06/08/2025
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে-মিলে রাজকীয় খাওয়ার।
শুধু ডাল, সোয়াবিন কিংবা ডিম, ভাত নয়। বাড়ির মত সপ্তাহের বিভিন্ন দিন লোভনীয় খাওয়ার তৈরি হয়। কখনও বিরিয়ানি, ফায়েড রাইস, চিলি চিকেন, ইলিশ মাছ, মুরগির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, তালের বড়া, দুধ,পায়েস থেকে দই মিষ্টি প্রায় সব ধরনের আকর্ষণীয় খাবার তৈরি হয়। এই খাওয়ারের নাম শুনে ভাবছেন নাকি কোনও রেস্তোঁরার কথা? না, এই খাওয়ার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়। মিড ডে মিলের টাকার সাথে শিক্ষক-শিক্ষিকারা টাকা দিয়ে সপ্তাহের ৬দিন রুটিন মাফিক খাওয়ারের ব্যবস্থা করেন। খেজুরী-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার পূর্ব আলিচক নিউ প্রাথমিক বিদ্যালয়ে রাজকীয় খাওয়ার দেওয়া হয় মিড ডে মিলে। চলুন শুনে নিই প্রধান শিক্ষক মিঠুন পড়্যার কথা।