The Bash-বাঁশ

The Bash-বাঁশ Just for fun

🤣🤣🤣
18/09/2025

🤣🤣🤣

গোমাংস পাচারে শান্তনু ঠাকুরের নাম, বিজেপির ভণ্ডামি ফাঁস ভোটে গোমাতা রক্ষার নামে হইচই, আর আড়ালে পাচারের অভিযোগে বিস্মিত ম...
07/09/2025

গোমাংস পাচারে শান্তনু ঠাকুরের নাম, বিজেপির ভণ্ডামি ফাঁস

ভোটে গোমাতা রক্ষার নামে হইচই, আর আড়ালে পাচারের অভিযোগে বিস্মিত মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নথি ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন।

05/09/2025
গতকাল ২১ তারিখে রাতে ৯টা থেকে ১০টার মধ্যে সাইকেল বের করে ঢাকাতে যাওয়ার সময় সামনে একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। পেটের ...
05/09/2025

গতকাল ২১ তারিখে রাতে ৯টা থেকে ১০টার মধ্যে সাইকেল বের করে ঢাকাতে যাওয়ার সময় সামনে একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। পেটের ডান পাশে মধ্যে বিশাল বাঁশ এবং লোহার রড ঢুকে যায়। হওয়া অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক অপারেশন করে বাঁশ এবং রড বের করেন। এখন মিলন সুস্থ্য আছেন। ছবিটি গত ২১-৮-১২ তারিখে রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে তোলা।
​ছবি: আজাহার উদ্দিন ০৩-৮-১২

30/08/2025

Business 😂😂

21/08/2025

শুভেন্দু-সুকান্তবাবুরা পুলিশকে গালাগালি করবে, আইন অমান্য করবে, ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দেবে, মুসলিম এমএলএ-দের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার মত অগণতান্ত্রিক হুমকি দেবে। ময়ূখরঞ্জন ঘোষের মত সাংবাদিকরা সাম্প্রদায়িক উস্কানি দেবে, মিথ্যা ছড়াবে, তবুও পুলিশ স্বতপ্রণোদিত একটিও মামলা দায়ের করতে পারবে না। গ্রেফতার করা তো ছেড়েই দিন। কিন্তু ওয়াকফ-SIR এর বিরুদ্ধে নওশাদ-সরওয়ার হাসানরা পথে নামলে আইন-কানুন বোঝাতে পুলিশ তেড়ে আসবে। গভীর রাত পর্যন্ত থানায় আটক করবে। সংখ্যালঘুদের রাজপথে নামার অধিকারটুকু কেড়ে নিতে চাইবে। এরপরেও আবার বিজেপির 'জুজু' দেখিয়ে ২৬ শের নির্বাচনে সংখ্যালঘু ভোট চাইবে তৃণমূল। পুলিশ মন্ত্রী, মাননীয়া Mamata Banerjee এইভাবে মুসলিম ভোট টিকিয়ে রাখতে পারবেন তো? আর তৃণ-মুসলিমগুলো এই মুখ নিয়ে মানুষের দরজায় ভোট চাইতে পারবে তো?

13/08/2025

😔😔😔😔

31/07/2025

কিশোরী মেয়ে বিধায়ক দ্বারা ধ*র্ষিতা। অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার বাবা। থানাতেই পিটিয়ে খু*ন করা হল বাবাকে। সেই খু*নের প্রত্যক্ষদর্শী খু*ন হয়ে গেলেন।

বিচার না পাওয়ার প্রতিবাদে ধ*র্ষিতা আর তার মাকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গায়ে আগুন দিতে হয়। এলাহাবাদ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত একটি মামলা গ্রহণ করে বিধায়ককে গ্রেফতারের নির্দেশ দেয়।
মামলার কাজে আইনজীবীকে নিয়ে গাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় খু*ন হলেন ধর্ষিতার আইনজীবী এবং কাকিমা। ধ*র্ষিতাসহ আরও কয়েকজন গুরুতর ভাবে আহত।

হিন্দি সিনেমা মনে হচ্ছে?
উন্নাও, যোগীরাজ। দেশের প্রথম সন্ন্যাসী মুখ্যমন্ত্রীর স্বর্গরাজ্য।

✍️ Achinta Narayan Chowdhury

25/07/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Delhi Market Aligarh
Chirag Delhi

Telephone

+917602225538

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bash-বাঁশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category