Coastal khabar

Coastal khabar সঠিকটাই তুলে ধরে, তাই সবাই ফলো করে।

29/07/2025

পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় লোকশিল্পীদের কর্মশালা পুতুল নাচ

*পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো লোকশিল্পীদের কর্মশালা*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী...
29/07/2025

*পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো লোকশিল্পীদের কর্মশালা*

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার - এর আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের করণের সভাকক্ষে আজ থেকে শুরু হল তিনদিন ব্যাপী আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। রাজ্য সংগীত, স্বাগত ভাষণ, উদ্বোধনী সংগীত এবং সম্মাননীয় অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালাটি উদ্বোধিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী কর, পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দ কুমার মিশ্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ সুমিত্রা পাত্র এবং পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য সাথী প্রকল্প আধিকারিক শুভ সিনহা রায় প্রমুখ।

26/07/2025

*মারিশদা থানায় "আন্তরিক" প্রচেষ্টা শিবিরের মাধ্যমে হারিয়ে যাওয়া মুঠোফোন ফেরানো হল*

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আয়োজনে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য মারিশদা থানায় "আন্তরিক" প্রচেষ্টার এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়।কাঁথি মহকুমা এলাকার সমস্ত থানার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি র এসডিপিও দিবাকর দাস, কাঁথি থানার আইসি, ভূপতিনগর থানার সিআই, মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল সহ অন্যান্য পুলিশকর্মীরা। এদিন হারানো মোবাইল ফিরে পেয়ে যথেষ্ট খুশি হন প্রত্যেকে। তারা বলেন মোবাইল হারিয়ে গেলে পুলিশ চেষ্টা করলে আমাদের মোবাইল উদ্ধার করে দিতে পারে। তাই পুলিশের প্রতি আমাদের ভরসা রাখা উচিত। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, মোবাইল হারানোর অভিযোগের ভিত্তিতে গত কয়েক সপ্তাহে ১৬০টি স্মার্টফোন আমরা উদ্ধার করতে পেরেছি। অতীতেও আমরা মোবাইল উদ্ধার করে ফেরত দিয়েছি। মানুষের সাথে থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ করে যাব।

13/07/2025

খেজুরী-২ ব্লকের পশ্চিম ভাঙ্গনমারী এলাকার অনুষ্ঠান স্থলের ভাইরাল ভিডিও ফুটেজ প্রকাশ্যে। এই ভাইরাল ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি কোষ্টাল খবর।

12/07/2025

খেজুরিতে দুজনের মৃ*ত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিছক দুর্ঘটনা নাকি খু*ন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন

06/07/2025

হেঁড়িয়া পাল মোটর ট্রেনিং স্কুলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সেইসঙ্গে সামাজিক বৃক্ষরোপণ প্রকল্প ও চারাগাছ প্রদান করা হয়। সকাল থেকে শিবিরে প্রায় ৫৫ জন রক্তদান করেন। কাঁথি ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করেন। পাশাপাশি প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। খেজুরির হেঁড়িয়াতে পাল মোটর ট্রেনিং স্কুল প্রাঙ্গনে এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁথি ব্লাড ব্যাংকের ডাক্তার ডঃ অনিরুদ্ধ মিধ্যা, হেঁড়িয়া আই সি শেখ আসিফ উদ্দিন, ওসি ট্রাফিক রাকেশ দেবনাথ, পাল মোটরের কর্ণধার জয়ন্ত পাল, বিশিষ্ট সমাজসেবী বিমান নায়েক, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদর্শন রাউত, বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন পঞ্চায়েত প্রদীপ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টবর্গ। সংস্থার কর্ণধার জয়ন্ত পাল বলেন, বেশ কয়েক বছর ধরে পাল মোটর ট্রেনিং স্কুলে রক্তদান করে আসছি। ছাত্রছাত্রীদের উৎসাহিত করে পাশাপাশি রক্তদান শিবিরে রক্তদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

05/07/2025

দীঘায় মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবকে রথে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে

29/06/2025

খেজুরিতে সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় জয়কার।
খেজুরি দু'নম্বর ব্লকের কশতলা দ্বারিকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি।
এই সমবায় সমিতির নির্বাচনের ফলাফলে নটি আসনের মধ্যে নটি আসনেই জয়লাভ করেছে বিজেপি।

26/06/2025

দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার প্রস্তুতি ঘুরে দেখে রথযাত্রার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথযাত্রা সম্পর্কে যা বললেন

26/06/2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার প্রস্তুতি ঘুরে দেখলেন।

26/06/2025

Address

Khejuri
Contai
721430

Alerts

Be the first to know and let us send you an email when Coastal khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coastal khabar:

Share