Khejuri Live-খেজুরী লাইভ

Khejuri Live-খেজুরী লাইভ ONLINE NEWS PORTAL
খেজুরী লাইভ হল আপনার কণ্ঠ।
খবর জানান ফোন অথবা হোয়াটসঅ্যাপে 7872144541 এই নাম্বারে।
(1)

গাড়ির ফিটনেস ফেল, বৈধ কাগজ নেই। পুলিশ লিখেই গড়ছে চাকা!বিধায়ক শওকত মোল্লার পাইলট গাড়ির ধাক্কায় মৃ*ত্যু হয়েছে বাইক আরোহীর।...
02/09/2025

গাড়ির ফিটনেস ফেল, বৈধ কাগজ নেই। পুলিশ লিখেই গড়ছে চাকা!
বিধায়ক শওকত মোল্লার পাইলট গাড়ির ধাক্কায় মৃ*ত্যু হয়েছে বাইক আরোহীর। শওকত মোল্লার কথায় চলতি পথে গাড়ির এক্সেলেটর ভেঙে গিয়ে দুর্ঘ*টনা ঘটে।
পুলিশের পাইলট গাড়িটি পরিবহন দফতর বাতিল করেছে। ফিটনেস নেই, ইন্সুইরেন্স, ট্যাক্স, পলিউশন ফেল গাড়িটির। ১৬বছর বয়স এই গাড়িটি চালাচ্ছে খোদ পুলিশ, তাও আবার বিধায়কের পাইলট কার হিসেবে! পুলিশ কিভাবে এরকম বাতিল হওয়া গাড়ি ব্যবহার করছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

02/09/2025

ভেঙে গেল পাইলট কারের এক্সেলেটর! পাইলট কারের ধাক্কায় মৃ*ত্যু বাইক আরোহীর।
বিধায়ক শওকত মোল্লার পাইলট কার ঘিরে উঠছে প্রশ্ন? পরিবহন দফতরের তরফে বাতিল করা গাড়ি, কোনও কাগজ ছাড়াই কিভাবে পুলিশ গাড়িটিকে ব্যবহার করছে? উঠছে প্রশ্ন।

02/09/2025

বিধানসভা থেকে সাসপেন্ড নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

02/09/2025

পরীক্ষা ছাড়াই ২০১৬ সালের প্যানেলের যোগ্য শিক্ষকদের পুনরায় সসম্মানে চাকরিতে পুনর্বহাল করার দাবি। আগামী ৪ঠা সেপ্টেম্বর বিধানসভা চলো-র ডাক দিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

02/09/2025

চাকরি চুরি! পূর্ব মেদিনীপুর জেলার দুর্ণীতিগ্রস্ত নেতাদের হয়ে তমলুকে ক্ষমা চাইলেন তৃণমূলের কাউন্সিলর পার্থসারথী মাইতি।

02/09/2025

দীঘা থেকে ফেরার পথে হেঁড়িয়াতে পথ দু*র্ঘ*টনা। মৃ*ত্যু মহিলা পর্যটকের। আ*শ*ঙ্কা*জনক অবস্থায় তমলুক হাস*পা*তালে ভর্তি বাইক চালক।

02/09/2025

মহাকরণের সামনে সেনার গাড়ি আটকাল হেয়ারস্ট্রিট থানার পুলিশ! নো রাইট টার্ন। বিপদজনকভাবে গাড়ি চালানোর দাবি পুলিশের। আটক গাড়ি, থানায় সেনা আধিকারিকরা।

সব আলো জ্বলবে কবে?
02/09/2025

সব আলো জ্বলবে কবে?

01/09/2025

তৃণমূলের প্রতিবাদ মঞ্চ অবৈধ দাবি সেনার। সেনা বাহিনীর তরফে ২দিনের অনুমতি পেলেও প্রায় মাসখানেক বাঁধা আছে মঞ্চ! সেনাবাহিনীর কথায়,বারবার মঞ্চ খোলার কথা জানানো হলেও নির্বিকার পুলিশ। ঘটনাকে ঘিরে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক, প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। সেনাবাহিনীর অপমানের প্রতিবাদে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান শুভেন্দু অধিকারীর।

01/09/2025

মুখ ফসকে বিপত্তি! নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ থেকে যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ স্লোগান। ক্ষমা চাইলেন তৃণমূল নেতা মহাদেব বাগ।

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী গেরুয়া শিবির।নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া সম...
31/08/2025

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী গেরুয়া শিবির।

নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে ১২-০ ফলাফলে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন।

Address

Heria Atmaram Chak

Alerts

Be the first to know and let us send you an email when Khejuri Live-খেজুরী লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khejuri Live-খেজুরী লাইভ:

Share