26/12/2024
এক মানবিক উদ্যোগ
একবিংশ শতাব্দীর এই ভয়াবহ সময়ে এক অভাবনীয় মানবিকতার কাজ করে দেখালেন হুগলী জনস্বার্থ (সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন)। আজকের সময়ে এমন কিছু পরিবার আছেন যারা বিভিন্ন উৎসব ও বছরের বিভিন্ন মরশুমে পেরে ওঠে না কোন ভালো হোটেলে গিয়ে খাবার সুযোগ অথবা কিছু ভালো ভালো খাবার খাওয়ার। ২৫শে ডিসেম্বর উপলক্ষে এইরকম অসংখ্য শিশুদের ও তাদের পরিবারের সঙ্গে হুগলি জনস্বার্থ উদ্যোগ নিয়ে তাদের ফাইভস্টার রেস্টুরেন্টে বড়দিনের কেক খাওয়ালেন। সঙ্গে বড়দিনের উপহার স্বরূপ শহরের মল ও দোকান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটি করে দিলেন। অভাবনীয় এই মানবিক ও মহতি উদ্যোগ ঐতিহ্যবাহী চুঁচুড়া শহরের শহরবাসীর মন জয় করে নিয়েছেন হুগলী জনস্বার্থ। সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সন্দীপ রুদ্র জানান, আজকের এই ব্যস্তময় সমাজ ব্যবস্থায় এমন অনেক শিশু ও পরিবার থাকেন যারা হয়তো আমাদের মত সপ্তাহান্তে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে পারেন না আর্থিক অভাবের তাড়নায়। আমাদের হুগলি জনস্বার্থের পক্ষ থেকে এ বছরে আমরা সেই সমস্ত পরিবার ও শিশুদেরকে নিয়ে বড়দিনের এই বিশেষ দিন কে বেঁচে সামর্থ মত তাদের কিছুটা সময় আনন্দ উদযাপন করার সুযোগ করে দিতে পারলাম। এই কাজে আমাদের হুগলি জনস্বার্থের পাশে যে সকল মানুষ, পরিচিত অপরিচিত, বন্ধুবান্ধব সকলকেই আমার ও আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এভাবে আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকবো।
বিভেদে নয়, বিপদে আছি - হুগলী জনস্বার্থ
#চুঁচুড়া