Dosyi Rima

Dosyi Rima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dosyi Rima, Digital creator, Chennai.

আমার পেজে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে থাকুন আমিও আপনার সাথে থাকব।
সবাই ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুক।
ধন্যবাদ �
আমাকে সাপোর্ট করলে আমিও সাপোর্ট দেব‌❣️

এটা পৃথিবীর ভূস্বর্গের চিত্র!??দোষ টা কি ছিল??একটা সাজানো গোছানো জীবন এভাবে শেষ করে দেওয়ার ক্ষমতা পেলো কোথায়?এই পৃথিবী...
23/04/2025

এটা পৃথিবীর ভূস্বর্গের চিত্র!??
দোষ টা কি ছিল??
একটা সাজানো গোছানো জীবন এভাবে শেষ করে দেওয়ার ক্ষমতা পেলো কোথায়?
এই পৃথিবীতে এমন অশিক্ষায় শিক্ষিত করারও শিক্ষা আছে??
এদেরকে টেনে বের করে শেষ করে দেওয়া এত কঠিন?
কারণটা কী???

#বাস্তবের_কাশ্মীর

#লজ্জার_কাশ্মীর

15/04/2025

আজ পয়লা বৈশাখ।
বৈশাখ মাসের প্রথম দিন।
বাঙালি তো ভুলেই গেছে যে পয়লা বৈশাখ এবং পঁচিশে বৈশাখ ছাড়াও বৈশাখ মাসে অন্যান্য দিন আছে।
এটা কত সন সেটাও দু-এক দিন মনে থাকবে তারপর ভুলে যাবে।
মনে রেখে লাভই বা কী! কোন কাজে তো লাগে না।
কোন মাস কত দিনে সেটাও আমরা এখন জানি না।
অথচ ভাবো একটা সময় আমাদের সবার মানে যাদের অন্তত নব্বই দশকের আসেপাশে জন্ম তাদের কত আনন্দ ছিল এই পয়লা বৈশাখ নিয়ে।
আমার তো দিব্যি মনে আছে তখন বছরে ২টো জামা হত। একটা জামা দূর্গা পূজার সময় আর একটা জামা পয়লা বৈশাখে।
পূজোর সময় একটু ভালো জামা হত আর পয়লা বৈশাখে সাধারণ সুতির টেপ জামা।
সেই জামা পেয়ে যে কতটা আনন্দ হত তা ভাষায় প্রকাশ করা যাবে না।
এখন সারাবছর আমরা জামাকাপড় কেনাকাটা করি। আলমারি ভর্তি জামাকাপড় তবুও কোথাও যাওয়ার সময় কিছু খুঁজে পায় না, যেন কিছুই নেই।
আসলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস হলে মূল্য থাকে না।
আমাদের পাড়ায় টুবলি'দের বাড়িতে পয়লা বৈশাখে বালকসভা হত।
স্নান করে নতুন জামা পড়ে ওদের বাড়িতে খাওয়া।
খেয়ে ওদের উঠোনে খেলে তবে সন্ধ্যা লাগার আগে বাড়ি ফেরা।
সেই যে দিন গুলো ওগুলোর খুব অভাব অনুভব করি।
যাইহোক শুভ নববর্ষ।
কাল বাদ পরশু এমনিতেও ভুলে যাব বৈশাখের কত তারিখ চলছে।

#পয়লা_বৈশাখ
Bapi Halder Subhajit Sutradhar Sampa Roy

13/04/2025

ধানতলা চরক মেলা
কি বিশাল মেলার আয়োজন করেছে।

07/04/2025

এমনটা কার কার সঙ্গে হয়?

চেনা মানুষ গুলো হঠাৎ করে কেমন বদলে যায়। আসলে মানুষ তো স্বার্থের দাস (সবাই না) তাই স্বার্থ ফুরিয়ে গেলে সব ভুলে যায়।এই ...
07/04/2025

চেনা মানুষ গুলো হঠাৎ করে কেমন বদলে যায়। আসলে মানুষ তো স্বার্থের দাস (সবাই না) তাই স্বার্থ ফুরিয়ে গেলে সব ভুলে যায়।
এই মানুষ গুলো কে আমি মানুষ বলেও মনে করি না। কারণ এদের মান সম্মান বা আত্মসম্মান কোনটাই নেই।
এক কথায় এরা ছোটলোক।
যাইহোক শুভ রাত্রি।

Bapi Halder

28/03/2025

এইটুকু বাচ্চা তাই কত গল্প বাবার সঙ্গে 🤩😍🥰

ট্রেন থেকে তুলেছিলাম ছবিটি ৯বছর আগে, পায়ড়াডাঙা স্টেশনে বসে ছিলেন এনারা।
26/03/2025

ট্রেন থেকে তুলেছিলাম ছবিটি ৯বছর আগে, পায়ড়াডাঙা স্টেশনে বসে ছিলেন এনারা।

20/03/2025

বাবা ছেলের বন্ধুত্ব 🥰❤️🥰❤️




#অতিঋত #শুদ্ধ

Address

Chennai
WESTBENGAL

Alerts

Be the first to know and let us send you an email when Dosyi Rima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dosyi Rima:

Share