সাদিয়া খানাম - Sadia Khanam

সাদিয়া খানাম - Sadia Khanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাদিয়া খানাম - Sadia Khanam, Digital creator, Delhi, Contai.

“আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন, সেটা নেয়ামত!
আর যেটা দেন না, সেটা হিকমত। যেটা দিয়ে আবার নিয়ে নেন, সেটা পরীক্ষা! আর ধৈর্যের পর যেটা দেন, সেটা কুদরত”।
আলহামদুলিল্লাহ।♡💐
❤️🌷🤍

26/05/2025

“তোমরা যদি মুমিন হয়ে থাকো,
তবে আল্লাহর ওপরেই ভরসা করো।”

[সূরা মায়েদা:— ২৩]

21/05/2025

“সবর কর,যতক্ষণ না আল্লাহ্ ফয়সালা করেন, আর তিনিই উওম ফয়সালাকারী”।
(সূরা ইউনুস:- ১০৯)
🍂

11/04/2025

হে মুমিনগণ! তোমরা ধৈর্য্য ধরো ও ধৈর্য্য এ অটল থাকো এবং পাহারায় নিমজ্জিত থাকো। আর আল্লাহ্কে ভয় করো, যাতে তোমরা সফল হও।
(সুরা আল ইমরান:- ২০০)

10/04/2025

“সুন্দর দিনগুলো শুধু তোমার কাছে আসবে না, তোমাকেই সেগুলোর দিকে হাঁটতে হবে”।
💯
[জালালউদ্দিন রুমি]🥀

03/04/2025

আপনাকে মেনে নিতে হবে পৃথিবীতে আপনি খুব একা।নতুবা আপনি একজন বোকা!
🥀💯

31/03/2025

“সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা”।💐
ঈদ মোবারক🌙❤️

30/03/2025

“জান্নাতে একটি দরজা আছে যাকে বলা হয় রাইয়ান।এই দরজা দিয়ে কিয়ামাতের দিন একমাত্র রোজাদার লোকেরাই প্রবেশ করবে।”
🌷
[বুখারী ও মুসলিম]

27/03/2025

“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।”
[আবূ দাউদ]🌿

26/03/2025

“রামদান হলো সেই মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে। যা মানুষের জন্য সুপথ প্রদর্শক ও সুপথের স্পষ্ট ব্যাখ্যা এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী”।
🌿
(সুরা বাক্বারাহ:— ১৮৫)

23/03/2025

‘কীভাবে সবর করব?’
—“ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন, সেভাবে। দিনটা যতো দীর্ঘই হোক, আপনি নিশ্চিতভাবেই জানেন যে, মাগরিবের আযান শোনা যাবেই”।
🌿

22/03/2025

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ
فَاعْفُ عَنِّي.🤲
“হে আল্লাহ!! আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।”
[তিরমিযী:— ৩৫১৩]

21/03/2025

“এই মাস মালিকের সেরা উপহার অবহেলা করে তাকে হারাবো না আর। সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন, ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।”
🌿💐

Address

Delhi
Contai
CONTAI,721401

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদিয়া খানাম - Sadia Khanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদিয়া খানাম - Sadia Khanam:

Share