04/08/2025
🤱আমি মা হয়েছি...
তার সাথে সম্পূর্ণভাবে নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছি।
শুরুতে হঠাৎ করেই নিজের এমন শারীরিক পরিবর্তন মেনে নিতে কষ্ট হলেও,
যেদিন ওর ছোট্ট ছোট্ট হাতগুলো স্পর্শ করেছিলাম...
তখন বুকের ভেতর কেমন প্রজাপতির ডানার মতো উড়ছিল।
কি এক অদ্ভুত ভালোলাগার অনুভূতি।
যেই আমি নিজেকেই সামলাতে পারি না,
তার উপর একটা ছোট্ট প্রাণের দায়িত্ব।
এই আমি 'মা' 💖
এই একটা বাক্য যেন আমার সমস্ত জীবন পাল্টে দিয়েছে।
আগে আমার সকাল হতো ঘুমঘুম চোখে,
এখন হয় একটুকরো মুখের দিকে চেয়ে।
আগে আমার রাতের ঘুম ছিল বিশ্রাম,
এখন তা একটানা তাকিয়ে থাকার আর হৃদয়ে হাহাকার হওয়ার নাম।
ও নিঃশ্বাস নেয়, আমি কান পেতে শুনি।
ও কাঁদে, আমার বুকের ভেতরটা যেন চিৎকার করে ওঠে।
ও হাসে… আর আমি এক অজানা আনন্দ অনুভব করি। 🌼
এই ছোট্ট মানুষটা যেন আমার সমস্ত পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে।
আমি যেন নতুন করে চিনছি ‘ভালোবাসা’ শব্দটা।
এটা আর কোনো আবেগ নয়,
এটা এখন আমার হাত দিয়ে খাওয়ানো, রাতভর কোলে ঘুম পাড়ানো 🌿
মাঝেমধ্যে খুব কষ্ট হয়!
ও যখন ঠিকমতো খায় না, ঘুমায় না, বা অসুস্থ থাকে,
তখন তার বাবা কিংবা আমারও ঘুম থাকে না।
আমি ছবি তুলি, শব্দ রেকর্ড করি, কারণ আমি জানি—
এই মুহূর্তগুলো আবার আসবে না।
আজ যে ছোট্ট হাত আমার আঙুল ধরে,
কাল সে নিজেই চলবে, দূরে যাবে...
প্রকৃতির নিয়মে ধীরে ধীরে তার আর আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে।
আর আমি দূর থেকে তাকিয়ে থাকব।❤️🩹
আমি চাই, ও যখন বড় হবে,
এই ছবিগুলো দেখে বুঝুক...
ওর প্রতিটা নিঃশ্বাসে আমি আর তার বাবা বেঁচে ছিলাম,
প্রতিটা চোখের চাহনিতে আমরা নিজেকে রেখে এসেছিলাম।
আমি ওকে শুধু জন্ম দিইনি...
আমি ওকে প্রতিটি দিনে, প্রতিটি রাতে, প্রতিটি ভালোবাসায় লালন করেছি।
যে নিঃশর্ত, নির্বাক, অথচ সবচেয়ে গভীর ভালোবাসার আরেক নাম।
যে ভালোবাসা প্রকাশের ভাষা খোঁজে না,
শুধু বুকের মধ্যে নীরবে প্রতিদিন জন্ম নেয়।
এটাই আমার নতুন আমি।
এটাই আমার সবচেয়ে সত্যি, সবচেয়ে নিখাদ পরিচয়।
আমি মা…
আর ও!!!
ও আমার পুরো পৃথিবী। 🤱🌸