WB North News Live

WB North News Live it's a news � company update you �
North news live today..

11/06/2025

লক্ষাধিক কৃষকের মুখে হাসি, আসছে পিএম কিষানের ২০তম কিস্তি

WB NORTH NEWS LIVE:
কোটি কোটি ভারতীয় কৃষকের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (পিএম-কিষাণ) ২০তম কিস্তি এই মাসেই প্রকাশ হতে পারে। যদিও, সরকারি তারিখের নিশ্চিতকরণ এখনও বাকি, তবে আশা করা হচ্ছে যে ২,০০০ টাকার পরবর্তী কিস্তি শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে।

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পিএম কিষাণের পরবর্তী কিস্তি প্রকাশের তারিখ ২০ জুন বলা হচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে শুধুমাত্র নথিভুক্ত কৃষকরাই পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। এর অর্থ হল ২০ জুন প্রকাশিত হতে চলা আসন্ন ২০তম কিস্তি শুধুমাত্র নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এই প্রয়োজনীয়তা সম্পর্কে জানা সত্ত্বেও, অনেক কৃষক এখনও তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তহসিল এলাকার ৬৬,৯০০ যোগ্য কৃষকের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩৫,৪২৯ জন রেজিস্ট্রেশন করেছেন। বাকি ৩০,৫৮০ জন কৃষক পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন

তৃণমূল, সিপিআইএমে ভাঙন! ৭০ পরিবার চলে গেল বিজেপিতেWB NORTH NEWS LIVE:আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন...
26/05/2025

তৃণমূল, সিপিআইএমে ভাঙন! ৭০ পরিবার চলে গেল বিজেপিতে

WB NORTH NEWS LIVE:

আর মাত্র কয়েক মাস তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক বছরের মতো এই বছরও দলবদলের খেলা শুরু হয়ে গেল। দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০০ পরিবার যোগ দিয়েছিল। এসবের মধ্যে ফের রবিবার ৭০ টি পরিবার যোগ দিলেন বিজেপিতে।

এবার যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের কেউ প্রথমদিকে সিপিআইএম এবং পরে তৃণমূল করতেন, আবার কেউ কেউ রয়েছেন যারা একসময় বিজেপি করলেও অভিমান করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই ধরনের ৭০ টি পরিবার এবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে এল।

রবিবার যে ৭০ টি পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন নলহাটি বিধানসভার বড়লা অঞ্চলের বুজুং গ্রামের বাসিন্দা। তারা বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসাবে তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারকে দায়ী করেছেন।

২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশনWB NORTH NEWS LIVE:বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমব...
25/05/2025

২৬-এর আগে রাজ্যে বিধানসভা উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন
WB NORTH NEWS LIVE:

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে রয়েছে বিধানসভা উপনির্বাচন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন সেখানে উপনির্বাচন হবে বলে জানাল নির্বাচন কমিশন। চারটি রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নাম রয়েছে কালীগঞ্জের।

গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সেই থেকে বিধানসভা আসনটি শূন্য রয়েছে। এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র অভিজিৎ ঘোষ। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের আবুল কাশেম।

নদিয়ার কালীগঞ্জ ছাড়াও গুজরাতের ২টি কেন্দ্র কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। এর আগে, ২৬ মে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন, স্ক্রুটিনি হবে ৩ জুন, ৫ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন।

24/05/2025

Good morning

গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা! হাউহাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধানWB NORTH NEWS LIVE:গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ...
24/05/2025

গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা! হাউহাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধান

WB NORTH NEWS LIVE:

গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দিচ্ছে দলের নেতারাই। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বীরভূমের মুরারইয়ের ঘটনা। বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ জানিয়ে ইতিমধ্য়েই থানার দ্বারস্থ হয়েছেন।

গত ২১ মে অফিসের কাজে মুরারই ২ নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন ওই নেত্রী। সেখান থেকে পাইকর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতেও যান। অভিযোগ, ওই পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস, কাশিমনগর গ্রামের সিস্ফুল শেখ, ফজলে শেখ, কুশমোড় গ্রামের সুরজ শেখ ও ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাঁকে গণধর্ষণের হুমকি দেন।

তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ, তাঁকে নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করতে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় বলে দাবি করেছেন তিনি। প্রধানের অভিযোগ, দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে। থানায় গিয়েও তিনি কোনও সাহায্য পাননি বলে অভিযোগ। আর সে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। তবে তৃণমূল প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, প্রধান মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূলের ওই কর্মীদের দাবি, ওই নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনও নিয়মকানুন মানছেন না। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন ওই অভিযুক্তরা। হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেয়। কিন্তু তৃণমূল প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি বলে অভিযোগ। তাঁরা বলছেন, হেনস্থা করার জন্যই নাকি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন প্রধান।

ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ! কলকাতায় একাধিক বৈঠকWB NORTH NEWS LIVE:ছাব্বিশের বিধানসভা ভোটের বা...
24/05/2025

ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ! কলকাতায় একাধিক বৈঠক

WB NORTH NEWS LIVE:

ছাব্বিশের বিধানসভা ভোটের বাকি বছর খানেক। তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। একুশের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশ নিয়ে বোধহয় বেশিই সতর্ক বিজেপি। আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর দু’দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জল্পনা, আগামী ১ জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর ১ জুন রাত বা ২ জুন সকালে ফের দিল্লির উদ্দেশে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপিWB NORTH NEWS LIVE:পূর্ব মেদিনীপু...
24/05/2025

খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি

WB NORTH NEWS LIVE:

পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উলটপুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয়জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গোহারা হেরেছে তৃণমূল।

23/05/2025

Good night

গুরুত্ব বাড়ল মোদির আলিপুরদুয়ার সফরের, জনসভার পাশাপাশি রয়েছে প্রশাসনিক বৈঠকওWB NORTH NEWS LIVE:বছর পর আলিপুরদুয়ার সফরে আ...
23/05/2025

গুরুত্ব বাড়ল মোদির আলিপুরদুয়ার সফরের, জনসভার পাশাপাশি রয়েছে প্রশাসনিক বৈঠকও

WB NORTH NEWS LIVE:
বছর পর আলিপুরদুয়ার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা পাকিস্তানকে সবক শেখাতে মোদি সরকারের অপারেশন সিঁদুরে কোমর ভেঙে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলির। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে ভারতীয় সেনার আক্রমণে।

সেই অপারেশনের সাফল্য প্রচারেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৯ মে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে তাঁর জনসভা। তবে শুধু জনসভাই নয়, ওইদিন মোদি প্রশাসনিক সভাও করবেন। তার জন্য তৈরি হচ্ছে আলাদা মঞ্চ। মোদির সফরের এক সপ্তাহ আগে এলাকা পরিদর্শন করে এই নতুন খবর শোনালেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা।

শেষবার প্রধানমন্ত্রী মোদি আলিপুরদুয়ার এসেছিলেন সেই ২০১৬ সালে, বিধানসভা নির্বাচনের প্রচার। তারপর ২০১৯, ২০২১, ২০২৪ সালের নির্বাচনের আগে কখনও সীমান্তের এই জেলায় যাননি প্রধানমন্ত্রী। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের আলিপুরদুয়ারে আসছেন তিনি। নানা দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৯ তারিখ প্যারেড গ্রাউন্ডে অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা করে জনসভা করবেন মোদি। শুধু তাইই নয়, একইদিনে সেখানে প্রশাসনিক সভাও করবেন। আজ, এলাকা পরিদর্শন করে এমনই জানালেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা।

মোদির সভাস্থল পরিদর্শনে পিএমও-র আধিকারিকরা, সঙ্গী সাংসদ মনোজ টিগ্গা। নিজস্ব ছবি।
আলিপুরদুয়ারের সাংসদ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ”প্রধানমন্ত্রীর আলাদা দুই কর্মসূচির জন্য দুটি আলাদা মঞ্চ তৈরি হবে। কর্মসূচির জন্য প্যারেড গ্রাউন্ডে তিন থেকে চারটি হেলিপ্যাড তৈরি হবে। প্রধানমন্ত্রী সিকিম থেকে আলিপুরদুয়ারে আসবেন চপারে। নামবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে।” এদিন প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ দিল্লি থেকে আধিকারিকদের একটি দল আলিপুরদুয়ারে পৌঁছে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপির সভাপতি মিঠু দাসও ছিলেন। গোটা মাঠ ঘুরে দেখেন তারা। সম্প্রতি বৃষ্টিতে মাঠজুড়ে জল-কাদা। আর তা দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে মনোজ টিগ্গা আশ্বস্ত করে বলেন, ”২০১৬ সালে যখন প্রধানমন্ত্রী বীরপাড়ায় এসেছিলেন, তার আগেরদিন প্রচণ্ড ঝড়জল হয়েছিল। কিন্তু পরদিন ঠিক সেখানেই সভা হয়েছে। কোনও অসুবিধা হয়নি। এবারও এনিয়ে চিন্তার কিছু নেই। এই প্যারেড গ্রাউন্ডেই হবে প্রধানমন্ত্রীর জনসভা আর প্রশাসনিক বৈঠক।”

আসলে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আলিপুরদুয়ারকে বেছে নেওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে সীমান্ত লাগোয়া এই জেলার গুরুত্ব বেশি। এখানে রয়েছে উত্তরের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি হাসিমারা। যেখানে রয়েছে দুটি রাফালে বিমান। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে তা উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে। শত্রুপক্ষকে আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ওই দুটি যুদ্ধবিমানকে। এছাড়া রাজনৈতিক দিক থেকে দেখলেও, সদ্যই এখানকার চা বলয়ের জনপ্রিয় নেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ ও মন্ত্রী জন বার্লা দলবদল করে শাসক শিবিরে যোগ দিয়েছেন। সেই প্রভাবে বিজেপির শক্ত ঘাঁটি যাতে টলমল না হয়, সেদিকেও বাড়তি নজর দিতে হচ্ছে গেরুয়া শিবিরে। এই পরিস্থিতিতে মোদির আগমন এবং বার্তা আরও খানিকটা শক্তি জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

22/05/2025

উত্তরবঙ্গে মাত্র ২টি আসন পাবে তৃণমূল?

WB NORTH NEWS LIVE:

রাজ্যের রাজধানী থেকে দূরত্ব অনেকটাই। ইতিহাস-ভূগোলেও অনেক তফাৎ। জীবিকা, কৃষিকাজ থেকে শুরু করে মাটি কিংবা গাছ- সবই উত্তরের একান্ত নিজস্ব। তাই সব রাজনৈতিক দলই উত্তরবঙ্গের দিকে আলাদা করে নজর দিয়ে থাকে। তৃণমূল জমানায়, বিশেষত রাজ্যে বিজেপির উত্থানপর্বের পর লড়াই শুরু হয়েছে- উত্তরের ক্ষমতা কার হাতে থাকবে।

কখনও মন্ত্রী দেওয়ার হিড়িক তো কখনও অনন্ত মহারাজকে নিয়ে টানাপোড়েন। এরই মধ্যে বড় দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক শুভেন্দুর ভবিষ্যদ্বাণী ২৬-এ উত্তরের আটটি জেলা মিলিয়ে নাকি মাত্র ২টো আসন পাবে তৃণমূল!

ঠিক কী বললেন শুভেন্দু?

সোমবার (১৯ মে), ঠিক যেদিন উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেদিনই তিরঙ্গা যাত্রায় সামিল হতে শিলিগুড়ি পৌঁছলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা যখন শিল্প-বাণিজ্য বিষয়ক বৈঠকে একেবারে ‘কল্পতরু’ হয়ে উঠেছেন, বড় অঙ্কের সরকারি বিনিয়োগের ঘোষণা করেছেন, তখনই সংবাদমাধ্যমে শুভেন্দু বললেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে জেলাগুলি মিলিয়ে ৫৬টি আসন পাবে বিজেপি একাই, তৃণমূলের জুটবে মাত্র দুটি।

কোন দুটি আসন, সেটাও উল্লেখ করে দিলেন শুভেন্দু। তাঁর হিসেব বলছে, বর্তমান শাসক পাবে শুধু সিতাই আর চোপড়ার আসন। নন্দীগ্রামের বিধায়কের দাবি, উত্তরবঙ্গে কোনও উন্নয়নই হয়নি। না হয়েছে কোনও হাসপাতাল, না হয়েছে ভাল রাস্তা।

দুটি আসনেই বিগত নির্বাচনগুলিতে তৃণমূলের ফল ভাল

সিতাই বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। পরে ২০২৪-এ তিনি লোকসভা ভোটে জয়ী হয়ে সাংসদ হওয়ার পর ওই কেন্দ্রে উপ নির্বাচন হয়। সেই ভোটে ফের জয়ী হয় তৃণমূল। বিধায়ক হন সঙ্গীতা রায়।

উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। পরপর তিনবারের বিধায়ক তিনি।

গেরুয়া-ঘাঁটি পোক্ত ছিল উত্তরেই

২০১৯ সাল। অর্থাৎ যেবার পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছিল বঙ্গ বিজেপি, সেবার বেশিরভাগ আসনই ছিল উত্তরের। দার্জিলিং, কোচবিহার থেকে শুরু করে একেবারে মালদহ উত্তর পর্যন্ত পরপর উড়ছিল গেরুয়া পতাকা। নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, খগেন মুর্মুদের নাম একেবারে জ্বলজ্বল করছিল।

এমনকী ২০১৪ অর্থাৎ যে বছর প্রথম মোদী সরকার ক্ষমতায় এল, সেবার পশ্চিমবঙ্গে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি, তার মধ্যেও একটি উত্তরের। দার্জিলিং থেকে সাংসদ হয়েছিলেন এসএস আলুওয়ালিয়া। অর্থাৎ বরাবরই বিজেপির ভিত উত্তরবঙ্গে বেশ মজবুত।

বারবার উত্তরকে মন্ত্রীও দিয়েছে বিজেপি

বাংলা থেকে সাংসদের সংখ্যা কম হলেও মন্ত্রিসভায় বারবার বাংলাকে জায়গা দিয়েছে বিজেপি। ২০১৪-তে ক্ষমতায় আসার ২০১৬-তেই বাংলা থেকে মন্ত্রী পদ পান এসএস আলুওয়ালিয়া। কেন্দ্রের প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পান তিনি। ২০১৯-এ বঙ্গ বিজেপির সাংসদ সংখ্যা বাড়ে। বাড়ে মন্ত্রীর সংখ্যাও। বিজেপির মরা গাঙে বাণ আনার পুরস্কার পেয়েছিল বঙ্গ বিজেপি। রাজ্য়ের চার কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে দুজনই ছিলেন উত্তরবঙ্গের। নিশীথ প্রামাণিক ও জন বার্লা। গুরুত্ব পায় চা বলয়। গুরুত্ব পায় রাজবংশী, গুরুত্ব পায় আদিবাসী সমাজের মানুষ।

নিশীথে ধাক্কা…

পাঁচ বছর পর আরও একটা নির্বাচন। ফল বেরতেই বোঝা গেল কোথাও যেন ছন্দপতন হয়েছে। যে নিশীথের দাপট ক্রমশ বাড়ছিল কোচবিহারে, তিনিই পরাজিত। নিশীথ প্রামাণিকের উপর ভরসা করে বিজেপি উত্তরে শুধু সংগঠন সাজাচ্ছিল তাই নয়, তাঁকে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীও তথা খোদ অমিত শাহের ডেপুটি হিসেবেও কাজের সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে।

২০২৪-এ লড়াই হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত জয়ী হয়ে যান তৃণমূলের জগদীশ বসুনিয়া। তবে দার্জিলিং থেকে মালদহ উত্তর পর্যন্ত সবকটি আসনই হাতে রেখেছে বিজেপি।
উত্তরের দলবদল

যে উত্তরবঙ্গের নেতা খোদ বঙ্গ বিজেপির সভাপতি, সেই উত্তরবঙ্গেও দলবদলের খেলা অব্যাহত। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। কিন্তু ভোট মিটে যাওয়ার পর থেকেই ফুলবদলের জল্পনা জোরাল হচ্ছিল। গুঞ্জন শেষ হল, যখন ২৪-এ তৃণমূলের টিকিটে ভোটে লড়লেন তিনি। লোকসভা ভোটে হেরে গেলেও উপ নির্বাচনে জিতে আপাতত তিনি বিধায়ক।

দলবদল করেছিলেন আর এক বিধায়ক সুমন কাঞ্জীলালও। একুশের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন। কিন্তু পাঁচ বছরের টার্ম ফুরনোর আগেই বিজেপির সঙ্গ সখ্যতা ত্যাগ করে তৃণমূলে নাম লেখান।

এবার জন বার্লাও…

সদ্য গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে পা রাখলেন জন বার্লা। আদিবাসী সম্প্রদায়ের মুখ জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত করেছিল বিজেপি। কিন্তু ২৪-এর তাঁকে ফিরতে হয় খালি হাতে। টিকিটও পাননি তিনি। সেই থেকেই অসন্তোষের সুর শোনা যেত তাঁর গলায়। এমনকী জন বার্লাকে টিকিট না দেওয়ার পর থেকেই উত্তরে মাথাচাড়া দেয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। খোদ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। আর এবার সরাসরি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন।

মনে রাখা দরকার, এই জন বার্লাই একসময় কার্যত বঙ্গভঙ্গের কথা তুলেছিলেন। পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন তিনি। যার জন্য তাঁকে সতর্ক করেছিল খোদ বিজেপি নেতৃত্ব। সেই জন বার্লাই এখন তৃণমূলে। তিনিই এবার বিজেপির গলার কাঁটা হয়ে উঠবেন না তো?

পাহাড়ের বর্তমান ছবিটা ঠিক কেমন

২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে যখন কথা হচ্ছে, তখন ২০২১-এর ফলাফলের দিকে তাকাতেই হবে। ২০১১ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল বারবার বলেছে, ‘পাহাড় হাসছে’। অথচ সেই পাহাড়ের আঁকেবাঁকে অনায়াসে পদ্মফুল ফুটিয়েছে বিজেপি।

২১-এর ফলাফলে দেখা যায়, দক্ষিণবঙ্গে পুরুলিয়া-বাঁকুড়া বাদ দিলে আর কোথাও তেমন গেরুয়া প্রতিপত্তি নেই।

কোচবিহার জেলায় ৯ টার মধ্যে ৭টি বিধানসভা আসন পেয়েছিল বিজেপি।

আলিপুরদুয়ারে বিজেপির ফল ছিল ৫-এ ৫।

জলপাইগুড়িতে ৭ টার মধ্যে ৫টিই ছিল বিজেপির হাতে।

দার্জিলিং-এও ৫-এ ৫ ছিল বিজেপির স্কোর।

দুই দিনাজপুর মিলিয়ে ৬টি আসন পেয়েছিল বিজেপি।

মালদহে বিজেপির প্রাপ্তি ছিল ৪।

এবার উত্তরে কে দেবে উত্তর, কী বলছে তৃণমূল

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সিপিএমের সময় পাহাড়-ডুয়ার্স বঞ্চিত শোষিত ছিল। তৃণমূল উত্তরের জেলাগুলিতে বিশেষ নজর দিয়েছে। কৃষি পর্যটন ভিত্তিক শিল্প হচ্ছে। আয় বাড়ছে মানুষের। উত্তরবঙ্গ গ্লোবাল ডেস্টিনেশনে পরিণত হয়েছে।” তাঁর দাবি, কাজ দিয়েই ভোট পেতে হয়। এবারও সেটাই হবে। তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য গুরুত্ব দিতে নারাজ তিনি।

উত্তরের ভিত শক্ত বলেই ভরসা করে ভবিষ্যদ্বাণী করছেন বিজেপি নেতারা? প্রশ্ন উঠছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শাসক দলও নির্বাচনের আগে এমন কোনও চাল দিতে পারেন, যাতে ঘুরে যায় খেলা।

19/05/2025

সর্বদলীয় সফর নিয়ে বিতর্ক, তৃণমূল প্রত্যাহার করল ইউসুফ পাঠানকে! ঘাসফুলের সিদ্ধান্তে চমক
WB NORTH NEWS LIVE;

অপারেশন সিঁদুর'-এর পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা যেন নতুন মাত্রা পেয়েছে। সেই (TMC) আবহেই মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত ঘরোয়া রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রতিনিধিদলে বিভিন্ন দলের সাংসদদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত একদিকে কেন্দ্রের(TMC) কূটনৈতিক উদ্যোগ বলে মনে করা হলেও, অন্যদিকে বিরোধী দলগুলির তরফে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই চিহ্নিত হয়েছে।
এই প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধিদলে (TMC) রাখার সিদ্ধান্ত জানায়। বিদেশ মন্ত্রক ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেন। ইউসুফ(TMC) পাঠান নিজেও প্রস্তুতি নিচ্ছিলেন সফরের জন্য। কিন্তু আচমকাই দলীয় সিদ্ধান্তে তাঁকে এই সফরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তৃণমূলের রাজ্যসভার(TMC) নেতা ডেরেক ও' ব্রায়েন পরিষ্কার জানান, "আমরা জাতীয় স্বার্থে বরাবরই পাশে রয়েছি। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি চালানো সরকারের কাজ। তা দলীয় (TMC) সম্মতি ছাড়া করা শৃঙ্খলাবিরোধী।" দলীয় সূত্রে দাবি, কোনও সাংসদকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার আগে দলনেত্রী (TMC) বা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে সরাসরি যোগাযোগ করা শোভনীয় নয়। তৃণমূল এটিকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসেবে দেখছে।

শুধু তৃণমূল নয়, শিবসেনা (উদ্ধবপন্থী) ও কংগ্রেসও এই উদ্যোগের (TMC) বিরোধিতা করছে। উদ্ধব ঠাকরের অনুমতি ছাড়া শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীকে প্রতিনিধিদলে রাখা নিয়ে দলীয় অস্বস্তি প্রকাশ্যে এসেছে। দলের নেতা সঞ্জয় রাউত কটাক্ষ করে বলেন, "এটা কোনও আন্তর্জাতিক দৌত্য নয়, এটা যেন বরযাত্রী

পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী দুর্বল, এভাবে তাড়াহুড়ো করে বিদেশে প্রতিনিধি পাঠানোর কোনও প্রয়োজন ছিল না।"

এদিকে, কংগ্রেসের অন্দরেও ক্ষোভের সঞ্চার হয়েছে শশী তারুরকে প্রতিনিধিদলের (TMC) নেতা হিসেবে বেছে নেওয়া নিয়ে। দলের একাংশ মনে করছে, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খড়্গেকে বাদ দিয়ে শশী তারুরকে সামনে আনা বিজেপির একটি কৌশল। কারণ, সম্প্রতি তারুর কিছু মন্তব্য করেছেন যা কংগ্রেসের (TMC) দলের অবস্থান থেকে আলাদা ছিল। বিজেপি নেতা গৌরব বল্লভ পাল্টা কটাক্ষ করে বলেন, "আসল প্রতিভা কংগ্রেসে জায়গা পায় না। তারুরের মতো ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন বলেই সমস্যা কংগ্রেসের।"

এদিকে, কংগ্রেসও বিজেপিকে জবাব দিতে ছাড়েনি। উপরাষ্ট্রপতি জগদীপ (TMC) ধনখড়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, "আন্দোলনরত কৃষকদের প্রতি ধনখড়ের আবেগকে মোদী সরকার সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। এটা দুর্ভাগ্যজনক হলেও অবাক হওয়ার কিছু নেই।"

সব মিলিয়ে, কেন্দ্রের সর্বদলীয় কূটনৈতিক উদ্যোগ একদিকে (TMC) আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টায় উৎসাহী হলেও, অন্যদিকে বিরোধী শিবিরের তরফে এটিকে ঘরোয়া রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রতিনিধি দলের গঠন ঘিরে বিভিন্ন দলের ভিন্ন মত ও প্রতিক্রিয়া(TMC) ভবিষ্যতে কেন্দ্র ও বিরোধীদের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে-জাতীয় স্বার্থের নামে রাজনৈতিক স্বার্থ কতটা জায়গা নিচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে? উত্তরের জন্য নজর রাখতে হবে আগামী কয়েক দিনের রাজনৈতিক ও কূটনৈতিক অগ্রগতির দিকে।

17/05/2025

অন্য দফতর ছেড়ে স্কুলে চাকরি, প্য়ানেল বাতিলের পর তাঁরাই ফিরতে চাইছেন পুরোনো কাজে, জমা পড়ল ৪০০ আবেদন

WB NORTH NEWS LIVE:

কদিকে যখন বিকাশ ভবনের সামনে খোয়া যাওয়া চাকরি সসম্মানে ফেরত পেতে আন্দোলনের ধার লাগাতার বাড়াচ্ছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক শিক্ষিকারা, তখনই সামনে এল অন্য এক ছবি! যাঁরা অন্য কোনও সরকারি ছেড়ে স্কুলের চাকরির জন্য আবেদন করেছিলেন, এবং এসএসসি-র ২০১৬ সালের প্যানেলভুক্ত হয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন, তাঁদের একটা বড় অংশই ফিরে যেতে চাইছেন পুরোনো চাকরিতে।
সংবাদে প্রকাশ, ইতিমধ্যেই পুরোনো চাকরিতে ফেরার আবেদন জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছেন অন্য চাকরি ছেড়ে স্কুলে চাকরি করতে আসা এবং বর্তমানে চাকরিহারা ওই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা। দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এমন অন্তত ৪০০ আবেদন জমা পড়েছে তাদের কাছে। এবং এই সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

শিক্ষা দফতর সূত্রে আরও জানা গিয়েছে, প্রত্যেকটি আবেদনই খতিয়ে দেখা হচ্ছে। আবেদনকারীরা স্কুলের চাকরিতে যোগ দেওয়ার আগে কে, কোথায় চাকরি করতেন, তা যাচাই করা হচ্ছে। এই আবেদনকারীদের মধ্যে একটা অংশ আবার আগে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরে তাঁরা মাধ্যমিক তথা উচ্চমাধ্যমিকস্তরের স্কুলে যোগ দেন। শোনা যাচ্ছে, চাকরি হারিয়ে এঁরা সকলেই এবার প্রাইমারি স্কুলের পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট যখন এসএসসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই সময় আদালত জানিয়েছিল, যাঁরা অন্য কোনও রাজ্য সরকারি দফতরের চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে তাঁদের পুরোনো অফিসে বা কাজে ফেরত যেতে পারেন। সেক্ষেত্রে তিনমাসের মধ্যে তাঁদের পুরোনো চাকরিতে ফের বহাল করতে হবে। এবং তাঁদের ক্ষেত্রে কোনও সার্ভিস ব্রেক হবে না।
আদালতের এই নির্দেশ মাথায় রেখেই চাকরিহারাদের একাংশ আন্দোলনের পথে না হেঁটে পুরোনো চাকরি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। যাতে তাঁদের চাকরি বাতিলের ফলে পুরো পরিবারকে পথে বসতে না হয়।

Address

Coochbehar
Cooch Behar
PANISALA,GHUGUMARI

Telephone

+919635801636

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB North News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WB North News Live:

Share