05/11/2025
বিরাট ডিঙি বাইচ প্রতিযোগিতা
🏆 মহা-উৎসব বানিয়াখড়ি দিঘির পাড়ে 🏆
পরিচালনায়:
বানিয়াখড়ি আমরা ক'জন
স্থান: বানিয়াখড়ি দিঘিরপাড়, (সকাল ১০টা থেকে)
তারিখ: আগামী ৯ই নভেম্বর, ২০২৫ (রবিবার)
এবং ১০ই নভেম্বর, ২০২৫ (সোমবার)
এতদ্বারা এলাকার সমস্ত ডিঙি বাইচ প্রেমীদের জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী বানিয়াখড়ি দিঘীর পাড়ে এক বিরাট ডিঙি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।
🥇 চোখ ধাঁধানো পুরস্কার 🥈
প্রতিযোগীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার, যা আপনার পরিশ্রমকে দেবে শ্রেষ্ঠ সম্মান:
১ম পুরস্কার: ইলেকট্রিক স্কুটি (ব্যাটারি ব্যতীত)
২য় পুরস্কার: ফ্রিজ
৩য় পুরস্কার: অ্যান্ড্রয়েড স্মার্টফোন
➡️ বিশেষ আকর্ষণ: প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে নিশ্চিত সান্ত্বনা পুরস্কার!
📝 গুরুত্বপূর্ণ নিয়মাবলী (খেলা শুরুর আগে অবশ্যই জেনে নিন)
একটি ডিঙিতে সর্বোচ্চ দুজন থাকতে পারবে।
প্রতিযোগিতার জন্য প্রতিযোগীকে ডিঙি ও হাত বৈঠা সঙ্গে আনতে হবে।
একজন ব্যক্তি একাধিক এন্ট্রি কাটতে পারবে।
এন্ট্রি ফির টাকা ফেরত যোগ্য নহে।
কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
📞 যোগাযোগের জন্য:
যোগাযোগ করুন আপনার এন্ট্রি নিশ্চিত করতে:
৯০০২৯২২২৮৮
৭০৬৩২৪২৯৯৯
৯৯৩২৩৮২৭৪০
⚠️ বিশেষ দ্রষ্টব্য: বিশেষ কারণবশত খেলার তারিখ পরিবর্তন হতে পারে।
আসুন, বাঁধনছাড়া উৎসাহ আর বৈঠার ছন্দে মাতিয়ে তুলুন বানিয়াখড়ি দিঘির জল।