Khejuri Live-খেজুরী লাইভ

Khejuri Live-খেজুরী লাইভ ONLINE NEWS PORTAL
খেজুরী লাইভ হল আপনার কণ্ঠ।
খবর জানান ফোন অথবা হোয়াটসঅ্যাপে 7872144541 এই নাম্বারে।
(1)

06/08/2025

প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে-মিলে রাজকীয় খাওয়ার।

শুধু ডাল, সোয়াবিন কিংবা ডিম, ভাত নয়। বাড়ির মত সপ্তাহের বিভিন্ন দিন লোভনীয় খাওয়ার তৈরি হয়। কখনও বিরিয়ানি, ফায়েড রাইস, চিলি চিকেন, ইলিশ মাছ, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, তালের বড়া, দুধ,পায়েস থেকে দই মিষ্টি প্রায় সব ধরনের আকর্ষণীয় খাবার তৈরি হয়। এই খাওয়ারের নাম শুনে ভাবছেন নাকি কোনও রেস্তোঁরার কথা? না, এই খাওয়ার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়। মিড ডে মিলের টাকার সাথে শিক্ষক-শিক্ষিকারা টাকা দিয়ে সপ্তাহের ৬দিন রুটিন মাফিক খাওয়ারের ব্যবস্থা করেন। খেজুরী-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার পূর্ব আলিচক নিউ প্রাথমিক বিদ্যালয়ে রাজকীয় খাওয়ার দেওয়া হয় মিড ডে মিলে। চলুন শুনে নিই প্রধান শিক্ষক মিঠুন পড়্যার কথা।

05/08/2025

শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের সময়ের ভিডিও। পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভাইরাল ভিডিও।

কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী আক্রমণ! বিস্তারিত প্রথম কমেন্টে।
05/08/2025

কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী আক্রমণ! বিস্তারিত প্রথম কমেন্টে।

04/08/2025

বরাদ্দ অর্থ তোলা হয়ে গিয়েছে সাবার্সিবল পাম্প বসানোর নামে। পাম্প বসাতো দুরস্ত ইটের হদিস ও ছিল না। জানাজানি হতেই রাতারাতি কংক্রিটের দেওয়াল তৈরির কাজ শুরু। খেজুরী-২ ব্লকের নিজকসবা পঞ্চায়েতের রায়পুর গ্রামের ঘটনা। দুর্ণীতির অভিযোগে সরব তৃণমূল নেতৃত্বরা।

অভিন্ন- এর আবেদনআগামী ১৩ই আগস্ট, ২০২৫ বুধবার রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। খেজুরী-১ ব্লকের দেউলপোতায় এই শিবিরে আসুন, রক্তদ...
03/08/2025

অভিন্ন- এর আবেদন

আগামী ১৩ই আগস্ট, ২০২৫ বুধবার রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। খেজুরী-১ ব্লকের দেউলপোতায় এই শিবিরে আসুন, রক্তদান করুন।

02/08/2025

রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত পুরুলিয়ার দুখু মাঝির দুঃখের জীবনযাত্রার কাহিনি। ভিডিও সৌজন্যে: দীল খান।

উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে বিশেষ আবেদন উজান ওয়েলফেয়ার ট্রাস্টের নামে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি বর্তমানে  শিক্...
02/08/2025

উজান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে বিশেষ আবেদন

উজান ওয়েলফেয়ার ট্রাস্টের নামে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি বর্তমানে শিক্ষার্থী এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতিষ্ঠান lআমাদের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পূর্ব মেদিনীপুরের খেজুরীতে l শিক্ষা - স্বাস্থ্য - সংস্কৃতি - পরিবেশ ও সচেতনতার মানোন্নয়নের লক্ষ্যে সারাবছর ধারাবাহিকভাবে কাজ করছি ২০১৯ সাল থেকে l উল্লেখযোগ্যভাবে প্লাস্টিক দূষণ প্রতিরোধ, বৃক্ষ রোপণ ও পরিচর্যা,দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরণ,ক্যারিয়ার কাউন্সেলিং, অবলা ও বন্য প্রাণ সংরক্ষণ,জল সংরক্ষণ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সকলের পাশে থাকা,সাইবার ক্রাইম থেকে সজাগ থাকতে সচেতনাভিযান , শিক্ষার্থীদের মোবাইলের অপব্যাবহার রুখতে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে উৎসাহ প্রদানের পাশাপাশি প্রতি মাসে একটি করে রক্তদান শিবির এবং আমিত্ব নয় আমরাতে আস্থাবানে বদ্ধপরিকর l

আগামী ১৩ ই আগস্ট উজান ৭ তম বর্ষে পদার্পণ করবে l এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে l থাকছে ম্যারাথন দৌড়, গ্রন্থাগার কক্ষর দ্বারোদঘাটন,মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকারকরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সেনা জওয়ানদের সংবর্ধনা, ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারকে আর্থিক সহযোগিতা,৫০০ বৃক্ষ রোপণ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান l
এই উদ্যোগকে সফল রূপদান দিয়ে সামাজিক কাজকর্মকে উৎসাহিত করতে ফেসবুকে আমার বন্ধু তালিকায় থাকা সকলকে অংশগ্রহণ, পরার্মশ ও আর্থিক সহযোগিতা করবার জন্য আবেদন জানাচ্ছি l

আপনার সমস্যা জানাতে আজই হোয়াটসঅ্যাপ করুন বিধায়ককে। জনসাধারণের জন্য বিধায়কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট।
02/08/2025

আপনার সমস্যা জানাতে আজই হোয়াটসঅ্যাপ করুন বিধায়ককে। জনসাধারণের জন্য বিধায়কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

খেজুরী-১ ব্লক এলাকার কবে কোথায় আমাদের পাড়া, আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প হবে? জানুন বিস্তারিত 👇👇
02/08/2025

খেজুরী-১ ব্লক এলাকার কবে কোথায় আমাদের পাড়া, আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প হবে? জানুন বিস্তারিত 👇👇

'আমাদের পাড়া, আমাদের সমাধান'। খেজুরী-২ ব্লক এলাকার কোন পাড়ায় কবে সমাধানের ক্যাম্প হবে❓আপনার এলাকায় কবে ❓রইল বিস্তারিত ত...
01/08/2025

'আমাদের পাড়া, আমাদের সমাধান'। খেজুরী-২ ব্লক এলাকার কোন পাড়ায় কবে সমাধানের ক্যাম্প হবে❓আপনার এলাকায় কবে ❓রইল বিস্তারিত তালিকা 👇👇

খেজুরী-১ পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় ত্রিপল প্রদান অনুষ্ঠান হল। পঞ্চায়েত সমিতির সভাগৃহে ৮০জন দিব্যাঙ্গদের হাতে ত্রিপল ...
01/08/2025

খেজুরী-১ পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় ত্রিপল প্রদান অনুষ্ঠান হল। পঞ্চায়েত সমিতির সভাগৃহে ৮০জন দিব্যাঙ্গদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। খেজুরী-১ ব্লকের বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ জনপ্রতিনিধিরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

স্বেচ্ছামৃত্যু চায় তৃণমূল কর্মীর পরিবার Khejuri Live: পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে স্থানীয় 'মাতব্বরদের' প্রভাব এখনও যথেষ্ট...
01/08/2025

স্বেচ্ছামৃত্যু চায় তৃণমূল কর্মীর পরিবার



Khejuri Live: পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে স্থানীয় 'মাতব্বরদের' প্রভাব এখনও যথেষ্ট। পারিবারিক বিবাদ থেকে শুরু করে ব্যক্তিগত বিষয়, সবেতেই তাদের হস্তক্ষেপ দেখা যায়। মজার বিষয় হল, এই মাতব্বরদের রাজনৈতিক আনুগত্য সময়ের সাথে পাল্টেছে। একসময় যারা সিপিএম করতেন, তাদের অনেকেই এখন তৃণমূল বা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাদের মাতব্বরি কমেনি। সম্প্রতি, দিঘা মোহনা কোস্টাল থানার মৈত্রাপুর গ্রামের তৃণমূল কর্মী হরিশচন্দ্র রাউত ও তাঁর পরিবার এই মাতব্বরদের রোষানলে পড়েছেন। তাঁদের বাড়ির অবস্থা খুবই খারাপ। সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেলেও পারিবারিক জমিজটের কারণে কাজ শুরু করতে পারছেন না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের অন্য শরিকরা তাতে বাধা দিচ্ছে। আর তাতে মদত দিচ্ছে মাতব্বররা। এই বিবাদের জেরে হরিশচন্দ্র রাউতের পরিবারের চারজন সদস্য আক্রান্ত হয়েছেন। বাড়িতেও তাঁদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে অসহায় পরিবারটি শুক্রবার স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে কাঁথির মহকুমাশাসক এবং গ্রামীণ কাঁথির অতিরিক্ত পুলিশ সুপারের কাছে হাজির হন। মহকুমাশাসক তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি স্থানীয় থানার পুলিশকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জমিজট সমাধানের জন্য বলেছেন। কিন্তু প্রশ্ন হল, প্রশাসনের এই পদক্ষেপ কি সত্যিই মাতব্বরদের দাপট কমাতে পারবে? এখন এই গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হরিশচন্দ্র রাউতের পরিবারের সদস্যরা।
প্রতিবেদন ও ছবি: যজ্ঞেশ্বর জানা

Address

Heria Atmaram Chak

Alerts

Be the first to know and let us send you an email when Khejuri Live-খেজুরী লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khejuri Live-খেজুরী লাইভ:

Share