14/08/2025
বাংলা বিনোদন দুনিয়ায় অপেক্ষার 10 বছর পর আবারও চিনেমা হল কাপাতে আসছে দেব- শুভশ্রী অভিনীত #ধূমকেতু।
বাংলার প্রতিটা সিনেমা হলে বেশিরভাগ সময় ধরে হিন্দি ছবি চালিত হয়।কিন্তু অনেক লড়াইয়ের পর #ধূমকেতু ধোঁয়াশার মতো শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। আসুন আমরা সবাই মিলে বাঙ্গালী বাংলাকে করি।