মনেরকুটির - Monerkutir

মনেরকুটির - Monerkutir চেষ্টাটা শুধু ফিরিয়ে আনা বা টিকিয়ে রাখার নয়, চেষ্টাটা শুধু ভালােবেসে ভালাে থাকার ও ভালাে রাখার !✨

10/08/2024

😌❤️
Video(In frame)- Suman Ruj
Follow মনেরকুটির - Monerkutir for more...

তোমাকে একটা কথা বলার আছে যেটা বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল,"মানুষ মারা যায় কখন জানিস?-যখন এই পৃথিবীর কাছে তার প্রয়ো...
09/01/2024

তোমাকে একটা কথা বলার আছে যেটা বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল,

"মানুষ মারা যায় কখন জানিস?
-যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, অথবা তার কাছে পৃথিবীর।"

এজন্য আমি কি করতাম জানো?
প্রতিদিন বাবার বাসায় গিয়ে যেকোনো জরুরি আলাপ তুলতাম কিন্তু শেষ করতাম না; কিছু কথা বাকি রেখে বলতাম, "বাকিটা কালকে.."

তখন বাবা কালকের জন্য অপেক্ষা করা শুরু করতো, ওনার বেঁচে থাকার প্রয়োজন তৈরি হতো।

একসময় আমি খুব নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম, ধীরে ধীরে বাবার কাছে যাওয়া কমে আসতে লাগলো। এবং তখনই আমার ভয় হতে লাগলো - বাবা বোধয় আমার মারা যাবে।

কিছুদিন পর, আমি বাবার কথাটার সত্যতা খুঁজে পেলাম -

মানুষ মারা যায় তখনই, যখন প্রিয়জন এর সাথে তার যোগাযোগহীনতা তৈরি হয়..💔

🎞️ ডুব (২০১৭)

ছবি: CineReel
Follow for more...

তুই পাখি হলেই আমি দরজা খোলা একটা খাঁচা!খাঁচা — রুদ্র গোস্বামীFollow  for more.....
08/01/2024

তুই পাখি হলেই
আমি
দরজা খোলা একটা খাঁচা!

খাঁচা — রুদ্র গোস্বামী
Follow for more.....

- ভুল হয়েছে?- হতেই পারে।- ক্ষমা চাইব?- ক্ষমা করেছি।- ফিরে আসবে?- রাস্তা বন্ধ।- চলে যাবো?- বেঁধে রাখিনি।- থাকতে পারবে?- শ...
05/01/2024

- ভুল হয়েছে?
- হতেই পারে।
- ক্ষমা চাইব?
- ক্ষমা করেছি।
- ফিরে আসবে?
- রাস্তা বন্ধ।
- চলে যাবো?
- বেঁধে রাখিনি।
- থাকতে পারবে?
- শিখে গেছি।

✒️-সুরমিতা
📷- Collected
Follow for more.....

তোমায় খুব পরিপাটি হতে হবে না। আমি নিজেও যে বড্ড অগোছালো। এই দেখো না চুলগুলো এখনো এলেমেলো, চিরুনির ছোঁয়া পায় না দু'দিন হল...
05/01/2024

তোমায় খুব পরিপাটি হতে হবে না। আমি নিজেও যে বড্ড অগোছালো। এই দেখো না চুলগুলো এখনো এলেমেলো, চিরুনির ছোঁয়া পায় না দু'দিন হলো। তাই স্নান শেষে ভুল করে তোয়ালে রোদে না দিলে, আমার চেঁচামেচির ভয় নেই তোমার। নিশ্চিন্তে তুমি থাকতেই পারো।

সবকিছু পই-পই করে হিসেব তোমায় রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হুটহাট ভুলে যাওয়ার রোগ আমারও আছে। তাই কাজের চাপে জন্মদিন কিংবা অ্যানিভার্সারির তারিখ ভুলে গেলে, তোমায় যে কথা শুনতে হবে এসব নিয়ে চিন্তা করতে হবে না। যখন মনে পড়বে তখন দৌড়ে গিয়ে কিছু একটা নিয়ে এসো, তাতেই হবে।

বাজার লিস্ট থেকে দু'একটা জিনিসপত্র না আসলে আমায় রেগে যেতে দেখবে না কখনো। বাবার এই একই অভ্যেস ছিলো তো। তাই ওই বদঅভ্যেসে আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি বহু আগেই। তবুও যদি তুমি মাথা চুলকে কাছে এসে বলো ‘ভুলে গেছি’ তখন আমাকে দেখবে ব্যাগটা ধরে মুচকি হেসে ‘পরে এনো’ বলতে।

তবে, তোমার একটা বদঅভ্যেস তোমায় পরিবর্তন করতেই হবে। এই যে তুমি লিংকিন পার্ক, রাউফ ফাইক ইত্যাদি ইত্যাদি বিদেশি গান শুনে অভ্যস্ত। এসব তোমায় কমাতেই হবে। আমার না রবী, অনুপমের গান দারুণ লাগে। তুমিও চোখ বন্ধ করে শুনো কয়েকবার। দেখবে অন্য কোথাও হারিয়ে যাচ্ছো।

আমায় তুমি খুব ঠুনকো বিষয়ে অভিযোগ করতে দেখবে না। এটা নাই কেন, ওটা ওমন কেন এসব আমার অভ্যেসে নাই। কিন্তু হ্যাঁ, যখন তোমার ভালোবাসা কমে যাচ্ছে বলে আমার মনে হবে তখনই দেখবে আমি কতোটা অভিযোগের পাহাড় নিয়ে বসতে পারি। একটা জীবন আমি যে এই একটু শুদ্ধ, স্বচ্ছ ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই নি। সেটাও যদি কমে যায় আমি বাঁচবো কি করে? বলো?
❤️🌻

• অগোছালো সংসার
✒️:নাবিলা তাসনিম

📷ফটো ক্রেডিট : Gaya kk
Follow for more...

রেখে দেয়ার মানুষদের খুব দরকার জীবনে❤️©দিবসের জলসাঘরFollow  for more....
30/12/2023

রেখে দেয়ার মানুষদের খুব দরকার জীবনে❤️
©দিবসের জলসাঘর
Follow for more....

তুমি সময় করে এসো আমার ঘরে আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে...Typography • আবিদ ফাইয়াজ •Follow  for more...
26/12/2023

তুমি সময় করে এসো আমার ঘরে
আমি ঘর বেঁধেছি তেপান্তরের পরে...

Typography • আবিদ ফাইয়াজ •
Follow for more...

আমাকে ভালবাসতে হবে না, ভালবাসি বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুয়ে দিতে হবে না!কিংবা আমার জন্য রা...
24/12/2023

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না,
মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে
আমার ঠোঁট দুটো ছুয়ে দিতে হবে না!
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও হতে হবে না,
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা করতে হবে না,
কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না,
এত অসীম সংখ্যক "না"এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ করতে হবে
আমি যখন প্রতিদিন
এক বার "ভালবাসি" বলব
তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে
একটু খানি আদর মাখা
গলায় বলবে "পাগলি"
আমি খুব অল্প কিছু চাই- হুমায়ুন আহমেদ
Follow for more....

❤️Share your views on comment✒️✒️Follow us 👉  for moreLike , share and Comment                                          ...
22/12/2023

❤️
Share your views on comment✒️✒️
Follow us 👉 for more

Like , share and Comment

বাবা কখনো ভালোবাসা প্রকাশ করে না,বাবার ভালোবাসা বুঝতে হয়...!❤️©️Rashed ArtFollow  for more...
22/12/2023

বাবা কখনো ভালোবাসা প্রকাশ করে না,বাবার ভালোবাসা বুঝতে হয়...!❤️
©️Rashed Art
Follow for more...

কোনো এক বিভৎস ডিসেম্বরে তোমাকে হারিয়ে ছিলাম🖤©️Share your views on comment✒️✒️Follow us 👉  for moreLike , share and Comme...
15/12/2023

কোনো এক বিভৎস ডিসেম্বরে তোমাকে হারিয়ে ছিলাম🖤
©️
Share your views on comment✒️✒️
Follow us 👉 for more

Like , share and Comment

কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকা...
11/12/2023

কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকাল।

তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয়। সকালে অফিস, দুপুরে চা, সন্ধ্যা গাঢ় হলে বন্ধুদের সঙ্গে কেরাম খেলবো। মাঝেমধ্যে হুটহাট ব্যাগটেগ গুছিয়ে চলে যাবো পাহাড় দেখতে। স্বাভাবিক মানুষের মতোনই যাপন করবো জীবন।

তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব। শেঁকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব?

ছোট্টো বেলায় রেললাইন হতে কুঁড়িয়ে পাওয়া বেড়ালটা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল, তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে। মাঝে মাঝে রাত্তিরে হাতড়ে হাতড়ে নেড়েচেড়ে দেখবো সেগুলো। খুব বেশি দুঃখ হলে ছুটে যাবো রবীন্দ্রনাথের গানের কাছে, তবে তুমি যাহা চাও, তাই যেনো পাও, আমি যত দুঃখ পাই গো..

তোমার শহরে যাবো ব্যাবসায়িক কাজে, অথবা তোমার সুবাধে পরিচিত হওয়া কোন বন্ধুর শেষ জানাজায়। হতে পারে কারণ ছাড়াই যাব।

চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দেকানের পাশে। তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা।

আমি তোমায় পাইনি বলে অন্যকেউ তোমায় পাবে না তা তো নয়। প্রকৃতি অমন যে, একপাশ ভেঙেচুরে নিয়ে অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে, এটাই নিয়ম।

ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না আর, তোমার পছন্দের কবিতার বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে। সন্ধ্যা গড়িয়ে এলো একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটা দিবো। শহরের এইটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না, কেউ না। তুমিও জানবে না।

তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।

ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও...

লেখা: আরিফ হুসাইন
📷: Soumya Das
Follow for more...

Address

Chittaranjan

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনেরকুটির - Monerkutir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মনেরকুটির - Monerkutir:

Share

Category