23/10/2025
জাহানাবাদ পুলধার শ্যামাপূজা কমিটির শ্যামা পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। প্রথম দিন শ্যামা মায়ের পূজা ও সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরিবেশিত হয় শতবর্ষে ভারতরত্ন ভূপেন হাজারিকা ও সার্ধ শতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি,গীতি আলেখ্য-"মানুষ মানুষের জন্য।" তারপর সংগীত পরিবেশন করেন বেতার ও দূরদর্শণ খ্যাত শিল্পী শুভজ্যোতি শীট।
দ্বিতীয় দিন অঙ্কন প্রতিযোগিতায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সকাল ১১টা থেকে "নরনারায়ণ সেবা" প্রায় পৌনে ছয় হাজার মানুষ অন্যপ্রসাদ গ্রহণ করে, এবং বিকেলে "দর্শন আই কেয়ার ইনস্টিটিউট" এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, প্রায় ৬৭ জন দুঃস্থ মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অপস্ট্রোমেট্রিস্ট ডক্টর দীপঙ্কর বাগ।
তারপরেই অনুষ্ঠিত হয় যাত্রাপালা নিউ ভারতজয়ী অপেরা পরিবেশিত যাত্রাপালা-বৃদ্ধা শ্রমের শেষ চিঠি। তৃতীয় দিন বিকেলে আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণ ছিল গীতিনাট্য "নারী রূপেন''।
চতুর্থ দিনে সকাল ১১ টায় #ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, এদিন ৩১ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি শুধুমাত্র এলাকার সীমাবদ্ধ থাকেনি, রাজ্য ছাড়িয়ে উত্তর প্রদেশ, বাঁকুড়া এবং কাঁথি থেকেও বেশ কিছু প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করেন উত্তরপ্রদেশের ছেলে রাজকুমার, সে প্রায় ১৩ মিনিট ৫৫ সেকেন্ডে পাঁচ কিলোমিটার পথ দৌড় শেষ করেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করে কাঁথি এবং হলুদবাড়ির প্রতিযোগীরা। মোট পাঁচজনকে পুরস্কৃত করা হয়। ঐদিন বিকেলে ছিল বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা, আলোচনাতে অংশগ্রহণ করেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ মিহির কুমার প্রধান, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল ও শক্তিপ্রসাদ জানা। উপস্থিত ছিলেন পুজো কমিটির পৃষ্ঠপোষক রবিশঙ্কর মন্ডল, সভাপতি পুলক মাইতি, সম্পাদক তুহিন মাইতি, ক্রীড়া সম্পাদক বোধিসত্ত্ব মাইতি, কোষাধক্ষ্য বটতরু মাইতি অন্যান্য সদস্য প্রশান্ত দাস, অরিজিৎ মিশ্র, অনিরুদ্ধ মাইতি, অনির্বাণ দাস, প্রবীণ বেরা, সৌমেন বেরা, তারাশঙ্কর মন্ডল। সমগ্র অনুষ্ঠানগুলি সঞ্চালনা করেন শিবশংকর মন্ডল।