Somoyer Barta - সময়ের বার্তা

Somoyer Barta - সময়ের বার্তা News & Media

কাশ্মীরের পেহেলগাওয়ে সিপিআইএমের প্রতিনিধিদল। রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি।
11/06/2025

কাশ্মীরের পেহেলগাওয়ে সিপিআইএমের প্রতিনিধিদল। রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি।

11/06/2025

কাশ্মীরে পার্টি সিপিআই(এম) নেতৃবৃন্দ।
পহেলগামে পর্যটকদের বাঁচাতে গিয়ে শহীদ সৈয়দ আদিল শাহর পরিবারের কাছে সিপিআই(এম) সাংসদরা। পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবীর নেতৃত্বে। শোকগ্রস্ত পরিবারের সাথে দুঃখ ভাগ করে নিচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই মানুষ বলতে শুরু করেছেন , বিজেপির সাংসদরা ডিপ্লোমেসি ট্যুরিজম থেকে ফিল্মি গানের লাইভ অ্যান্টাক্ষরি খেলে ফিরে আসছেন। প্রধানমন্ত্রী ও ওনার পরিষদ এখনো পুঞ্চ হোক বা কচ্ছ, সন্ত্রাসী হামলা বা পাকিস্তানের বোমাবর্ষণে নিহত ভারতীয়দের অশ্রু মোছার সময়ই বের করতে পারছেন না।

06/06/2025

"

World Federation of Democratic Youth (WFDY) -এর ২১ তম জেনারেল এসেম্বলি সংগঠিত হলো আফ্রিকার নামিবিয়ার উইন্ডহুক শহরের ইউনি...
29/05/2025

World Federation of Democratic Youth (WFDY) -এর ২১ তম জেনারেল এসেম্বলি সংগঠিত হলো আফ্রিকার নামিবিয়ার উইন্ডহুক শহরের ইউনিভার্সিটি অফ নামিবিয়ার মেইন ক্যাম্পাসে। ২০ - ২৬ মে, ২০২৫। এবারের জেনারেল এসেম্বলির মূল স্লোগান ছিলো ' সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। যুবদের অধিকার রক্ষায় সামাজিক ন্যায় ও সমতার পৃথিবী গঠন করো'। রাজনৈতিক প্রস্তাব ও সাংগঠনিক প্রতিবেদনের উপরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। DYFI -এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য।

The 21st General Assembly of the World Federation of Democratic Youth (WFDY) was held at the main campus of the University of Namibia, in Windhoek , the capital of Namibia in Africa. May 20 - 26, 2025.The main slogan of this year’s General Assembly was 'Unite against imperialism. For the rights of the youth, to build a world of social justice and equality.' Delegates from different countries took part in discussions on political resolution an organizational reports. DYFI (Democratic Youth Federation of India) also actively participated in these important discussions.

আপনাদের ভুল বোঝাচ্ছে। চাকরি ফিরে পাবেন না। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সামনে আসল সত্য তথা রাজ্যের মিথ্যাচারের স্বরূপ উ...
25/05/2025

আপনাদের ভুল বোঝাচ্ছে। চাকরি ফিরে পাবেন না। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সামনে আসল সত্য তথা রাজ্যের মিথ্যাচারের স্বরূপ উদ্ঘাটন করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। শনিবার বর্ষীয়ান এই আইনজীবীর বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। তবে সেখান থেকে মনমরা হয়েই ফিরতে হয় তাঁদের।
শনিবার সকালে বিকাশবাবুর বাড়িতে যান বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল। কোনও ভাবে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব কি না, তা জানতে চান তাঁরা। বিকাশবাবু জানান, রাজ্য সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে | চাকরিহারাদের ভুল বোঝাচ্ছেন। আদালতের রায় মানলে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানো অসম্ভব। তাই আন্দোলন না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন। একই সঙ্গে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিকাশ। তাঁর সাফ কথা, সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না।

বিকাশবাবু জানিয়েছেন, রাজ্য সরকার যে হলফনামা দিয়ে যে ৭,২৫০ জন অযোগ্যে কথা দিয়েছে প্রকৃত অযোগ্যের সংখ্যা তার থেকে অনেক বেশি। যার সঠিক সংখ্যা সরকারও জানে না। বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে বিকাশ ভট্টাচার্যের লড়াইয়ের ফলেই প্রকাশ্যে এসেছে গোটা এসএসসির নিয়োগ দুর্নীতি। একে একে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যে জন্য বারবার মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে হয়েছে বিকাশবাবুকে।

এদিকে শনিবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানান, তাঁদের ইস্যু এবার সংসদে তোলার ব্যাপারে সমস্ত সাংসদদের সমস্যার কথা জানিয়ে চিঠি দেবেন। তাঁরা আরও জানিয়েছেন, সোমবারের মধ্যে সরকারের পক্ষ থেকে কথা বলতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করতে চান চাকরিহারারা। কোনও সদুত্তর না পেলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা। Bikashranjan Bhattacharyya

দিনহাটায় সিপিআই(এম)’র পার্টি অফিস ভাঙচুর। যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে হুমকি উদয়ন গুহর। এই প্রসঙ্গে সম্মেলন শেষ করে শুক...
23/05/2025

দিনহাটায় সিপিআই(এম)’র পার্টি অফিস ভাঙচুর। যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে হুমকি উদয়ন গুহর। এই প্রসঙ্গে সম্মেলন শেষ করে শুক্রবার কলকাতা ফিরে যাবার আগে মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের বলেন, ‘‘আমি নিজে এখনও না দেখলেও শুনেছি আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমার উদ্দেশ্যে কিছু হুমকি মূলক কথা বলেছেন। তিনি বলেন,দিনহাটা, কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি ও দুষ্কৃতীরাজ চলছে না এটা কি কেউ অস্বীকার করতে পারে? সভায় রাজনৈতিক কথা বলার পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদি কাউকে ব্যক্তিগত হুমকি দেয়, এবং কথা বলেন, তার জুতোতে পা গলানো আমাদের রাজনীতি তা শেখায়নি। সব বিষয়টাই মানুষের কাছে ছাড়লাম। রাজ্যবাসীকে শুধু বলবো তৃণমূল ক্ষমতায় আসার পর ৮ বার এক ব্যক্তির নেতৃত্বে দিনহাটার সিপিআই(এম) দলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। পুলিশ কোথায়? আবারও বলছি পুলিশ যদি থাকতো,পশ্চিমবঙ্গে আইনের শাসন যদি থাকতো তবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিস ভাঙ্গচুর একজনের নেতৃত্বে পরপর ৮ বার হত না। এ রাজ্যে পুলিশ সরকারের দ্বারা পরিচালিত হয়। আজকের ঘটনা এবং ওনার হুমকিতে প্রমানিত আমরা বৃহস্পতিবারের সমাবেশ থেকে যা বলেছিলাম সেটাই সত্য। তার সাক্ষী হিসেবে দিনহাটার আক্রান্ত পার্টি অফিস দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার মাথাভাঙায় আমাদের সংগঠনের ২০ তম কোচবিহার জেলা সম্মেলনের প্রকাশ্য মঞ্চ থেকে আমরা রাজনৈতিক কথাই বলেছি। আরও একবার প্রমান হল যুব সমাবেশ থেকে সঠিক কথাই বলা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার মাথাভাঙার যুব সমাবেশের প্রেক্ষিতে শুক্রবার দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের বলেন, ক্ষমতা থাকলে আগামী এক বছরের মধ্যে মীনাক্ষী মুখার্জি দিনহাটায় এসে নিজের তেজ ও জোশ দেখিয়ে যান বলে হুমকি দেন। মন্ত্রীর এই হুমকির পরেই তৃণমূলের একদল কর্মী দিনহাটা পার্টি অফিস প্রমোদ দাশগুপ্ত ভবনে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায়। এবং ভাঙচুরের নমুনা যাতে জনসমক্ষে না আসে সে জন্য পার্টি অফিসে তালাও ঝুলিয়ে দেয়।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদককে হুমকির নিন্দা করে এদিন মাথাভাঙায় এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় ক্যার্যী বলেন, মন্ত্রী উদয়ন গুহ বুঝে গেছেন তার নেত্রী বিজেপির সাথে সখ্যতা করেই ক্ষমতায় আছে। দিনহাটায় তার দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জনগনকে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে বামপন্থীরা। আর সেকারণেই উনি বামপন্থীদের অফিসে বারবার হামলা করছেন। মন্ত্রী জেনে রাখুক ফের ওই অফিস খুলবে। লালঝান্ডা উড়বে। কারুর সাধ্য নেই বামপন্থীদের অগ্রগতি রুখে দেয়।
দিনহাটার সিপিআই(এম) নেতা প্রবীর পাল এদিন মাথাভাঙায় বলেন, যুবদের জেলা সম্মেলনকে কেন্দ্র করে দিনহাটার নেতৃত্ব মাথাভাঙায় ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূলীরা হামলা চালিয়ে প্রমোদ দাশ গুপ্ত ভবনে ভাঙচুর করে তালা দিয়েছে। আমরা ফের ওই অফিস খুলবো।
দিনহাটায় প্রমোদ দাশগুপ্ত ভবনে শুক্রবার ফের ভাঙচুরের নিন্দা করে সিপিআই(এম) জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, তৃণমূল এবং মন্ত্রী উদয়ন গুহ বামপন্থীদের ভয় পেতে শুরু করেছে। আর সে কারণেই প্রমোদ দাশগুপ্ত ভবন প্রথমে পৌরসভাকে দিয়ে ভাঙ্গতে চেয়েও আদালতের রায়ে পরাস্ত হয়েছে। কারণ ওই জায়গা পার্টির নিজস্ব। এরপরেই পরপর ৮ বার হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পার্টি অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থানা হলেও প্রকাশ্য দিবালোকে ভাঙ্গচুরের সময়ে পুলিশ আসে নি। প্রতিবার থানায় লিখিত অভিযোগ হলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে সেটা স্পষ্ট। এদিন তিনি সাংবাদিকদের জানান, শনিবার তিনি নিজে প্রতিনিধি দল নিয়ে প্রমোদ দাশগুপ্ত ভবনে যাবেন। তিনি আরও বলেন আমরা আইনের দ্বারস্থ হবার পাশাপাশা সাংগঠনিক শক্তি দিয়ে এই ভাঙচুর ও হামলা প্রতিরোধ করবো। সিপিআই(এম) নেতা শুভ্রালোক দাস বলেন, ফের প্রমোদ দাশগুপ্ত ভবনের সংস্কার করে লালপতাকা তোলা হবে। ওই ভবন থেকেই রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোচবিহার জেলা ২০ তম সম্মেলন শুরু হয়েছে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে গতকাল ২২ মে। সমাবেশ...
23/05/2025

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোচবিহার জেলা ২০ তম সম্মেলন শুরু হয়েছে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে গতকাল ২২ মে। সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শম্ভু চৌধুরী। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি । সমাবেশে বক্তব্য রাখেন কোচবিহার জেলা সম্পাদক সুধাংশু প্রামানিক , প্রাক্তন যুব নেতা মকসেদুল ইসলাম, প্রাক্তন যুব নেতা তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় , সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুবক যুবতী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
গতকাল থেকে শুরু হয়েছে প্রতিনিধির সম্মেলন আজ ২৩ মে বিকাল পর্যন্ত সম্মেলন চলবে।
এই সম্মেলন থেকে আগামী দিনের লড়াই আন্দোলন সংগ্রামের জন্য এবং জনসাধারণের স্বার্থে সিদ্ধান্ত গৃহীত হবে

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোচবিহার জেলা ২০ তম সম্মেলনের প্রস্তুতি শেষ পর্য়ায়ে।আজকে সারাদিন ব্যাপী চলছে সাংস্কৃতিক ...
21/05/2025

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোচবিহার জেলা ২০ তম সম্মেলনের প্রস্তুতি শেষ পর্য়ায়ে।আজকে সারাদিন ব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

16/05/2025

বিকাশ ভবনের সামনে শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদে কোচবিহার শহরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, এবং অন্যান্য বামপন্থী শিক্ষক সংগঠনের বিক্ষোভ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখার সভাপতি শ্রী শ্যামলেন্দু দাস , কোচবিহার সদর মহকুমা সম্পাদক শ্রী খগেন্দ্রনাথ সরকার , জেলা সম্পাদক মন্ডলী সদস্য শ্রী শুভেন্দু দাস , সৌমেন দেবনাথ , কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী ধজেন বর্মন , কৃষ্ণা ব্রজবাসী সহ এর অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক দীপক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে শ্যামলেন্দু দাস জানান আমরা যোগ্য এবং বৈধ শিক্ষদের পাশে আছি। যদি আবার আন্দোলনরত শিক্ষকদের ওপর রাষ্ট্রের আক্রমণ হয় তবে আমরা আবার পথে নামবো প্রতিবাদ করব। আমাদের সজাগ থাকতে হবে।

যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও অযোগ্য সরকার বাতিল করো।বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের বর্বরচিত...
16/05/2025

যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও
অযোগ্য সরকার বাতিল করো।
বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ সভা। কলেজস্ট্রীট কফি হাউসের সামনে।
SFI-DYFI-ABTA-ABPTA KOLKATA CUEA-WBCEU

16/05/2025

গতকাল পুলিশের দ্বারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের উপর যে নির্মম অত্যাচার হয়ছে । তাঁদের পাশে দাড়াতে বিকাশ ভবনের সামনে উপস্থিত হলেন কমরেড শতরুপ ঘোষ, কমরেড ধ্রুবজ্যোতি সাহা , কমরেড সপ্তর্ষি দেব, ও অন্যান্য কমরেড উপস্থিত হন ।
পুলিশের অত্যাচারের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে ।❤️✊

২৩ দিনের  মাথায় বিএসএফ জওয়ান রিষড়ার পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন,স্বস্তির খবর ।
14/05/2025

২৩ দিনের মাথায় বিএসএফ জওয়ান রিষড়ার পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন,স্বস্তির খবর ।

Address

R. N. N Road
Cooch Behar
736101

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Somoyer Barta - সময়ের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoyer Barta - সময়ের বার্তা:

Share