বাংলার সুর

বাংলার সুর রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা জনস্বার্থে uutorbanger bivinno sangbad pete nojor rakhun ekhane.....

29/07/2025
29/07/2025

বিডিও অফিসগুলিতে কর্মরত ভারপ্রাপ্ত নির্বাচন আধিকারিক বা ঠিকা ডেটা এন্ট্রি অপারেটররা ৬, ৭, ৮ নং ফর্ম এর কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না নির্দেশ নির্বাচন কমিশনের

29/07/2025

বিগ ব্রেকিং নিউজ
গত এক বছরে যতগুলো ৬ নম্বর ফর্ম জমা পড়েছে সেগুলো অভিজ্ঞ দল গঠন করে পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন

তালিকায় ‘অস্তিত্বহীন’ ভোটার! কমিশন চিঠি দিল জেলা নির্বাচন আধিকারিকদের, দুই ইআরওর বিরুদ্ধে পদক্ষেপও ‘বিবেচনায়’ভোটার তালিক...
29/07/2025

তালিকায় ‘অস্তিত্বহীন’ ভোটার! কমিশন চিঠি দিল জেলা নির্বাচন আধিকারিকদের, দুই ইআরওর বিরুদ্ধে পদক্ষেপও ‘বিবেচনায়’
ভোটার তালিকায় নতুন নামের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ‘অনিয়ম’ হয়েছে বলে জানিয়ে সব ‘জেলা নির্বাচন আধিকারিক’ (ডিইও)-কে চিঠি দিলেন রাজ্যের ‘মুখ্য নির্বাচনী আধিকারিক’ (সিইও) মনোজকুমার আগরওয়াল। যে ‘অনিয়ম’ সামনে এসেছে, তার প্রেক্ষিতে অন্তত দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (ইআরও)-এর বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও বিবেচিত হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন তিনি। গত এক বছরে যে সব নতুন নাম ভোটার তালিকায় উঠেছে, সে সবের অন্তর্ভুক্তির প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য বরিষ্ঠ আধিকারিকদের ‘দল’ গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে ডিইওদের।
এই পরিস্থিতির প্রেক্ষিতে ডিইওদের উদ্দেশে সিইওর নির্দেশ, ‘‘গত এক বছরে যত সংখ্যক ৬ নম্বর ফর্মের নিষ্পত্তি ঘটানো হয়েছে, সে সবের নমুনা পরীক্ষার জন্য বরিষ্ঠ আধিকারিকদের নিয়ে দল গঠন করুন এবং ১৪ অগস্ট, ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই রিপোর্ট জমা দিন।’’ যে দু’জন ইআরওর অধীনে ‘অনিয়ম’ ধরা পড়েছে, তাঁদের বিষয়ে ‘উপযুক্ত পদক্ষেপ’ বিবেচিত হচ্ছে বলে সিইও লিখেছেন।

29/07/2025

নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের নির্দেশ নয়, মাত্র ‘অনুরোধ’— সংবিধান কী বলে?

ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধান দ্বারা সুরক্ষিত। সংবিধানের ধারা 324 অনুযায়ী, ভারতীয় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা, যার উপর দেশের সমস্ত নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত। এই কমিশন কোনো সরকার, রাজনৈতিক দল কিংবা আদালতের অধীন নয়। এর কাজ, কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই কমিশনের নিজস্ব।

তাহলে সুপ্রিম কোর্ট কি করতে পারে?

সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে মতামত দিতে পারে বা সুপারিশ করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না। অর্থাৎ, আদালতের বক্তব্য থাকতেই পারে, কিন্তু সেই বক্তব্য কমিশনের উপর বাধ্যতামূলক নয়।

এই বিষয়ে সুপ্রিম কোর্ট নিজেও বহুবার বলেছে যে, তারা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতায় হস্তক্ষেপ করতে চায় না। উদাহরণস্বরূপ, বিভিন্ন মামলায় আদালত বলেছেনঃ

"We are not here to micro-manage elections. The Election Commission is a constitutional body with wide powers. We can only make observations, not issue binding directions unless there is gross constitutional violation."

আদালত শুধুমাত্র সাংবিধানিক সীমারেখা অনুযায়ী নজরদারি করতে পারে, যদি কোথাও মৌলিক অধিকার বা গণতন্ত্র লঙ্ঘনের সম্ভাবনা থাকে। কিন্তু নির্বাচন কমিশন কীভাবে ভোটার তালিকা সংশোধন করবে, কোন প্রক্রিয়ায় ভোট করাবে, কীভাবে EVM বা VVPAT ব্যবহৃত হবে — এসব বিষয়ে আদালত ‘আদেশ’ দিতে পারে না, শুধুমাত্র ‘পরামর্শ’ বা ‘আবেদন’ করতে পারে।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ ও মত প্রকাশ করেছে। কিন্তু এই মত নির্বাচন কমিশন গ্রহণ করবে কি না, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা যদি মনে করে আদালতের বক্তব্য যৌক্তিক, তবে গ্রহণ করবে। নইলে তারা তাদের নিজস্ব সংবিধানসম্মত পথেই চলবে।

নির্বাচন কমিশন ভারতীয় গণতন্ত্রের একটি প্রধান স্তম্ভ। আদালত তার মর্যাদা রক্ষা করে এবং তাকে স্বাধীনভাবেই কাজ করতে দেয়। কেউ যেন এটিকে আদালতের “আদেশ” বলে চালিয়ে বিভ্রান্ত না করে।

এটা আদালতের নির্দেশ নয়, আদালতের মতামত বা আবেদন মাত্র। নির্বাচন কমিশনের কর্তৃত্ব এবং স্বাধীনতা বজায় রাখা প্রতিটি গণতন্ত্রপ্রেমী নাগরিকের দায়িত্ব।

#সংবিধান #নির্বাচনকমিশন #গণতন্ত্র

29/07/2025

দ্বিতীয় চন্দ্রবোড়ার আবির্ভাব হলো নাকি? প্রসঙ্গ : SIR মামলা

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যেকোনো কাজে স্বাধীন তাতে কেউ মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত নাক গলাতে পার...
29/07/2025

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যেকোনো কাজে স্বাধীন তাতে কেউ মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত নাক গলাতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা রয়েছে।

28/07/2025

28/07/2025

SIR তো শুরুই হলো না, তার আগেই ১১০জন ভুয়ো ভোটার পড়লো ধরা এরাজ্যে...

28/07/2025

বিগ ব্রেকিং নিউজ
নির্বাচন কমিশনের স্যাম্পল চেকিংয়েও ধরা পড়লো ভুয়ো ভোটার.. ১১০জন ভুয়ো ভোটার ধরা পড়লো দুই ২৪পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়...

Address

Cooch Behar

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার সুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার সুর:

Share