wakil Islamic Media

wakil Islamic Media Islamic and social

08/06/2025
08/06/2025

2025 কুরবানীর গোশতের সম্পর্কে আলোচনা

অ-মুসলিমদের কুরবানির গোশত দেওয়া কেমন?

অ-মুসলিমদের কুরবানির গোশত দেওয়া জায়েয (অনুমোদিত), এবং যদি কোনো অ-মুসলিম আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বা গরীব হয়, তাহলে তাদের দেওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এর প্রমাণ কুরআন থেকে:

> اللَّهُ لَا يَنْهَاكُمْ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

“আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায়বিচার করতে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বেরও করে দেয়নি। নিঃসন্দেহে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।”

— [সূরা আল-মুমতাহিনা: ৮]

কুরবানির গোশতের বিষয়ে কুরআনের আরও নির্দেশ:

> فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

“তোমরা তা থেকে খাও এবং হতদরিদ্র অভাবগ্রস্তকে খাওয়াও।”

— [সূরা আল-হাজ্জ: ২৮]

> فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ

“তোমরা তা থেকে খাও এবং যারা চায় না এমন (স্বাভিমানী) ও যারা চায় (ভিক্ষুক) তাদের খাওয়াও।”

— [সূরা আল-হাজ্জ: ৩৬]

হাদীস থেকেও প্রমাণ:

> হাদীস: মুজাহিদ (রহ.) বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনু আমর (র.আ) এর পরিবারে একটি বকরী যবেহ করা হলো। তিনি ফিরে এসে বললেন: “তোমরা কি আমাদের ইয়াহুদি প্রতিবেশিকে দিয়েছো? তাঁকে কি পাঠানো হয়েছে?” তারপর বললেন, “আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি: ‘জিবরাঈল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন যে আমি মনে করতাম, তাঁকে ওয়ারিস বানানো হবে।’”

— [সুনান তিরমিযী: ১৯৪৩, সুনান আবু দাউদ: ৫১৫২ / কিতাবুল বিরর ওয়াসসিলা]

ফিকহী অভিমত:

ইবনে কুদামা (রহ.) বলেন:

> “অ-মুসলিমদের কুরবানির গোশত খাওয়ানো জায়েয, কারণ এটি নফল সদকা। তাই এটি যিম্মি বা বন্দীকেও খাওয়ানো যেতে পারে, যেমন অন্যান্য সদকা দেয়া যায়।”

— [আল-মুগনী, ৯/৪৫০]

শাইখ ইবনে বাজ (রহ.) বলেন:

> “যে কাফেরের সঙ্গে আমাদের যুদ্ধ নেই, বা যিনি আমাদের আশ্রয়ে আছেন, বা যার সঙ্গে আমাদের চুক্তি আছে—তাঁকে কুরবানির গোশত বা সদকা দেয়া জায়েয।”

— [মাজমুআ ফাতাওয়া ইবনে বাজ, ১৮/৪৮]

সারসংক্ষেপ:
অ-মুসলিম প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বা গরীবদের কুরবানির গোশত দেওয়া শরয়ী দৃষ্টিতে অনুমোদিত, বরং অনেক ক্ষেত্রে উত্তমও। কুরআন, হাদীস এবং ফিকহ—all এটি সমর্থন করে।

11/03/2025

Address

Dalkhola

Alerts

Be the first to know and let us send you an email when wakil Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to wakil Islamic Media:

Share