
15/04/2023
"আছে দু:খ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে…"
আরও একটা বছর আমরা সকলেই পিছনে ফেলে আসলাম, আজ থেকে নতুন বছর। কেউ হয়তো কিছু স্মৃতি নিয়ে প্রবেশ করবে নতুন বছরে, কেউ কিছু ভুলিয়ে দিয়ে শুরু করবে আবার নতুন করে।
আপনাদের সকলকেই জানাই এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলে সুস্থ থাকুন, খুশি থাকুন এবং এই youtube ফ্যামিলির সদস্য হয়ে আমাদেরকেও সাহায্য করুন যাতে আমরাও নতুন বছরে নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতে পারি।
ছাত্রজীবন পেরোয়নি এখনও আমাদের তিন জনেরই, তাই এক্সাম এর চাপে চাপা পড়ে আছি, তবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। পাশে থাকুন, আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ!!! ❤️
আবারও - শুভ নববর্ষ ১৪৩০ ☀️