10/05/2023
#হুদুম দেও পুজা আরও ব্যাঙের বিয়াও #
(রাজবংশী নারীদের আদিম উপাসনা,প্রকৃতিও তাদের উপর সন্তুষ্ট এবং ডাকে দেয় সাড়া,কিন্তু আজ তাদের নিধন চলছে)
👉👉👉হুদুম দেও (দেবতা)রাজবংশীদের মধ্যেত বৃষ্টির দেবতা হিসাবে মানা হয় । হুদুম দেও পুজা পুরাপুরি প্রকৃতি পুজারী রাজবংশী মহিলাগুলার মধ্যেত সীমাবদ্ধ।এর মধ্যে দিয়া রাজবংশী সমাজোত নারীগুলার মাতৃতান্ত্রিকতার অধিকার,প্রজনন এর পাশাপাশি উমার কৃষিবিদ্যা,কৃষি আবিষ্কারোত উমার ভূমিকা আরও কৃষিজ ফসল উৎপাদনত উমরা যে পথ দেখাইয়া তা এই আদিম কৃষ্টির মধ্যেত দেখা যায় ।
বৈশাখ -জৈষ্ঠ মাসোত খুব খড়া হৈলে আকাশ থাকি জল বা বৃষ্টি আনার জৈন্য এই অনুষ্ঠানটা মূলত রাজবংশী মহিলাগুলা করে।আরো সাথোত বিয়াও দেওয়া হয় ব্যাঙের।কারন ব্যাঙের সাথোত জলের সম্পর্ক আছে।হামরালা এলাও বিশ্বাস করি ব্যাঙ কান্দিলে ঝড়ি আইসে।তায় এই পূজার পাশাপাশি ব্যাঙের বিয়াও খড়া দূর করিবার একটা বিশ্বাস এবং কৃষিবৈজ্ঞানীক ধারণা ।আসামত এই ব্যাঙের বিয়াক কয় "ভেকুলি বিয়া"।
বৈশাখ জ্যাঠ মাসোত(মে-জুলাই) খুব খড়া হৈলে গ্রামের আবাদি জমিত কোনও মঙ্গলবার বা শনিবার এই পুজা করা হয়। হুদুম দেও এর নিশান হিসাবে কলাগাছ গাড়িয়া গোল করি বসিয়া বয়স্ক একজন অভিজ্ঞতা সম্পন্ন মহিলা পূজা দেয় আরো মন্ত্র কয়।মন্ত্রগুলা রাজবংশী ভাসাত কয় আরও সগায় মিলি গান কয়।পূজাত কলার ঢোঙ্গলোত দুধ,দই,চিনি,কলা নৈবদ্য দেয়।পুজা শ্যাষ করি সগায় হাটু গাড়িয়া ভক্তি দেয় ।রাজবংশীরা এটা বিশ্বাস করে যে হুদুম দেও/দেবতা এঙকরিয়াই সন্তুষ্ট হয় এবং তারপরে বৃষ্টি আসিয়া খড়া দূর করিয়া পৃথিবীক উর্বর করে তোলে।কৃষি কেন্দ্রিক এই বৃষ্টি আনা নিয়ম অনুষ্ঠান এলাও রাজবংশী মহিলাগুলার মধ্যে প্রচলিত এবং রাজবংশী সমাজোত নারী গুলার স্থান বা জায়গা অনেক উপরা আরও সম্মানের ।
#সমাজ আধুনিক হলেও রাজবংশীরা বিশেষ করে মহিলারা তাদের আদিম বিশ্বাসে এখনও বিশ্বাসী ।সামাজিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে তাদের উপরে অনেক আঁঘাত, অত্যাচার,নির্যাতন হলেও সময়ে তারা রুখে দাঁড়াবে।প্রান্তিক এলাকায় কিছু সচেতনতার অভাব থাকলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে সচেতন করার।নারীরা শুধুমাত্র চার দেওয়ালেই সীমাবদ্ধ থাকবে,সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে না,এটা হতে পারে না।প্রকৃত শিক্ষা ও বৌদ্ধিক বিকাশ তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নারীর অসন্মান সমাজের অবক্ষয়।
বিশেষ দ্রষ্টব্য :-ছবিগুলা নিছি আমার বন্ধু তথা দাদা koch David Yor থেকে।
🙏🙏🙏
ডালিম কুমার বর্মন
০৯/০৫/২০২৩©