Ranodwip Roy

Ranodwip Roy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ranodwip Roy, Media/News Company, Coochbehar Gunja Bari, Cooch Behar.

"An interior is the natural projection of the soul." - ..keep following us on Instagram  our location📍: 375, Bishwa Sing...
14/07/2024

"An interior is the natural projection of the soul." - ..

keep following us on Instagram

our location📍: 375, Bishwa Singh Road, Cooch Behar

Call 📞 us on : +91 8101097319"

02/02/2024
29/08/2023

একসময় কলকাতার অলিতে গলিতে ঘুরে শাড়ি বিক্রি করতেন,পরবর্তীতে তিনিই পেলেন পদ্মশ্রী-
পিঠে শাড়ি ভর্তি ব্যাগ | সেই ব্যাগ নিয়েই একসময় কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতেন বীরেন কুমার বসাক | আজ বীরেন বাবুর প্রায় ৫০ কোটি টাকার শাড়ির ব্যবসা | গোটা ভারতে ছড়িয়ে আছে বীরেনবাবুর খ্যাতি | চারশো টাকা থেকে শুরু হয় কুড়ি লক্ষ টাকার শাড়ি পাওয়া যায় বীরেনবাবুর তাঁতঘরে | হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায় থেকে ওস্তাদ আমজাদ আলি খান সকলেই মুগ্ধ হয়েছিলেন বীরেন বসাকের বানানো শাড়িতে | দেশের ভিভিআইপিরা নতুন ডিজাইনের ব্যাপারে প্রায়ই খোঁজ করেন ফুলিয়ার এই তাঁতশিল্পীকে | দেশ বিদেশ থেকে পেয়েছেন বহু সম্মান | গতবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন বীরেন বসাক |

বাবা বঙ্কবিহারী বসাক ছিলেন তাঁতশিল্পী | মাত্র আট বছর বয়স থেকেই বীরেন বসাক বাবার কাছেই শিখতে থাকেন তাঁতশিল্পের খুঁটিনাটি | সেই সময় থেকেই বুঝেছিলেন নতুন নতুন ডিজাইন দিলে আর পিছনে ফিরে তাকাতে হবে না | নতুন ডিজাইন শেখার কাজটা শুরু করেছিলেন নীরবেই | রাজ্যের নানা জায়গায় প্রদর্শনীতে পৌঁছে যেতেন বীরেনবাবু | খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন নতুন ডিজাইন | আর সেই নতুন ডিজাইনকেই নিজের শাড়িতে তুলে ধরেন | খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বীরেনবাবুর নিজের বানানো শাড়ি | বাড়তে থাকে চাহিদা | চাহিদা মেটাতে কলকাতার গোলপার্কে একটি শোরুম করেন তিনি | তারপর আর ফিরে তাকাতে হয়নি |

শুধু তাঁত শাড়ির গণ্ডীতে নিজেকে আটকে রাখেননি বীরেনবাবু | জোর দেন ওয়াল হ্যাঙ্গিং -এর ওপর | নিরক্ষরতা দূরীকরণের নানা বার্তা থেকে নৌকাবিলাসের নানা মুহূর্ত উঠে এসেছে ওয়াল হ্যাঙ্গিং -এ | রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও ওয়াল হ্যাঙ্গিং রয়েছে বীরেনবাবুর | কয়েকদিন আগে জামদানির কাপড়ের ওপর কৃত্তিবাস ওঝার রামায়ণকে ফুটিয়ে তুলেছিলেন বীরেন বসাক | লিমকা বুক অফ রেকর্ডে জায়গা করে নেয় তাঁর এই শিল্পকর্ম | বেশ কিছু দিন আগে অবশ্য স্বয়ং প্রধানমন্ত্রীর থেকে পেয়েছেন দেশের সেরা বস্ত্রশিল্পীর পুরস্কার | বস্ত্রশিল্পী ‘সন্ত কবির’-এর নামানুসারে এই পুরস্কার দেওয়া হয়। ‘সন্ত কবির’ সেই সময় কাপড় বুনতে বুনতেই কবিতা লিখতেন। তাঁরই স্মৃতিবিজড়িত এই পুরস্কার পান বীরেনবাবু | ২০০৯ সালে পেয়েছেন বস্ত্র দফতরের বিশেষ শংসাপত্র |

কিন্তু শুধুমাত্র নিজের ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেননি বীরেনবাবু | হস্তচালিত তাঁতের পুনরুজ্জীবনে দিনরাত পরিশ্রম করে চলেছেন তিনি | তাঁর দাদা ধীরেন বসাক ও ছেলে অভিনবও এই লড়াইয়ে সামিল | পরবর্তী প্রজন্মকে হাতেকলমে তাঁতশিল্প সেখান বীরেনবাবু | পাশাপাশি এলাকার মেয়েদের বিনা পয়সায় নানা রকম নকশা শেখান তিনি | ফুলিয়া, হবিবপুর, শান্তিপুর, করিমপুর মিলিয়ে এই মুহূর্তের এই তাঁত উদ্যোগীর হাত ধরে প্রায় ৫ হাজার তাঁতশিল্পীর কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবেও কয়েকশো মানুষও উপকৃত | এভাবেই এগিয়ে চলুক বাঙালির তাঁতশিল্প | এগিয়ে চলুন বীরেনবাবু…

© অহর্নিশ

তথ্য : Yourstory
========
বাংলার ইতিহাস জানতে চান ? যদি প্রকৃত ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই পড়ুন ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বই "বাঙ্গালার ইতিহাস" । বাংলার ইতিহাস নিয়ে এইরকম গবেষণামূলক বই একটিও নেই ।
আমাজন লিংক : https://amzn.to/3MP7d4v

28/08/2023

বেহুলার কাহিনি মেনে ,সাপে কাঁটা মৃত ছেলের প্রান বাঁচাতে কলার ভেলায় নদীতে ভাসিয়ে দিল পরিবার।

২০২৩-এও এই কু-সংস্কার?? কী বললো মৃতের কাকা।।শুনুন।

25/08/2023

শুরু হলো কোচবিহারের ঐতিহ্যবাহী বড়োদেবীর পূজো।
কীভাবে হয় জেনে নিন।


02/08/2023

🌚

🦠

/Share For updates
তোমাদেরও কারো হয়েছে কী ?? 🥲🤭🤭

"মদন বাবু-টা আগাগোরাই রাজনীতি তেমন বোঝেন না,হঠাৎ করে মন খুলে সত্যি কথাটা বলে-ই ফেলেন।"তাই হয়ত প্রথম থেকে দলে থাকলেও ,শীর...
01/08/2023

"মদন বাবু-টা আগাগোরাই রাজনীতি তেমন বোঝেন না,হঠাৎ করে মন খুলে সত্যি কথাটা বলে-ই ফেলেন।"
তাই হয়ত প্রথম থেকে দলে থাকলেও ,শীর্ষ স্থানে যেতে পারেন নি তিনি , বরং পরিবর্ত হিসেবে রয়ে গেছেন দিদির স্নেহের ভাই হয়ে। আজকে যখন মৃত্যুসজ্জায় শায়িত বুদ্ধ বাবু কে নিয়ে কটাকে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সেখানে মদন মিত্রের উক্তি সম্পূর্ণ ভিন্ন ।
রাজনীতির ময়দানে যে মানুষটি পায়ের ছাপ বলতে গেলে আজ নিশ্চিহ্ন, রাজনীতিতে জেতা তো দূরের কথা, মৃত্যুর সঙ্গে লড়াই করে কতটা জিততে পারবেন ক্ষণিকে ক্ষণিকে বোঝা দায় হয়ে পড়ছে
সেই মানুষটিকে নিয়ে রাজনীতি করা কতটা শোভা পায়?? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

বি দ্রঃ গায়ে লাল কালি মাখাবেন নাহ্, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও ঠিক একইভাবে প্রতিবাদ করতাম।।

31/07/2023

কোচবিহার30; "মা বোন শুধু নয় ,বাড়িতে বাবা দাদাও আছে।"

এতদিন আমরা নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন প্রতিবাদী মঞ্চকে প্রতিবাদে মুখর হতে দেখেছি,বহু নারীবাদি মঞ্চ-কে রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করতে শুনেছি তবে পুরুষ সুরক্ষা নিয়ে প্রতিবাদে নেমেছে সংখ্যাটা নৈব নৈব চ। যদিও আমাদের ভারতবর্ষ নারী নির্যাতনে নয় বরং স্বামী নির্যাতনে বিশ্বে তৃতীয়।

"একজন স্ত্রী স্বামীর দ্বারা নির্যাতিত হলে জনসমক্ষে গলা ফাটিয়ে কান্না করতে পারে কিন্তু একজন স্বামী কখনো বলতে পারে না যে আমার বউ আমাকে মেরেছে??"
কারন-টা খুব স্পষ্ট, আমাদের বানানো নিয়ম অনুসারে সেটা কোনো পুরুষ সুলভ আচরণ নয় ।আর এই কারনেই আইনের কাঠগড়া পর্যন্ত পৌঁছানোর পূর্বেই হার মেনে যায় স্বামী নির্যাতনের শিকার একজন পুরুষ।
এদিক থেকে দেখতে গেলে এইরূপ পরিস্থিতিতে একজন পুরুষের মেন্টালি সাপোর্ট একজন নারীর থেকেও তুলনামূলক বেশি ,
কারণ -সমাজে একজন নারী চোখের জল ফেলে ততক্ষণ মেন্টালি সাপোর্ট পায় যতক্ষণ না পর্যন্ত সেই নারী "নারী থেকে 'আ-নাড়ি' প্রমাণিত"হয়,
তবে একজন পুরুষ চোখের জল ফেললে পুরুষ থেকে 'কা-পুরুষ' প্রমাণ-টা এমনিতেই হয়ে যায়।।

এবারে কোচবিহারের বুকে প্রকাশ্যে প্রচারে নামলো অভিযান ওয়েলফেয়ার এবং চেরিটেবল ট্রাস্টের 'পুরুষ কথা' নামে একটি পুরুষ কেন্দ্রিক সাংগঠনিক মঞ্চ।

তাদের মূল বক্তব্য ভারতবর্ষে যত নিয়ম কানুন রয়েছে তার প্রতিটিই নারীকেন্দ্রিক এবং পুরুষবিদ্বেষী তবে তার অপব্যবহার করতে ছাড়ছে না সুবিধাভোগী নারীরা। মাঝে মাধ্যেই মিথ্যে কেসের শিকার হয়ে পুরুষরা হয়ে পড়ছে সমাজের চোখে ঘৃণ্য ,এমনকি তাদের গোটা পরিবারকেও ভোগ করতে হচ্ছে তার মাশুল ।শুধু তাই নয় ipc 498A এর ন্যায় বিচার চাইতে গিয়ে তাদের ছুটতে হয় হাইকোর্টে তাই বহু মধ্যবিত্ত পুরুষেরা কেস সামলাতে গিয়ে একদিকে যেমন সমাজের চোখে ঘৃণ্য প্রমাণিত হচ্ছে তেমনি যথাসর্বস্ব হারিয়ে তারা ঘোরতর মানসিক অবসাদে শিকার হয়ে পড়ছে তাই তাদের মধ্যে বাড়ছে আত্মহত্যা করার প্রবণতাও আর এটাই হয়ত একটা বড় কারণ ভারতবর্ষে নারীর তুলনায় পুরুষদের আত্মহত্যা করার পরিসংখ্যান তিনগুণ বেশি । ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুর এর পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে কেস ৪৯৮ এ অভিযুক্তের সংখ্যা ১,৯৮০০০, তার মধ্যে পরবর্তীতে একটা অংশ মানসিক অবসাদের শিকার হয়ে আত্মহত্যা করেছে।

এবার থেকে একঘর হয়ে যাওয়া সেই সমস্ত মিথ্যে কেসের শিকার পুরুষদের ন্যায় বিচারের দাবি এবং মানসিকভাবে পাশে থাকতে এগিয়ে এলো অভিযান ওয়েলফেয়ার এবং চেরিটেবল ট্রাস্ট। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাইক রেলি করে সচেতনতা শিবির গড়ে তুলে মানসিকভাবে ভেঙ্গে পড়া পুরুষদের পাশে দাঁড়াতে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছে তারা।।

বিশেষ দু-একটি লাইন Mra Nandini Bhattacharjee - ম্যাডামের থেকে কালেক্ট করা।

MRA Nandini Bhattacharjee Fan Club
#রনদ্বিপরায়

29/07/2023

কোচবিহার29july (জলে ডুবে মৃত্যু); " সাঁতার না জেনে নদীতে নামায় বিপত্তি বাড়ছে।"

বর্ষার জল খানিকটা কমে আসায় সাঁতার না জানা কিশোরদের মধ্যেও বাড়ছে নদীতে স্নান করার প্রবণতা আনন্দ করতে গিয়ে তারা প্রায়ই আবেগ হারিয়ে ডেকে আনছে মৃত্যুকে ।
এবারে
খাগড়াবাড়ির পরেশ কর চৌপথি এলাকায় মরা তোর্সা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেছে মোহিত বর্মন নামে দশম ক্লাসের ছাত্র।

জানা যায় মোহিত তার বন্ধুবান্ধবদের নিয়ে মাঝেমধ্যেই স্নান করতে আসত মরা তোরসা নদীতে।

আজও সে এবং তার কয়েক বন্ধু মিলে স্নান করতে নদীতে আসে কিন্তু সে সাঁতার না জানায় হঠাৎ নদীতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে বাঁচাতে চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি।
এই ঘটনা শোকাহত তার পরিবার সহ পুরো এলাকা।

নিউজ ব্যুরো ABN 24x7 সঙ্গে থাকবেন।

Address

Coochbehar Gunja Bari
Cooch Behar

Telephone

+918536938281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranodwip Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share