arip.itz

arip.itz love for allah

Allah behtar kere galekin agar Allah naay بہتر nah kyaTo Amaan rakho Allah behtareen kere ga
21/06/2024

Allah behtar kere ga

lekin agar Allah naay بہتر nah kya

To Amaan rakho Allah behtareen kere ga

একাকিত্ব আসলেই অনেক সুন্দর, যদি তুমি সেটা উপভোগ করতে পারো!😌       @
22/03/2024

একাকিত্ব আসলেই অনেক সুন্দর, যদি তুমি সেটা উপভোগ করতে পারো!😌




@

আল্লাহর শুকরিয়া আদায় করে বলি             আলহামদুলিল্লাহ
29/11/2023

আল্লাহর শুকরিয়া আদায় করে বলি
আলহামদুলিল্লাহ

31/10/2023

- ''যুবক, তোমাকে এমন মেয়েকে বিয়ে করতে হবে। যে তোমাকে শুধু তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিবে না। হিন্দুস্তান থেকে ফিলিস্তিন যাওয়ার জন্যও জাগিয়ে দিবে। "❤️🌸

28/07/2023

মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ নোছিয়াত🍀
--------------------------------------------------------
পাচঁ প্রকার ছেলেকে বিয়ে করা থেকে বিরত

থাকা উচিত.....লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,মেয়েদের জন্য
সম্পূর্ণ পড়বেন ।
_____________________
1- যে পুরুষ দাড়ি রাখে না। এবং সুন্নত মোতাবেক চলে না।
2- যে পুরুষ টাকনুর নিচে কাপড়। এবং মেয়েদের মত হাতে, কানে অলংকার ব্যবহার করে।
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত হয়েছে যে, হুযুর পাক (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকার বশত পায়ের গিরার নিচে লুঙ্গি বা পায়জামা ঝুলিয়ে দেয়, রোজ কিয়ামতে আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না।
_____(বুখারি, মুসলিম, মিশকাত:৩৭৩)
3- যে পুরুষ বাজে নেশা করে।
অর্থাৎ মদ, সিগেরেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত।
রাসুল (সা:) বলেছেন ----- আমার প্রভু তাঁর মহা ক্ষমতার শপথ করে বলেছেন, আমার যে কোন বান্দা এক ঢোক মদ পান করবে, আমি নিশ্চয় তাকে অনুরূপ পঁচা পুজ খাওয়াবো।
______(মিশকাতঃ ৩১৮)

4 - যে পুরুষ নিজের স্ত্রীকে পর্দায় রাখতে চায় না।
হুজুর পাক (সাঃ) বলেন তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। যথাঃ দৈনন্দিন মদ পানকারী, পিতামাতার অবাধ্যতা এবং দাইয়ূস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয়।
অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না। বাধা দান তো দুরে থাক উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয়।
5 -যে পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে।
রাসুল (সাঃ) বলেন, ফরযসমুহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরয।

আল্লাহ যেন সকল বোনদের উত্তম জীবন সঙ্গী দান করেন আমিন
ইয়া রাব্বুল আলামিন☺️

⭕ রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ভিতরে এবং বাহিরে রাত্রিবেলায় সর্বমোট ১১ রাকাত [নফল] নামাজ আদায় করতেন। আর ত...
25/07/2023

⭕ রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম রমাদানের ভিতরে এবং বাহিরে রাত্রিবেলায় সর্বমোট ১১ রাকাত [নফল] নামাজ আদায় করতেন। আর তা হচ্ছে ৮ রাকাত তাহাজ্জুদ এবং ৩ রাকাত বেতের। -[সহীহ বুখারী- ৩৫৬৯]

🔹 সুতরাং তাহাজ্জুদের নামাজ ২ রাকাত করে ৮ রাকাত আদায় করবেন। আবার কেউ চাইলে ১০, ১২ কিংবা সাধ্য মোতাবেক আরো বেশিও আদায় করতে পারবেন ইন শা আল্লাহ। এতে কোনো সমস্যা নেই।

🔸 তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পর থেকে ধরে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আদায় করা যায়। তবে শেষ রাত্রিতে (আনুমানিক ২ টা থেকে ৪ টার মাঝামাঝি সময়ে) তাহাজ্জুদের নামাজ আদায় করা সর্বোত্তম এবং দোয়া কবুলের জন্য অধিক ফলদায়ক।

🔹 তবে কেউ চাইলে এশার নামাজের পর অথবা রাত ১২ টার দিকেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। তবে উত্তম হচ্ছে শেষ রাত্রিতেই তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর তাহাজ্জুদের নামাজ আদায় করে বেতের নামাজ আদায় করা।

🔸 কারো পক্ষে যদি রাতে উঠতে পারার সম্ভাবনা না থাকে তাহলে সে চাইলে এশার নামাজের পরই বেতের নামাজ আদায় করে নিতে পারবে এবং রাতে সজাগ পেলে তখন উঠে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। কিন্তু তখন আর বেতের নামাজ আদায় করতে হবে না।

🔹 তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো সূরা কিরাত নেই। তবে যেই সূরাগুলো সহীহ শুদ্ধভাবে মুখস্থ রয়েছে সেগুলো দিয়েই তাহাজ্জুদ আদায় করা উত্তম

🔸 তবে এক্ষেত্রে সূরার ধারাবাহিকতা রক্ষা করা জরুরী। অর্থাৎ প্রথম রাকাতে কুরআনুল কারীমের ১০৫ নং সূরা পাঠ করা হলে পরের রাকাতে ১০৬ নং অথবা ১০৭ নং কিংবা তার পরের সূরাগুলো পাঠ করতে হবে।

🔹 অনেকে বলে থাকেন, তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করলে সুন্নত এবং মাঝে মাঝে আদায় করলে নফল। তাদের এসব কথার কোনো ভিত্তি নেই.!

🔸 তাহাজ্জুদের নামাজ হচ্ছে সুন্নতে গায়রে মুয়াক্কাদা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। তাই উক্ত নামাজ সুন্নতের নিয়ত করেও পড়া যাবে, আবার নফলের নিয়ত করেও পড়া যাবে। এতে কোনো সমস্যা নেই।

🔹 নিয়তের ক্ষেত্রে আরবীতে কিংবা বাংলায় মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। কারন নিয়ত অন্তরের সাথে সংশ্লিষ্ট, মুখের সাথে নয়। তাই মনে মনে স্মরণ করতে হবে যে, আমি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আল্ল-হু আকবার।

🔸 প্রতিদিন মধ্যরাতে ৪-৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত এশার নামাজের পর [বেতের নামাজের পূর্বে] ২-৪ রাকাত নফল নামাজ আদায় করুন। তাহলে সেটাও আপনার জন্য তাহাজ্জুদ বলে গন্য হয়ে যাবে ইনশাআল্লাহ [দারেমী ১৬৩৫]

🔲 তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন এখন থেকে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তো ইন শা আল্লাহ..?? আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ। এতে করে যতজন মানুষ আপনাদের উছিলায় তাহাজ্জুদ সম্পর্কে জেনে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাদের আমলের সম-পরিমান সওয়াব আপনাদের আমল নামাতেও লিপিবদ্ধ করা হতে থাকবে ইন শা আল্লাহ 💞✅

⭕ রোজারত অবস্থায় কিংবা রোজাবিহীন অবস্থায় হায়েজ [ঋতুস্রাব], নেফাজ [সন্তান জন্মদানের পর ৪০ দিন পর্যন্ত প্রবাহিত রক্ত], স্ব...
25/07/2023

⭕ রোজারত অবস্থায় কিংবা রোজাবিহীন অবস্থায় হায়েজ [ঋতুস্রাব], নেফাজ [সন্তান জন্মদানের পর ৪০ দিন পর্যন্ত প্রবাহিত রক্ত], স্বপ্নদোষ এবং স্ত্রী সহবাস জনিত কারনে গোসল ফরজ হয়ে থাকলে কিভাবে ফরজ গোসল আদায় করতে হবে আসুন তা জেনে নেইঃ-

🔲 গোসলের ফরজ হচ্ছে ৩ টি। আর এই ৩ টি ফরজের মধ্যে যেকোনো ১ টি ফরজ বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না হলে নামাজ, আমল, ইবাদত কোনো কিছুই কবুল হবে না।

🔸 গোসলের ফরজ সমূহঃ-

১) একবার কুলি করা,

২) একবার নাকে পানি দেওয়া,

৩) একবার সম্পূর্ণ শরীরে পানি পৌছে দেওয়া।

🔹 ফরজ গোসলের সুন্নত সমূহঃ-

১) তিনবার গড়গড়ার সাথে কুলি করা,

২) তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো,

৩) সম্পূর্ণ শরীরে ভালোভাবে পানি পৌছে দিয়ে গোসল সম্পন্ন করা।

🔸 ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো ফরজ নয় বরং সুন্নতের অন্তর্ভূক্ত। তাই উপরোক্ত নিয়মে গোসলের ফরজ এবং সুন্নত সমূহ আদায় করে গোসল করা হলে ফরজ গোসল আদায় হয়ে যাবে ইন শা আল্লাহ।

🔹 তবে রোজারত অবস্থায় ফরজ গোসলের ক্ষেত্রে গড়গড়ার সহিত কুলি করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো যাবে না। এতে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফরজ গোসলের ক্ষেত্রে তিনবার কুলি করতে হবে, তিনবার (হালকাভাবে) নাকে পানি দিতে হবে এবং সম্পূর্ণ শরীরে পানি পৌছে দিতে হবে। -[রুদ্দুল মুখতার- ১/২৮৪, বাদায়েউস সানায়া- ১/১১২]

⭕ ফরজ গোসল করার নিয়ম ও পদ্ধতিঃ-

🔸 সর্বপ্রথম উভয় হাতের কব্জি পর্যন্ত ধুয়ে নেওয়া, অতঃপর লজ্জাস্থান ও লজ্জাস্থানে যা লেগে আছে তা ভালোভাবে পরিষ্কার করা। এরপর পরিপূর্ণভাবে অজু করা। তারপর মাথার উপর তিনবার পানি ঢালা এবং শরীরের বাকি অংশে পানি পৌছে দেওয়া। গোসল শেষে উভয় পা ধুয়ে নেওয়া। এটিই হচ্ছে পরিপূর্ণভাবে গোসল করার সুন্নত পদ্ধতি। -[ফাতাওয়ায়ে আরকানুল ইসলাম- ২৪৮]

🔹 ফরজ গোসলের ক্ষেত্রে মহিলাদের জন্য মাথার চুল এবং পুরুষদের জন্য দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে।

🔸 উপরোক্ত নিয়মে গোসল করা হলে যদি অজু ভঙ্গ হয়ে না থাকে, তাহলে আর নতুন করে অজু করার প্রয়োজন হবে না। এই অজু দিয়েই নামাজ আদায় করা যাবে।

⭕ রাসূল ﷺ বলেছেন, পবিত্রতা ঈমানের অংশ, পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আর তাই নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত কবুল হওয়ার জন্য পবিত্রতা অর্জন করা জরুরী।

🔲 তাই এখন থেকে আপনারা সবাই উপরোক্ত নিয়মে ফরজ গোসল আদায় করে নামাজ, রোজা, আমল, ইবাদত, দোয়া ও মোনাজাত করবেন ইন শা আল্লাহ 💞✅

⭕ জুম'আর দিনের অত্যন্ত দামী একটি সুন্নত আমল হচ্ছে রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করা। তাই আসুন আমরা জুম'আর দিনের ফজিলতপূর...
22/07/2023

⭕ জুম'আর দিনের অত্যন্ত দামী একটি সুন্নত আমল হচ্ছে রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করা। তাই আসুন আমরা জুম'আর দিনের ফজিলতপূর্ণ সময়টুকু দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি ইন শা আল্লাহ।

১) “আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ”

২) “আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ”

৩) “আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”

৪) “ওয়াস সলাতু ওয়াস সালামু 'আলা রসূলিল্লাহ”

৫) “সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম”

🔸 এই [ ' ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ - ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

🔲 উপরোক্ত দুরূদ শরীফগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

⭕ জুম'আর দিন আসরের শেষ মূহুর্তে অর্থাৎ মাগরিবের পূর্ব মূহুর্তে দোয়া কবুল হয়। তাই আপনারা এই সময়টিতে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন। আপনাদের দোয়াও কবুল করা হবে ইন শা আল্লাহ 💞✅

 # চন্দ্রযান_3(LVM-3)*গতকাল (14 July) ISRO -র সহযোগিতায় দুপুর 2:35 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে আমাদের...
15/07/2023

# চন্দ্রযান_3(LVM-3)

*গতকাল (14 July) ISRO -র সহযোগিতায় দুপুর 2:35 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে আমাদের দেশের গর্ব "চন্দ্রযান_3"(LVM-3) চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে।।

20/04/2023

১১২) সূরা এখলাছ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
01

বলুন, তিনি আল্লাহ, এক,
اللَّهُ الصَّمَدُ
02

আল্লাহ অমুখাপেক্ষী,
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
03

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
04

এবং তার সমতুল্য কেউ নেই।

৩ বার পড়ে আলহামদুলিল্লাহ বলি

17/04/2023

রমজানে প্রথম দশ দিনে মসজিদে মুছল্লী
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

দ্বিতীয় দশ দিনে মুছল্লী
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

তৃতীয় দশ দিনে মুছল্লী
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

লাইলাতুল কদর রাতে মুছল্লী
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👥👥👥

ঈদের নামাজে মুছল্লী
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👥👥

ঈদের দিন যোহরের নামাযে মুছল্লী
👤👤👤👥👤

এটাই মুসলিম সমাজের বাস্তব চিত্র😔

Address

Cooch Behar

Website

Alerts

Be the first to know and let us send you an email when arip.itz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share