14/06/2025
আজ ঘুম থেকে উঠে একটা সুন্দর সকাল দেখেছি মানেই কালকেও ঘুম থেকে উঠে একটা সুন্দর সকাল দেখবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ, হতেই পারে আজ রাতে ঘুমের মধ্যেই আমি মারা গেছি।
আজ স্নান-খাওয়া সেরে সুন্দরভাবে বাড়ি থেকে কাজে বের হয়েছি মানেই কালকেও একইভাবে কাজে বের হবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ, হতেই পারে আজ বাড়ি থেকে বের হওয়ার পর আমি নামক মানুষটার কোনো চিহ্নই আর এই পৃথিবীতে থাকলো না।
আজ বাবা-মা কে নিয়ে সুন্দরভাবে হাসি-মজা করে একটা দিন কাটিয়ে নিলাম মানেই কালকেও একইভাবে তাদের সাথে দিনটা কাটাবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ, হতেই পারে আজকের দিনটাই আমার জীবনের উপন্যাসের শেষ দিন।
আজ প্রিয়জনের সাথে রাগ-অভিমান কিংবা ছোটখাটো কোনো খুনসুঁটি করে কাটিয়ে দিয়েছি বলেই কালকেও একইভাবে তার সাথে একইরকম আচরণ করে কাটিয়ে দেবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ, হতেই পারে আজকের আমার করা অভিমানটা ভাঙ্গানোর মত সময়টাই সে আর কোনোদিন পেল না।
আজ আমি 'এটা আমার' 'ওটা আমার' এসব বলে যে অধিকার বোধটা সব জায়গায় খাটানোর চেষ্টা করছি, হতেই পারে কাল সেই অধিকার বোধটা দেখানোর জন্য আমি নামক প্রাণীটার আর কোনো অস্তিত্বই নেই।
আজ যে আমি "বিনা যুদ্ধে নাহি দেবো সূচ্যগ্র মেদিনী" এই ধ্যানধারণার বশবর্তী হয়ে নিজের একচুলও কোনোকিছু ছাড়তে নারাজ, হতেই পারে কাল সেই সবকিছুই আমার থাকলেও সেসব ভোগ করার জন্য আমি নিজেই আর এই ধরাধামে নেই।
তাহলে জীবনের মূল্য যেখানে এতটাই ঠুনকো,সেখানে আমরা কেনো এত্ত হিংসা-বিদ্বেষ,ঝগড়া-মারামারি নিয়ে বেঁচে থাকি! যেখানে আমাদের হাতে সময় এতটাই অনিশ্চিত,সেখানে আমরা কেনো টাকার পিছনে ছুটতে গিয়ে, ধর্ম-রাজনৈতিক দাঙ্গা করতে গিয়ে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলি!
দুই দিনের এই পৃথিবীতে কখন আছি কখন নেই তার তো কোনো ঠিক-ঠিকানা নেই। তাই কি আছে কি নেই সেটা নিয়ে দুঃখ না করে যা আছে, যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকা উচিত। রোজ সকালে উঠে যে দেখছি আমদের এই নিশ্বাসটা আজকেও চলছে,শুধুমাত্র এর জন্যই দিনটাকে সেলিব্রেট করা উচিত। জীবনটাকে উপভোগ করতে জানলে হাজার অভাব-অনটন, হতাশা-ব্যর্থতার মাঝেও জীবন সুন্দর। তাই তো দিনের পর দিন ফুটপাতে কাটানো মানুষগুলো আমাদের থেকে অনেক বেশি ভালো থাকে, শতকষ্টের মাঝেও তাদের জীবনে আমাদের জীবনের মত ডিপ্রেসন নামক ট্যাবু এসে ভর করে না। তাই ওদের মতো করে আমাদেরও উচিত প্রত্যাশা কম রেখে নিজের জীবনটাকে সহজ সরল ভাবে উপভোগ করা আর নিজের দেখা স্বপ্নগুলোকে ভবিষ্যতের আশায় ফেলে না রেখে আজকেই বাস্তবায়িত করে ফেলা যাতে কাল টুক করে মরে গেলেও স্বপ্নগুলো অধরা থেকে গেলো বলে আফসোস না হয়।
📷~ সংগৃহীত
✍️~ পাভেলি পারভিন
Paveli Ki Haveli