08/06/2025
2025 কুরবানীর গোশতের সম্পর্কে আলোচনা
অ-মুসলিমদের কুরবানির গোশত দেওয়া কেমন?
অ-মুসলিমদের কুরবানির গোশত দেওয়া জায়েয (অনুমোদিত), এবং যদি কোনো অ-মুসলিম আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বা গরীব হয়, তাহলে তাদের দেওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এর প্রমাণ কুরআন থেকে:
> اللَّهُ لَا يَنْهَاكُمْ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায়বিচার করতে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বেরও করে দেয়নি। নিঃসন্দেহে আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।”
— [সূরা আল-মুমতাহিনা: ৮]
কুরবানির গোশতের বিষয়ে কুরআনের আরও নির্দেশ:
> فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
“তোমরা তা থেকে খাও এবং হতদরিদ্র অভাবগ্রস্তকে খাওয়াও।”
— [সূরা আল-হাজ্জ: ২৮]
> فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ
“তোমরা তা থেকে খাও এবং যারা চায় না এমন (স্বাভিমানী) ও যারা চায় (ভিক্ষুক) তাদের খাওয়াও।”
— [সূরা আল-হাজ্জ: ৩৬]
হাদীস থেকেও প্রমাণ:
> হাদীস: মুজাহিদ (রহ.) বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনু আমর (র.আ) এর পরিবারে একটি বকরী যবেহ করা হলো। তিনি ফিরে এসে বললেন: “তোমরা কি আমাদের ইয়াহুদি প্রতিবেশিকে দিয়েছো? তাঁকে কি পাঠানো হয়েছে?” তারপর বললেন, “আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি: ‘জিবরাঈল (আ.) আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন যে আমি মনে করতাম, তাঁকে ওয়ারিস বানানো হবে।’”
— [সুনান তিরমিযী: ১৯৪৩, সুনান আবু দাউদ: ৫১৫২ / কিতাবুল বিরর ওয়াসসিলা]
ফিকহী অভিমত:
ইবনে কুদামা (রহ.) বলেন:
> “অ-মুসলিমদের কুরবানির গোশত খাওয়ানো জায়েয, কারণ এটি নফল সদকা। তাই এটি যিম্মি বা বন্দীকেও খাওয়ানো যেতে পারে, যেমন অন্যান্য সদকা দেয়া যায়।”
— [আল-মুগনী, ৯/৪৫০]
শাইখ ইবনে বাজ (রহ.) বলেন:
> “যে কাফেরের সঙ্গে আমাদের যুদ্ধ নেই, বা যিনি আমাদের আশ্রয়ে আছেন, বা যার সঙ্গে আমাদের চুক্তি আছে—তাঁকে কুরবানির গোশত বা সদকা দেয়া জায়েয।”
— [মাজমুআ ফাতাওয়া ইবনে বাজ, ১৮/৪৮]
সারসংক্ষেপ:
অ-মুসলিম প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বা গরীবদের কুরবানির গোশত দেওয়া শরয়ী দৃষ্টিতে অনুমোদিত, বরং অনেক ক্ষেত্রে উত্তমও। কুরআন, হাদীস এবং ফিকহ—all এটি সমর্থন করে।