Khejuri Live-খেজুরী লাইভ

Khejuri Live-খেজুরী লাইভ All content provided by this channel is meant for an educational purpose only”.

ONLINE NEWS PORTAL
খেজুরী লাইভ হল আপনার কণ্ঠ।
খবর জানান 7872144541 এই নাম্বারে।
Disclaimer:
“This channel does not promote any violent, harmful or illegal activities.

সুবর্ণ সুযোগ, বাড়ল ধামাকা অফার।
28/10/2025

সুবর্ণ সুযোগ, বাড়ল ধামাকা অফার।

28/10/2025

খেজুরীতে রাজ্য শি*শু সু*র*ক্ষা কমিশনের প্রতিনিধি দল।

28/10/2025

নি*র্যা*তি*তা*র বাড়িতে বিধায়ক। তৃণমূল অ*প*প্র*চা*র করছে বললেন শান্তনু প্রামানিক।

26/10/2025

না*বা*লি*কা শি*শু ক*ন্যা নি*গৃ*হী*ত, গ্রে*ফ*তা*র অ*ভি*যু*ক্ত। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তর্জা।

কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে দেশপ্রান  বীরেন্দ্রনাথ  শাসমলের ১৪৫ তম জন্মদিন উদযাপিত হল। খেজুরীর ১০৪ বছরের ঐতিহ্যমন্ডিত কল...
26/10/2025

কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে দেশপ্রান বীরেন্দ্রনাথ শাসমলের ১৪৫ তম জন্মদিন উদযাপিত হল।

খেজুরীর ১০৪ বছরের ঐতিহ্যমন্ডিত কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের প্রাক্তনী সংঘটন আয়োজিত বিকাল ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মেদিনীপুরের মুকুটহীন রাজা, জাতীয়তাবাদী,আইনজীবী এবং রাজনৈতিক নেতা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মর্মর মূর্তির পাদদেশে ১৪৫ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।দেশের প্রতি তাঁর ভালোবাসা,ভক্তি এবং স্বদেশী আন্দোলনে তার প্রচেষ্টার জন্যে ও দেশের রাজনীতিতে অবদান, সংস্কার মূলক কাজের জন্য 'দেশপ্রাণ' উপাধি দ্বারা সম্মানিত করা হয়। বীরেন্দ্রনাথ শাসমল প্রধানত অসহযোগ আন্দোলন এবং মেদিনীপুরের ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২০ সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে ১৯২১ সালে অসহযোগ আন্দোলনকে সমর্থন করেন। একই সময়ে মেদিনীপুরে সফলভাবে স্থানীয় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তার মধ্যে কখনও কোনো জাতপাত,ভেদাভেদ ও কুসংস্কার স্থান পায়নি। বিশেষ ভাবে উল্লেখ্য বীরেন্দ্রনাথ শাসমল বিদ্যালয়ের প্রথম সভাপতি ছিলেন। দ্বিতীয় পর্বে অ্যালামনি এসোসিয়েশনের অষ্টম পুনর্মিলন উৎসব আগামী ২৮ শা ডিসেম্বরকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত সবাইকে উৎসব বিষয়ে আলোচনা, পরিকল্পনা এবং গুরুত্ব দিয়ে উৎসবটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানানো হয়। তারপর উপস্থিত সবাইকে আমন্ত্রণ লিপি এবং অর্থ সংগ্রহের জন্য রশিদ বই দেওয়া হয়। ২ টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক সুজিত কুমার মাইতি, সহ সম্পাদক দুর্গা দাস , তুষার কান্তি মিশ্র, সত্যব্রত মিশ্র, কোষাধ্যক্ষ সুব্রত কুমার মাঝি, বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক তথা প্রাক্তনী সংঘটন এর সহ সভাপতি ড. মিহির কুমার প্রধান,শক্তি প্রসাদ জানা, সুনীল দাস, চন্দন কুমার ত্রিপাঠী, অরিন্দম মিশ্র,অর্নব কুমার দাস প্রমুখ ।।*

জগদ্ধাত্রী পূজা ও হেঁড়িয়া উৎসব, শুভারম্ভ ২৯শে অক্টোবর চলবে ৫ই নভেম্বর পর্যন্ত।
26/10/2025

জগদ্ধাত্রী পূজা ও হেঁড়িয়া উৎসব, শুভারম্ভ ২৯শে অক্টোবর চলবে ৫ই নভেম্বর পর্যন্ত।

25/10/2025

বিধায়কের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূল কর্মী-সমর্থকদের।

সুন্দর এই ছবিটি দেখে বলুন তো, কি দিয়ে বানানো হয়েছে এটি?
25/10/2025

সুন্দর এই ছবিটি দেখে বলুন তো, কি দিয়ে বানানো হয়েছে এটি?

জাহানাবাদ পুলধার শ্যামাপূজা কমিটির শ্যামা পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। প্রথম দিন শ্যামা মায়ের পূজা ও সাথে সাংস্কৃতিক অনু...
23/10/2025

জাহানাবাদ পুলধার শ্যামাপূজা কমিটির শ্যামা পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। প্রথম দিন শ্যামা মায়ের পূজা ও সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরিবেশিত হয় শতবর্ষে ভারতরত্ন ভূপেন হাজারিকা ও সার্ধ শতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি,গীতি আলেখ্য-"মানুষ মানুষের জন্য।" তারপর সংগীত পরিবেশন করেন বেতার ও দূরদর্শণ খ্যাত শিল্পী শুভজ্যোতি শীট।
দ্বিতীয় দিন অঙ্কন প্রতিযোগিতায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সকাল ১১টা থেকে "নরনারায়ণ সেবা" প্রায় পৌনে ছয় হাজার মানুষ অন্যপ্রসাদ গ্রহণ করে, এবং বিকেলে "দর্শন আই কেয়ার ইনস্টিটিউট" এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, প্রায় ৬৭ জন দুঃস্থ মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অপস্ট্রোমেট্রিস্ট ডক্টর দীপঙ্কর বাগ।
তারপরেই অনুষ্ঠিত হয় যাত্রাপালা নিউ ভারতজয়ী অপেরা পরিবেশিত যাত্রাপালা-বৃদ্ধা শ্রমের শেষ চিঠি। তৃতীয় দিন বিকেলে আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণ ছিল গীতিনাট্য "নারী রূপেন''।
চতুর্থ দিনে সকাল ১১ টায় #ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, এদিন ৩১ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি শুধুমাত্র এলাকার সীমাবদ্ধ থাকেনি, রাজ্য ছাড়িয়ে উত্তর প্রদেশ, বাঁকুড়া এবং কাঁথি থেকেও বেশ কিছু প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করেন উত্তরপ্রদেশের ছেলে রাজকুমার, সে প্রায় ১৩ মিনিট ৫৫ সেকেন্ডে পাঁচ কিলোমিটার পথ দৌড় শেষ করেন। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করে কাঁথি এবং হলুদবাড়ির প্রতিযোগীরা। মোট পাঁচজনকে পুরস্কৃত করা হয়। ঐদিন বিকেলে ছিল বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা, আলোচনাতে অংশগ্রহণ করেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ মিহির কুমার প্রধান, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল ও শক্তিপ্রসাদ জানা। উপস্থিত ছিলেন পুজো কমিটির পৃষ্ঠপোষক রবিশঙ্কর মন্ডল, সভাপতি পুলক মাইতি, সম্পাদক তুহিন মাইতি, ক্রীড়া সম্পাদক বোধিসত্ত্ব মাইতি, কোষাধক্ষ্য বটতরু মাইতি অন্যান্য সদস্য প্রশান্ত দাস, অরিজিৎ মিশ্র, অনিরুদ্ধ মাইতি, অনির্বাণ দাস, প্রবীণ বেরা, সৌমেন বেরা, তারাশঙ্কর মন্ডল। সমগ্র অনুষ্ঠানগুলি সঞ্চালনা করেন শিবশংকর মন্ডল।

 #বই পার্বণের পঞ্চম দিনপাঁচ দিন ব্যাপী  #পঞ্চম বর্ষের বই পার্বণ এর পরিসমাপ্তি হল আজ। বাঁশগোড়া স্থিত খেজুরী  #ইতিহাস সংরক...
23/10/2025

#বই পার্বণের পঞ্চম দিন

পাঁচ দিন ব্যাপী #পঞ্চম বর্ষের বই পার্বণ এর পরিসমাপ্তি হল আজ। বাঁশগোড়া স্থিত খেজুরী #ইতিহাস সংরক্ষণ সমিতি কক্ষে যার সূচনা হয়েছিল গত ১৯ অক্টোবর।
আজকের সূচী অনুসারে বিকেল ৩টায় শুরু হয় পার্বণে প্রদর্শিত বই নিয়ে একটি #স্মৃতি পরীক্ষা। তাতে বিভিন্ন বিদ্যালয় থেকে আগাত বহু ছাত্র ছাত্রী অংশ নেয়। পরবর্তীতে #শিশু কিশোর সম্মেলনে বহু ছাত্র ছাত্রী স্বরচিত কবিতা পাঠ,সঙ্গীত আবৃত্তি প্রভৃতি পরিবেশন করে। এরপর বিগত কয়েকদিনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলেদেন আজকের সভায় উপস্থিত বিশিষ্টজনেরা।
এই পার্বণের গুরুত্ব এবং #নবীন প্রজন্মের অংশগ্রহনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সম্পাদক পার্থসারথি দাস, নিত্যরঞ্জন করণ,স্বপন কুমার মণ্ডল অনুপ কুমার মাইতি, শমিক পন্ডা, সোমনাথ ভূঞ্যা প্রমুখ।সঙ্গীত পরিবেশন করেন সুনীল দাস, তনুশ্রী কর জানা,অনিন্দিতা কামিলা, অরুনিমা দাস,সাধনচন্দ্র মাইতি সায়না পন্ডা,অপর্ণা পাত্র । #কবিতা পাঠে ছিলেন মহামায়া গোল,আশিষ কুমার দিন্ডা,বাপী মন্ডল,ভোলানাথ পাল সহ আরও অনেকে।আজকের সভার সভাপতিত্ব করেন ইতিহাস সংরক্ষণ সমিতির সভাপতি শান্তিরাম দাস মহোদয়। সঞ্চালনায় ছিলেন কানাইলাল জানা ও জয়দেব মাইতি।

20/10/2025

কালী পুজা ও দীপাবলির শুভেচ্ছা সকলকে।
আলোর উৎসব হোক পরিবেশ বান্ধব, আনন্দমুখর।

৫ম বর্ষ  #বই পার্বণের শুভ সূচনা হল।৫ ম বর্ষ  #বই পার্বণের শুভ সূচনা হল গতকাল রবিবার।  উদ্বোধন করেন খেজুরি-১ ব্লক সমষ্টি ...
20/10/2025

৫ম বর্ষ #বই পার্বণের শুভ সূচনা হল।

৫ ম বর্ষ #বই পার্বণের শুভ সূচনা হল গতকাল রবিবার। উদ্বোধন করেন খেজুরি-১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় #শুভাশিস ঘোষ। উপস্থিত ছিলেন কাঁথি, ভূপতিনগর, নন্দীগ্রাম এবং খেজুরী থানার বহু কবি লেখকগণ। মূলত #আঞ্চলিক বইয়ের সম্ভার, প্রদর্শন এবং বিক্রয় সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এই আয়োজন চলবে আগামী ২৩/১০/২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
প্রথম দিনে #রনজিত দাস বাবুর #হেমিং আননেস্টের দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, #সুনীল দাস বাবুর #তানপুরা এবং #তনুশ্রী কর জানার #উপকূলের কল্লোল কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
শিশু কিশোর শিল্পী #সুকন্যা জানা #তিতির জানা এবং #শ্রীজা মাইতি র আঁকা ছবির #প্রদর্শনীয় আজ শুরু হয়। #আঞ্চলিক বইয়ের পাশাপাশি এগুলিও সাধারণের জন্য প্রদর্শিত হবে আগামী পাঁচ দিন।

Address

Heria Atmaram Chak

Alerts

Be the first to know and let us send you an email when Khejuri Live-খেজুরী লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khejuri Live-খেজুরী লাইভ:

Share