22/01/2025
শুভ জন্মদিন
************
মনটা আমার ব্যাকুল ভীষণ..
দিনটা যে আজ তোমায় ঘিরে।।
আধার কাটিয়ে আলোর ছটা..
ভুবন ভরাবে আকাশ জুড়ে ।।
আকাশ বাতাসেও খুশির জোয়ার ,
পাখিরা করছে কত কলরব..
তোমাকে নিয়ে মাতামাতি আজ ,
তোমার জন্যই রইবে সব ।।
আজকের এই সেই শুভদিন ,
এসেছে ঘুরে বছর পর..
ঈশ্বরের কাছে মন থেকে চাই ,
সুস্থ থেকো জীবন ভর।।
আনন্দ আর হাসি হই-হুল্লোড়ে ,
আজীবন থেকো রঙিন ।
হাজার হাজার খুশি ঘিরে রাখুক,
শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন ।।
©/Pকন দে
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।সবসময় ভালো থেকো সুস্থ থেকো ❤️ Deb Debolina Debolina Deb