News MTV9

News MTV9 নিরপেক্ষ দৃষ্টি নিরপেক্ষ খবর। যা ঘটনা তাই খবর।

🔴      কোচবিহার জেলার  #মাথাভাঙ্গা দুই নং ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা  নিশিকান্ত দাস কে ফরেনার্স ট্রাইবুনাল-৪  কামরূ...
25/07/2025

🔴
কোচবিহার জেলার #মাথাভাঙ্গা দুই নং ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাস কে ফরেনার্স ট্রাইবুনাল-৪ কামরূপ, আসাম থেকে এনআরসির নোটিশ l

25/07/2025


#দলবদল
ফালাকাটায় BJP থেকে TMC দলে

🔴   আরপিএফ ও জিআরপি-র তৎপরতায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী । ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ ...
23/07/2025

🔴
আরপিএফ ও জিআরপি-র তৎপরতায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে উদ্ধার 56 জন যুবতী । ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ । ওই যুবতীদের পাচারের পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ ।

রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল উত্তর 24 পরগনার ভাটপাড়ার বাসিন্দা জিতেন্দ্রকুমার পাসওয়ান ও শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝারের বাসিন্দা চন্দ্রিকা কর । ধৃতদের বিরুদ্ধে মানব পাচার ধারায় মামলা রুজু করেছে পুলিশ লাগছে
তবে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পেরেছে, তাদের তামিলনাড়ুর হসুর জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল ।

সোমবার রাতে রেল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, অনেক যুবতীকে পাচার করার পরিকল্পনা করা হচ্ছে । জিআরপির পুলিশ অফিসার আত্রেয়ী গঙ্গোপাধ্যায় ও বর্ষা প্রধানের নেতৃত্বে 27 জনের একটি বিশেষ দল গঠন করা হয় । এরপর এনজেপি থেকে পটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে অভিযান চালিয়ে ওই যুবতীদের উদ্ধার করা হয় ।

🔴    চাকরির টোপ দিয়ে পাচারের পরিকল্পনা !  #এনজেপি স্টেশন থেকে উদ্ধার  #56যুবতী -
23/07/2025

🔴
চাকরির টোপ দিয়ে পাচারের পরিকল্পনা ! #এনজেপি স্টেশন থেকে উদ্ধার #56যুবতী -

    মাথাভাঙ্গা পৌর উদ্যান বা মালিবাগান এর সীমানা ফেন্সিং দীর্ঘদিন ধরে একাংশ  ভেঙ্গে হেলে আছে l
23/07/2025


মাথাভাঙ্গা পৌর উদ্যান বা মালিবাগান এর সীমানা ফেন্সিং দীর্ঘদিন ধরে একাংশ ভেঙ্গে হেলে আছে l

22/07/2025

🔴🔴 #দিনহাটার খবর
দিনহাটা চৌধুরীহাটে ভয়াবহ #অগ্নিকাণ্ডে পুড়ে গেল #স্বর্ণালংকার সহ একাধিক জিনিসপত্র। পুড়ে ছাই গোডাউন।

News MTV9 আমার শহর কোচবিহার

21/07/2025

🔴
একুশে জুলাই এর শহীদ দিবসে মঞ্চে কি বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক #অভিষেকবন্দ্যোপাধ্যায়।?
2025

𝙽𝙸𝚂𝙷𝙸𝙶𝙰𝙽𝙹ッ   #মধুসূদনহোড়  #কলেজ
20/07/2025

𝙽𝙸𝚂𝙷𝙸𝙶𝙰𝙽𝙹ッ #মধুসূদনহোড় #কলেজ

19/07/2025

র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলে
#মাথাভাঙ্গায় ঘোকসাডাঙ্গার ঘটনার প্রতিবাদে এবং উত্তরকন্যা অভিযানের ডাকে এই মিছিল। I

19/07/2025

🔴 LIVE...
মাথাভাঙ্গায় বিজেপির বিক্ষোভ মিছিল

19/07/2025

গত দশ দিন ধরে #নিখোঁজ #নিশিগঞ্জের যুবক অজিত বর্মন। তার বয়স ৩৬ l
অজিত বর্মনের বাড়ি মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ আসমানী ঘাট এলাকায় l
পেশায় তিনি ছোট মাছ ব্যবসায়ী সেদিন সকালবেলায় বাজারে যাচ্ছি বলে বেরিয়ে যায় পরবর্তীতে ফোন করে জানান তিনি জয়পুরে উদ্দেশ্যে যাচ্ছেন প্রথমদিকে দুই তিন যোগাযোগ হলেও বর্তমানে যোগাযোগ ছিন্ন পরিবার চিন্তা গ্রস্ত। খোঁজ চালাচ্ছে পুলিশ l
𝙽𝙸𝚂𝙷𝙸𝙶𝙰𝙽𝙹ッ আমার শহর মাথাভাঙা

18/07/2025

* #মাথাভাঙা ১নং ব্লকে #অরণ্যসপ্তাহ উদযাপন করলো #পচাগড়জুনিয়রবেসিকস্কুল*
মাথাভাঙা ১নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পচাগড় জুনিয়র বেসিক স্কুল প্রতি বছরের মতো এবারও অরণ্য সপ্তাহ সফলভাবে উদযাপন করেছে। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে একাধিক পরিবেশবান্ধব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল একটি শোভাযাত্রা, বৃক্ষরোপণ, অঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক আলোচনা, চারা গাছ বিতরণ এবং অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী ও স্থানীয় সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পালপ উড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শ্রী হিতেন বর্মন, বিট অফিসার শ্রী গৌতম মজুমদার, পঞ্চায়েত সদস্য শ্রী কামাখ্যা বর্মন, এবং প্রধান শিক্ষক সঞ্জীব রায়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকারা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।
আমার শহর মাথাভাঙা 𝙽𝙸𝚂𝙷𝙸𝙶𝙰𝙽𝙹ッ News MTV9

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News MTV9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share