mirab's recipe

mirab's recipe Simple and easy recipe with easily available ingredients.

তেতোর ডালের স্বাদ বাড়বে দ্বিগুণ, ৩ মশলার ফোড়নেই কামাল - রইল লাউ করলা দিয়ে দুর্দান্ত স্বাদের মুগ ডাল বানানোর রেসিপিউপকরণ...
20/04/2025

তেতোর ডালের স্বাদ বাড়বে দ্বিগুণ, ৩ মশলার ফোড়নেই কামাল - রইল লাউ করলা দিয়ে দুর্দান্ত স্বাদের মুগ ডাল বানানোর রেসিপি

উপকরণ :

মুগ ডাল - ১/৪ কাপ বা ৬০ গ্রাম
লাউ - ১৫০ গ্রাম
করলা - ২ টো
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
নুন - স্বাদমত
চিনি - ১ চা চামচ
সরষের তেল - ২০ গ্রাম
পাঁচফোড়ন - ১/৪ চা চামচ
কালো সরষে - ২ চিমটে
আদা বাটা - ১/২ চা চামচ
রাঁধুনি - ১/২ চা চামচ
গাওয়া ঘী - ১/৪ চা চামচ (ঐচ্ছিক)

প্রণালী :

প্রথমেই মুগডাল শুকনো কড়াইতে দিয়ে একদম হালকা করে ভেজে নিতে হবে। তারপর ধুয়ে নিয়ে পরিমাণ মত জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

ডাল আধসিদ্ধ হয়ে এলে ছোট ও চৌকো চৌকো করে কেটে রাখা লাউ, হলুদ গুঁড়ো, স্বাদ মত নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

সেই সময়ে গোল ও পাতলা পাতলা করে কেটে রাখা করলার মধ্যে নুন, ও হলুদ গুঁড়ো মাখিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে।

তারপর ঐ তেলেই পাঁচফোড়ন, কালো সরষে আর ১ চিমটে রাঁধুনি ফোড়ন দিয়ে সাঁতলে অল্প একটু জল আর আদা বাটা মিশিয়ে গ্যাস কমিয়ে ৩০ সেকেন্ড মত কষে নিতে হবে। (আদা বাটা দিয়ে এর থেকে বেশী সময় ধরে কোষবেন না, তাহলে রেসিপির স্বাদ বাজে হয়ে যাবে)

এবার সিদ্ধ ডাল, চিনি, রাঁধুনি বাটা, আর ভাজা করলা মিশিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

শেষে ইচ্ছা হলে গাওয়া ঘী মিশিয়ে নামিয়ে নিতে হবে।

(অনেকে এই ডাল কাঁচা মুগের ডাল দিয়ে বানান। তাই আপনারা চাইলে কাঁচা মুগের ডাল দিয়েও একই পদ্ধতিতে বানাতে পারেন। কিন্তু আমাদের কাঁচা মুগের ডাল খেতে ভালো লাগে না, তাই একটু ভেজে নিয়ে বানিয়েছি)।

(আবার মুগডালের পরিবর্তে মটর ডাল দিয়েও বানাতে পারেন। মটর ডাল দিয়ে বানালেও খেতে খুব ভালো হয়)।

05/04/2025

তৈরি হচ্ছে পটলের মুখরুচি|Potoler recipe

02/04/2025

কম তেল মশলায় নিরামিষ দই আলু রেসিপি|নিরামিষ দই আলুর দম রেসিপি|Niramish Doi Aloo Recipe| Doi Alur Dom Recipe

19/11/2024

অসাধারণ সুস্বাদু এই মুগ ও মুসুর ডালের রেসিপি ভাতের সাথে একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছা করবে|Mug Musur Daler Recipe|Mug Musur Dal Recipe|Moong Masoor Dal Recipe Bengali Style

12/05/2024

কম তেল মশলায় বরবটির ভিন্নধর্মী ও দুর্দান্ত স্বাদের এই রেসিপি ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ জমবে|Borboti Alur Torkari Recipe| Borboti Recipe| Yard Long Beans (cowpea) Potato Curry

08/05/2024

অসাধারণ সুস্বাদু আলু পটলের মুখরোচক এই রেসিপি রুটি, পরোটার সাথে দারুণ লাগবে|Alu potol bhaj|পটল আলু

07/05/2024

দুর্দান্ত স্বাদে নিরামিষ কুমড়ো পটলের ছক্কা-লুচি রুটির সাথে দারুণ জমবে| Niramish Kumro Potoler Chokka| Pumpkin Pointed Gourds Curry Without Onion Garlic| Kaddu Parwal Ki Sabzi Recipe|

05/05/2024

ভিন্ন স্বাদে করলার এই রেসিপি ভাতের সাথে খেতে দারুণ লাগবে|Korolar chocchori recipe|Bitter Gourd Curry

30/04/2024

গরমের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য নিরামিষ দুধ পটলের সুস্বাদু রেসিপি|Niramish Dudh Potol Recipe

28/04/2024

লোভনীয় স্বাদে টক ঝাল মিষ্টি আমের আচার এভাবে বানালে ১ বছর পর্যন্ত ভাল থাকবে| Amer Achar Recipe|Tok jhal misti amer achar recipe| Sweet & Sour Mango Pickle Recipe| আমের আচার রেসিপি

26/04/2024

কম তেল মশলায় বানানো দুর্দান্ত স্বাদে নিরামিষ থোর ভাজা/ থোর ছেঁচকি|Thor Vaja Recipe| Thor Chenchki

23/04/2024

স্বাদে ও গন্ধে ভরপুর সবজি রুইয়ের গন্ধরাজ ঝোল গরমের দুপুরে ভাতের সাথে দারুণ জমবে|Sobji Ruier Gondhoraj Jhol| কম তেলে মাছের ঝোল রেসিপি| Bengali Style Fish Curry Recipe With Veggies

Address

Chinsurah

Website

Alerts

Be the first to know and let us send you an email when mirab's recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share