কাছে আমাদের মনোবাসনা ব্যক্ত করলে মা জানালেন, "কাল সকালেই তোমরা স্নান করে তৈরী থেকো বাবা। তোমরা ঝড়বৃষ্টি মাথায় নিয়ে যখন হাজির হয়েছ, কালই তোমাদের মন্ত্র দেব।" পরের দিন আমাদের দীক্ষা হয়ে গেল।

দীক্ষার পর অনেক দিন মায়ের কাছে যাইনি। হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম, মা আমাকে বলছেন, "বাবা, এতদিন আসনি কেন? আমার শরীর তো দেখছ, তোমার কথাই ভাবছিলাম।" ঘুম ভেঙে গেল। বিভূতি ঘোষ ও ডাক্তার মহারাজের মাধ্যমে জেনেছিলাম যে, মা কোয়ালপাড়ায় তাঁর ভাইঝি রাধুর প্রসবের জন্য অবস্থান করছেন। আমাদের বাড়ির দুটি বাতাবিলেবু সঙ্গে নিয়ে মায়ের উদ্দেশে রওনা দিলাম। বিষ্ণুপুর থেকেই হেঁটেই যখন কোয়ালপাড়ায় পোঁছালাম তখন দুপুর। ঐদিন রাধুর সুখপ্রসব ঘটানোর জন্য মা নানারকম চেষ্টা চালাচ্ছিলেন। ডাক্তাররা বলেছিলেন রাধুকে বাতাবিলেবুর রস খাওয়াতে। কাছাকাছি অনুসন্ধান করে সেবকরাও কোথাও বাতাবিলেবু না পাওয়ায় মা খুবই চিন্তিত ছিলেন। এমন সময়ে আমি পৌঁছে দুটি বড় বাতাবিলেবু মায়ের চরণে নিবেদন করলাম। মা খুব আশ্বস্ত হলেন এবং আনন্দ করে কেদারবাবু, বরদা মহারাজ প্রমুখকে বলতে লাগলেন, "দেখ, কমল আমার মনের কথা ঠিক বুঝতে পেরে বাতাবিলেবু নিয়ে এসেছে।" লেবু পেয়ে মায়ের আনন্দ দেখে আমারও খুব আনন্দ হলো। মায়ের চরণে সাষ্ঠাঙ্গ প্রণিপাত করে বললাম, "মা, আপনাকে স্বপ্নে দেখে ছুটে এলাম।" মা আমার চিবুক ধরে চুমো খেয়ে বললেন, "বাবা, তোমাদের জন্য সবসময় চিন্তা হয়। ঠাকুরের কাছে তোমাদের কল্যাণ প্রার্থনা জানাই। তা বাবা, তুমি এসে আমার চিন্তা দূর করেছ।" দুপুরে খাওয়া-দাওয়া সেরে আমি বাড়ি ফেরার পথে যাত্রা করার সময় মা আমার মাথায় হাত রেখে আশীর্ব্বাদ করলেন।

------------------------------************----------------------------

তথ্যসূত্র : কমলাকান্ত চট্টোপাধ্যায় প্রসঙ্গে তথ্য পাওয়া গিয়েছে পুত্র হীরালাল চট্টোপাধ্যায় (৭০ ছর বয়স্ক) এবং বাঁকুড়ার বিভূতি ঘোষের পুত্র কেদারনাথ ঘোষের (৮০ বছর বয়স্ক) সৌজন্যে।

শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শনআমি যখন প্রথম যাই, কি অদ্ভুত কাণ্ড! বাড়িতে বনিবনা হলো না বাপ-ভাইয়ের সঙ্গে। মনে হলো-কী, যাদের জ...
30/06/2025

শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন

আমি যখন প্রথম যাই, কি অদ্ভুত কাণ্ড! বাড়িতে বনিবনা হলো না বাপ-ভাইয়ের সঙ্গে। মনে হলো-কী, যাদের জন্য এত করলুম তাদের এই ব্যবহার! এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এ বাড়িতে আর থাকা হবে না-Suicide (আত্মহত্যা) করে সব যন্ত্রণা দূর করব। একদিন রাত দশটার সময় বের হয়ে পড়লুম। গাড়ি করে বরানগর বোনের বাড়িতে যাচ্ছি, মাঝ রাস্তায় চাকা ভেঙে গেল। নিকটে একজন আলাপী লোকের বাড়ি ছিল, সেখানে উঠা গেল। তারা মনে করলে আপদ জুটেছে। হয়তো রাত্রে থাকবে। তারপর অন্য গাড়ি ডাকিয়ে বরানগর যাই।

পরদিন বিকেলে' এ-বাগান ও-বাগান বেড়িয়ে বেড়িয়ে সময় কাটাচ্ছি, সঙ্গে সিধু। উভয়ে দেহ ও মনে অবসন্ন হয়ে এক বাগানে মাটিতেই বসে পড়লুম। সিধু বললে, "চল যাই আর একটি বাগান আছে রাসমণির। ওখানে একটি সাধু থাকেন।" আসা গেল মেন গেট দিয়ে। তখন সন্ধ্যা হবার আধঘণ্টা বাকি।

বাগান দেখে মুগ্ধ হলুম। ফুল দেখছি, ফুল তুলছি, ফুল শুঁকছি। আর ফুলের সৌন্দর্যের কথা ভাবছি। আমি একটু Poet (কাব্যরসিক) ছিলাম কিনা! শেষে ঠাকুরের ঘরে প্রবেশ।
ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট—ভক্তরা সব নিচে বসে। আমি কাউকে চিনি না। প্রথম কথা শুনলুম, *ঠাকুর বলছেন, "যখন ঈশ্বরের নামে দুনয়নে ধারা বইবে, অঙ্গে পুলক হবে, তখন বোঝা যাবে কর্ম ত্যাগ হয়েছে*।"

শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি
'শ্রীম' (মহেন্দ্রনাথ গুপ্ত)

ফটো : রামকৃষ্ণ মঠ, কামারপুকুর || ৩০-০৬-২০২৫

🏆  ⚽Blessed to have the gracious presence of Most Revered Swami Gautamanandaji Maharaj at the Prize Distribution Ceremon...
29/06/2025

🏆 ⚽
Blessed to have the gracious presence of Most Revered Swami Gautamanandaji Maharaj at the Prize Distribution Ceremony of Swami Prabhananda Memorial Inter Ramakrishna Mission Football Tournament 2025 (3rd Initiative) – Final Match🙏

🔥 FINAL RESULT:
Ramakrishna Mission Boys’ Home High School (HS), Rahara – 2
Ramakrishna Mission Vidyamandira (E.M.R.S), Jhargram – 0

Heartfelt congratulations to the champions from Rahara and warm wishes to all participating teams for their spirit and dedication! 💐

Swami Sarvapriyananda at Houston Durgabari | Bipattarini PujaOn the sacred occasion of Bipattarini Puja, Swami Sarvapriy...
29/06/2025

Swami Sarvapriyananda at Houston Durgabari | Bipattarini Puja

On the sacred occasion of Bipattarini Puja, Swami Sarvapriyananda, renowned Vedanta scholar, graced Houston Durgabari with his presence.
His deeply insightful talk left the devotees inspired and spiritually uplifted.



Via - Houston Durgabari page

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজীর একটি বক্তৃতা থেকে। মহা...
29/06/2025

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজীর একটি বক্তৃতা থেকে। মহারাজ বলছেন,

শ্রীরামকৃষ্ণ খুব গোছালো ছিলেন। প্রতিটি জিনিস তিনি গুছিয়ে রাখতে চাইতেন। কোন জিনিস অগোছালো দেখলে বিরক্ত হতেন। বলতেন, যে বাইরের ছোটখাটো বিষয়ে এলোমেলো - সে বড় বড় বিষয় বা ভগবত সাধনাতেও সুসংহত হবে না।" (ঠাকুর) এমনকি অতি তুচ্ছ সাংসারিক বিষয়েও ভক্তদের সচেতনতার অভাব থাকলে বিরক্ত হয়েছেন, সংশোধন করে দিয়েছেন। বলেছেন, "ভক্ত হবি বলে বোকা কেন হবি?"

যোগেন মহারাজ - স্বামী যোগানন্দজীকে তিনি একটি কড়াই কিনতে বলেছিলেন। তিনি নিজে দেখে না নিয়ে দোকানদারকে বিশ্বাস করেছিলেন। দক্ষিণেশ্বরে এসে দেখা গেল কড়াইটা ফাটা। ঠাকুর সে কথা শুনেই বললেন, "সে কি রে? জিনিসটা আনলি, তা দেখে আনলি নি? দোকানী ব্যবসা করতে বসেছে - সে তো আর ধর্ম করতে বসে নি? তার কথায় বিশ্বাস করে ঠকে এলি? ভক্ত হবি, তা বলে বোকা হবি? লোকে তোকে ঠকিয়ে নেবে? ঠিক ঠিক জিনিস দিলে কি না তবে দাম দিবি, ওজনে কম দিলে কি না তা দেখে নিবি, আবার যে সব জিনিসের ফাউ পাওয়া যায় সে সব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি নি!"

গ্রন্থ শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহ - লেখক স্বামী ভূতেশানন্দজী - অধ্যায় শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের ভূমিকা

স্বামী ব্রহ্মানন্দজী প্রতিদিন সকালে বেড়াইতে বাহির হইয়া লক্ষ্মীনিবাসে যাইয়া গোলাপ-মার নিকট শ্রীশ্রী মায়ের কুশলপ্রশ্নাদ...
29/06/2025

স্বামী ব্রহ্মানন্দজী প্রতিদিন সকালে বেড়াইতে বাহির হইয়া লক্ষ্মীনিবাসে যাইয়া গোলাপ-মার নিকট শ্রীশ্রী মায়ের কুশলপ্রশ্নাদি করিতেন এবং পরে বালকের মতো রঙ্গ করিতেন। এইরূপে একদিন নীচের প্রাঙ্গণে উপস্থিত হইলে মাষ্টার মহাশয় ঘর হইতে বাহিরে আসিলেন এবং উপরের বারাণ্ডা হইতে গোলাপ-মা বলিলেন, "রাখাল, মা জিজ্ঞাসা করেছেন, আগে শক্তিপূজা করতে হয় কেন? " মহারাজ উত্তর দিলেন, "মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি। মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই"। এই বলিয়া তিনি বাউলের সুরে গান ধরিলেন -

শঙ্করি-চরণে মন মগ্ন হয়ে রও রে।
মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রনা এড়াও রে।।
এ তিন সংসার মিছে, মিছে ভ্রমিয়ে বেড়াও রে।
কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে।।
কমলাকান্তের বাণী, শ্যামা মায়ের গুণ গাও রে।
এ তো সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে।।

গীত গাহিতে গাহিতে তিনি ভাবোন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন, এবং উহা শেষ হইবামাত্র 'হো' 'হো' 'হো' বলিয়া সবেগে চলিয়া গেলেন। এই অপূর্ব ভাব ও নৃত্য শ্রীমা উপর হইতে দেখিয়া আনন্দ করিতেছিলেন, আর নীচে দ্রষ্টা ছিলেন মাষ্টার মহাশয় এবং দুই-একজন ভক্ত।

(শ্রীমা সারদা দেবী - স্বামী গম্ভীরানন্দ
অধ্যায় - বেলুড় ও কাশী।)

🙏 🌸জয় মা 🌸 🙏 🌸 প্রণাম 🌸 🙏

🌼 Ratha Yatra Utsav 2025 🌼A grand spiritual celebration unfolds at Ramakrishna Mission Ashrama, Sargachi on 27th June 20...
27/06/2025

🌼 Ratha Yatra Utsav 2025 🌼
A grand spiritual celebration unfolds at Ramakrishna Mission Ashrama, Sargachi on 27th June 2025!
With chants of “Jai Jagannath!” echoing in the air, devotees joyfully pulled the sacred chariot, immersing in divine bliss and devotion.

Come, relive the sacred journey of the Lord of the Universe!

🚩 A day of devotion, unity, and celebration! 🚩

জয় জগন্নাথ 🕉️🙏পুরীধাম 🌼
27/06/2025

জয় জগন্নাথ 🕉️🙏
পুরীধাম 🌼

On this sacred occasion of Jagannath Ratha Yatra, may Lord Jagannath, the eternal charioteer of compassion who dwells in...
27/06/2025

On this sacred occasion of Jagannath Ratha Yatra, may Lord Jagannath, the eternal charioteer of compassion who dwells in every seeker's heart, bless us all with devotion, peace, and self-realisation.

Let your heart be His chariot, and let your devotion guide the journey within... 🚩

Address

Chanditala
712702

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দম্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share