24/12/2023
#ওদের_শীতের_হাত_থেকে_রক্ষা_করতে_নতুন_কম্বল_বা_সোয়েটার_উপহার ।।
নতুন বছরের প্রথম দিনে আমরা চেষ্টার পক্ষ থেকে দুস্থ শিশুদের হাতে সোয়েটার বা নতুন কম্বল তুলে দেবো। সকল সহৃদয় ব্যক্তির কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন এবং এই কর্মযজ্ঞে শামিল হয়ে একটি শিশুর দায়িত্ব নিন। সকলের সহযোগিতা কাম্য ।।