29/06/2025
কুছ তো হাতুড়ে কাহেঙ্গে, হাতুড়ে কা কাম হে কাহেনা
অনেকেই আছেন- দেখি বলেন আন্তরিক পয়সা নেয় অথবা অনেক পয়সা নেয়| আবার এও দেখা যায় বা শোনা যায় যে আগে টাকা নেয় তারপর ট্রিটমেন্ট করে | আবার অনেক ওষুধ ও নাকি দেয়!
বলছি আমাদের হাসপাতাল আমরা কিভাবে চালাবো কে ঠিক করবে? আর ডাক্তার কে ? - আপনি ?
আমরা কি Charity করতে এতো বড়ো এবং এতো গুলো ক্লিনিক চালাচ্ছি ?
1. যার তিনটে শাখা আছে ৩ জায়গাতে
2. যার থেকে কত গুলো মানুষের পেট চলে
3. অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা (ECG, Xray, Blood Test [approved by Vetscan ও Idexx] এবং কিছুদিন মধ্যে dialysis ও আসছে )
4. আরো অনেক উন্নতমানে সার্জারি | যেমন -
Orthopedic Surgery, Dental Surgery, Neuter, Soft tissue surgery, Dental extractions, Femoral head osteotomy, Gastrointestinal surgery, ACL repair, Amputation, Anesthesia, Benign skin growths, Fracture repair, Gastropexy, Mass removal, Oncologic surgery, Foreign body removal, General Surgery, Laryngeal paralysis, Neurosurgery, Ophthalmology, Plastic surgery, Tail amputation, Tumor removal, Angular limb deformity ইত্যাদি
5. এতো ডাক্তার
6. 24/7 সাপোর্ট
7. Ambulance সার্ভিস
8. Grooming ইউনিট
9. রেখে ট্রিটমেন্ট করার ব্যবস্থা
10. হোম ভিসিট | আরও অনেক কিছু
এবং এছাড়াও কিছু ক্ষেত্রে আমরা বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকি |
এগুলোর জন্য অর্থের যোগান কে দেবেন ? - আপনি ?
Antarik Veterinary Clinic and Fur-Macy Pvt. Ltd. - এই নামে কোথাও "Charity" বা "NGO" লেখা আছে ?
আসল কথা আমরা জানি -
কিছু কিছু মানুষ ইচ্ছা করেই বেশি কুৎসা ছড়াচ্ছেন যারা হাতুড়ের এজেন্ট অথবা অন্য নিম্নমানের কিছু হয়ে থাকেন, যেখান থেকে পয়সা ইনকাম এর সোর্স আছে অসৎ উপায়ে অবলাকে সামনে ঢাল করে রেখে অথবা যারা পয়সা এবং সময় বাঁচানোর জন্য হাতুড়েই পছন্দ করেন| সেক্ষেত্রে বলে রাখি আমরা একটা বারান্দা আর একটা ঘর নিয়ে ট্রিটমেন্ট করিনা যেখানে কোনো বিজ্ঞানসম্মত ভাবে পরীক্ষা নিরীক্ষা অথবা ট্রিটমেন্ট হয়না , সেটা আপনারাও জানেন | কিন্তু আপনাদের উদ্দেশ্য তো অন্য জায়গাতে কিভাবে অবলাকে ঢাল বানিয়ে হাতুড়ের থেকে কম পয়সাতে চিকিৎসার নামে অন্য কিছু করিয়ে বড়ো বিল বানিয়ে পয়সা তুলে ব্যবসা করা |
শুনুন - ব্যবসা আমরাও করছি তবে আপনার মতো নয় | ব্যবসার পাশে আমরা সেবাও করছি এবং সৎ ভাবে অনেক মানুষের কর্মসংস্থান ও দিচ্ছি |
ও হ্যাঁ বেশি পয়সা, কম পয়সার কথা হচ্ছিলো না ? জামা কাপড় কিনতে গেলে তো মরা সাহেবের জামা কাপড় ও পাওয়া যায় , সেগুলো কি আপনি কেনেন ? Quality matters Right?
তাহলে হাসপাতাল ব্যাঙ্ক এগুলো সরকারি বেসরকারি দুটোই কেন আছে ? সবার সামর্থ মতো জায়গা তো আছে আমাদের দেশে !
তাহলে কোন দুর্বলতা লুকোনোর চেষ্টা চলছে ?
আপনি তো বুদ্ধিমান - কম পয়সা তে যা খুশি এক্সপেরিমেন্ট করার জন্য হাতুড়ে দেখাবেন নাকি ভালো রেজিস্টার্ড ডাক্তার দেখাবেন যিনি পড়াশুনা করে ডিগ্রী অর্জন করেছেন এবং অনবরত Practice করে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে নিজেকে আরো সাবলীল এবং অভিজ্ঞতা সম্পন্ন করে তুলছেন | আপনার চিকিৎসাও কি হাতুড়ে দিয়ে করান? তাহলে বুঝতে হবে গোড়ায় গলদ আছে |
কোনো দোকানে জিনিস কিনতে গেলে অথবা নিজের জন্য ভালো ডক্টর দেখতে গেলে আগে Google এ Review দেখে যান তো নাকি ? তাহলে পোষ্যের সময় অথবা রাস্তার বাচ্চাদের সময় নয় কেন ?
আর হ্যাঁ - কে বলেছে রাস্তার বাচ্চাদের আমরা ফ্রি ট্রিটমেন্ট করি না ?
যে ইন্ডিয়ান ব্রীড বাড়িতে পোষ মানিয়ে রাখা হয় তাদের ট্রিটমেন্ট আমরা ফ্রি তে করি না, আর কেনইবা করবো ? আমরা কি Charity করতে এসেছি? ভেটেরিনারি ডাক্তার মানে কি Charity? তাও আমরা কিছু ক্ষেত্রে খুব ই নূন্যতম পয়সা নিয়ে থাকি কিছু মানুষের থেকে যাদের বাড়িতে ইন্ডিয়ান ব্রীড আছে, কখনো কখনো কিছুই নি না, কারণ আমরা পয়সার অভাবে কোনো বাচ্চার চিকিৎসা বন্ধ হবে সেটা কখনো হতে দিই না |
হ্যাঁ আমরা বিনামূল্যে চিকিৎসা করি যে বাচ্চাগুলো রাস্তাতেই থাকে রাস্তাতেই ছোট থেকে বড়ো হয় | তাদের জন্য চিকিৎসা আমাদের সব সময় ফ্রি |
দেখুন এতো জাস্টিফিকেশন দেবার প্রয়োজন আমাদের নেই , তাও আমরা দিচ্ছি কারণ এই হাতুড়ে ডাক্তার নিয়ে বড়ো একটা racket চলে ওষুধের ও চিকিৎসার পয়সা তোলার| কারণ ওষুধ কোম্পানি থেকে আমাদের কাছে থ্রেট এসেছে, কেন আমরা প্রতিবাদ করছি এই নিয়ে | আর আমরা জানি আমরা কি করছি কারণ মনে রাখবেন এই সেবা অথবা আপনার ভাষায় এই ব্যবসা তে আমরা ২৫ বছর ধরে আছি |
এতো বড়ো বড়ো লেকচার না দিয়ে আসুন না একদিন আমাদের ফ্লোর এ | দেখে যান কিভাবে কাজ হয়, compare করতে পারবেন হাতুড়ে কিভাবে কাজ করে? আর যারা হাতুড়ে কে use করছেন বিল বানানোর জন্য তাদের ব্যবসা টাও বুঝতে পারবেন |
যে ধূর্ত তাকে আমরা ধূর্ত বলবোই
যে চোর তাকে আমরা চোর বলবোই
কেউ প্রতিবাদ না করলেও আমরা করবোই সে আপনি যতই কুকথা আর গালাগালি দিন না কেন ?
কারণ রুচি টা তো আপনার |