WB North News Live

WB North News Live it's a news � company update you �
North news live today..

Sundar. Welcome get dinhata road
15/06/2025

Sundar. Welcome get dinhata road

14/06/2025
11/06/2025

লক্ষাধিক কৃষকের মুখে হাসি, আসছে পিএম কিষানের ২০তম কিস্তি

WB NORTH NEWS LIVE:
কোটি কোটি ভারতীয় কৃষকের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (পিএম-কিষাণ) ২০তম কিস্তি এই মাসেই প্রকাশ হতে পারে। যদিও, সরকারি তারিখের নিশ্চিতকরণ এখনও বাকি, তবে আশা করা হচ্ছে যে ২,০০০ টাকার পরবর্তী কিস্তি শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে।

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিএম কিষাণের পরবর্তী কিস্তি প্রকাশের তারিখ ২০ জুন বলা হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে শুধুমাত্র নথিভুক্ত কৃষকরাই পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এর অর্থ হল ২০ জুন প্রকাশিত হতে চলা আসন্ন ২০তম কিস্তি শুধুমাত্র নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এই প্রয়োজনীয়তা সম্পর্কে জানা সত্ত্বেও, অনেক কৃষক এখনও তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তহসিল এলাকার ৬৬,৯০০ যোগ্য কৃষকের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩৫,৪২৯ জন রেজিস্ট্রেশন করেছেন। বাকি ৩০,৫৮০ জন কৃষক পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন

তৃণমূল, সিপিআইএমে ভাঙন! ৭০ পরিবার চলে গেল বিজেপিতেWB NORTH NEWS LIVE:আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন...
26/05/2025

তৃণমূল, সিপিআইএমে ভাঙন! ৭০ পরিবার চলে গেল বিজেপিতে

WB NORTH NEWS LIVE:

আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক বছরের মতো এই বছরও দলবদলের খেলা শুরু হয়ে গেল। দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০০ পরিবার যোগ দিয়েছিল। এসবের মধ্যে ফের রবিবার ৭০ টি পরিবার যোগ দিলেন বিজেপিতে।

এবার যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের কেউ প্রথমদিকে সিপিআইএম এবং পরে তৃণমূল করতেন, আবার কেউ কেউ রয়েছেন যারা একসময় বিজেপি করলেও অভিমান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই ধরনের ৭০ টি পরিবার এবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে এল।

রবিবার যে ৭০ টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রামের বাসিন্দা। তারা বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসাবে তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারকে দায়ী করেছেন।

২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশনWB NORTH NEWS LIVE:বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমব...
25/05/2025

২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন
WB NORTH NEWS LIVE:

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে রয়েছে বিধানসভা উপনির্বাচন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন সেখানে উপনির্বাচন হবে বলে জানাল নির্বাচন কমিশন। চারটি রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নাম রয়েছে কালীগঞ্জের।

গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সেই থেকে বিধানসভা আসনটি শূন্য রয়েছে। এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র অভিজিৎ ঘোষ। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের আবুল কাশেম।

নদিয়ার কালীগঞ্জ ছাড়াও গুজরাতের ২টি কেন্দ্র কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। এর আগে, ২৬ মে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন, স্ক্রুটিনি হবে ৩ জুন, ৫ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন।

24/05/2025

Good morning

গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা! হাউহাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধানWB NORTH NEWS LIVE:গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ...
24/05/2025

গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা! হাউহাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধান

WB NORTH NEWS LIVE:

গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দিচ্ছে দলের নেতারাই। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বীরভূমের মুরারইয়ের ঘটনা। বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ জানিয়ে ইতিমধ্য়েই থানার দ্বারস্থ হয়েছেন।

গত ২১ মে অফিসের কাজে মুরারই ২ নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন ওই নেত্রী। সেখান থেকে পাইকর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও যান। অভিযোগ, ওই পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিস্ফুল শেখ, ফজলে শেখ, কুশমোড় গ্রামের সুরজ শেখ ও ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাঁকে গণধর্ষণের হুমকি দেন।

তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ, তাঁকে নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় বলে দাবি করেছেন তিনি। প্রধানের অভিযোগ, দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে। থানায় গিয়েও তিনি কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। আর সে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। তবে তৃণমূল প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, প্রধান মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূলের ওই কর্মীদের দাবি, ওই নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনও নিয়মকানুন মানছেন না। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন ওই অভিযুক্তরা। হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেয়। কিন্তু তৃণমূল প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি বলে অভিযোগ। তাঁরা বলছেন, হেনস্থা করার জন্যই নাকি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন প্রধান।

ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ! কলকাতায় একাধিক বৈঠকWB NORTH NEWS LIVE:ছাব্বিশের বিধানসভা ভোটের বা...
24/05/2025

ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ! কলকাতায় একাধিক বৈঠক

WB NORTH NEWS LIVE:

ছাব্বিশের বিধানসভা ভোটের বাকি বছর খানেক। তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। একুশের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশ নিয়ে বোধহয় বেশিই সতর্ক বিজেপি। আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর দু’দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জল্পনা, আগামী ১ জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর ১ জুন রাত বা ২ জুন সকালে ফের দিল্লির উদ্দেশে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপিWB NORTH NEWS LIVE:পূর্ব মেদিনীপু...
24/05/2025

খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি

WB NORTH NEWS LIVE:

পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উলটপুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয়জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গোহারা হেরেছে তৃণমূল।

23/05/2025

Good night

গুরুত্ব বাড়ল মোদির আলিপুরদুয়ার সফরের, জনসভার পাশাপাশি রয়েছে প্রশাসনিক বৈঠকওWB NORTH NEWS LIVE:বছর পর আলিপুরদুয়ার সফরে আ...
23/05/2025

গুরুত্ব বাড়ল মোদির আলিপুরদুয়ার সফরের, জনসভার পাশাপাশি রয়েছে প্রশাসনিক বৈঠকও

WB NORTH NEWS LIVE:
বছর পর আলিপুরদুয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা পাকিস্তানকে সবক শেখাতে মোদি সরকারের অপারেশন সিঁদুরে কোমর ভেঙে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে ভারতীয় সেনার আক্রমণে।

সেই অপারেশনের সাফল্য প্রচারেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৯ মে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে তাঁর জনসভা। তবে শুধু জনসভাই নয়, ওইদিন মোদি প্রশাসনিক সভাও করবেন। তার জন্য তৈরি হচ্ছে আলাদা মঞ্চ। মোদির সফরের এক সপ্তাহ আগে এলাকা পরিদর্শন করে এই নতুন খবর শোনালেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা।

শেষবার প্রধানমন্ত্রী মোদি আলিপুরদুয়ার এসেছিলেন সেই ২০১৬ সালে, বিধানসভা নির্বাচনের প্রচার। তারপর ২০১৯, ২০২১, ২০২৪ সালের নির্বাচনের আগে কখনও সীমান্তের এই জেলায় যাননি প্রধানমন্ত্রী। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের আলিপুরদুয়ারে আসছেন তিনি। নানা দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৯ তারিখ প্যারেড গ্রাউন্ডে অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা করে জনসভা করবেন মোদি। শুধু তাইই নয়, একইদিনে সেখানে প্রশাসনিক সভাও করবেন। আজ, এলাকা পরিদর্শন করে এমনই জানালেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা।

মোদির সভাস্থল পরিদর্শনে পিএমও-র আধিকারিকরা, সঙ্গী সাংসদ মনোজ টিগ্গা। নিজস্ব ছবি।
আলিপুরদুয়ারের সাংসদ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ”প্রধানমন্ত্রীর আলাদা দুই কর্মসূচির জন্য দুটি আলাদা মঞ্চ তৈরি হবে। কর্মসূচির জন্য প্যারেড গ্রাউন্ডে তিন থেকে চারটি হেলিপ্যাড তৈরি হবে। প্রধানমন্ত্রী সিকিম থেকে আলিপুরদুয়ারে আসবেন চপারে। নামবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে।” এদিন প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ দিল্লি থেকে আধিকারিকদের একটি দল আলিপুরদুয়ারে পৌঁছে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপির সভাপতি মিঠু দাসও ছিলেন। গোটা মাঠ ঘুরে দেখেন তারা। সম্প্রতি বৃষ্টিতে মাঠজুড়ে জল-কাদা। আর তা দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে মনোজ টিগ্গা আশ্বস্ত করে বলেন, ”২০১৬ সালে যখন প্রধানমন্ত্রী বীরপাড়ায় এসেছিলেন, তার আগেরদিন প্রচণ্ড ঝড়জল হয়েছিল। কিন্তু পরদিন ঠিক সেখানেই সভা হয়েছে। কোনও অসুবিধা হয়নি। এবারও এনিয়ে চিন্তার কিছু নেই। এই প্যারেড গ্রাউন্ডেই হবে প্রধানমন্ত্রীর জনসভা আর প্রশাসনিক বৈঠক।”

আসলে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আলিপুরদুয়ারকে বেছে নেওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া এই জেলার গুরুত্ব বেশি। এখানে রয়েছে উত্তরের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি হাসিমারা। যেখানে রয়েছে দুটি রাফালে বিমান। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে তা উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে। শত্রুপক্ষকে আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ওই দুটি যুদ্ধবিমানকে। এছাড়া রাজনৈতিক দিক থেকে দেখলেও, সদ্যই এখানকার চা বলয়ের জনপ্রিয় নেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ ও মন্ত্রী জন বার্লা দলবদল করে শাসক শিবিরে যোগ দিয়েছেন। সেই প্রভাবে বিজেপির শক্ত ঘাঁটি যাতে টলমল না হয়, সেদিকেও বাড়তি নজর দিতে হচ্ছে গেরুয়া শিবিরে। এই পরিস্থিতিতে মোদির আগমন এবং বার্তা আরও খানিকটা শক্তি জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Address

Coochbehar
Cooch Behar

Telephone

+919635801636

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB North News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WB North News Live:

Share