Coastal khabar

Coastal khabar সঠিকটাই তুলে ধরে, তাই সবাই ফলো করে।

04/12/2025

দীঘায় শিক্ষামূলক ভ্রমণে পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

02/12/2025

"আমরা চাইছি নন্দীগ্রামে দাঁড়াক " প্রলয় পাল

01/12/2025

খেজুরীর বাঁশগোড়ায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন

30/11/2025

সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে ভয়াবহ নারী নির্যাতনের বিরুদ্ধে আগামী ৯ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রার সমর্থনে রবিবার কাঁথি শহরে সাংবাদিক সম্মেলন করল অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটির কাঁথি শাখা। আগামী ১১ ডিসেম্বর পুরনো আউটডোর থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত একটি অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হবে।

28/11/2025

*মেচেদায় রেলের নতুন GRP আউট পোস্টের উদ্ভোধন*

পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া জি আর পি এস, খড়্গপুর জিআরপি ডিস্ট্রিক এর উদ্যোগে মেছেদা জি আর পি আউট পোস্টের শুভ উদ্বোধন হয়। জি আর পি পোস্টের ফিতা কেটে উদ্বোধন করেন রেলের আইজিপি আইপিএস দেবব্রত দাস, অ্যাডিসনাল এস আর পি খড়্গপুর দেবশ্রী সান্যাল। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা শহর। আর সেই শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো মেচেদা রেল স্টেশন। সেই মেচেদা রেল স্টেশনের যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউট পোস্টের উদ্বোধন হয়। রেল স্টেশনে নিরাপত্তার কথা মাথায় রেখে পাঁশকুড়া জিআরপি থানার উদ্যোগে মেছেদায় নতুন জিআরপি আউটপোস্ট তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ন মেছেদা রেল স্টেশন চত্বরে যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফ আই আর করতে বা পুলিশি অভিযোগ করতে যেতে হতো মেচেদা থেকে ২০ কিলোমিটার দূরে পাঁশকুড়া জি আর পিতে। এবার মেছেদায় যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদা জি আর পি আউটপোস্টেই অভিযোগ করতে পারবে যাত্রীরা। এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহন করতেও পারবে জি আর পি পুলিশ।

28/11/2025

উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফুড কার্নিভাল কলেজে

মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ এবং ইনস্টিটিউট অফ ইনোভেশন কাউন্সিলের যৌথ উদ্যোগে মঙ্গলবার মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ৩য় ফুড কার্নিভাল। এবছর ছাত্র-ছাত্রীদের নানা পদের মোট ৪০টি স্টল বসে। খাদ্য তালিকায় নতুন নতুন বেশি-বিদেশি থেকে চাইনিজ এবং ভারতীয় খাওয়ারের শতাধিক পদে সেজে উঠে কলেজ মাঠের ফুড ফেস্টিভ্যাল প্রাঙ্গণ। যা ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগ ও সৃজনশীলতায় সাজিয়ে তোলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভগবানপুর-২ ব্লকের বিডিও শুভদীপ চট্টোপাধ্যায়, ভগবানপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ স্বপন কুমার মিশ্র।উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ডঃ অপূর্ব গিরি এবং আই আই সি এর আহ্বায়ক ডঃ বিধান চন্দ্র' সামন্ত। অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্যম, সৃজনশীলতা এবং বাস্তব শিক্ষার প্রতি আগ্রহকে সাধুবাদ জানান। এই ফুড কার্নিভালের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মাঝে উদ্যোক্তার মানসিকতা
গড়ে তোলা। আয়োজকদের মতে, এই কর্মসূচির উদ্দেশ্য "শুধু চাকরি প্রার্থী নয়, বরং চাকরি প্রদানকারী হিসেবে নিজেদের তৈরি করা। "বিভিন্ন খাদ্যপদে পুষ্টিকর ও সৃজনশীল খাদ্য সাজানোর মাধ্যমে প্রতিটি স্টলই আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও দর্শনার্থীদের ভিড়ে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর। পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মতে, এ ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের মার্কেটিং, বাজেট তৈরি,
যোগাযোগ দক্ষতা, গ্রাহক ব্যবস্থাপনা প্রভৃতি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়, যা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার পথে অত্যন্ত সহায়ক। দিনের শেষে সকলের প্রশংসা কুড়িয়ে সফলভাবে সমাপ্ত হয় এ বছরের ফুডও কার্নিভাল। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান ডঃ অপূর্ব গিরি বলেন, বিশেষ করে চাকরির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উদ্যোগপতি গড়ে তুলতে এই ফুড কার্নিভাল। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্র বলেন, চাকরির মন্দার বাজারে ছাত্র ছাত্রীটা যাতে স্বনির্ভরতার মাধ্যমে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারে সেই লক্ষ্যেই কলেজের এই ধরনের ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে ছাত্রছাত্রীরা চাকরি মুখী না থেকে স্বনির্ভরমুখী হয়।

28/11/2025

*ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন, স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন বিডিও স্বংয়।*

ভগবানপুর ২ ব্লকের বরোজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলিয়া প্রাথমিক
স্বাস্থ্যকেন্দ্রে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে চালু হলো ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। মোবাইল ভ্যান এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দুয়ারে পরিষেবার লক্ষ্যে ম্যালেরিয়া, সুগার, হিমোগ্লোবিন, ইসিজি সহ বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করা হচ্ছে রোগীদের। যাতে করে প্রত্যন্ত অঞ্চলে রোগীরা দুয়ারে ভ্রাম্যমান চিকিৎসার সুযোগ পাচ্ছেন । এদিন শিমুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে প্রায় শতাধিক রোগী চিকিৎসা করান এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। এদিন ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিডিও শুভদীপ চ্যাটার্জী। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, বরোজ গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু, নার্স থেকে শুরু করে আশা কর্মীরা। ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে শিমুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিসেবা খতিয় দেখেন বিডিও নিজেই । তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রে সব ধরনের চিকিৎসা হচ্ছে রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন। সেইসঙ্গে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে অত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই ভ্রাম্যমান দুয়ারে চিকিৎসা কেন্দ্রে রোগীদের যথেষ্ট ভিড় রয়েছে। মানুষ উৎসাহের সঙ্গে এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন। আগামী দিনে এই পরিষেবা প্রত্যন্ত মানুষের খুব উপকারে লাগবে।

27/11/2025

বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং এস আই আর এর চক্রান্তের প্রতিবাদে ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের মহামিছিলে তৃণমূল নেতা মানব পড়ুয়া কি বললেন শুনুন

26/11/2025

বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং এস আই আর এর চক্রান্তের প্রতিবাদে ভগবানপুর ২ ব্লকের মাধাখালিতে তৃণমূল কংগ্রেসের মহামিছিলে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কি বললেন শুনুন

24/11/2025

২৪ শে নভেম্বর ২০১০ হার্মাদমুক্ত দিবস স্মরন বাঁশগোড়ায়

Address

Khejuri
Contai
721430

Alerts

Be the first to know and let us send you an email when Coastal khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coastal khabar:

Share