পিকুর ডায়েরি

পিকুর ডায়েরি পিকুর ডায়েরি শুধু আমার একার নয় তোমাদেরও❤️❤️

22/01/2025

শুভ জন্মদিন
************
মনটা আমার ব্যাকুল ভীষণ..
দিনটা যে আজ তোমায় ঘিরে।।
আধার কাটিয়ে আলোর ছটা..
ভুবন ভরাবে আকাশ জুড়ে ।।
আকাশ বাতাসেও খুশির জোয়ার ,
পাখিরা করছে কত কলরব..
তোমাকে নিয়ে মাতামাতি আজ ,
তোমার জন্যই রইবে সব ।।
আজকের এই সেই শুভদিন ,
এসেছে ঘুরে বছর পর..
ঈশ্বরের কাছে মন থেকে চাই ,
সুস্থ থেকো জীবন ভর।।
আনন্দ আর হাসি হই-হুল্লোড়ে ,
আজীবন থেকো রঙিন ।
হাজার হাজার খুশি ঘিরে রাখুক,
শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন ।।

©/Pকন দে
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।সবসময় ভালো থেকো সুস্থ থেকো ❤️ Deb Debolina Debolina Deb

31/12/2024

পুরাতন বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই।
Happy New Year 2025 to My All friends...
Pikon Dey
কলমে ও কন্ঠে এবং এডিটিং
©/পিকন দে

দেখা হলে পাবোনা আর চকলেট...হৃদয় আজ বিষন্নতায় হয়েছে ম্লান !ধামসা-মাদল নিঃশব্দে পরে রয়েছে,শুনতে পাবোনা সেই লাল পাহাড়ি...
23/11/2024

দেখা হলে পাবোনা আর চকলেট...
হৃদয় আজ বিষন্নতায় হয়েছে ম্লান !
ধামসা-মাদল নিঃশব্দে পরে রয়েছে,
শুনতে পাবোনা সেই লাল পাহাড়ির গান।।
©/পিকন দে
বিনম্র শ্রদ্ধা জানাই আপনার চরণে 🙏
লাল পাহাড়ির দেশে ভালো থাকুন।

25/08/2024

#নতুন_অধ্যায়
*************

এই জীবন নদীর স্রোতে বয়ে ,
পাড়ি দেবো অতল সমুদ্র দূরে ।
এমন ভাবেই আগলে রেখো তুমি ,
আমার হৃদয়খানি জুড়ে।।
এত মানুষের ভিড়ের মাঝে ,
আমায় তুমি বেছে নিলে ।
নতুন অধ্যায় শুরু হচ্ছে...
তোমায় আমায় মিলে ।।
কখনো যদি দুঃখ দিয়ে ফেলি !
নিঃসংকোচে বোলো "তুমি;
অভিমানের মান ভাঙিয়ে দেবো ,
কারণ আমার তুমি,ভীষণ দামি।।
সকল বাধা পেরিয়ে যাবো দেখো,
তোমার শরীরের আদর মেখে ।
একটুখানি ভরসা রেখো শুধু ,
আমার বুকে মাথা রেখে ।।
হাঁসি-কান্না ভাগ করে নিও,
দুজনে দুজনার হাতটি ধরে।
সুখের সংসার আমাদেরও হবে,
বলছি তোমায় দিব্যি করে।।

© #কলমে_পিকন_দে
ভিডিও ক্যাপচারে আমাদের ছোট্ট অর্পণ ❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
24/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Sudipa Barman, Jhuma Das

24/08/2024

#কবে_বিচার_পাব?
--------------------------
আর কতদিন প্রতিবাদ হবে ?
জানতে চাইছে এবার মন !
সবাই সব কিছু বুঝতে পারছে ,
শুধু নীরব দেশের প্রশাসন ।।
কারা দোষী,কারা জঘন্য অপরাধি...
রাজ্য পুলিশ থেকে সিবিআই,
তোলপাড় যখন গোটা দেশ !
এখনো অধরা, আসল দোষীরাই।।
অস্থির মনে একটাই প্রশ্ন জাগছে,
তিলোত্তমা কি সত্যিই বিচার পাবে ?
নাকি ধনঞ্জয়ের মত একতরফাই ,
সঞ্জয়ও রাজনীতির শিকার হবে ।।
ভাবলেই ভীত-সন্ত্রস্ত প্রতিমুহূর্তে এখন...
এই সমাজে ডাক্তার যখন নিরাপদ নয় !
আমার-আপনারও তো ঘরে নারীরা আছে,
তাহলে তারা কিভাবে নিরাপদ হয়?
উচ্চ-আদালতের কাছে আর্জি জানাই...
তারিখের উপর তারিখ,আর কতদিন ?
এবার তো একটু মানবিক হয়ে ,
নরখাদক ধর্ষকদের তাড়াতাড়ি শাস্তি দিন।।
গোটা দেশ তাকিয়ে আছে টিভির পর্দায়...
আজ বুঝি তিলোত্তমা সঠিক বিচার পাবে !
নতুন কোন কঠোরতম আইন আসবে;
ধর্ষণ করার আগে অপরাধী ভয়ে কাঁপবে।।

#কলমে_পিকন_দে
#কলকাতা #তিলোত্তমা JusticeforRGKAR Protest Group for Office People কলকাতা,পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ 24x7 তিলোত্তমা

পিকুর ডায়েরি শুধু আমার একার নয় তোমাদেরও❤️❤️

18/04/2024

শুভ জন্মদিন
************
অনেক কটা দিন পেরিয়ে গেল,
কেমন আছিস মিনি?
এখনো কি মায়ের সাথে ঝগড়া করিস?
রাগের চোটে,খুলে ফেলিস বেণী।
আগের থেকে বড় হয়েছিস,
ফেবুতে তোকে দেখি রোজ।
ইচ্ছে হলেও নিতে পারি না,
তোর কাছে গিয়ে খোঁজ !
ছোটবেলায় মনে পড়ে ফোন করলে..
ছাড়তে চাইতিস না মোটে !
আর কাছে গেলেই গায়ের গন্ধ শুঁকে;
খালি আঙ্গুল দিতে বলতিস ঠোঁটে।
আজও কি জ্বর হলে ওষুধ খেতে,
আগের মতই করিস বায়না?
নাকি সেসব গেছিস ভুলে?
তাই আমায় আর ফোন করাও যায় না।
ভেবেছিলিস হয়তো আমি তোকে..
এখন পুরোপুরি গেছি ভুলে !
নারে বন্ধু আমার ভালোবাসা প্রথম দিনই,
হৃদয় জুড়ে তোকে সবটা দিয়েছি ঢেলে।
তুই তো হলি অবলা ছোট্ট শিশু..
শুধু এটাই মনে মনে করি আফসোস,
মন থেকে ভুল কোনদিন বুঝবো না..
সবটাই আমার নিয়তির দোষ।
দূর থেকেই প্রাণ ভরা আশীর্বাদ করি..
জীবনে সাফল্য আসুক রাশি রাশি,
আজকের এই শুভদিনে আনন্দ করো
আর মুখে থাকুক মিষ্টি মিষ্টি হাসি।
অনেকদিন ধরেই ভাবছি শুধু..
কি দেবো তোর জন্মদিনে।
তোর জন্য এই ছোট্ট উপহার..
মন থেকে জানাই আজকের দিনে।।

©/কলমে- পিকন দে(পিকু)

শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে🙂
14/04/2024

শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে🙂

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমাদের সকল মুসলমান ভাই-বোনেদের জানাই শুভেচ্ছা।ধর্ম থাকুক যার যার,উৎসব পালন হোক,একসাথে মিলেমিশে...
11/04/2024

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমাদের সকল মুসলমান ভাই-বোনেদের জানাই শুভেচ্ছা।
ধর্ম থাকুক যার যার,
উৎসব পালন হোক,
একসাথে মিলেমিশে সবার।

09/04/2024

দুজনাই আজ একে অপরের কাছে অপরিচিত🙂

পেজের লেখাগুলি ভালো লাগলে পেজটি সাপোর্ট করবেন।

পিকুর ডায়েরি শুধু আমার একার নয় তোমাদেরও❤️❤️

Address

Chinsurah
712123

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিকুর ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিকুর ডায়েরি:

Share

Category