23/07/2025
আজ তিনদিন ধরে ভালোই রোদ্দুর হচ্ছে। গত দুদিন ধরে গলাটাও ঠিক নেই তবুও যখন অতিরিক্ত বৃষ্টির সময় পীর তলার করুণ অবস্থা ব্যাঙ্গাত্মক গানের মাধ্যমে পোস্ট করেছিলাম , উৎসাহিত করেছেন বেশীর ভাগ বন্ধুই।
তাই প্রকৃতি যে এই অকৃপণ রৌদ্রজ্জল দিন দেখাচ্ছে তাকেও গানে গানেই বরণ করতে ইচ্ছে হলো। তবে সবকটি গানের সুরই চেনা সকলের।
চেনা সুরে নতুন কথা যোগ করেছি নিজের মনের মত করে।
আশা করি শুনবেন আর মন্তব্যও করবেন। 🙏🌹🙏🌹🙏🌹🙏
# Natun pyarodi # Highlights # Chena sure achena kotha।