খেজুরী বার্তা

  • Home
  • খেজুরী বার্তা

খেজুরী বার্তা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খেজুরী বার্তা, Media/News Company, .

 #ইতিহাসকার  #যোগেশচন্দ্র  #বসুর  #৭০তম  #প্রয়াণ  #বার্ষিকীতে  #স্মরণ, #আলোচনা ও যোগেশচন্দ্রের  #প্রথম  #রচিত  #অপ্রকাশ...
30/10/2023

#ইতিহাসকার #যোগেশচন্দ্র #বসুর #৭০তম #প্রয়াণ #বার্ষিকীতে #স্মরণ, #আলোচনা ও যোগেশচন্দ্রের #প্রথম #রচিত #অপ্রকাশিত #গ্ৰন্হের #প্রচ্ছদ প্রকাশ

কাঁথি, ৩০ অক্টোবর : অবিভক্ত মেদিনীপুরের অন্যতম প্রাচীন ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ' হিজলী -কাঁথি ইতিহাস রচনা সমিতি'র উদ্যোগে ' মেদিনীপুরের ইতিহাস ' রচয়িতা প্রখ্যাত ইতিহাসকার যোগেশচন্দ্র বসুর ( ০৪.০৩.১৮৮৪- ২৯.১০.১৯৫৪ ) ৭০ তম প্রয়াণ বার্ষিকীতে যোগেশচন্দ্র স্মরণ , আলোচনা সভা, যোগেশচন্দ্রের অপ্রকাশিত একটি গ্ৰন্হের প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান হয় রবিবার কাঁথি রেডক্রশ সোসাইটির সভাগৃহে। সভাপতিত্ব করেন কাঁথি রেডক্রশ সোসাইটির সভাপতি ড. দিলীপ দাস। বৈকালিক এই অনুষ্ঠানে বিস্মৃতপ্রায় মণীষী যোগেশচন্দ্রের কর্মবহুল জীবন ও সাহিত্যকর্ম, মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস চর্চায় তাঁর অবিস্মরণীয় অবদান, কাঁথি শহরে সংস্কৃতির চর্চা ও বিকাশে চার দশকেরও বেশি সময় ধরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও নেতৃত্বদান বিষয়ে আলোচনায় অংশগ্ৰহণ করেন অধ্যাপক হৃষিকেশ পড়্যা, বরিষ্ঠ সাংবাদিক সুব্রত গুহ, শিক্ষক কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী, গঙ্গারাম মিশ্র, দীপক মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন কৌস্তভকান্তি মাইতি, তুলসী জানা, সুকমল মাইতি,সমরবরন মান্না, কবিতা দাস , বীনাপাণি রথ প্রমুখ গুণীজনেরা। অনুষ্ঠানে যোগেশচন্দ্র বসু রচিত প্রথম গ্ৰন্হ ' বসু বংশ '-এর প্রচ্ছদটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দেশপ্রাণ কলেজের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু বিকাশ জানা। প্রসঙ্গত, মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস চর্চাকারী বিশিষ্ট গবেষক সন্তু জানা দীর্ঘদিন অনুসন্ধানের পর মেদিনীপুর শহর থেকে যোগেশচন্দ্র বসুর ১৯১০ সালে লেখা অপ্রকাশিত ' বসু বংশ ' নামক গ্ৰন্হটির পান্ডুলিপি উদ্ধার করেন। ১১৩ বছর পরে এই প্রথম প্রকাশ পেল মেদিনীপুরের ' অরিন্দমস ' প্রকাশনী থেকে সন্তু জানার সংগৃহীত , সম্পাদিত ও ভূমিকা সম্বলিত দুষ্প্রাপ্য এই পান্ডুলিপিটি। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন নটেন্দ্রনাথ দাস। হিজলী- কাঁথি ইতিহাস রচনা সমিতি'র পক্ষে অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক , আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন জানান, বর্তমানে বিস্মৃতপ্রায় মেদিনীপুরের প্রথম যথার্থ ইতিহাসকার, সুসাহিত্যিক, সুসংগঠক যোগেশচন্দ্র বসুর মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস ও সাহিত্যচর্চায় অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমরা এই যোগেশ স্মরণ ও আলোচনা সভার আয়োজন করেছি। সমগ্ৰ আনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্হার অন্যতম আহ্বায়ক সুমন নারায়ন বাকরা। উপস্থিত সকলেই এধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

দুর্গাপূজো কার্নিভাল এই প্রথমবার খেজুরীতে,আমি আসছি, আপনি আসছেন তো ?Khejuri Durga Puja Carnival 2023 Place: Khejuri Colle...
24/10/2023

দুর্গাপূজো কার্নিভাল এই প্রথমবার খেজুরীতে,
আমি আসছি, আপনি আসছেন তো ?
Khejuri Durga Puja Carnival 2023
Place: Khejuri College
Date: 27th October 2023

খেজুরীতে এই প্রথম ও অভিনব উদ্যোগ!
' #দূর্গাপূজা_কার্নিভ্যাল -২০২৩ '
আয়োজনে : খেজুরী প্রেস কর্ণার
সহযোগিতায় : খেজুরী কলেজ
স্হান : খেজুরী কলেজ প্রাঙ্গণ তারিখ : ২৭ অক্টোবর, ২০২৩ শুক্রবার
সময় : বিকাল ২টা
বিস্তারিত জানতে ও এই কার্নিভালে অংশ নিতে খেজুরীর পূজা কমিটির কর্মকর্তাগণ যোগাযোগ করতে পারেন - শ্রী সুমন নারায়ন বাকরা, ( সভাপতি, খেজুরী প্রেস কর্ণার) মো : 9134340772
অথবা
শ্রী সুদর্শন সেন, ( সম্পাদক, খেজুরী প্রেস কর্ণার) মো: 9679757856 এর সাথে।
প্রথম বছর এই উদ্যোগে সামিল খেজুরীর প্রতিটি পূজা কমিটিকে আমরা সন্মানিত করবো। প্রথম , দ্বিতীয় , তৃতীয় প্রতিমার উপরে রয়েছে বিশেষ পুরস্কার।।

#খেজুরীকার্নিভ্যাল
#খেজুরী



#সংবাদচিত্রে #খেজুরী

★যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা অত্যন্ত দুর্বল অবস্থায় আগামীকাল সকাল ১১ টার দিকে দক্ষিণ 24 পরগনার ব-দ্ব...
29/09/2023

★যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা অত্যন্ত দুর্বল অবস্থায় আগামীকাল সকাল ১১ টার দিকে দক্ষিণ 24 পরগনার ব-দ্বীপ অঞ্চলে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে ভারী বৃষ্টি হবে।
*খেজুরিতে সারাদিন কমবেশি বৃষ্টিপাত হবে কিন্তু বায়ুপ্রবাহের কোন সম্ভাবনা নাই।
আপডেট বাই ➡️ ড. দেবাঞ্জন গুচ্ছাইত ♥️

সবিনয়ে নিবেদন 🙏🙏 #মেদিনীপুরের_প্রথম_সংবাদপত্র নিয়ে একটি আন্তর্জালিক আলোচনা চক্র করবার দু:সাহস দেখিয়ে ছিলাম আমরা প্রথম...
13/09/2023

সবিনয়ে নিবেদন 🙏🙏
#মেদিনীপুরের_প্রথম_সংবাদপত্র নিয়ে একটি আন্তর্জালিক আলোচনা চক্র করবার দু:সাহস দেখিয়ে ছিলাম আমরা প্রথম। ' মেদিনীপুর চর্চা পরিবার ' -এর পক্ষে এ কাজ ছিল মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস চর্চায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ নি:সন্দেহে । মেদিনীপুরের প্রথম সংবাদপত্রের কোনও কপি পাওয়া যায় না । একটি মাত্র কপি মেদিনীপুর শহরের এক ব্যক্তির কাছে গচ্ছিত থাকলেও বহু চেষ্টা করেও তা উদ্ধারে বারংবার ব্যর্থ হয়েছি আমি। এ ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি আমি 🙏 আর হয়তো কোন দিনও এই অবিভক্ত মেদিনীপুরের প্রথম সংবাদপত্রটির কোনও ধরনের কপি কেউ আর হাতে পাবে না আসল অথবা পুণ:প্রকাশিত !! যদি কোনও দিন কেউ উদ্ধার করতে পারেন অন্য কোনও সোর্স থেকে তবে অন্য সকলের মতো ভীষণ খুশি হবো আমিও । মেদিনীপুরের প্রথম সংবাদপত্রটির একটি কপি উদ্ধার করে প্রস্তাবিত ও প্রকাশিতব্য বইটির পান্ডুলিপির সঙ্গে যুক্ত করবার ইচ্ছায় / ব্যর্থ চেষ্টায় এতদিন বৃথা কালাতিপাত করলাম 😢। অবশেষে ঐ সংবাদপত্রটি উদ্ধারের আর কোনও আশা না দেখতে পেয়ে দীর্ঘদিন পূর্বেই প্রস্তত পান্ডুলিপিটি '' মেদিনীপুরের প্রথম সংবাদপত্র '' শিরোনামে পুস্তিকা আকারে প্রকাশ করতে চলেছি । আমার সঙ্গে এই পুস্তিকার যৌথ সম্পাদনা করছেন আমাদের এই মেদিনীপুর চর্চা পরিবারের অন্যতম এডমিন বন্ধুবর সন্তু জানা মহাশয়🙏। এই সেপ্টেম্বরেই গ্ৰন্হটির প্রকাশ হতে চলেছে। আজ প্রকাশক জানালেন বিশেষ অসুবিধের কারনে তিনি পূর্ব নির্ধারিত ১৬ সেপ্টেম্বর গ্ৰন্হটি প্রকাশ করতে পারছেন না 😥 তাই গ্ৰন্হটি প্রকাশিত হবে এমাসের শেষের দিকে অর্থাৎ ২৮ অথবা ২৯ তারিখে । কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে গ্ৰন্হটি। গ্ৰন্হটির মূল্য নির্ধারিত হয়েছে ৮০ টাকা। আগ্ৰহী সদস্য/ সদস্যাগণ এখন থেকেই অর্থাৎ আজ থেকেই গ্ৰন্হটির প্রি -বুকিং করতে পারবেন । বিস্তারিত জানতে ৯৬৭৯৭৫৭৮৫৬ এই নম্বরে কথা বলে নিতে পারেন 🙏 সুদর্শন সেন , অন্যতম সম্পাদক মেদিনীপুর চর্চা পরিবার ।।

💐 Congratulations Dr. Debabrata Maity, Dept of Chemistry, IIT Bombay  for receiving the prestigious   2022 in Chemistry....
12/09/2023

💐 Congratulations Dr. Debabrata Maity, Dept of Chemistry, IIT Bombay for receiving the prestigious 2022 in Chemistry. Dr. Maity was a student from , Purba Medinipur.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when খেজুরী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেজুরী বার্তা:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share