27/07/2023
"The Chicken Curry Law"
আজকে একটা ছোটো মুভি ক্লিপ দেখলাম যেখানে ভারতের আইন/ আদালত বিচার কে "Chicken Curry low" বলে উল্লেখ করেছে। আমি জানিনা মুভির নাম কি, সম্ভবত পুরোনো কোনো মুভি হবে । 🤔
যেখানে একটি মেয়ে একজন উকিল কে জিজ্ঞেস করেন... why your Law is so Lazy? মেয়েটি সম্ভবত বিদেশী ছিলেন ওই মুভির character এ। তার একটু পরেই দেখানো হয় যেখানে সেই উকিল টি আদালতে বসে থাকা বিচারকের(judge) এর সামনে বলেন ----- "আদালতে আসা প্রত্যেক টা victims একটি মুরগীর মতো হয়।" 😕
যেখানে তিনি বলেন যে - প্রথমে আমরা মুরগী টিকে পরিষ্কার করি , তারপর তাকে হালাল করি( আমি ঠিক জানিনা হালাল মানে কি? Maybe 🤔 যে কাজটি করা যায় না বা নিষিদ্ধ.. .. maybe আমি ঠিক জানিনা); তারপর তার পাখনা গুলি কে দুমড়ে মুচড়ে ভেঙে / ছিঁড়ে দেওয়া হয়। তার পর তাঁর বিপরীতের মানুষ গুলো তাদের ইচ্ছে মতো/ স্বাদ মতো এবং তাঁদের পছন্দ মতো মশলা প্রয়োগ করে/ ব্যবহার করে, আইনের low flame/ কম আঁচে ভালো করে রান্না করার জন্য রেখে দেওয়া হয়, আদালতের সঠিক বিচারের আশায়।" ... মানে একদম সুস্বাদু/ testy Chicken Curry এর মতো। আজকাল যা ঘটে চলেছে যে তা অনেকদিন আগেই কিছু মুভিতে already দেখিয়ে দিয়েছেন।
ওই মুভি ক্লিপ এর ইউকিল টি এটাও বলেছেন যে "আইনে কোনো সমস্যা নেই সমস্যা আমাদের systems এ।"
যাইহোক, এটাই বলবো যে আইন/ আদালত শুধু সাক্ষী/প্রমাণ খুঁজে।🙃 যেটা (সাক্ষী/প্রমাণ) তারাই ঠিঠাকভাবে আদালতে পেশ করতে পারেন যাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে আর অবশ্যই যার উচুঁ পদের মানুষের সাথে চেনা পরিচয় রয়েছে।
Google লেখা দেখলাম In modern times, the blindfold represents the impartiality and objectivity of the law and that it doesn't let outside factors, such as politics, wealth or fame, influence its decisions. 🤔🤔
আইয়ো!
এটা কি? 😱It doesn't let outside factors, such as politics, wealth or fame, influence it's decisions. হবে হয়তো... 🤔 🤷🤷
দয়া করে/please এটা কেউ ব্যক্তিগত/ personally নিবেন না আর রাজনৈতিক কোনো বিষয়েও নিবেন না।🙏 Movie clip টা দেখে ভালো লেগেছে তাই inspired হয়ে ওই আরকি..........
আর হ্যাঁ এটি copy paste নয়।🙃