
22/03/2025
*বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫*
গত ১৯ ও ২০ মার্চ ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে মাই ভারতের অন্তর্গত নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের পরিচালনায় উত্তর দিনাজপুর জেলার দুই দিন ব্যাপী বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৫ অনুষ্ঠানটি আয়োজন করা হলো যেখানে উত্তর দিনাজপুর ছিল নোডাল জেলা এবং দক্ষিণ দিনাজপুর ছিল সংশ্লিষ্ট জেলা। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন যুবক- যুবতীরা একটি বক্ত্রিতা প্রতিযোগিতার মাধ্যমে যুব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের করে। উদ্বোধনী অনুষ্ঠানে যুবক-যুবতীদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন চোপড়া ব্লকের বি.ডি.ও. মাননীয় সমীর মন্ডল মহাশয় এবং সমাপ্তিসূচক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২৫'র রাজ্য কোঅর্ডিনেটর মাননীয় অনুপ বিশ্বাস মহাশয়।