
04/07/2025
রবি কুমার এবং শান্তি বাঈ দু'জন পাকিস্তানি হিন্দু। ভারতে আসার প্রাণপণে চেষ্টা চালিয়েছেন, কিন্তু প্রায় দু'বছর চেষ্টা করেও পাকিস্তানি আধিকারিকদের অসহযোগিতা ও গড়িমসির জন্য কাগজপত্র গোছাতে পারেননি। সব শেষে কোন উপায় না দেখে পায়ে হেঁটে থর মরুভূমি পার করে ভারতে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়, মরুভূমির তীব্র দাবদাহে প্রাণ ত্যাগ করেন। পরে তাদের দেহ দেখতে পাওয়া যায় ও জয়সলমীরে ওনাদের আত্মীয়রা খবর পেয়ে শেষকৃত্য সম্পন্ন করেন।
সারা বিশ্বে হিন্দুদের হোম ল্যান্ড এক মাত্র ভারত। তাই প্রাণের ঝুঁকি নিয়েও হিন্দুরা উদ্বাস্তু হয়ে এখানে আসতে চায় সসম্মানে জীবনযাপন করার জন্যে, অথচ এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দুদের কিছু অংশের এই বিষয়ে সচেতনতা কম; জনগোষ্ঠী বিন্যাস বদলে যাওয়ায় কি বিপদ অপেক্ষা করছে, এখনো উপলব্ধি করতে পারছেন না।
আমি সকল হিন্দুদের কাছে আগ্রহ প্রকাশ করতে চাই, আপনারা উদ্বাস্তু হিন্দুদের পরিণতি লক্ষ্য করুন আর ভাবুন ভারত হিন্দুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, তাই এই পরিবেশ রক্ষা করা আমাদের কর্তব্য।
আমি রবি কুমার এবং শান্তি বাঈ এর অকাল ও হৃদয় বিদারক মৃত্যুতে অত্যন্ত ব্যথিত, ওনাদের আত্মার শান্তি কামনা করি।
ওঁ শান্তি 🙏
#হিন্দু_হিন্দু_ভাই_ভাই