29/07/2025
নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের নির্দেশ নয়, মাত্র ‘অনুরোধ’— সংবিধান কী বলে?
ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধান দ্বারা সুরক্ষিত। সংবিধানের ধারা 324 অনুযায়ী, ভারতীয় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক সংস্থা, যার উপর দেশের সমস্ত নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত। এই কমিশন কোনো সরকার, রাজনৈতিক দল কিংবা আদালতের অধীন নয়। এর কাজ, কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই কমিশনের নিজস্ব।
তাহলে সুপ্রিম কোর্ট কি করতে পারে?
সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে মতামত দিতে পারে বা সুপারিশ করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না। অর্থাৎ, আদালতের বক্তব্য থাকতেই পারে, কিন্তু সেই বক্তব্য কমিশনের উপর বাধ্যতামূলক নয়।
এই বিষয়ে সুপ্রিম কোর্ট নিজেও বহুবার বলেছে যে, তারা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতায় হস্তক্ষেপ করতে চায় না। উদাহরণস্বরূপ, বিভিন্ন মামলায় আদালত বলেছেনঃ
"We are not here to micro-manage elections. The Election Commission is a constitutional body with wide powers. We can only make observations, not issue binding directions unless there is gross constitutional violation."
আদালত শুধুমাত্র সাংবিধানিক সীমারেখা অনুযায়ী নজরদারি করতে পারে, যদি কোথাও মৌলিক অধিকার বা গণতন্ত্র লঙ্ঘনের সম্ভাবনা থাকে। কিন্তু নির্বাচন কমিশন কীভাবে ভোটার তালিকা সংশোধন করবে, কোন প্রক্রিয়ায় ভোট করাবে, কীভাবে EVM বা VVPAT ব্যবহৃত হবে — এসব বিষয়ে আদালত ‘আদেশ’ দিতে পারে না, শুধুমাত্র ‘পরামর্শ’ বা ‘আবেদন’ করতে পারে।
সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ ও মত প্রকাশ করেছে। কিন্তু এই মত নির্বাচন কমিশন গ্রহণ করবে কি না, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা যদি মনে করে আদালতের বক্তব্য যৌক্তিক, তবে গ্রহণ করবে। নইলে তারা তাদের নিজস্ব সংবিধানসম্মত পথেই চলবে।
নির্বাচন কমিশন ভারতীয় গণতন্ত্রের একটি প্রধান স্তম্ভ। আদালত তার মর্যাদা রক্ষা করে এবং তাকে স্বাধীনভাবেই কাজ করতে দেয়। কেউ যেন এটিকে আদালতের “আদেশ” বলে চালিয়ে বিভ্রান্ত না করে।
এটা আদালতের নির্দেশ নয়, আদালতের মতামত বা আবেদন মাত্র। নির্বাচন কমিশনের কর্তৃত্ব এবং স্বাধীনতা বজায় রাখা প্রতিটি গণতন্ত্রপ্রেমী নাগরিকের দায়িত্ব।
#সংবিধান #নির্বাচনকমিশন #গণতন্ত্র